১৮ই নভেম্বর চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে দেখতে ভুলবেন না চট্টগ্রামের ভাষার প্রথম চলচ্চিত্র “মেইড ইন চিটাগং”...
Partha Barua | Aparna Ghose | Chittralekha Guha | Nasir Uddin Khan
যে কোন কাজকে ছোট করে দেখতে নেই
"ওমান শহর"
প্রেমিকার সাথে বন্ধু সম্পর্ক করায় বন্ধু কে খুন করলো
ফ্রেন্ডস ইউনিটি ফোরাম অব UAE
উদ্দেগে পবিত্র কোরআন শরীফ সবক অনুষ্ঠান সম্পন্ন হয়
মোঃ নুরুন্নবী আরব আমিরাত প্রতিনিধি
প্রবাসীদের সুখে দুঃখে কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়ে ফ্রেন্ডস ইউনিটি ফোরাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে সফলতার দিকে। এ সংগঠনের মূল লক্ষ্য হলো প্রবাসীরা প্রবাসীদের সুখ দুঃখে, বিপদে আপদে এগিয়ে আসবে। যেমন :ভিসা জটিলতার সমস্যা সমাধান, কর্ম হারালে কর্ম সংস্থান পেতে সাধ্যমতে চেষ্টা করা কোন প্রবাসী দেশ চলে গেলে তাকে সাধ্যমত সাহায্য করা। প্রীয় সদস্য ভাইয়েরা এছাড়া ভবিষ্যতে লক্ষ্য উদ্দেশ্য কে আরো বাড়িয়ে দিতে সকল সদস্যভাইদের আরে বেশি উপকার করার পরিকল্পনা করছেন প্রীয় সংগঠনের কার্যকরী পরিষদ।
এ সকল কাজের পাশাপাশি সম্ভব কিছু ধর্মীয় কাজে ও সামান্যটুকু হলেও অবদান রাখতে চেষ্টা অব্যহত।
দারুল হিকমাহ কাসেমুল মাদ্রাসায় ( শান্তির হাটের উত্তর পাশ
দীর্ঘ বিরতির পর আবার জেলেরা মাছ 🐟 ধরার জন্য সমুদ্রের বুকে ফিরে আসে তাতে অনেক খুশি ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।
শেষ হলো বাংলাদেশ কন্সুলেটের উদ্যোগে বাংলাদেশ বইমেলা প্রথমদিন-২০২২।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের ডিজিটাল সিটিতে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর তারিখে ০২ দিনব্যাপী যৌথ কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। সৌদি পক্ষে নেতৃত্ব দেন এ দেশের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডঃ আব্দুল্লাহ বিন নাসের বিন মোহাম্মাদ আবুথনাইন।
সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক বাংলাদেশ : হুইপ শামসুল হক চৌধুরী
ফুলের বদলে অভিনব সাজে বরের গাড়ি
মেহেদী সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্দ্বীপ প্রতিদিন
সাধারণত বিয়ের গাড়ি মানেই নানা ধরণের ফুলের সাজ সজ্জায় সজ্জিত থাকে। অধিকাংশ বিয়ের গাড়িতেই কম বেশি নানা ধরণের ফুলের ব্যবহারের দেখা মিললেও এবার ভিন্ন কিছুর দেখা মিললো সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের এক বিয়ের গাড়িতে।
বর হাসান আল নাহিয়ান বলেন, ‘ফুল দিয়ে গাড়ি সাজানোর পর সেই ফুল খুলে ফেলতে হয়। কাজে আসে না কারো। ছিঁড়ে নষ্ট করা হয় ফুলগুলো। এতে অপচয় হয়। কিন্তু কুড়কুড়ে ও চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেগুলো অপচয় হবে না।চিপসগুলো বাচ্চারা খেতে পারবে।’
বরের বড় ভাই মোঃ নকিব উদ্দিন বলেন, 'আসলে এভাবে গাড়ি সাজনো অন্য কিছু নয়, বাচ্চাদের আনন্দ দেয়া এবং নিছক মজার ছলে করা।'
সমাজকর্মী নজরুল নাঈম বলেন, 'অভিনব সাজে বরের গাড়ি সাজানো এবং মেহেদী রাতে ডিজে গানের পরিবর্তে ইসলামী সাংস্কৃ
সকল প্রবাসীদের জন্য উৎসর্গ এই লেখাঃ অভিবাসী নাকি অনাবাসী?
প্রবাস জীবন হল দেয়ালবিহীন এক ধূসর কারাগার। এই দেশের প্রায় দেড় কোটি মানুষ দুঃখ কষ্টের দির্ঘস্বাস নিয়ে প্রতিনিয়ত পড়ে আছেন নিয়তির এই নিষ্ঠুর কারাগারে। আশেপাশের অনেক দেশের প্রবাসীদের তুলনায় চার-পাঁচ গুণ বেশি টাকা খরচ করে, ধার-দেনা করে, জমিজমা এমনকি অনেক সময় ভিটেমাটি বেঁচেও তারা বিদেশে যাচ্ছেন।
তারপর সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়া, বেতন কম পাওয়া, সঠিক সময়ে বেতন না পাওয়া, পর্যাপ্ত ছুটি না পাওয়া, মালিকদের হাতে অত্যাচারিত হওয়া, মানবেতর পরিবেশে বসবাস করা, চিকিৎসা না পাওয়া, বিকলাঙ্গ হলে ক্ষতিপূরণ না পাওয়া, মৃত্যু হলে লাশ দেশে আনতে সমস্যা হওয়া - কোন সমস্যাটার মুখোমুখি তারা হন না?
শুধু প্রবাসে নিজেরাই না, দেশেও তাদের পরিবারগুলো যে ধরনের সামাজিক সমস্যার মধ্য দিয়ে যায়, তা কী আমরা ভেবে দেখেছি কখনো? পার
সবাইকে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে
আগামী এক মাসের মধ্যে মোবাইল অ্যাপ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে পারবেন। এমন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে দেশটিতে থাকা লাল-সবুজের পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংক। দুবাইতে জনতা ব্যাংকের নতুন কার্যালয় উদ্বোধনকালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘোষণা দেন।
🔥আমার টাকায় আমি সো'না কিনে আনছি, তোদের কি ?
পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনির অভিযানে জঙ্গি গোষ্ঠীর বাহিনীরা পিছুহটে পালিয়ে যায়।
ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর প্রোগ্রামে সাংবাদিকদের সাথে অসধাচারন আচরণ করার জন্য ইলেকট্রনিক, প্রিন্টিং ও অনলাইন সাংবাদিক সংগঠন সহ সকল সহযোদ্ধা সাংবাদিকরা বয়কট করেছেন, ময়মনসিংহ রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামের কিছু স্থিরচিত্র। ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠান ছিলো।
মোঃ মোশারফ হোসেন সরকার
কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি
নাঙ্গলকোটে সিত্রাং এর প্রভাবে একই পরিবারের ৩জন নিহত
চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বিকেলের অবস্থা
পতেঙ্গা প্রতিনিধি,,,,
আনোয়ার হোসেনের ভিডিও চিত্র