Akhaurar Chokh

Akhaurar Chokh This news media to be covering all issues related to Akhaura. Stay tuned.
(1)

প্রিয় আখাউড়াবাসী, আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ভালো কাটুক আপনার ঈদ, ঈদ মোবারক!
17/06/2024

প্রিয় আখাউড়াবাসী, আসসালামু আলাইকুম! সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ভালো কাটুক আপনার ঈদ, ঈদ মোবারক!

আখাউড়ায় স্বামীর বাড়ি ফেরার পথে        তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ!রিপোর্ট:মোবারক হোসেন জীবন,আখাউড়ার  চোখ। ব্রাহ্মণবাড়িয...
08/06/2024

আখাউড়ায় স্বামীর বাড়ি ফেরার পথে
তিন সন্তানসহ গৃহবধূ নিখোঁজ!

রিপোর্ট:মোবারক হোসেন জীবন,আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দক্ষিন ইউনিয়ন দ্বিজয়পুর গ্রামের গৃহবধূ তিন কন্যা সন্তান সহ বাবার বাড়িতে (মেরাসানি) বেড়াতে গিয়ে স্বামীর বাড়ি ফেরার পথে তিন কন্যা সন্তানসহ নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিখোঁজরা হলেন আখাউড়া দক্ষিন ইউনিয়ন দ্বিজয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন ভূঁইয়ার ছেলে আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী খালেদা আক্তার ঋতু (২৮) এবং তার তিন কন্যা সন্তান তাবাচ্ছুম আক্তার (১০),তানিশা আক্তার (০৭) ও হুমায়রা আক্তার (০৫)।

অভিযোগ সূত্রে জানা যায় গত ২/৬/২০২৪ ইং রোজ রবিবার আখাউড়া দক্ষিন ইউনিয়ন দ্বিজয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন ভূঁইয়ার পুত্রবধূ জনাব, আতাউর রহমান ভূঁইয়ার স্ত্রী, তার তিন কন্যা সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে বাবার বাড়িতে পাঁচ দিন বেড়ানোর পর ৭/৬/২০২৪(শুক্রবার) আনুমানিক বেলা ১১ঃ১৫ সময় তার বাবা স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাদের এলাকার পরিচিত সুমন মিয়া, পিতা হাফিজ উদ্দিন সাং মেরাসানি বিজয়নগর অটোরিকশাচালকের গাড়িতে তার তিন কন্যা সন্তান সহ উঠিয়ে দেন। তারপর সেখান থেকে সিংগারবিল বাজার পর্যন্ত আসেন সুমন মিয়ার অটো রিক্সায় করে।
তারপর সেখান থেকে ওই অটোরিকশা চালক সুমন মিয়া তাদেরকে সিঙ্গারবিল বাজার থেকে অজ্ঞাত পরিচয়ের অন্য একটি অটোরিকশায় উঠিয়ে দেয়। এরপর থেকে তিন কন্যা সন্তান সহ আখাউড়া দক্ষিন ইউনিয়ন দ্বিজয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন ভূঁইয়ার পুত্রবধূ আতাউর রহমানের স্ত্রী নিখোঁজ রয়েছেন।

সন্ধ্যায় তার বাবা স্বামীর বাড়িতে তার মেয়ে ঋতুর খোঁজ নিলে তারা জানান আসেনি। এ অবস্থায় তখন আত্মীয়স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করার পর রাতে আখাউড়া থানায় (জিডি)সাধারণ অভিযোগ করতে গেলে আখাউড়া থানার কর্তব্যরত ডিউটি অফিসারের পরামর্শে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি( জিডি) নং ৩৬৮, ৮/৬/২০২৪ অভিযোগ করা হয়। শনিবার বিকাল পর্যন্ত এখনো তিন কন্যা সন্তানসহ গৃহবধূর কোন খোঁজ মেলেনি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান,তিন কন্যা সন্তানসহ গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি।মূল রহস্য উৎঘাটনে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

#আখাউড়ার #চোখ
#নিখোঁজ #সংবাদ #নিউজ #আপডেট

আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সফাইনালে হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে ১০ বছর পর তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতলো...
26/05/2024

আইপিএলে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
ফাইনালে হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে ১০ বছর পর তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জিতলো কলকাতা।

প্রথমবারের মত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টাইগারদের দশ উইকেটের দাপটে জয়।যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দুই ম্যাচ হারার পর মধুর...
25/05/2024

প্রথমবারের মত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টাইগারদের দশ উইকেটের দাপটে জয়।যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দুই ম্যাচ হারার পর মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেস্ট বোলিং ফিগার মুস্তাফিজুর রহমান, চার ওভারে করে একটি মেডেন দিয়ে দশ রানে  পেয়েছেন ৬ উইকেট।...
25/05/2024

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বেস্ট বোলিং ফিগার মুস্তাফিজুর রহমান, চার ওভারে করে একটি মেডেন দিয়ে দশ রানে পেয়েছেন ৬ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫     উইকেটে  হারিয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র                      ...
21/05/2024

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫
উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র

উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান  রোকসানা আক্তার (কলস) বেসরকারি ভাবে জয়যুক্ত হয়ে আবেগে আপ্লুত হয়ে বাবাকে জ...
21/05/2024

উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান
রোকসানা আক্তার (কলস) বেসরকারি ভাবে জয়যুক্ত হয়ে আবেগে আপ্লুত হয়ে বাবাকে জড়িয়ে দরে বিজয়ের কান্না করেছেন।
#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

আখাউড়া উপজেলা নির্বাচনে ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাবুউদ্দিন বেগ শাপলু,তার ন...
21/05/2024

আখাউড়া উপজেলা নির্বাচনে ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাহাবুউদ্দিন বেগ শাপলু,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল রানা পেয়েছেন ১১হাজার ৮৫১ ভোট।
#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

21/05/2024

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে
বেসরকারিভাবে মনির হোসেন বিজয়ী

মনির হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩০৯ ভোট।
মুরাদ হোসেন ভূইয়া আনারস প্রতীকে পেয়েছেন১৪ হাজার ৫৭৩ ভোট।
বিজয়ী হবার পর সাংবাদিকের সামনে কথা বলছেন আখাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন।

#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

আখাউড়া উপজেলা নির্বাচনে ২৮,৩০৯ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে  বিজয়ী মো: মনির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকে মুরাদ...
21/05/2024

আখাউড়া উপজেলা নির্বাচনে ২৮,৩০৯ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে বিজয়ী মো: মনির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকে মুরাদ হোসেন ভূইয়া পেয়েছেন ১৪৫৭৩ ভোট।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ টা কেন্দ্রের ফলাফলে এখন পর্যন্ত ঘোড়া এগিয়ে আছেন। ১৮ টা কেন্দ্রে মনির হ...
21/05/2024

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ টা কেন্দ্রের ফলাফলে এখন পর্যন্ত ঘোড়া এগিয়ে আছেন। ১৮ টা কেন্দ্রে মনির হোসেন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩১৪৮ ভোট, আনারস প্রতীকে মুরাদ হোসেন পেয়েছেন ৪৪৫০ ভোট, শেষ খবর পাওয়া পর্যন্ত।

#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেন্দ্রের ফলাফল :-চেয়ারম্যান পদে  #আনারস -৩০৫ ভোট পেয়েছেন।   #ঘোড়া -২২৮ ভোট পেয়েছেন। ভাইস...
21/05/2024

রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়,কেন্দ্রের ফলাফল :-
চেয়ারম্যান পদে #আনারস -৩০৫ ভোট পেয়েছেন।
#ঘোড়া -২২৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ,
#মাইক-৪০১ ভোট পেয়েছেন।
#চশমা-২৪ ভোট পেয়েছেন।
#টিউবওয়েল -৯৮ ভোট পেয়েছেন।
#তালা-০৯ পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান মহিলা,
#হাঁস-৪১০ ভোট পেয়েছেন।
#ফুটবল-৭৭ ভোট পেয়েছেন।
#কলস-৩৬ পেয়েছেন।
#পদ্মফুল-০৮ পেয়েছেন।

#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  কঠোর নিরাপত্তার মাঝেও শেষ পর্যায়ে ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধা...
21/05/2024

আখাউড়া দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তার মাঝেও শেষ পর্যায়ে ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার।
#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ পর্যায়ে আজমপুর দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপারে সীল মারার অপরাধে...
21/05/2024

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ পর্যায়ে আজমপুর দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে আগে থেকে ব্যালট পেপারে সীল মারার অপরাধে তিনজন আটক।
#নির্বাচন #আখাউড়া #নিউজ #আখাউড়ার #চোখ

ব্যালটে সিল পোলিং এজেন্টকে ৭ দিনের কারাদন্ড #রিপোর্ট: সিনিয়র রিপোর্টার /আখাউড়ার চোখ। আখাউড়া  উপজেলা পরিষদ নির্বাচনে ব্য...
21/05/2024

ব্যালটে সিল পোলিং এজেন্টকে ৭ দিনের কারাদন্ড

#রিপোর্ট: সিনিয়র রিপোর্টার /আখাউড়ার চোখ।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালটের সিল মারার অপরাধে এক পোলিং এজেন্টকে সাত দিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শহীদ স্মৃতি সরকারি কলেজ আখাউড়া কলেজ কেন্দ্রে পুরাতন
ভবন কেন্দ্রে গোপনকক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপারে সিল মারছিলেন মাহবুব মিয়া নামে এক পোলিং এজেন্ট, সেখানে তাকে আটক করা হয়। পরে মাহবুব মিয়াকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এবং একইসঙ্গে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়ায় ভোট কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

জানা যায় মাহবুব মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাব উদ্দিন বেগ শাপলুর মাইক মার্কার পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন।

এই সময় শহীদ স্মৃতি সরকারি কলেজ নির্বাচনী কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম শেখ। দুপুর ১:৩০ মিনিটের সময় শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।পরে মাহবুব মিয়াকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

#নির্বাচন #আখাউড়া #আপডেট #আখাউড়ার #চোখ
#নিউজ

উপজেলা নির্বাচন আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয়  কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৫৮২ জন। বেলা ১২টা পর্যন্ত ভোট পঠেছে ১৫২৮ টা ২৯...
21/05/2024

উপজেলা নির্বাচন আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৫৮২ জন। বেলা ১২টা পর্যন্ত ভোট পঠেছে ১৫২৮ টা ২৯% ভোট পড়েছে।
#নির্বাচন #আখাউড়া #আপডেট #আখাউড়ার #চোখ
#নিউজ

আখাউড়া উপজেলা নির্বাচন ঐতিহ্যবাহী ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র বেলা ১০ টা পর্যন্ত ১৯০ ভোট পড়েছে। ভোট দিতে ভোট...
21/05/2024

আখাউড়া উপজেলা নির্বাচন ঐতিহ্যবাহী ছতুরা চান্দপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র বেলা ১০ টা পর্যন্ত ১৯০ ভোট পড়েছে। ভোট দিতে ভোটারদের আগ্রহ অনেক কম।নির্বাচনী পরিবেশ খুব শান্ত আছে, ছতুরা চন্দপুরে যে বিষয়টি লক্ষ্য করা যায় পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি।
#আখাউড়ার #নির্বাচন #আপডেট #আখাউড়া #চোখ

আখাউড়া উপজেলা নির্বাচন আপডেট, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ১৯% শান্তি...
21/05/2024

আখাউড়া উপজেলা নির্বাচন আপডেট, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ১৯% শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে।
#নির্বাচন #আখাউড়া #উপজেলা #নিউজ #আপডেট #আখাউড়ার #চোখ

শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, ভোটারদের উপস্থিতি নাই বললেই চলে।গুরুত্বপূর্ণ উপজেলা নির্বাচনে শাহপীর কল্লা ...
21/05/2024

শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, ভোটারদের উপস্থিতি নাই বললেই চলে।গুরুত্বপূর্ণ উপজেলা নির্বাচনে শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর পর্যন্ত ৪১৭ ভোট পড়েছে।এখানে সর্বমোট ভোটার সংখ্যা ২২৬২জন।
#আখাউড়ার #নির্বাচন #আপডেট #নিউজ

আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থীর আলোচনা সভায়            ভ্রাম্যমান আদালতের অভিযান  রিপোর্ট :সিনিয়র রিপোর্টার /আখাউড়ার চোখ।ব...
13/05/2024

আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থীর আলোচনা সভায়
ভ্রাম্যমান আদালতের অভিযান

রিপোর্ট :সিনিয়র রিপোর্টার /আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা নির্বাচন উপলক্ষে উপজেলা শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের আনারস মার্কার আলোচনা সভায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত আদালত।

আখাউড়ায় খাবারের আয়োজন করে নির্বাচনী আচরণব্যাধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মিছিল ও আলোচনা সভা আয়োজন করে উপজেলা শ্রমিক লীগ।এ সময় খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে খাবার জব্দ এবং আলোচনাসভা বন্ধ করে দেওয়া হয়।

নির্বাচনী আচরণবিধি লন্ডনের দায়ে জরিমানা করা না হলেও খাবারগুলি জব্দ করে ভ্রাম্যমান আদালত।পরে জব্দকৃত খাবার গুলি স্থানীয় আখাউড়া জামিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসায় আবাসিক এতিম ছাত্রদের দেওয়া হয়।

এই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।।উল্লেখ্য আগামী ২১ শে এপ্রিল রোজ মঙ্গলবার আখাউড়ায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। আখাউড়ায় সকল নির্বাচনী এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#নির্বাচন #উপজেলা #চেয়ারম্যান #প্রার্থী #অভিযান
#ভ্রাম্যমান #আদালত #পরিচালনা #নির্বাহী #নিউজ #ম্যাজিস্ট্রেট #অফিসার #আখাউড়ার #চোখ #নিউজ #আপডেট

আখাউড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট  পলিথিন         যুক্ত সাঁটানো পোস্টার সরালেন রিপোর্ট :সিনিয়র রিপোর্টার/ আখাউড়ার চোখ।আখাউড...
13/05/2024

আখাউড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিথিন
যুক্ত সাঁটানো পোস্টার সরালেন

রিপোর্ট :সিনিয়র রিপোর্টার/ আখাউড়ার চোখ।

আখাউড়া নির্বাচনী আচরণব্যাধি লঙ্ঘন করে অনেক প্রার্থীরা পলিথিনযুক্ত পোস্টার লাগিয়েছেন বিভিন্ন এলাকায়। এইসব এলাকায় ভাম্যমান আদালত অভিযান চালিয়ে পলিথিন যুক্ত পোস্টার গুলো কেটে অপসারণ করে দেওয়া হয়েছে। যেসব এলাকায় পলিথিনযুক্ত পোস্টার অপসারণ করা হয়েছে তার মধ্যে তারাগন, খড়মপুর, বাইপাস, নারায়নপুর, চেকপোস্টসহ বিভিন্ন এলাকা। নির্বাচনে আচরণবিধি লংঘন করে পলিথিনযুক্ত পোস্টার সাঁটানোর দায়ে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনকে পাঁচ হাজার টাকা ও মাইক প্রতীকে বাইস চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন বেগ সাপলুকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।এই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।উল্লেখ্য নির্বাচন কমিশন কর্তিৃক ঘোষিত সময়-সূচি অনুযায়ী আগামী ২১ শে মে ২০২৪রোজ মঙ্গলবার । সময় সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে উপজেলায় স্থাপিত প্রতিটি ভোট কেন্দ্র বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।তাই প্রতিটি নির্বাচনী ভোট কেন্দ্র এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#নির্বাচন #আখাউড়ার #নিউজ #আপডেট #নির্বাহী #অফিসার #উপজেলা #প্রশাসন #আখাউড়া

👉গণ বিজ্ঞপ্তি   👉জেলা প্রশাসকের                      কার্যালয়  ব্রাহ্মণবাড়িয়া। উপজেলা নির্বাচন পরিষদ বিধিমালা, ২০১৩ অ...
13/05/2024

👉গণ বিজ্ঞপ্তি
👉জেলা প্রশাসকের
কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া।

উপজেলা নির্বাচন পরিষদ বিধিমালা, ২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনী এলাকা থেকে একজন চেয়ারম্যান,একজন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার জন্য নির্বাচন কমিশন কর্তিৃক ঘোষিত সময়-সূচি অনুযায়ী আগামী ২১ শে মে ২০২৪রোজ মঙ্গলবার । সময় সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে উপজেলায় স্থাপিত প্রতিটি ভোট কেন্দ্র বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
#নির্বাচন #আখাউড়া #উপজেলা #পরিষদ #নিউজ
#উপজেলা #প্রশাসন #আখাউড়ার #চোখ #নিউজ
#আপডেট #খবর #সংবাদ #বিজ্ঞপ্তি #নির্বাহী #অফিসার #উপজেলা #প্রশাসন

এস, এস, সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
12/05/2024

এস, এস, সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আখাউড়ায় রেলের স্লিপার যন্ত্রাংশসহ আটক তিন                ডেক্স রিপোর্ট :আখাউড়ার চোখ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে ...
08/05/2024

আখাউড়ায় রেলের স্লিপার যন্ত্রাংশসহ আটক তিন

ডেক্স রিপোর্ট :আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় রেলের মালামান চুরি যেন নিত্যদিনের সঙ্গী, নতুন রেলের কাজ করার সুবাদে পুরাতন মালামাল গুলা প্রায় সময় চুরি হয়। রেলওয়ে যন্ত্রাংশ স্লিপার রেলের টিনশেট, নাট বল্টু দামি দামি পুরাতন যন্ত্রাংশ চুরি করে বিক্রি করা হয়। এবার রেলওয়ের যন্ত্রাংশসহ আটক হয় তিন কর্মচারী। তাদের তিনজনকে আরএনবি সদস্যরা আটক করে।

রেলওয়ে কলোনির বাসিন্দাদের কাছ থেকে জানা যায় তারা এ মালামাল গুলো চুরি করে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে মালামালের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তারা মালামাল গুলা কোথায় নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে সুনির্দিষ্ট কোন কিছু বলতে পারেন নাই পরে রেলের নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন আখাউড়া রেলওয়ে লোকোশেড বিভাগে কর্মরত জসিম উদ্দিন, মানিক দাস ও জীবন দাস। রেলওয়ে কলোনির স্থানীয়রা আরো জানায়, রেলওয়ের একটি চক্র এর আগেও যন্ত্রাংশ চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা ছাড় পেয়ে যায়। আর চুরি করা রেলের যন্ত্রাংশ মালামাল গুলো তারা মূলত রেলওয়ে কলোনীতে অবৈধভাবে বসবাসরত মো: ইয়ার হোসেন নামে ভাঙারি ব্যবসায়ির কাছে দীর্ঘদিন যাবত চুরি করে বিক্রি করে আসছিলেন।

তবে একাধিক সূত্রে রেলওয়ে কলোনির স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় আটক হওয়া তিন রেলওয়ে কর্মচারীকে রফাদফায় ছেড়ে দেওয়া হয়েছে।

এবার এই চুরির কাহিনী নিয়ে রেলঅঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। এদিকে যন্ত্রাংশগুলো নিয়ে লোকুচুরি খেলা শুরু হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো:ফরহাদ হোসেন বলেন, ‘আরএনবি’র হাতে উদ্ধার হওয়া এসব মালামাল আমাদের নয় বলে অস্বীকার করেছেন।

আখাউড়ার লোকোশেড ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, এসব মালামাল বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না। তিনি বলেন, ‘আমাদের এখান থেকে কোনো যন্ত্রাংশ স্লিপার নাট বল্টু চুরি হয়নি। এগুলো আমাদের মালামাল নয়। মালগুলো কোথা থেকে এসেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

আখাউড়া রেলওয়ে আরএনবি’র পরিদর্শক মো. আবু সুফিয়ান ভূঁইয়া এ বিষয়ে সংবাদমাধ্যম কর্মীদেকাছে রফাদফা করে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘মালামালগুলো উদ্ধারের পর জানতে পারি এগুলো মূলত অনেক দিনের পুরাতন নষ্ট অকেজু যন্ত্রাংশ ‘আবর্জনা’। সবমিলিয়ে ৫০-৬০ কেজি হবে। রেলওয়ের এসব মালামাল আমাদের কাছে রেখে দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের নাটকীয় মোড়  #রিপোর্ট: মোবারক হোসেন জীবন /আখাউড়ার চোখ। আসন্ন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপ...
05/05/2024

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের নাটকীয় মোড়

#রিপোর্ট: মোবারক হোসেন জীবন /আখাউড়ার চোখ।

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ পাওয়ার পর চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, সাবেক আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন।তিনি আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি নির্বাচনি প্রচারণাও চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে আজ মুরাদ হোসেন ভূঁইয়াকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন।

আজ ৫ই মে রোববার সকালে আখাউড়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত একসভায় তিনি এই ঘোষণা দেয়।আলহাজ্ব শেখ বোরহানউদ্দিন তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। প্রবীণ এই নেতা বলেন আমি কসবা-আখাউড়ার অভিভাবক, আইনমন্ত্রী জনাব আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে দলীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় ঐক্যকে ধরে রাখার স্বার্থে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হেসেন বাবুল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

উল্লেখ্য, আগামী ২১ মে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে বৈধ চেয়ারম্যান প্রার্থী তিনজন।আলহাজ্ব শেখ বোরহান উদ্দিন সরে দাঁড়ানোয় এখন দুজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা হবে। সাবেক আখাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া সাথে ভোট যুদ্ধে লড়বেন সাবেক মোগড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনির হোসেন। প্রার্থীতা প্রত্যাহার সময় শেষ হয়ে যাওয়ায় ব্যালটে শেখ বোরহান উদ্দিনের প্রতীক থাকবে।


#আখাউড়া #উপজেলা #নির্বাচন #নিউজ #আপডেট #ক্রাইম #রিপোর্ট #আখাউড়ার #চোখ

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ প্রতীক                       বরাদ্দ দেওয়া হয়েছেরিপোর্ট :মোবারক হোসেন জীবন/আখাউড়ার চোখ।...
02/05/2024

আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ প্রতীক
বরাদ্দ দেওয়া হয়েছে

রিপোর্ট :মোবারক হোসেন জীবন/আখাউড়ার চোখ।

চেয়ারম্যান পদে ৩জন তাদের নাম ও প্রতীক নিচে দেওয়া হল :
👉জনাব, মোঃ মনির হোসেন-ঘোড়া,
👉জনাব,মোঃ মুরাদ হোসেন ভূঁইয়া- আনারস,
👉জনাব,শেখ বোরহান উদ্দিন-দোয়াত কলম।

ভাইস-চেয়ারম্যান পদে ৪জন তাদের নাম ও প্রতীক নিচে দেওয়া হল :
👉মোঃ গোলাম মোস্তফা-তালা
👉শাহাবুদ্দিন বেগ শাপলু- মাইক
👉মোঃ মাজিদুল ইসলাম-চশমা
👉মোঃ জুয়েল রানা-টিউবওয়েল

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন তাদের নাম ও প্রতীক নিচে দেওয়া হল :

👉মোছাম্মৎ পিয়ারা বেগম পিওনা -হাঁস
👉মোছাঃ রোকসানা আক্তার-কলস
👉তানজিনা আক্তার-ফুটবল
👉বিনা আক্তার-পদ্মফুল

আগামী ২১শে মে রোজ মঙ্গলবার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন।

30/04/2024

আখাউড়ায় আবাসিক হোটেলে
অভিযানে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।

রিপোর্ট :মোবারক হোসেন জীবন /আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে আখাউড়া পৌরসভার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় অসামাজিক কার্যকলাপ,ও পর্যাপ্ত ফায়ার স্টিম না থাকার কারণে এবং বিকল্প সিঁড়ি বা ইমারজেন্সি এক্সিট ব্যবস্থা না থাকার কারণে দুই আবাসিক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।

তিনি বলেন আখাউড়া আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় প্রায় হোটেলগুলোতে ফায়ার স্ট্রিম নেই এবং যেগুলোতে আছে খুব অল্প এবং ইমার্জেন্সি এক্সিট ব্যবস্থা নেই সেজন্য সতর্কতা মূলক বার্তা দেওয়া হয় এবং এবং দুইটা আবাসিক হোটেল প্রতিষ্ঠান দীপ্তি রেস্ট হাউস ও বনানীরেস্ট হাউস, আবাসিক হোটেলকে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়।এরকম অভিযান অব্যাহত থাকবে।

#আখাউড়া #চোখ #ক্রাইম #রিপোর্ট #আপডেট #খবর #নিউজ #সংবাদ #ব্যবসায়ী #জরিমানা #ভ্রাম্যমান #আদালত #অভিযান #পরিচালনা #উপজেলা #প্রশাসন #থানা

উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান সহ          তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন রিপোর্ট মোবারক হোসেন জীবন /আখাউড়ার...
30/04/2024

উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান সহ
তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন

রিপোর্ট মোবারক হোসেন জীবন /আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জেলা পরিষদ নির্বাচন।
আজ শেষ দিন ছিল মনোনয়ন প্রত্যাহারের।
আজ ৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজকে আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহ তিন জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে করেছেন।

প্রত্যাহার কারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন :জনাব আবুল কাশেম ভূইয়া, সাবেক চেয়ারম্যান, আখাউড়া উপজেলা পরিষদ। জনাব গোলাম সামদানী ফেরদৌস,
এবং বাছির মোঃ আরিফুল হক, সাবেক চেয়ারম্যান, ধরখার ইউনিয়ন পরিষদ।

ভোটযুদ্ধে চেয়ারম্যান প্রার্থী পদে যারা লড়বেন তারা হলেন :মোঃ মুরাদ হোসেন, সাবেক বাইস চেয়ারম্যান আখাউড়া উপজেলা পরিষদ, শেখ বোরহান উদ্দিন সাবেক চেয়ারম্যান আখাউড়া উপজেলা পরিষদ ,মোঃ মনির হোসেন সাবেক চেয়ারম্যান মোগড়া ইউনিয়ন পরিষদ।

আখাউড়ায় আবাসিক হোটেলে           অভিযানে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।রিপোর্ট :মোবারক হোসেন জীবন /আখাউড়ার চোখ।   ব্রাহ্মণব...
30/04/2024

আখাউড়ায় আবাসিক হোটেলে
অভিযানে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।

রিপোর্ট :মোবারক হোসেন জীবন /আখাউড়ার চোখ।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে আখাউড়া পৌরসভার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালান ভ্রাম্যমান আদালত।

এ সময় অসামাজিক কার্যকলাপ,ও পর্যাপ্ত ফায়ার স্টিম না থাকার কারণে এবং বিকল্প সিঁড়ি বা ইমারজেন্সি এক্সিট ব্যবস্থা না থাকার কারণে দুই আবাসিক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।

তিনি বলেন আখাউড়া আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় প্রায় হোটেলগুলোতে ফায়ার স্ট্রিম নেই এবং যেগুলোতে আছে খুব অল্প এবং ইমার্জেন্সি এক্সিট ব্যবস্থা নেই সেজন্য সতর্কতা মূলক বার্তা দেওয়া হয় এবং এবং দুইটা আবাসিক হোটেল প্রতিষ্ঠান দীপ্তি রেস্ট হাউস ও বনানীরেস্ট হাউস, আবাসিক হোটেলকে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়।এরকম অভিযান অব্যাহত থাকবে।

#আখাউড়া #চোখ #ক্রাইম #রিপোর্ট #আপডেট #খবর #নিউজ #সংবাদ #ব্যবসায়ী #জরিমানা #ভ্রাম্যমান #আদালত #অভিযান #পরিচালনা #উপজেলা #প্রশাসন #থানা

আখাউড়ায় ১৮০০ পিস ই'য়া'বা'সহ এক মাদক ব্যবসায়ীকে আটক রিপোর্ট :মোবারক হোসেন জীবন/আখাউড়ার চোখ। আখাউড়া থানা পুলিশের মাদক বির...
18/04/2024

আখাউড়ায় ১৮০০ পিস ই'য়া'বা'সহ এক মাদক ব্যবসায়ীকে আটক

রিপোর্ট :মোবারক হোসেন জীবন/আখাউড়ার চোখ।

আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদকব্যবসায়ী আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো:আবুল কাশেম (৫৫) বুধবার সন্ধ্যায় মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া এলাকা ইয়াবা চালান নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।আটকৃত মাদক কারবারি ব্যক্তির বাড়ি হল মাঝিগাছা গ্রামে। তার বাবার নাম মৃত বাদশা মিয়া।

আখাউড়া থানার ওসি মোঃ নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আখড়া থানার ওসি বলেন ধৃত আবুল কাশেমের বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলায় রয়েছে। মামলার কাজ সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

#আখাউড়া #মাদক #ব্যবসায়ী #আটক #পুলিশ #থানা #সংবাদ #খবর #নিউজ #আপডেট #ক্রাইম #মাদক

Address

Akhaura
3450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhaurar Chokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhaurar Chokh:

Videos

Share

আখাউড়া’র চোখ

আমাদের মাতৃভূমি আখাউড়ার বস্তুনিষ্ট সংবাদ পাবেন এখানেই, আস্থা রাখুন।



You may also like