probasnews24.com

probasnews24.com www.probasnews24.com
twitter.com/probasnews24 your online news partner

ঈদ মোবারক
16/06/2024

ঈদ মোবারক

আজকেও মেসির গোল...
15/06/2024

আজকেও মেসির গোল...

‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদ...
13/06/2024

‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা হয়।

ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর সম্প্রতি এ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল ইসলামই ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন।

মুস্তাফিজ কে নিয়ে আসলে কতটুকু বললে যথেষ্ট বলা হবে আমি জানিনা। সে উইকেট পাচ্ছে কি পাচ্ছে না এটা থেকেও বেশি ম্যাটার করে সে...
13/06/2024

মুস্তাফিজ কে নিয়ে আসলে কতটুকু বললে যথেষ্ট বলা হবে আমি জানিনা। সে উইকেট পাচ্ছে কি পাচ্ছে না এটা থেকেও বেশি ম্যাটার করে সে বোলিং করতেছে। কারণ তার একেকটা বল যেকোনো ব্যাটসম্যান কে প্রেশারে ফেলতে পারে। সে যে পরিমাণ ডট বল দেয় পরের ওভারে বড় শট খেলার চেষ্টা করা যেকোনো প্রতিপক্ষের যথেষ্ট কারণ।

Remember the name - Mustafizur Rahman. 🔥🤍

এই বাধ পড়া লোকটাই আজ অনেক কিছু শিখিয়েছে।স্যালুট প্রিয় ভাই
10/06/2024

এই বাধ পড়া লোকটাই আজ অনেক কিছু শিখিয়েছে।
স্যালুট প্রিয় ভাই

সাউথ আফ্রিকাকে ১১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ।
10/06/2024

সাউথ আফ্রিকাকে ১১৪ রানের টার্গেট দিল বাংলাদেশ।

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে। প্রথমত, বয়কটে না...
10/06/2024

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।

প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?

শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?

আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।

অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।

সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।

যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই।

- সাদিকুর রহমান খান

পারিবারিক ও সামাজিক ভাবে মা-বাবা ভাই বোন ও আত্মীয়-স্বজনদের পছন্দে 21-06-2020 সালে নাদিয়া সুলতানা রেশমির সাথে আমার বিবা...
09/06/2024

পারিবারিক ও সামাজিক ভাবে মা-বাবা ভাই বোন ও আত্মীয়-স্বজনদের পছন্দে 21-06-2020 সালে নাদিয়া সুলতানা রেশমির সাথে আমার বিবাহ হয় ,দীর্ঘদিন সংসার জীবনে মহান আল্লাহ আমাকে একটি মেয়ে দান করেছেন,একে অপরের বোঝাপড়া ছিল খুবই মজবুত,
একে অপরের পারিবারিক সম্পর্ক ছিল খুব ভালো ,আমার জানামতে বিন্দু পরিমাণ মন খারাপ কখনো হয়নি, বিয়ের আগে থেকে আমি প্রাইভেট কোম্পানিতে জব করতাম, আমার মাসিক স্যালারি ছিল ২৫ হাজার টাকা মত ,বিয়ের পরে আমি আস্তে আস্তে বুঝতে পারলাম আমার স্ত্রীর চাহিদা ছিল অনেক , উচ্চ আকাঙ্ক্ষা,ও বিলাসিতা জীবন যাপন তার পছন্দ ,
আমি মধ্য আয়েৱ মানুষ আমার পক্ষে যতটুকু সম্ভব তার চাহিদার পূরণের চেষ্টা করেছি,
তার চাহিদা পূরণ করতে গিয়ে অনেক নিকট আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক খারাপ করেছি,
তার বিলাসী জীবন যাপনের খরচ মিটাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম মা-বাবা ও শশুর শাশুড়ি ও স্ত্রী রেশমির পরামর্শে আমার ছোট্ট মেয়েটিকে দেশে একা রেখে দুবাই প্রবাস জীবনে পা দিলাম,
দুবাই আসার তিন মাস না যেতেই , আজ খবর শুনলাম যে আমার ছোট্ট মেয়েও স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না
শশুর বাড়ি ও আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়ি অনেক খোঁজাখুঁজির পর শুনলাম ,
আমার মা ও ভাবীর সাত ভরির অধিক স্বর্ণ ও বাবা ও বড় ভাইয়ের জমানো আলমিরা থেকে নগদ তিন লাখ চল্লিশ হাজার টাকা ও আমি দুবাই থেকে পরশুদিন ৯০ হাজার টাকা পাঠায় সেই টাকা সাথে নিয়ে আমাদের পার্শ্ববর্তী একই ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশুর ডাক্তার আবু তাহের এর ছেলে আমজাদের সাথে পালিয়ে যায় ,
কাউকে কিছু বলতেও পারলাম না সহ্য করতে পারতেছি না
শশুর ,মা বাবার আত্মীয়-স্বজনদের সাথে ফোনে আলাপ করলাম ,সবাই প্রশাসনের সহযোগিতা চাইতে পরামর্শ দিলেন, তারপর
প্রশাসনের সহযোগিতা চেয়ে আমার বড় ভাই 999ফোন করল,বাবা ও শশুর আমার পক্ষ হয়ে উখিয়া থানায় অভিযোগ করল,
আমার মেয়ে কোথায় আছে কিভাবে আছে এখনো পর্যন্ত কোন খোঁজ খবর পায়নি,
এমত অবস্থায় প্রবাসী জীবনে কিভাবে ভাল থাকি?
আমি প্রশাসন ও আমাদের জনপ্রতিনিধি ও আমার এলাকার ভাই-বোনদের, বন্ধু বান্ধবদের সহযোগিতা কামনা করছি,

আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই,
(সংগৃহীত এই লেখাগুলো)

09/06/2024

ছেলে ইনকাম করে কুরবানী দেয় মা বাবার নামে অথচ কুরবানী ছেলের উপর ওয়াজীব । একই পরিবারে চার ভাই ইনকাম করে চারজনের উপরেই ওয়াজিব । অথচ বাপের নামে একজনে কুরবানী দিয়ে দায় সারে। দয়াকরে যার যার ওয়াজিব সে সে আদায় করুন

সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামক...
08/06/2024

সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।

পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামকরা এয়ারলাইনস এর একটি নাম -- Bangladesh Biman.
এটি এতই ব্যায়বহুল যে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের দামে অন্যান্য ফ্লাইটে আপনি ২/৩ বার আসা যাওয়া করতে পারবেন।

Kualalumpur To Dhaka = 12,000৳
Dhaka To Kualalumpur = 1,20,000৳

Dubai To Dhaka = 28,000/-
Dhaka to Dubai = 1,12,000/-

Oman to Dhaka = 30,000/-
Dhaka to Oman = 80,000/-

Qatar to Dhaka = 24,000/-
Dhaka to Qatar = 92,000/-

এই দেশে সব কিছুই সম্ভব 😥

©Post

অভিনন্দন বাংলাদেশ
08/06/2024

অভিনন্দন বাংলাদেশ

07/06/2024

এখন থেকে দেশে মোবাইল নিয়ে গেলেই কর দিতে হবে এয়ারপোর্টে।
ভাবছি কম্বলের উপর কখন আবার কর বসিয়ে দেয়?

07/06/2024

যে দেশের সে'নাপ্রধান,পুলি'শ প্রধান "চোর" সে দেশের ভবিষ্যৎ কি ?

ইন্ডিয়াতে যে দলই সরকার গঠন করুক এতে রাজনৈতিক ভাবে আমাদের সুবিধা-অসুবিধা খুজে লাভ নেই বলে আমি মনে করি। তবে নিঃসন্দেহে ইসল...
05/06/2024

ইন্ডিয়াতে যে দলই সরকার গঠন করুক এতে রাজনৈতিক ভাবে আমাদের সুবিধা-অসুবিধা খুজে লাভ নেই বলে আমি মনে করি। তবে নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী মোদির এমন ধরাশায়ী পরিনতি দেখা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কংগ্রেস এবার মিডিয়া,ভারতীয় সুশীল সমাজ, সরকারের চাপ সবকিছু কে উপেক্ষা করে অনবদ্য গতিতে এগিয়ে গেছে, যার পিছনে রাহুন গান্ধীর পরিশ্রম আর ধৈর্যের তারিফ করতে হয়।
আর বাংলাতে অভিষেক-মমতা জুটির কাছে ধরাশায়ী বিজেপি
বিজেপির ঘাটিখ্যাত উত্তর প্রদেশে যেখানে রাম মন্দির তৈরি করে বিজেপি। সেখানে কংগ্রেস এর জয় এই নির্বাচনে অনেক বড় প্রভাব বিস্তার করেছে।
এরপর আসি যার কথা না বললেই নয়, ধ্রুব রাঠি, মোদির জন্য এক ভয়ের নাম এই ধ্রুব, যে একাই এই নির্বাচনের ফলাফলে অনেক বড় প্রভাব বিস্তার করতে পেরেছে বলে আমার ধারণা। সবকিছুর বিরুদ্ধে গিয়ে গনতন্ত্রের পক্ষে ধ্রুব রাটির ভুমিকা প্রশংসার যোগ্য।
সব মিলিয়ে এবারের লোকসভা নির্বাচন ছিলো সবার আগ্রহ এবং কৌতুহলের কেন্দ্রবিন্দু। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট অনায়াসেই দুর্বার গতিতে এগিয়েছে এবার।

04/06/2024

স্বামী নেশাখোর অজুহাতে অনেক স্ত্রীকে চলে যেতে শুনেছি !
কিন্তু স্বামী ঘু'ষখোর অজুহাতে কখনো কোনো স্ত্রী স্বামীকে ছেড়ে যেতে দেখিনি।

টি টুয়েনটি বিশ্বকাপ ক্রিকেট এর আজ প্রথম ম্যাচ ছিলো, যেখানে কানাডা আর আমেরিকা মুখোমুখি হয়।ক্রিকেট এ নবীন এ দল দুটি যা দেখ...
02/06/2024

টি টুয়েনটি বিশ্বকাপ ক্রিকেট এর আজ প্রথম ম্যাচ ছিলো, যেখানে কানাডা আর আমেরিকা মুখোমুখি হয়।
ক্রিকেট এ নবীন এ দল দুটি যা দেখালো তা অসাধারণ।

কানাডা প্রথমে ব্যাট করে ১৯৪/৫ করে, জবাবে আমেরিকা ১৯৭/৩ করে জয়লাভ করে।

রংপুর রাইডার্স হয়ে খেলে যাওয়া সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার এরণ জোন্স ৯৪ (৪০) করে আমেরিকাকে জয়ের মুখ দেখান।উনি আমেরিকায় মাইগ্রেট হয়ে এখন সে দেশের হয়ে খেলেন।

আমি চাই ক্রিকেট টা ফুটবলের মত বিশ্বজনীন হোক শুধু ১০/১২ টা দেশের মধ্যে সীমাবদ্ধ না থাক।

তাই যদি হয় তাহলে আপনি শিওর থাকেন আগামী পাঁচ বছর পর এটলিস্ট টি টুয়েনটিতে আপনি বাংলাদেশ কে খুঁজে পাবেন না।

২৫ বছর যথেষ্ট সময় একটা দলের জন্য বিশ্বমানের হতে গেলে অথচ আমরা দিন দিন অধঃপতনে যাচ্ছি।

আর আমাদের ল্যাটকা আবেগকে পুঁজি করে কেউ এমপি হচ্ছে আর কেউ জুয়ারী।

পাপুয়া নিউ গিনি অ্যাপ্রিসিয়েশন পোস্ট! ❤️একটা অ্যাসোশিয়েট দল। আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাদের স্থান 20 নম্বরে! প্রথমবারের মতো ত...
02/06/2024

পাপুয়া নিউ গিনি অ্যাপ্রিসিয়েশন পোস্ট! ❤️

একটা অ্যাসোশিয়েট দল। আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাদের স্থান 20 নম্বরে! প্রথমবারের মতো তারা খেলতে নেমেছে T20 বিশ্বকাপের মঞ্চে! তাদের প্লেয়ারদের ব্যাটে নেই কোনও নামীদামী স্পনসরের স্টিকার। তাদের নিয়ে বিশ্বক্রিকেটে আলোচনাও হয় না একেবারেই!

কিন্তু তাদের প্লেয়ারদের মধ্যে রয়েছে এক অদ্ভুত লড়াকু মনোভাব! জাতীয় সংগীত গাওয়ার সময় তাদের চোখের কোণায় জল ধরা পড়ছে। প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে নেমে দু-দু'টো মেডেন উইকেট ওভার করে যাচ্ছেন তাদের বোলাররা! হাফসেঞ্চুরি করে স্টিকারবিহীন ব্যাটই উঁচিয়ে ধরছেন তাদের নাম্বার ফোর! দুর্দান্ত ক্যাচ ধরে উচ্ছ্বাসে লাফিয়ে উঠছেন তাদের উইকেটকিপার! ম্যাচের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য লড়ছে অনামী পাপুয়া নিউ গিনি!

ওয়েল প্লেয়ইড পিএনজি, ওয়েল প্লেয়ইড! আসাদ ভালা, সেসে বাউ, কিপলিন ডোরিগা, অ্যালেই নাওদের জন্য একটা স্ট্যান্ডিং ওভেশন রইল। কিপ ফাইটিং, কিপ ড্রিমিং! 🇵🇬 ❤️

02/06/2024

আহ মাদ্রিদ... 😀

আরব আমিরাতে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হল কাজ। আর কাজ না থাকলে জীবনের সময় টুকুএইভাবেই কাটে।
30/05/2024

আরব আমিরাতে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হল কাজ। আর কাজ না থাকলে জীবনের সময় টুকুএইভাবেই কাটে।

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটব...
29/05/2024

ম্যানসিটির সাবেক স্ট্রাইকার ওলানরেয়াজু কায়োদে গত সপ্তাহে তার লাইফের সবচেয়ে বড় শকটা পেলেন। ৩০ বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটবলার জানতে পারেন, এতদিন যে তিন সন্তানকে নিজের মনে করে বড় করেছেন, তাদের একজনের বাবাও তিনি নন!

কয়েক বছর আগে ক্লাবের সাথে কন্ট্রাক্ট শেষ হলে তার স্ত্রীর আচরণ বদলে যায়। তার স্ত্রীর পরকীয়া শুরু করে ব্রিটিশ যাজক টবির সাথে। কায়োদের টাকায় কেনা দুটো মার্সিডিজ এসইউভি গিফট করে টবিকে। এ ধরণের নানান ভয়ঙ্কর তথ্য উঠে আসে অনুসন্ধানে।

ডরি এত বছরের সংসার জীবনে স্বামী কায়োদের কোনো সন্তানকে দুনিয়ায় আসতে দেয়নি। বরং জন্ম দিয়েছে প্রেমিক টবির সন্তানকে। কিন্তু কায়োদেকে বলেছে এগুলো তারই সন্তান।

আপনি ভাবতে পারেন, প্রথমবার বাবা হওয়ার অনুভূতি! তারপর একটু একটু করে তাকে বড় করা। কিন্তু এত বছর পর জানলেন সে আপনার সন্তান নয়! তারচেয়েও বড় ব্যাপার, জীবনের অংশ হয়ে যাওয়া স্ত্রী এতবছর ধরে গোপনে ধোঁকা দিয়েছে। অবৈধ সন্তানকে পেটে ধরে আপনাকে বাবা হবার মিথ্যা ফিলিংস দিয়েছে। তাও একবার নয়, পরপর তিনবার!

কায়োদের ইন্সটাগ্রামে সেই সন্তানদের সাথে কত হ্যাপি ফটো ছিলো! আধমরা লোকটা একে একে সব ছবি ডিলেট করে দিয়েছেন।

এবার আসে সবচেয়ে দুঃখজনক পার্ট। নির্লজ্ব ডোরা এক ডিভোর্স উকিল হায়ার করেছে। কায়োদের সম্পত্বির অর্ধেক সে পাবে। সাথে কায়োদে যে তুর্কি ক্লাবে খেলছে, সেখানকার চলমান চুক্তির টাকা পাবে।

এই না হলে পশ্চিমা আইন! যেই নারী একজন নির্দোষ পুরুষের সংসার-সন্তান-সম্পত্ত্বি সব কেড়ে নিলো তাকেই গিফট করা হলো সন্তান আর টাকা, যাতে সে প্রেমিকের সাথে এক সুখী জীবন কাটাতে পারে।

******
তবু পশ্চিমাদের জন্য সহানুভূতি আসতে চায় না। ইসলামী আইনে ডোরা নামের ওই নোংরা জীবটাকে পাথর দিয়ে খালাস করতে হবে। কিন্তু পশ্চিমা পুরুষেরাই যে এর বিরোধী!

পৃথিবীতে বর্তমানে চার জায়গায় এই ব্যাভিচারিকে পাথরে হত্যার আইন চালু আছে। সেখান থেকে আসা নিউজের নিচে পশ্চিমা পুরুষদের কমেন্ট দেখবেন - "কী বর্বর", "প্রস্তর যুগের বর্বরেরা" , "ইসলাম আসলে ডেথ কাল্ট" ইত্যাদি।

মানে নিজেরা কাকোল্ডারি, চিটিং আর এরকম ফ্রডের শিকার হয়ে ধ্বংস হয়ে যাক, তবু সমাধান ওরা মানবে না, ইসলামের বলে।

সিম্প্যাথি আসা তাই কষ্টকর।

প্রকৃতির রিভেঞ্জ সবচেয়ে বড় রিভেঞ্জ...!!সমুদ্রকে এতদিন যা যা দিছেনসমুদ্র একদিনেই তা ফেরত দিয়ে দিলো
29/05/2024

প্রকৃতির রিভেঞ্জ সবচেয়ে বড় রিভেঞ্জ...!!

সমুদ্রকে এতদিন যা যা দিছেন
সমুদ্র একদিনেই তা ফেরত দিয়ে দিলো

28/05/2024

কিছু কথা লিখার ইচ্ছা থাকলেও নিজ প্রোফাইলে প্রকাশ করা যায়না। কারন সামাজিক অবস্থান ধরে রাখতে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। ধরুন আমিও তাই করছি।
কারন ভেতরে যন্ত্রণা আমাকে গ্রাস করলেও উপরে ঠিকই বাহদুরি দেখিয়ে যাচ্ছি!
আমি জানিনা আমার মতো অন্য কাহারো এমন অবস্থা কিনা?

হে আল্লাহ রক্ষা কর।
28/05/2024

হে আল্লাহ রক্ষা কর।

নলচিরা ঘাট হাতিয়া নোয়াখালী😓
28/05/2024

নলচিরা ঘাট
হাতিয়া নোয়াখালী
😓

প্রথমেই, অভিনন্দন আশিক চৌধুরী, স্কাই ডাইভিঙে বিশ্বরেকর্ড করার জন্য।এরপর, ব্র‍্যান্ড পার্সপেক্টিভ থেকে আমার একটা ইন্টারেস...
27/05/2024

প্রথমেই, অভিনন্দন আশিক চৌধুরী, স্কাই ডাইভিঙে বিশ্বরেকর্ড করার জন্য।

এরপর, ব্র‍্যান্ড পার্সপেক্টিভ থেকে আমার একটা ইন্টারেস্টিং অবজার্ভেশন।

যতদূর জানি আশিক একজন ব্যাংকার।

মজার ব্যাপার হলো, তার এই ডাইভের স্পন্সর কিন্তু তিনি যে ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংক হয়নি। হয়েছে অন্য একটি ব্যাংক। 😛

এবার, মোরাল অফ দ্যা স্টোরী:

কোম্পানী কখনো নিজের এমপ্লয়িদেরকে সঠিক মূল্যায়ন করতে পারে না - এই তার প্রমাণ।

😛😛

26/05/2024

সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীর নাম ক্রিস্টিন ওভারমায়ার।
তিনি খৃষ্টান ধর্মের অনুসারী।

রেদওয়ান সিদ্দিক ববির স্ত্রীর নাম পেপি কিভিনিয়ামি।
তিনি খৃষ্টান ধর্মের অনুসারী।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের স্বামীর নাম ক্রিস পার্সি।
তিনিও খৃষ্টান ধর্মের অনুসারী।

উনি নিজের সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে খৃষ্টান ধর্মের অনুসারীদের বৈবাহিক সম্পর্ক তৈরি করে আশংকা জানাচ্ছেন আমেরিকা চাইছে বাংলাদেশকে খৃষ্টান দেশ বানাতে!!

25/05/2024

এফ এ কাপ ফাইনাল
সিটি - ইউনাইটেড

আবারও ট্রা*ন্সজে*ন্ডার নাটক স্পন্সর করেছে পেপসোডেন্ট। এটা নিয়ে আজ কিছু প্র*তিবাদ হবে আগামীকাল একটু কমবে আগামী পরশু আর প...
24/05/2024

আবারও ট্রা*ন্সজে*ন্ডার নাটক স্পন্সর করেছে পেপসোডেন্ট।
এটা নিয়ে আজ কিছু প্র*তিবাদ হবে আগামীকাল একটু কমবে
আগামী পরশু আর প্র*তিবাদ থাকবে না।
এভাবেই আস্তে আস্তে প্র*তিবাদ বন্ধ হয়ে যাবে,এ জগণ্যতা আপনার আমার ঘরে ঢুকে যাবে ,
তখন আর কান্নাকাটি করে লাভ হবে না।
কান্ডারীরা এখনো এর ভ*য়াবহতা পুরোপুরি অনুধাবন করতে পারছেন না।

আহ্ আমাদের প্র*তিবাদী কোনো মুরব্বি নেই কোনো সংগঠন নেই।
পাওনা মিটিয়ে দেয়ার কোনো মুমিন নেই।

মায়ের দোয়া টিম যখন হারে...
24/05/2024

মায়ের দোয়া টিম যখন হারে...

আমেরিকা ক্রিকেট খেলে এটা কতজন বাংলাদেশের মানুষ জানে?আমার ধারনা শতকরা ৫০% এর উপরে বাংলাদেশের মানুষ এটা জানেন না! সেই আমের...
21/05/2024

আমেরিকা ক্রিকেট খেলে এটা কতজন বাংলাদেশের মানুষ জানে?
আমার ধারনা শতকরা ৫০% এর উপরে বাংলাদেশের মানুষ এটা জানেন না!

সেই আমেরিকার কাছে শিক্ষা সফরে যাওয়া 'মায়ের দোয়া ক্রিকেট একাদশ' আজকে প্রস্তুতি ম্যাচে পরাজিত হলো।

যাই হোক আমেরিকায় এদের শিক্ষা সফর শেষ হলে মিরপুরে জিম্বাবুয়ের সাথে আরেকটি স্টাডি ট্যুর আয়োজন করার অনুরোধ জানিয়ে রাখলাম!

Address

Ras Al-Khaimah
POBOX4653

Telephone

+971509710207

Website

Alerts

Be the first to know and let us send you an email when probasnews24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to probasnews24.com:

Videos

Share

Our Story

your online news partner


Other Media/News Companies in Ras Al-Khaimah

Show All