Asif 69

Asif 69 Entrepreneur & Digital marketer
(1)

10/02/2024

ডিপ্রেশনে ভোগা মানুষগুলো অনেক আত্মহত্যাপ্রবণ হয়। যারা কিছুটা ডিপ্রেশনে ভোগে, তারা হয়তো রাতে একবেলা না খেয়ে নির্ঘুম একটি রাত কাটায়। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুকতে ফুকতে তার হতাশা গুলোকে ধোঁয়ার সাথে উড়িয়ে দেয়। খুব বেশী হলে কোন নির্মানাধীন ভবনের কোন এক নির্জন জায়গা খুঁজে নিয়ে সেখানে নেশায় বুদ হয়ে থাকে। কিছুদিন পর এরা ঠিকই স্বাভাবিক হয়।

যারা খুব বেশীমাত্রায় ডিপ্রেশনে বা হতাশায় ভোগে এরা অনেক ভয়াবহ রকমের হয়, এদের বাইরে থেকে দেখে একদম বোঝার উপায় নেই যে এদের ভেতরটা কিভাবে ভেঙ্গেচুরে যাচ্ছে। আর দশজনের মতই স্বাভাবিক চেহারার একটা মুখোশ পড়ে এরা আপনার সামনে আসবে। আগামীকাল সুইসাইডের প্লান মনে নিয়েও এরা আজ আপনার সাথে ফান করবে। এক সিগারেট নিয়ে পাঁচ বন্ধুর টানাটানিতে সেও অংশ নেবে। আপনার বন্ধুরা মিলে আগামীকাল সিনেপ্লেক্সে মুভি দেখার প্লান করলেও দেখবেন সেও বলবে "আমার জন্য একটা টিকিট রাখিস"।

কিন্তু পরেরদিন ফোন দিলে যে তাকে পাবেন না তা নয়। আপনার ফোন রিসিভ করে বলবে "মামার চায়ের দোকানে সামনে দাড়া। আমার আসতে আধা ঘন্টা লাগবে আরো। রাস্তায় জ্যাম"।

যদি সে সুইসাইড করার একটি পরিকল্পনা সে ভেতর ভেতর করেই থাকে, তবে পরেরদিন আপনার ফোন রিসিভ হল কেন? কারন সাহসের অভাবেই হোক, কিংবা জীবনের প্রতি মায়া থেকেই হোক, সে আত্মহত্যাটি হয়তো করতে পারেনি। সৃষ্টিকর্তা কেবল মাত্র একটিই জীবন দিয়েছেন। জীবনের স্বাদ নেবার সুযোগ একবারই। এখানে দ্বিতীয়বারের কোন স্থান নেই।

আর সেজন্যেই মামার ওই চায়ের দোকানের সামনে আধা ঘন্টা পর তাকে হাসিমুখে আসতে ঠিকই দেখবেন। এরপর বন্ধুবান্ধব মিলে একসাথে লোকাল বাসে ঝুলবেন। সেও আপনাদের সাথে ঝুলবে। কেউ ঘুনাক্ষরেও টের পাবেনা যে এই ছেলেটা গতকাল রাতেই সুইসাইড করতে চেয়েছিলো। কোন কারনে সে ডেট পিছিয়েছে। পরেরবার যে আবার সে চেষ্টা করবেনা , তার কোন নিশ্চয়তা নেই।

সবক্ষেত্রে যে এমন হয় ব্যাপারটি আসলে তা নয়। কেউ কেউ প্রথমবারেই সফল হয়ে যায়। আপনি একটা টিকিট তার জন্যে রেখে দিলেও পরেরদিন ফোন দিলে তাকে আর পাবেন না। ভার্সিটির ক্যাম্পাস কিংবা কোন ফ্রেন্ডের বাসায় খুঁজলেও তার কোন হদিস পাবেন না। তাকে আপনি খুঁজে পাবেন তার বাসায় নিজের রুমে দরজা আটকানো অবস্থায়। দরজা ভেঙ্গে ঢুকে দেখবেন ফ্যানের সাথে গলা আটকে তার সারা শরীরটা ঝুলে আছে। একটি কাগজ ধরা থাকবে তার হাতে। ওখানে দু তিন লাইনে লিখা থাকবে জীবনে কার কার প্রতি সে কৃতজ্ঞ ছিল। সে লিস্টে আপনারও নাম থাকবে।

এই মানুষগুলি জীবিত থাকতে আমাদের সামনে এসে "মরে যেতে ইচ্ছে করছে" বা "আমি পৃথিবী ছাড়বো। ভাল লাগেনা আর" এ ধরনের বাক্যগুলো বলে না কেন? কেন বারবার নিজে নিজেই একবার ব্যর্থ হলে পরেরবার সুইসাইড করার নীরবে প্ল্যান সে করে কোন একবার হয়তো সে সফল হবে এ আশায়? কেন দু এক লাইনের একটি সুইসাইড নোটও সে খুব যত্ন নিয়ে বানিয়ে ড্রয়ারে রেখে স্বাভাবিক মানুষের মুখোশটা পড়ে বন্ধুদের আড্ডায় যায়?

কারন আমরাই তাদের সে দরজাটা বন্ধ করে দিয়েছি। কেউ হয়তো একদিন সুইসাইডের এনাউন্স করল। পরেরদিন করতে না পেরে হয়তো ফিরে আসলো। আমরা তখন তাকে হাসির পাত্র বানিয়ে ফেলি। ঠাট্টা মশকরা করি। সুইসাইড করতে না পারার জন্যে তাকে নিয়ে ঠাট্টা করার মানেই হচ্ছে তাকে আরেকবার আত্মহত্যার জন্যে উস্কে দেয়া।

এসব ভয় থেকেই তারা বলে না কখনো যে তারা ভিতরে কতটা ঝড় তুফান নিয়ে ঘুরছে। এরা কখনোই বলবে না যে সে তার ড্রয়ারে রাখা সুইসাইড নোটে তার সব বন্ধুদের নাম আছে। এরা কখনোই বলবে না আর। আপনি যতই তার কাছের বন্ধু হন না কেন, সেটি কোন বিষয় আর থাকে না তার কাছে।আত্মসম্মানবোধটুকু তাদের কাছে অনেক বড় একটি বিষয়।

নীরবে নিজেকে লক্ষকোটিবার খুন করেছে এরকম মানুষ আমাদের আশেপাশে আসলে প্রচুর! এরাও সে না বলা মানুষদের দলে। যে বন্ধুদের সাথে আজ সারা বিকাল আপনি আড্ডা দিয়েছেন, তাদের মধ্যেই হয়তো কেউ একজন ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থেকে বেশ কয়েকবার নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা করেছে। কিন্তু পারেনি হয়তো। নেক্সট টাইমের জন্যে অপেক্ষা করে আছে সে। যেদিন সফল হবে, সেদিন তাকে নিয়ে আর ঠাট্টা মশকরা হবে না। আফসোস হবে,একটি বন্ধু হারানোর আফসোস।

সেও সে না বলা মানুষদের দলে... শুধু সফল হবার অপেক্ষায়..

✍🏻Asif

24/12/2023

Masha-allah As if the hair of the city stood up, the mind will become soft❤️🫶🏻.

23/12/2023

🏟️.

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif 69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif 69:

Videos

Share