somewhere in krabi, Thailand
আপনি কোনটা আর আপনার ফ্রেন্ড কোনটা ? 🥱
হাওয়া দেখি, বাতাস খাই
📍Koh khai nok, Krabi, Thailand
Lauterbrunnen ❤️
Lauterbrunnen ❤️
Grindelwald.❤️
Beautiful Grindelwald ❤️
পাহাড়ে যেতে হবে, নদীতে ঝাপ দিতে হবে, সমুদ্রস্নান করতে হবে, জংগলে ঘুরতে হবে !
Spanish Diary ❤️ Madrid. . .#spain #madrid #eurotrip #traveleight
A place to remember
I want to go there again and again and again ❤️
Heaven on earth
📍Switzerland
পাহাড়ঘেরা সাংলি পাড়ার পাশে এক জুমে বসে ট্রাভেলএইট টিম যখন অবাক হয়ে বান্দরবানের অপরূপ সৌন্দর্য আর মেঘের খেলা দেখছিলো ঠিক তখনি বাতাসে ভেসে পাহাড়ি এক কিশোরের কণ্ঠে অসাধারণ গানের টান। মুগ্ধ হয়ে কিছুক্ষণ শুনে দ্রুত ক্যামেরা অন করে রেকর্ডিং করে ফেলে নাসির।
হেডফোন লাগিয়ে পুরো গানটা না শুনলে সত্যিই মিস করবেন...।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের রাস্তায় মজাদার এবং ভয়ঙ্কর খেলা। অবশ্যই পুরোটা দেখবেন
Funny and interesting street show at Amsterdam- Museumkwartier.
"Palmaria Pozzale"
পালমারিয়া হল ইতালির পোর্টোভেনেরে শহরের কাছে লা স্পেজিয়া উপসাগরে অবস্থিত একটি দ্বীপ। এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ যা চিংকু টেরে, পোর্টোভেনারে এবং আশেপাশের দ্বীপগুলি অন্তর্ভুক্ত করে।
পোজালে, তাসকানির একটি সমুদ্র তীরবর্তী গ্রাম যেখানে কাটিয়েছি অসাধারণ একটি দুপুর।
মিরিঞ্জা রেঞ্জের একটি জুমঘর থেকে আজ ভোরে মেঘ-রোদের খেলা📍প্রাণের বান্দরবান ❤️ #bandorban #nature #bangladesh #travel #travelreels #traveleight
স্বপ্নের মত একটা ভ্যালি। #bandorban #traveleight
My condition after a trip 😑😭
বান্দরবানের যেসব জায়গায় ভ্রমণে কোন নিষেধাজ্ঞা নেই;
বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের যাতায়াতে কোন নিষেধাজ্ঞা নেই। বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি- এই চার উপজেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। খোলা রয়েছে সব হোটেল, রিসোর্ট ও পরিবহন।
জেলার অন্যতম পর্যটন কেন্দ্র নীলগিরি, চিম্বুক, শৈল প্রপাত, নীলাচল, মেঘলা, প্রান্তিক লেকসহ আশপাশের সবগুলো স্পট খোলা রয়েছে। শহরের হোটেল, রিসোর্টগুলোতেও পর্যটকদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এ বর্ষা মৌসুমে পর্যটন-আকর্ষণ বাড়াতে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল পর্যটন কেন্দ্রের এন্ট্রি-ফিতে ২০% ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় বান্দরবানের রোয়াংছড়ি,রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। গত ১
পাহাড়ি পথে সৌন্দর্য দেখতে গিয়ে কিভাবে আছাড় খেলো নাসির, বনে বাঘ বনমোরগ খেয়ে যেসব চিহ্ন ফেলে রাখে...।