NDT News 24

NDT News 24 NDT news24 one of the sports news covering local news in uae u can get easily all cricket news

ফেনীর অবস্থা ভয়াবহ। জরুরী ভিত্তিতে সকল প্রোগ্রাম স্থগিত করে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকাল ৮:৩০...
21/08/2024

ফেনীর অবস্থা ভয়াবহ। জরুরী ভিত্তিতে সকল প্রোগ্রাম স্থগিত করে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকাল ৮:৩০ মিনিটে পৌঁছাবেন। ফেনীর বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন।

21/08/2024
ফেনী ফুলগাজী পরশুরাম কে বাঁচানবাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী আপনারা এগিয়ে আসুন। ফেনী জেলার ফুলগাজী ও পরশুরামে পানিবন্দি অন...
21/08/2024

ফেনী ফুলগাজী পরশুরাম কে বাঁচান

বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী আপনারা এগিয়ে আসুন।
ফেনী জেলার ফুলগাজী ও পরশুরামে পানিবন্দি অনেক পরিবার বাঁচার জন্য নৌকার সাপোর্ট চাচ্ছে এখন অব্ধি রাত ১ টা ১৫ মিনিট।
বন্যা পরিস্থিতি অতীতের ইতিহাসের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। গর্ভবতী বোন, শিশু, বৃদ্ধ সহ অনেক পরিবার পানি বন্দি আছে, কোথাও মুভ করার জায়গা নেই
অনেক এলাকায় ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
এই মূহুর্তে স্পিড বোর্ড, ইঞ্জিন চালিত নৌকার সাপোর্ট দরকার।

ফেনীর ফুলগাজী - পরশুরামে তৃতীয় দফা বন্যায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।ক্ষতিগ্রস্থ হচ্ছে বসতবাড়ি সহ প্রয়োজনীয় দ্রব্যা...
20/08/2024

ফেনীর ফুলগাজী - পরশুরামে তৃতীয় দফা বন্যায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ক্ষতিগ্রস্থ হচ্ছে বসতবাড়ি সহ প্রয়োজনীয় দ্রব্যাদি। নিরাপদ পানি ও খাবারের সংকট তৈরি হচ্ছে দরিদ্র বানভাসি জনগোষ্ঠীর মাঝে।

মানবিক বোধের অংশ হিসেবে এই দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী নিয়ে খুব শীঘ্রই আমরা যাবো বন্যার্তদের কাছে। আমাদের একটু সহযোগিতাই দরিদ্র বানভাসি মানুষের কিছুটা স্বস্তি ও শান্তির কারণ হতে পারে।
যারা সহযোগিতা করতে ইচ্ছুক তাদের সাড়া দেয়ার অনুরোধ করছি।

আর্থিক সাহায্য পাঠয়ে সাথে থাকতে পারেন-
01831615160
(বিকাশ পারসোনাল)

অনুগ্রহ করে অনুদান পাঠিয়ে ইনফর্ম করবেন কে পাঠিয়েছেন।

[একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন ]

20/08/2024

20/08/2024

পরশুরামের সলিয়া- চিথলিয়ার থেকে কল দিয়ে অনেকে কান্না করছে।বলেছে উদ্ধার এর জন্য নৌকা বা স্পিড বোড না পেলে অনেকেই পানির স্রোত এবং পানির উচ্চতার কারণে মারা যেতে পারে।যদি কেউ পারেন একটা স্পিড বোড বা নৌকার ব্যবস্থা করে দিন।আশপাশে যারা আছেন, সহযোগিতা করুন, অনেকেই ঘরে আঁটকা পড়ছে, উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করুন। এ মুহুর্তে ফেনী থেকে সহযোগিতা করতে যাওয়াটা প্রায় অসম্ভব। 😴

20/08/2024

পারলে ঘনিয়ামোড়া বাসিকে বাঁচান। পুকুরের মাছ গরু ছাগল হাঁস-মোরগ কিছুই অক্ষুন্ন নেই। শুধু চারিদিকে শোনা যাচ্ছে মানুষের কাঁন্নার আওয়াজ।
মানুষ-জন জীবনের সাথে যুদ্ধ করছে।

20/08/2024

বিশেষ সর্তকতা.... পরশুরাম ও ফুলগাজীর বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।তাই যে যেভাবে পারেন নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার চেষ্টা করুন।কারণ ভারি বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা সরকার সেখানে অবস্থিত ডম্বুর লেকের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।ইতিমধ্যে হ্রদের নিম্ম অঞ্চল থেকে মানুষজনকে সরে যেতে মাইকিং করা হয়েছে সেখানে।৪১ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদে বর্তমানে পানি থইথই করছে।ফলে গেট খুলে দিলে এই পানি গোমতী ও মহুরী নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।ফলে বন্যার পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না!

20/08/2024
বন্যার পানিতে জালদিয়ে মাছ ধরতে গিয়ে রাজু (২০) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিম...
20/08/2024

বন্যার পানিতে জালদিয়ে মাছ ধরতে গিয়ে রাজু (২০) নামে এক তরুনের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিম মাথার মিজানুর রহমানের ছেলে। মঙ্গলবার (২০ আগষ্ট) রাত ১০টার দিকে বাড়ির পাশে ৪ বন্ধু মাছ ধরতে গিয়ে পানির শ্রোতে পড়ে এঘটনা ঘটে। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে এঘটনায় তাঁর অপর ৩ বন্ধু গুরুতর আহত রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

20/08/2024

বিশেষ সর্তকতা....
পরশুরাম ও ফুলগাজীর বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।তাই যে যেভাবে পারেন নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার চেষ্টা করুন।কারণ ভারি বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা সরকার সেখানে অবস্থিত ডম্বুর লেকের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।ইতিমধ্যে হ্রদের নিম্ম অঞ্চল থেকে মানুষজনকে সরে যেতে মাইকিং করা হয়েছে সেখানে।৪১ বর্গকিলোমিটার আয়তনের এই হ্রদে বর্তমানে পানি থইথই করছে।ফলে গেট খুলে দিলে এই পানি গোমতী ও মহুরী নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।ফলে বন্যার পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না।১৯৮৪ সালের পরে এই প্রথম এই হ্রদের গেট খোলা হচ্ছে।

20/08/2024

ফেনী ক্লাবের দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন মোঃ আরাফাত-01836-889812

20/08/2024

প্রিয় ফুলগাজীবাসী,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে,তথ্য দিয়ে সহযোগিতা করুন।
- উপজেলা নির্বাহী অফিসার : ০১৭১৩১৮৭৩১৫

20/08/2024

পরশুরামে বন্যাদু'র্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬

20/08/2024

দুইটি টিম ২টি স্পিডবোট নিয়ে পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন, মোঃ আরাফাত-01836-889812
এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬

20/08/2024

🚨Red Alert 🚨

ফেনী জেলার ফুলগাজী ও পরশুরামে পানিবন্দি অনেক পরিবার বাঁচার জন্য নৌকার সাপোর্ট চাচ্ছে।বন্যা পরিস্থিতি অতীতের ইতিহাসের চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে।গর্ভবতী বোন, শিশু, বৃদ্ধ সহ অনেক পরিবার পানি বন্দি আছে এখনো।অনেক এলাকা ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এভাবে চলতে থাকলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এই মূহুর্তে স্পিড বোর্ড, ইঞ্জিন চালিত নৌকার সাপোর্ট দরকার।😓

হে আল্লাহ সবাইকে রক্ষা করুন🤲🤲

20/08/2024

ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বন্যার পানির স্রোতে ভেসে নিহত ১

ই'য়া'বা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার...
20/08/2024

ই'য়া'বা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার...

ফুলগাজী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তদের শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
20/08/2024

ফুলগাজী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তদের শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

WELCOME SOHEL RANA OMAN CORRESPONDENT PART OF  FAMILY NDT NEWS 24
20/08/2024

WELCOME SOHEL RANA OMAN CORRESPONDENT PART OF FAMILY NDT NEWS 24

20/08/2024

শাহজাহান খানসহ দুই মন্ত্রী ও তিন সাংসদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
-----------------
বিস্তারিত কমেন্টে

20/08/2024

ভারতীয় উজানের পানির কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ফুলগাজী ও পরশুরাম পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ফেনী ১ সমন্বয়ক রফিকুল আলম মজনু।

স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন প্রিয় সাতকুচিয়া বাসী বিগত ১৫/২০ বছরেও এমন বন্যার সম্মুখীন হতে হয় নি। মানুষের দুর্ভোগ এর...
20/08/2024

স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন প্রিয় সাতকুচিয়া বাসী বিগত ১৫/২০ বছরেও এমন বন্যার সম্মুখীন হতে হয় নি।
মানুষের দুর্ভোগ এর শেষ হবে না।
আনুমানিক ৮০/৮৫ শতাংশ মানুষের ঘরে পানি উঠে গেছে।
এ মূহুর্তে আমাদের সংগঠনের পক্ষ হতে এলাকার মানুষ জনের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।
জরুরী ভিত্তিতে এলাকায় শুকনা খাবার সরবরাহ করার সিদ্ধান্ত হয়েছে।
উক্ত কাজ করার জন্য সকল প্রবাসী ভাই ও শুভাকাঙ্ক্ষী ভাইদের আর্থিক সহযোগিতা প্রয়োজন।
আশাকরি প্রতিবারের মতো এবার ও আর্থিক সহযোগিতা করে এলাকাবাসীর এ দুর্দিনে পাশে দাড়াবেন।
যে কোন প্রয়োজনে যোগাযোগ ও আর্থিক সহযোগিতা প্রদান করুন
01628499370(নগদ/বিকাশ)
+8801824510872(নগদ/বিকাশ

Address

Sharjah
7214

Telephone

+971552937214

Website

Alerts

Be the first to know and let us send you an email when NDT News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NDT News 24:

Videos

Share

Category