SUTV সত্য ও ন্যায়ের পক্ষে SUTV আপনাদের পাশে ? SUTV যারা কাজ করতে আগ্রহী তারা ইনবক্সে যোগাযোগ করেন

চটগ্রামের ছেলে, চবির সাবেক শিক্ষার্থী কাতার বিশ্বকাপে থাকছে রেফারির দায়িত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ...
17/11/2022

চটগ্রামের ছেলে, চবির সাবেক শিক্ষার্থী কাতার বিশ্বকাপে থাকছে রেফারির দায়িত্বে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান ❝শিয়াকত আলী❞ প্রথম বাংলাদেশী ও দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি হিসেবে ফিফার হয়ে কাতার বিশ্বকাপ ২০২২ এ রেফারির দায়িত্ব পালন করবেন।

এমন প্রতিভাবান একজনকে নিয়ে বাংলাদেশ গর্ব করে।তিনি দক্ষিণ এশিয়ার গর্ব,বাংলাদেশের গর্ব,চট্টগ্রামের গর্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গর্ব।

তবে এটা বলা উচিৎ যে তিনি কেবল তার প্রতিভা দেখাতে পেরেছে কাতারে সুন্দর একটা পরিবেশ পেয়েছে বলেই।আমাদের দেশে এমন অনেক প্রতিভাবান মানুষ রয়েছে যারা সঠিক প্ল্যাটফর্ম ও সঠিক পরিচর্যা এবং উৎসাহের অভাবে তাদের প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে না।

কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক কৃতি সন্তান প্রেন চ্যুং ১মিনিটে সর্বাধিকবার (২০৮বার) ফুটবল ট্যাপিং করে গিনিস বুক ওফ ওয়ার্ল্ডে রেকর্ড গড়ে তুলেন।

তাদের এমন অসাধারণ প্রতিভা আমাদের অনুপ্রেরণা যোগায়,আমরা তাদের নিয়ে গর্বিত।তাদেরকে দেশীয় মর্যাদাসহ সহযোগিতা করলে নিশ্চয় আরো ভালো কিছু করবে তারা।

প্রকৃত প্রতিভাবানদের মর্যাদা দিতে পারলে এমন হাজারো প্রতিভাবান মানুষ খুঁজে পাওয়া সম্ভব যারা বিশ্ব দরবারে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করতে পারবে।

ধন্যবাদ।

আরব আমিরাতকে ৫- ০ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিল আর্জেন্টিনা
17/11/2022

আরব আমিরাতকে ৫- ০ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিল আর্জেন্টিনা

আলহামদুলিল্লাহ সন্দ্বীপের ফুটবল উন্নয়ন করার লক্ষে আমার পথচলা।  সেই পথচলার সাক্ষী হতে যাচ্ছে সন্দ্বীপের ক্রীড়াঙ্গন।১ ম বা...
17/11/2022

আলহামদুলিল্লাহ

সন্দ্বীপের ফুটবল উন্নয়ন করার লক্ষে আমার পথচলা। সেই পথচলার সাক্ষী হতে যাচ্ছে সন্দ্বীপের ক্রীড়াঙ্গন।

১ ম বাবের মত ডিভিশন ফুটবল লিগ খেলবে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা। ৬ ডিসেম্বর শুভ উদ্বোধন হবে ৩ য় বিভাগ ফুটবল লীগ ২০২২ এম এ আজিজ স্টেডিয়াম।

সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা গুপ ই

১/ নবীনমেলা
২/বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা
৩/সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা
৪/ আলোর ঠিকানা

এই যাএায় সকলের দোয়া / সহযোগিতা কামনা করচি।

17/11/2022

প্রবাসীদের মনের কিছু কথা

17/11/2022
❝যে মহিলা তার স্বামীর রাগের সময় চুপ করে থাকে, এবং ঝ'গড়ায় লিপ্ত হয় না, সে বোকা নয় বরং সে একজন বুদ্ধিমতী এবং শ্রেষ্ঠ ...
17/11/2022

❝যে মহিলা তার স্বামীর রাগের সময় চুপ করে থাকে, এবং ঝ'গড়ায় লিপ্ত হয় না, সে বোকা নয় বরং সে একজন বুদ্ধিমতী এবং শ্রেষ্ঠ মেয়ে||

Bangladesh Development  Bank Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেলেন লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বশিকপুর ইউনিয়নের রোকনপ...
17/11/2022

Bangladesh Development Bank Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেলেন লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের কৃতি সন্তান হাবিবুর রহমান গাজী

 ,   #আমিরাতে গ্লোবাল মিডিয়ার ৩ দিনব্যাপী সম্মেলনআরব আমিরাত :মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি জাত...
17/11/2022

,
#আমিরাতে গ্লোবাল মিডিয়ার ৩ দিনব্যাপী সম্মেলন
আরব আমিরাত :
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি জাতীয় কনভেনশন হলে ১৫ নভেম্বর থেকে গ্লোবাল মিডিয়া কংগ্রেস-২০২২ শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে ১২০০ জনেরও বেশি মিডিয়া পেশাদার সদস্য অংশগ্রহণ করেছেন।
'শেপিং দ্য ফিউচার অব দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি' থিমের অধীনে তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খুঁজতে তাদের ধারনা এবং গণমাধ্যমকর্মীদের অভিজ্ঞতা বিনিময়ে পেশায় অবদান রাখার স্লোগানে গ্লোবাল মিডিয়া কংগ্রেসের এ আয়োজন।
রাষ্ট্রপতির আদালতের উপ-প্রধানমন্ত্রী ও মন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সম্মেলনে সারা বিশ্বের মিডিয়া সেক্টরের ১,২০০ টিরও বেশি অফিস প্রধান এবং বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।
'মিডিয়া ইন্ডাস্ট্রির ভবিষ্যত গঠন' থিমের অধীনে অনুষ্ঠিত, শেখ মনসুর বলেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে বিশ্বে মিডিয়ার গুরুত্ব অনেক। স্থানীয় সকল প্ল্যাটফর্মকে অত্যন্ত পেশাদার পদ্ধতিতে বার্তা দিতে হবে এবং আধুনিক উন্নয়নে অবদান রাখতে হবে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সময় মিডিয়া সেক্টরের গুরুত্ব এই খাতে অনেক মনোযোগ এবং সমর্থন উৎসর্গ করেছে, "শেখ মনসুর মোহাম্মদের বই জালাল আল রেসি বিবৃতিতে।
এমিরেটস নিউজ এজেন্সি (ডব্লিউএএম) এবং গ্লোবাল মিডিয়া কংগ্রেসের উচ্চতর আয়োজক কমিটির চেয়ারম্যান ড. শেখ মনসুর উল্লেখ করেন যে, শেখ জায়েদ মিডিয়া সেক্টরের উন্নয়ন ও স্থিতিশীলতায় অবদান রাখতে দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য একটি "দৃঢ় ভিত্তি" স্থাপন করেছেন।
"আমরা চাই যে কংগ্রেস অবদান এবং অভিজ্ঞতা এবং মতামত বিনিময়ের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হয়ে উঠুক, এবং সেইসাথে সহযোগিতা এবং জ্ঞানের স্থানান্তর উন্নত করার উপায় খুঁজে বের করার জন্য। বিশ্বব্যাপী মিডিয়া সেক্টর যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তার সর্বোত্তম সমাধান খুঁজে বের করার জন্য আমি আপনাদের সকলকে আপনার ধারণা এবং অভিজ্ঞতার অবদান রাখতে বলছি।"
সম্মেলনের সময়, ১৬২ টিরও বেশি বিশ্বব্যাপী স্বনামধন্য বক্তার অংশগ্রহণে ৩০ টিরও বেশি বিতর্ক এবং কর্মশালা অনুষ্ঠিত হবে।
তরুণ মিডিয়া ব্যক্তিদের জন্য সম্মেলন এবং কর্মশালা সাংবাদিক, প্রযুক্তি সংস্থা, বিষয়বস্তু নির্মাতা, ডিজিটাল মার্কেটিং পেশাদার, স্ট্রিমিং জায়ান্ট, বিনোদন নির্বাহী, নিয়ন্ত্রক এবং মূল মিডিয়া স্টেক হোল্ডারদের ধারণা এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরী হবে।
- , ,
, , , ,
#প্রবাস

প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে চার্জ লাগবে না!এমন করে ঢাকঢোল পেটাচ্ছে মনে হচ্ছে সব এক্সচেঞ্জ হাউজ গুলো ফ্রি টাকা পাঠাবে। আম...
17/11/2022

প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে চার্জ লাগবে না!

এমন করে ঢাকঢোল পেটাচ্ছে মনে হচ্ছে সব এক্সচেঞ্জ হাউজ গুলো ফ্রি টাকা পাঠাবে। আমাদের দেশের ব্যাংক গুলো তিনটার পর বন্ধ, সাধারন প্রবাসীরা রেমিটেন্স পাঠায় সন্ধ্যার পরে আবার ব্যাংক এর রেট কম থাকে। এখন এমন করে যদি বলা হয় প্রবাসীরা আছেন চিন্তায়! তারা এক্সচেঞ্জে গিয়ে জানতে পারে ঐ সকল এক্সচেঞ্জ হাউজে এমন কোন নির্দেশনা নেই তাহলে শুধু মাত্র বাংলাদেশ সরকারের যে ব্যাংক গুলো আছে ঐ সকল যায়গায় টাকা পাঠানো ফ্রী তবে ঐ সকল ব্যাংক সাধারন প্রবাসীদের হাতের কাছে নেই।

বাংলাদেশ ব্যাংক এর এমন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কি বুঝাতে চাচ্ছে এটা জানার অধিকার সকল প্রবাসীদের।
হুমকি দিয়ে কাজ হবে কি ? হিতে বিপরিদ যেন না হয়।

সন্দ্বীপে শারদাঞ্জলী ফোরামের গীতাযজ্ঞ সম্পন্ন করতে হরিশপুর  ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাদল রায় স্বাধীনসন্দ্ব...
17/11/2022

সন্দ্বীপে শারদাঞ্জলী ফোরামের গীতাযজ্ঞ সম্পন্ন করতে হরিশপুর ইউনিয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাদল রায় স্বাধীন

সন্দ্বীপে আগামী ২৪ ও ২৫ নভেম্বর শারদাঞ্জলী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হবে গীতাপাঠ প্রতিযোগিতা,সারথী সন্মেলন, ধর্মসভা ও বিশ্ব শান্তি কামনায় গীতাযজ্ঞ।চতুর্থ বারের মতো এবারের এই গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবে সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ে। উক্ত অনুষ্ঠানে শারদাঞ্জলী ফোরামের কেন্দ্রীয় কমিটি,জেলা কমিটি ও দেশের বিভিন্ন উপজেলা কমিটি থেকে প্রায় ৩০ জন প্রথম সারির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও গীতাযজ্ঞে প্রায় ৫ হাজার ভক্তের আগমন ঘটবে বলে ধারনা আয়োজকদের। তাই উক্ত সারথী সন্মেলন ও গীতাযজ্ঞ সম্পন্ন করতে হরিশপুর ইউনিয়ন কমিটি ও মাতৃশক্তি ইউনিটের এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৬ নভেম্বর।

উক্ত সভায় সভাপতিত্ব করেন হরিশপুর ইউনিয়ন কমিটির সভাপতি বিমল চন্দ্র দাস। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা কমিটির সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, সহ-সম্পাদক মিঠু মজুমদার,ইউনিয়ন কমিটির সমন্বয়কারী সৌরভ গাঙ্গুলী। ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক জয় সুত্রধর এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুমন পাল, কোষাধ্যক্ষ বাবলু দাশ, মাতৃ শক্তির ইউনিয়ন সমন্বয়কারী মিতা দাশ, সভাপতি শাখি ভদ্র, একা সুত্রধর সহ সকল সারথী ও মাতৃশক্তি ইউনিটের প্রায় ৭০ জন সদস্য।

সভায় গীতাযজ্ঞের সময় শৃঙ্খলা রক্ষা, অতিথি বরন, অতিথি আপ্যায়ন,ধর্মসভা, প্রসাদ বিতরন,প্যান্ডেল এর সাজসজ্জা,সারথী ও মাতৃশক্তি ইউনিটের বর্নাঢ্য সাজ সজ্জার মাধ্যমে রেলী,ধর্মসভা ও গীতা পাঠ প্রতযোগিতা সম্পন্ন করতে উপজেলা কমিটিকে সর্বাত্বক সহযোগিতার সিদ্ধান্ত হয়। এবং অনুষ্ঠান চলাকালীন সর্বোচ্চ সহনশীলতা, ধৈর্য, একের প্রতি অন্যের ভাতৃত্ববোধ প্রদর্শন করে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদা ন করা হয়।

16/11/2022

পতেঙ্গা-হালিশহর এলাকায় ইদানীং নিখোঁজ এর খবর বেশি। গতকালই নিখোঁজ দুইজন তার মধ্যে একজন ৫/৬ বছরের বাচ্চা মেয়ে। নির্জন এলাকায় দিয়ে একা যাতায়াত পরিহার করুন বিশেষ করে সন্ধ্যার পর।

আপনার বাচ্চাদের খেয়াল রাখুন, সতর্ক থাকুন।

শুভ সকাল | Good Morning | صباح الخيرআজ বুধবার, ৩০শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর ২০২২, ১৮ রবিউস সানি ১৪৪৪ হিজরিসতর...
15/11/2022

শুভ সকাল | Good Morning | صباح الخير

আজ বুধবার, ৩০শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর ২০২২, ১৮ রবিউস সানি ১৪৪৪ হিজরি

সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন

জতীয় সংবিধান দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই কর্তৃক আয়োজিত কনস্যুলেট ভবনের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠ...
14/11/2022

জতীয় সংবিধান দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই কর্তৃক আয়োজিত কনস্যুলেট ভবনের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্যবর কনসাল জেনারেল বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী বি এম জামাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে ও প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন এর পরিচালনা উক্ত আলোচনা সভায় সংবিধান এর সারগর্ভ বক্তব্য রাখেন সম্মানীত কমার্শিয়াল কাউন্সিলর জনাব কামরুল হাসান,সম্মানীত কাউন্সিলর শ্রম মিসেস ফাতেমা জাহান,বাংলাদেশ বিমান দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার মিসেস শাকিয়া সুলতানা,জনতা ব্যাংক দুবাই শাখা'র ব্যাবস্থাপক জনাব আবদুল মালিক,কমিউনিটি নেতা জনাব আইয়ুব আলী বাবুল,প্রকৌশলী নওশের আলী,জনাব ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, আলহাজ্ব মোজাহের উল্লাহ মিয়া,জনাব আবুল কাশেম, হাজী শফিকুল ইসলাম,জনাব নজরুল ইসলাম,মিসেস মেরুনা সামছুদ্দীন,আনসারুল হক আনসার,জনাব মেহেদী হাসান, জনাব বাকারুল ইসলাম চৌধুরী শাহান, জনাব শওকত মোল্লাহ প্রমুখ।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মহোদয় সহ সকল কর্মকর্তা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে অনুষ্ঠান আয়োজনের জন্য।

ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ (১৮) নামের এক এস.এইচ.সি পরীক্ষার্থী মৃত্যু বরণ...
14/11/2022

ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ (১৮) নামের এক এস.এইচ.সি পরীক্ষার্থী মৃত্যু বরণ করেন।
ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুভ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোলা গাজী ব্যাপারীর বাড়ির (বোয়াডার বাজার) ছেলের বাবার নাম মানিক

#যারা খেলাধুলা করেন সাবধানতা অবলম্বন করা উচিত, আল্লাহতালা সকলকে হেফাজত করুক, আমিন।ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ (১৮) নামের এক এস.এইচ.সি পরীক্ষার্থী মৃত্যু বরণ করেন।
ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুভ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোলা গাজী ব্যাপারীর বাড়ির (বোয়াডার বাজার) ছেলের বাবার নাম মানিক

#যারা খেলাধুলা করেন সাবধানতা অবলম্বন করা উচিত, আল্লাহতালা সকলকে হেফাজত করুক, আমিন। এইচএসসি পরীক্ষা দেওয়া ভাইদের বলি সাবধানে চলাফেরা করো, সবাই কে সর্তক করো সুস্থ থাকো 🖤

সত্যি মানুষের জীবনটা অনেক অদ্ভুদ সতরো বছর পর সংসার শেষ হলো আজ একটা বিচারে!!!! বাঙ্গা সহজ ঘড়া অনেক কটিন
14/11/2022

সত্যি মানুষের জীবনটা অনেক অদ্ভুদ সতরো বছর পর সংসার শেষ হলো আজ একটা বিচারে!!!! বাঙ্গা সহজ ঘড়া অনেক কটিন

অতীতের সন্দ্বীপ বর্তমানে কেমন আছে ।।আগামীর সন্দ্বীপ কেমন হবে।আকাশছোঁয়া চলমান উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে (SATV) তে গুরুত্বপূ...
13/11/2022

অতীতের সন্দ্বীপ বর্তমানে কেমন আছে ।।
আগামীর সন্দ্বীপ কেমন হবে।

আকাশছোঁয়া চলমান উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে (SATV) তে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার রাখেন,সন্দ্বীপের মাটি ও মানুষের আশা ভরসার সর্বোচ্চ ঠিকানা মাননীয় সংসদ সদস্য কর্মবীর প্রিয়নেতা দ্বীপরত্ন আলহাজ্ব Mahfuzur Rahman Mita এমপি মহোদয়।

প্রিয়নেতা আমরা সন্দ্বীপবাসী মনে প্রাণে বিশ্বাস করি সন্দ্বীপের অভূতপূর্ব উন্নয়নের সূর্য আপনার হাতেই উদিত হয়েছে,আপনার হাত ধরেই অস্ত যাবে,চলমান দৃশ্যমান উন্নয়ন তা প্রমাণ করে।

শেখ হাসিনার সরকার,বারবার দরকার
মিতা রহমানের দু'নয়ন,সন্দ্বীপের উন্নয়ন।

লোকেশন-সকালের কুমিরা ঘাট।

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় - সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔
13/11/2022

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায় - সেটা রাস্তা হোক বা সম্পর্ক💔

13/11/2022
শওকত আলী, গতকাল থেকে নিখোঁজ। মুনসীর বাড়ি, বাদামতল ৪ নাম্বার ওয়ার্ডে উনার বাসা। কেউ উনার খোঁজ পেলে অনুগ্রহ করে যোগাযোগ কর...
13/11/2022

শওকত আলী, গতকাল থেকে নিখোঁজ। মুনসীর বাড়ি, বাদামতল ৪ নাম্বার ওয়ার্ডে উনার বাসা।

কেউ উনার খোঁজ পেলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন।

Mobile : 01845336960

না ফেরার দেশে চলে গেলেন গায়ক "আকবর"
13/11/2022

না ফেরার দেশে চলে গেলেন গায়ক "আকবর"

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল কাদের মিয়ার সম্বর্ধনা। নিউ ইয়র্কের কেনসিংট...
12/11/2022

চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল কাদের মিয়ার সম্বর্ধনা। নিউ ইয়র্কের কেনসিংটনে (লিটল বাংলাদেশ)।

অনুষ্ঠান শুরু হবে একটু পর। পুরো সরাসরি দেখবেন এই পেজে।

আলহাজ আব্দুল কাদের মিয়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীফারদিন নূর (পরশ) হত্যার ঘটনায় করা মামলারআসামি আয়াতুল্লাহ বুশরাকে ...
11/11/2022

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী
ফারদিন নূর (পরশ) হত্যার ঘটনায় করা মামলার
আসামি আয়াতুল্লাহ বুশরাকে সাতদিনের রিমান্ডে
নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা
হয়। রাজধানীর রামপুরা থানার পুলিশ এ আবেদন
করে। আয়াতুল্লাহ বুশরা আদালতে আনা হচ্ছে

 #উদ্বোধন_উদ্বোধন_শুভ_উদ্বোধনআগামীকাল রোজ শুক্রবার  ১১ই নভেম্বর  #গল্প_কুটির_বীচ_এন্ড_রেস্টুরেন্টর শুভ উদ্বোধন। উক্ত উদ্...
10/11/2022

#উদ্বোধন_উদ্বোধন_শুভ_উদ্বোধন
আগামীকাল রোজ শুক্রবার ১১ই নভেম্বর #গল্প_কুটির_বীচ_এন্ড_রেস্টুরেন্টর শুভ উদ্বোধন।

উক্ত উদ্বোধনিয় উনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ দ্বীপরত্ন জনাব Mahfuzur Rahman Mita এমপি মহাদয়

উপজেলা নির্বাহি অফিসার #সম্রাট_খীসা

উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব #মাঈন_উদ্দিন_মিশন

পৌরসভার জননন্দিত মেয়র জনাব Muktader Mawla Salim
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ #জনাব_শহিদুল_ইসলাম

রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফরিদুল মাওলা Md Kishor
ও আমার প্রানপ্রিয় এলাকাবাসী

প্রিয় সন্দ্বীপ বাসি আপনারা সকলেই সাদরে আমন্ত্রিত।

🤲❤️কোন অভ্যাস রক্তের সাথে মিশে গেলে তার থেকে যত দূরে যাননা কেন, যত দিন দূরে থাকেননা কেন! বেলা শেষে সে অভ্যাসে ফিরে আসতে চাই প্রতিটা মানুষ। রাজনীতি এবং ব্যবসা আমার জন্য সেরকম রক্তে মিশে থাকা এক অদম্য ইচ্ছা শক্তি আর অভ্যাস বলা যেতে পারে।

সেই ছোট বেলায় এবি কলেজ মাঠ থেকে বড় ভাইদের দেখে রাজনীতির অভ্যাস গড়ে উঠা। আর কর্ম জীবন শুরু বাপ জানের ব্যবসা থেকে ( সন্দ্বীপ, উপজেলা কমপ্লেক্স এর সাবেক সম্মানিত বস্ত্র ব্যবসায়ী আইয়ুব সওদাগর, ইমা ক্লথ স্টোর)।

আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি। হয়তো বা একজন মানুষ হিসাবে নিজ পরিবার আর নিজ জন্মস্থান গ্রামকে দেয়ার মতো এখনো অনেক কিছু করার আছে। তাই রাজনীতির মাধ্যমে গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে চাই নিজের সব টুকু সততা আর নিষ্ঠার সাথে। করতে চাই গ্রামের অবকাঠামো উন্নয়ন। দূর করতে চাই সমাজের কুসংস্কার। তার পাশাপাশি নিজের পরিশ্রম দিয়ে চালাতে চাই পরিবারের নামক চাঁদের গাড়ি।
সে লক্ষ্যে আল্লাহ্ অসীম রহমতে বর্তমান রহমত পুর দলই পাড়া সাগর কূল ঘেসে গড়ে তুলছি আমার স্বপ্নের বাস্তবায়ন
"গল্প কুটির বীচ এন্ড রেস্টুরেন্ট"।
লোকেশন- সন্দ্বীপ বীচ এন্ড রেস্টুরেন্ট। যা আপনি সহজে চিনে নেয়ার জন্য গুগল থেকে খুঁজে নিতে পারেন।

বি: দ্র: - আপনারা যারা আমাকে চিনেন জানেন তাদের নতুন করে কিছু বলার আসলে নেই। আমার জন্য দোয়া করবেন একি সাথে আপনারা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠনে ঘুরে যাবেন। সাথে আসতে আপনাদের বন্ধু/বান্ধব, পরিবার পরিচিত জনদেন নিয়ে আসবেন। আশা করে আপনাদের জন্য সুন্দর মনোরম সু-শীতল পরিবেশ আয়োজন করতে আমি সক্ষম। যেখানে বসে এক কাপ চা কিনবা কপি আপনার সকল ক্লান্তি নিমিষেই মিশিয়ে দিতে পারে সাগরের কোমল বাতাসের সাথে।

#-গল্প কুটির বীচ এন্ড রেস্টুরেন্টের খাবারের আয়োজনের মধ্যে থাকছে চাইনিজ এন্ড দেশি ফুডসের সমাহার আরো থাকছে ফুসকা'সহ বেশ কিছু জনপ্রিয় দেশিয় খাবার।

দুদকের চাকরি হারানো শরীফকে ২ লাখ টাকা বেতনে চাকরির অফার দিয়েছে একটি এয়ারলাইন্স কোম্পানি। শুধু এয়ারলাইন্স কোম্পানি নয়, ৩০...
09/11/2022

দুদকের চাকরি হারানো শরীফকে ২ লাখ টাকা বেতনে চাকরির অফার দিয়েছে একটি এয়ারলাইন্স কোম্পানি। শুধু এয়ারলাইন্স কোম্পানি নয়, ৩০টির বেশি প্রতিষ্ঠান তাকে এখন চাকরি দিতে চায়।

09/11/2022

১৮ই নভেম্বর চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে দেখতে ভুলবেন না চট্টগ্রামের ভাষার প্রথম চলচ্চিত্র “মেইড ইন চিটাগং”...

Partha Barua | Aparna Ghose | Chittralekha Guha | Nasir Uddin Khan

"মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড ২০২২"মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ -এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৮ নভ...
06/11/2022

"মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড ২০২২"

মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ -এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে গুণীজন সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ্ !
আপনার সহৃদয় উপস্থিতি একান্তভাবে কাম্য।

০৭/১১/২২ কুমিরা গুপ্তছড়া জোয়ার সকাল ৮ টায়।আবহাওয়া ভাল থাকলে সকাল থেকে স্পিডবোট চলাচল করবে।সন্দ্বীপ থেকে শীপ সকাল ৭ টাকুম...
06/11/2022

০৭/১১/২২ কুমিরা গুপ্তছড়া জোয়ার সকাল ৮ টায়।আবহাওয়া ভাল থাকলে সকাল থেকে স্পিডবোট চলাচল করবে।সন্দ্বীপ থেকে শীপ সকাল ৭ টা
কুমিরা থেকে শীপ সকাল ১০ টা
কুমিরা থেকে মালের বোট সকাল ৯টায়,গুপ্তছড়া থেকে মালের বোট ১০.৩০টা।

সন্দ্বীপে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য কর্মসুচী পালনবাদল রায় স্বাধীন"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপ...
06/11/2022

সন্দ্বীপে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য কর্মসুচী পালন

বাদল রায় স্বাধীন

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা সমবায় অধিদপ্তর ও সকল সমবায়ীর যৌথ উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে বর্নাঢ্য কর্মসুচীর মধ্য দিয়ে।

৫ নভেম্বর সন্দ্বীপের কবি আব্দুল হাকিম পাবলিক অডিটরিয়াম থেকে একটি বর্নাঢ্য রেলি সন্দ্বীপের মুল সড়ক প্রদক্ষিন করে এর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা ঘটে।এর পর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি মোঃ মঈন উদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, মেয়র মোক্তাদের মাওলা সেলিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা সমবায় অফিসার সামছুদ্দিন ভুইঞা।অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপালী ক্রেডিট এর ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটু, স্বাগত বক্তব্য রাখেন দি সেবা মাল্টি পারপাস এর চেয়ারম্যান ওমর ফারুক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত জাকির হোসেন, চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,প্রেসক্লাব সভাপতি রহিম উল্যা, অনুষ্ঠানের যুগ্ন আহব্বায়ক সাইফুল ইসলাম ইনসাফ, ডাঃ মাহমুদুল্যাহ মিজান সহ বিভিন্ন সমবায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব বিবেচনা করে দেশের সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করেন। বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়। গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা গণমুখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। দেশের অন্যতম সমবায় প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’ বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই গড়ে ওঠে। তাই পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায়ের মাধ্যমে দারিদ্র্যমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে, যার ব্যক্তি সদস্য প্রায় ১ কোটি ১৭ লাখ। সমবায় দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এবং দেশকে উন্নত দেশে পরিনত করতে সমবায়ের অনেক ভুমিকা থাকবে।

Address

Sharjah

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 06:00 - 23:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+971566792087

Alerts

Be the first to know and let us send you an email when SUTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SUTV:

Videos

Share

Category