Mohammod Manik

Mohammod Manik কোন কিছুই আপনাকে পরিবর্তন করতে পারবে না,যতক্ষণ না আপনি আপনাকে পরিবর্তন করতে চাইবেন।
(36)

My name is Mohammod Manik mia,i live in Dhaka.Learning digital marketing in Harbour it.

আপনার কি একটি ইউটিউব চেনেল আছে,ভিডিওতে তেমন ভিও নেই,ভিডিও টি রেংক করছে।তবে যোগাযোগ করতে পারেন।ইউটিউব SEO করে আপনার ভিডিও...
09/04/2024

আপনার কি একটি ইউটিউব চেনেল আছে,ভিডিওতে তেমন ভিও নেই,ভিডিও টি রেংক করছে।তবে যোগাযোগ করতে পারেন।ইউটিউব SEO করে আপনার ভিডিও কে রেংক করাতে চাইলে আমাকে নক দিতে পারেন।

IF YOU NEED YOUTUBE VIDEO SEO,CONTACT ME.
23/03/2024

IF YOU NEED YOUTUBE VIDEO SEO,CONTACT ME.

04/03/2024

I got 80 reactions and 73 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

29/02/2024






28/02/2024

লেখাটা একজন পুরুষের অথচ প্রতিটা লাইন,প্রতিটা
শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা।♦️

একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা
কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টন।

এবার একজন একজন করে কয়েক জন পুরুষ এনে বলেন
তুমি যে কোন একটা কাজ করবা।

হয় একটা একটা করে মার্বেল কুড়াও না হয় পড়ে থাকা
তিনটা ভারী কার্টন সরাও।

আমি একজন পুরুষ হিসাবে বলছি। একটা একটা মার্বেল
কুড়ানোর চেয়ে ভারী কার্টন সরানো আমার জন্য সহজ
কাজ।

না আমরা শুধু সহানুভুতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক
করে দেইনি l বরং আমরা জানি আমাদের ধৈর্য কম শক্তি
বেশি।

আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের
গুরুত্ব আমার কাছে কতটুকু?

পুরুষ শাষিত এ সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে
বলে সে নাকি কিছুই করে না। রাত ১২টার পরেও মশারি
গুজতে গুজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিনী !

ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চক চক
করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাপ !

লবন কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও
গরম তেলে ফোস্কাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে !

যে নারী কিছুই করেনা সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু
আপনাকে দেওয়া হোক। আপনি তখন কার্টনও সরাবেন
মার্বেলও কুড়াবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে
থাকবেন না l

আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ। আর দিন ভর
যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা !

যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে
কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি
সামলাতে !

ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ !

কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে।
আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালবাসা পায় তো ?

01/01/2024

আবেগের তরে সমাপ্তি নয়, ভালোবাসি!
মনে চায় যেন সবটুকু দিয়েই ধরে রাখি।

01/01/2024

নতুন বছরের শুভেচ্ছা

29/12/2023

মুঠো মুঠো অন্ধকারে লিখে রাখি রাত জোনাকির কাব্যে
ঠান্ডায় জমে যাচ্ছে মানুষের নীরব অভিমান -
তবুও অভুক্ত শিশুরাও হাসছে খিলখিল করে।

29/12/2023

This page is wonderful and helpful. Best wishes for you. Go ahead.

28/12/2023

শুভ সকাল

26/12/2023

Highly recommend this page verry supportive and verry nice content. Best wishes for you.

25/12/2023

মাশাল্লাহ অনেক সুন্দর একটা পেইজ,আরো সুন্দর ও ক্রিয়েটিভ পোস্ট করে এগিয়ে যান।পাসে আছি।দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য।

25/12/2023

খুব সুন্দর একটা পেইজ,দোয়া করি এগিয়ে যান।আরো সুন্দর সুন্দর পোস্ট করেন।মানুসের উপকার হবে।

24/12/2023

GOOD NIGHT

You can also follow on Instagram to see more.
22/12/2023

You can also follow on Instagram to see more.

20/12/2023

অন্ধকারের ভিতরও কারো আশার প্রদীপ জ্বলে,
কারো হৃদয়ে নিঃশব্দেরা প্রতিদিন কথা বলে.

18/12/2023

আল্লাহর কাছে শুকরিয়া

17/12/2023

জোসনার মতো প্রেম, যেন ঝরে সর্বক্ষণ

17/12/2023
17/12/2023

শুভ সকাল।
সবার দিন সুন্দর ভাবে কাটুক এই কামনায়।

16/12/2023

হবে না দেখা তার সাথে বুক পেতে দাঁড়ালে
ঝরা পাতা ঝরে গেছে দুখ নিয়ে আড়ালে

14/12/2023

Good night

14/12/2023

শরীর না শুনে মনের কথা, পা চলে সময়ের জোরে,
তোমার আবাস হৃদপিণ্ড চালায় ঈশ্বর।
পাশাপাশি হেঁটে চলার রেললাইনটাও কথা রাখেনি,
পেরেক ঠুকে করেছে বিদীর্ণ পাথর।

14/12/2023

আমার পৃথিবী আঁধার হলো, তোমারও কি তাই?
স্বজন সব দূরে এখন, তোমার সবই ঠাঁই।

14/12/2023

শুভ সন্ধ্যা

Address

Dhaka
ঢাকা
1310

Alerts

Be the first to know and let us send you an email when Mohammod Manik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammod Manik:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in ঢাকা

Show All