RADIO Bangla

RADIO Bangla Radio Bangla is a online Bangla radio station as well as a Social Media platform.

22/08/2024
“আবরার তোমায় মনে পড়ে, বন্যায় যখন মানুষ ম*রে। পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভ!রত ভক্তি!” 📍 ঢাকা বিশ্ববিদ্যালয়
21/08/2024

“আবরার তোমায় মনে পড়ে,
বন্যায় যখন মানুষ ম*রে।
পেতে চাইলে মুক্তি,
ছাড়ো ভ!রত ভক্তি!”

📍 ঢাকা বিশ্ববিদ্যালয়

18/08/2024
পদত্যাগ শুধুমাত্র সময়ের দাবি।
13/08/2024

পদত্যাগ শুধুমাত্র সময়ের দাবি।

10/08/2024
09/08/2024

নির্বাচন নির্বাচন করে না চিল্লাইয়া ১ দিন ফার্মগেট মোড়ে দাড়াইয়া ট্রাফিক কন্ট্রোল করেন।

09/08/2024

ডক্টর ইউনূস পুরো বক্তৃতায় একবারও বলেননি, "আমি নোবেল পুরস্কার পেয়েছি,আমি অলিম্পিক লরেল পেয়েছি,আমি অলিম্পিকে মশাল বহন করেছি,আমি প্রেসিডেনশিয়াল মেডেল পেয়েছি,আমি এই করেছি, আমি সেই করেছি"

তাঁর সিভি ৪৫ পৃষ্ঠার,তা-ও সংক্ষিপ্ত করার পরেও এত অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও,জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি নিজেকে নিয়ে একটি কথাও বলেননি, কিংবা নিজের সাফল্য নিয়ে গর্বও করেননি

টাইউইন ল্যানিস্টার বলেছিলো, "Any man who must say, "I am the king" is no true king" " আজ ডক্টর ইউনূস এই সত্য প্রমাণ করলেন,তাঁর নিজের সাফল্য নিজে প্রচার করতে হয় না তাঁর কাজই তা ব'লে দেয়

এটাই প্রকৃত শিক্ষা!'❤️

- unknown

08/08/2024
08/08/2024

স্বাধীনতা কেমন হওয়া প্রয়োজন।

08/08/2024

গত তিন দিনে ক্ষমতা ভাগাভাগি করার লড়াইয়ে কতজন নেতা আবু সাঈদকে এভাবে স্বরন করেছেন???

08/08/2024
শুরু থেকেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলো ব্যান্ড শিরোনামহীন। বিশেষ করে দলনেতা জিয়াউর রহমান ছাত্রদের যৌ...
07/08/2024

শুরু থেকেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলো ব্যান্ড শিরোনামহীন। বিশেষ করে দলনেতা জিয়াউর রহমান ছাত্রদের যৌক্তিক দাবীর সাথে ফেসবুকে সরব ছিলেন। এবার স্বপ্নে বিভোর ছাত্র-জনতার ‘নতুন বাংলাদেশ’-এ শিরোনামহীন নতুন গান উপহার দিলো।

Shironamhin's song "Keno?" reflects the anguish and confusion surrounding the ongoing violence in Bangladesh. Standing in solidarity with the students and mo...

07/08/2024
24/11/2022

বন্ধুত্ব কোন স্বার্থ ছাড়াই তৈরী হয়,
বন্ধুত্ব হলো পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক।।

Who will win these at the Qatar World Cup? 🤔Golden Ball: _____Golden Glove: _____Golden Boot: _____
18/11/2022

Who will win these at the Qatar World Cup? 🤔

Golden Ball: _____
Golden Glove: _____
Golden Boot: _____

আমরা রেডি, আপনারা রেডি তো?        would cup 2022
07/11/2022

আমরা রেডি, আপনারা রেডি তো?
would cup 2022

02/11/2022

মানসিক চাহিদা একটা অদ্ভুত জিনিস।

ধরেন আপনার এখন গরমাগরম সিঙ্গাড়া খেতে ইচ্ছে করছে। আপনার পকেটেও প্রচুর টাকা আছে। কিন্তু আপনি আছেন নিউইয়র্ক সিটিতে। এখন আপনি পিজ্জা, বার্গার, সাব অথবা গোল্ড প্লেটেড আইসক্রিম পাইলেও গরমাগরম সিঙ্গাড়াতো পাবেন না। তখন দেখবেন দামী দামী খাবারে পেট ভরে গেছে ঠিকই, কিন্তু মন ভরে নাই। কোথায় যেন খুব খালি খালি লাগতেছে, অথচ গলা পর্যন্ত ভরে আছে খাবারে!

একই জিনিসটা ঘটে রাগ হলে বা অভিমান করলে। আপনার আশেপাশের কেউ যদি আপনার উপর স্পেসিফিক কোনো কিছু নিয়ে রেগে থাকে বা অভিমান করে, তাহলে তার রাগ পুরোপুরি ভাঙ্গাতে হলে বা অভিমান পুরোপুরি ভুলাতে হলে তাকে সেটাই দিন যা সে পাবে বলে এক্সপেক্ট করতেছে। বুঝার চেষ্টা করুন তার আঘাতের পরিমানটা ঠিক কোন জায়গাতে সবচেয়ে তীব্র। মলম দিলে সেখানে দিন। স্পেসিফিক ওই জায়গা বাদ দিয়ে সারা শরীরে মলম দেওয়া আর মলম না দেওয়া দুটোই একই জিনিস।

ধরেন, আপনার কোনো এক বন্ধুকে বকা দিয়েছিলেন মানুষজনের সামনে, তাই সে রাগ করে বসে আছে। এখন সে চিন্তা করতেছে আপনি তাকে সরি বলবেন। তা না করে যদি আপনি তাকে বাসায় দাওয়াত করে খাওয়ান, তাতে কোনো লাভ নাই। তার পেট ভরবে, কিন্তু যতক্ষণ "সরি" না শুনতেছে তার মন ভরবে না। এইখানে তার রোগের মলম একটাই, এবং মলম কই লাগাতে হবে সেই জায়গাটাও স্পেসিফিক।

আমরা মাঝে মাঝে মনে করি কাউকে ঘা দিয়ে চুপ মেরে বসে থাকলেও মনে হয় বিষয়টা আপনাআপনি ঠিক হয়ে যায়। ঘায়ের পরিমাণ ছোটো হলে হয়তো মলম ছাড়া ঠিক হতে পারে। কিন্তু আমরা ভুলে যাই যে ঘায়ের পরিমাণ বেশি হলে সেটা ফেলে রাখলে পচন ধরে! গ্যাংগ্রিন হয়!

তাই সময় থাকতে মলম দেওয়াটা জরুরি। নাহলে পচন ধরে গেলে কেটে ফেলে দেওয়া ছাড়া গতি থাকে না। পচন নিয়ে কোনোদিন সামনে আগানো যায় না।।

মহান আল্লাহ তায়ালা আমাদের  দেশ এবং দেশের মানুষকে সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করুন। মেহেরবানি করে সাম্ভাব্য ঘূর্ণিঝড় ও জলোচ...
24/10/2022

মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ এবং দেশের মানুষকে সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করুন। মেহেরবানি করে সাম্ভাব্য ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে নিস্ক্রিয় করে দিন। মহান রব আমরা কেবল আপনার সাহায্য চাই। আপনার সাহায্য আমাদের একমাত্র ভরসা।

Address

Port Elizabeth
6001

Telephone

+27612935980

Website

Alerts

Be the first to know and let us send you an email when RADIO Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RADIO Bangla:

Videos

Share

Category

Nearby media companies


Other Radio Stations in Port Elizabeth

Show All