Cape Town weekends

Cape Town weekends wellcome to my page❤️ I love travelling

" আমরা হাসি দেখে সবাই মুগ্ধ হই, কিন্তু কাঁদার মুহূর্তগুলোর দিকে খুব কম মানুষ ধৈর্য দেখায়। হাসির পেছনে সাধারণত আনন্দ বোঝা...
09/01/2025

" আমরা হাসি দেখে সবাই মুগ্ধ হই, কিন্তু কাঁদার মুহূর্তগুলোর দিকে খুব কম মানুষ ধৈর্য দেখায়। হাসির পেছনে সাধারণত আনন্দ বোঝা যায়, কিন্তু কাঁদার আড়ালে লুকিয়ে থাকে অনেক দুঃখ এবং একাকিত্ব। কাঁদতে সাহস লাগে, সেই সাহস প্রকাশ করতে পারেন কজন? আমাদের উচিত একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া , হাসি আর কাঁদার মধ্যে সমান গুরুত্ব দেওয়া। আসুন, আমরা যেন একে অপরের অনুভূতিতে সঙ্গী হই।"

সবকিছু যেন ছবির মতই সুন্দর, ভালো লাগার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি 🖤🖤
08/01/2025

সবকিছু যেন ছবির মতই সুন্দর, ভালো লাগার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি 🖤🖤

গার্লিক নান, খাসির মাংস ভুনা, নেহারি 😋😋আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার ছিল সাধে অনন্য..
06/01/2025

গার্লিক নান, খাসির মাংস ভুনা, নেহারি 😋😋
আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার ছিল সাধে অনন্য..

Both are using the daughter to hide their feelings against each other. Sad 🙄🙄মাঝখান থেকে মেয়েটাকে সবথেকে বেশি সেক্রিফাইস...
04/01/2025

Both are using the daughter to hide their feelings against each other. Sad 🙄🙄
মাঝখান থেকে মেয়েটাকে সবথেকে বেশি সেক্রিফাইস করতে হলো । বাবা মার ডিভোর্স হলে তাদের কিছুই হয় না। তাদের সন্তানরা suffer করে।😔😔😔🥴

Happy New year 2025...Sorry FOR Late...
02/01/2025

Happy New year 2025...
Sorry FOR Late...

31/12/2024

ইন্নালিল্লাহ… আতশবাজির বিকট আওয়াজে মিরপুর পল্লবীতে জনৈক মহিলা স্ট্রো-ক করে কিছুক্ষণ আগে মা-রা যান।
প্লিজ এগুলো বন্ধ করেন।

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টা...
27/12/2024

বাইকের পেছনে ছিল স্ত্রী আর সাত বছরের সন্তান। মাওয়া টোল প্লাজায় টাকা দেওয়ার সময় সন্তান বাবার কাছে আবদার করে, ‘বাবা আমি টাকা দিবো।’

বাবা সন্তানের হাতে টাকা দেয়! ঠিক তখনই পেছন থেকে ছুটে আসা দ্রুত গতির বাস সবকিছু স্তব্ধ করে দেয়।

কাকতালীয় ভাবে ঐ বাবা বেঁচে গেলেও, তার চোখের সামনে মারা যায় স্ত্রী আর সন্তান।

ভদ্রলোক ঘটনার বিবরণ দিতে গিয়ে থেমে থেমে বললেন, ‘আমি তাকিয়ে দেখি আমার সন্তানের মাথার উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমার সন্তানের চোখ বেরিয়ে এসেছে। আর আমার বিবিকে চাকার সাথে বিঁধে টেনে নিয়ে গেছে।’

ক্যান ইউ ইমাজিন, যেখানে টোল প্লাজায় এন্ট্রি নেওয়ার অন্তত এক মিনিট আগে গাড়িকে ধীর গতিতে রুপান্তর করা উচিত, সেখানে একটি বাস বেপরোয়া ভাবে ছুটে আসলো!

আসোলে আপনি গতিশীল হোন, স্থির হোন, খালে থাকেন, বিলে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাসায় থাকেন, রাস্তায় থাকেন, কিচ্ছু মেটার করে না। আপনার মৃ ত্যু বিভৎস ভাবে হওয়ার সম্ভবনা ই বেশি। কারণ আপনি বাংলাদেশী!
©

সাউথ আফ্রিকার প্রচন্ড গরমে আমাদের নাজেহাল অবস্থা, অস্বস্তিকর গরম থেকে স্বাভাবিক পর্যায়ে আসার জন্য, বিচের পাড়ে গেলাম শা...
27/12/2024

সাউথ আফ্রিকার প্রচন্ড গরমে আমাদের নাজেহাল অবস্থা, অস্বস্তিকর গরম থেকে স্বাভাবিক পর্যায়ে আসার জন্য, বিচের পাড়ে গেলাম শান্তির খোঁজে 🖤
সাথে ক্যামেরাবন্দি করলাম বাবার সাথে মেয়েদের অসাধারণ মুহূর্তের কিছু স্থির চিত্র❤️❤️

একটা শান্ত জীবন চাই... একেবারে শীতল জলের মতো শান্ত! যেখানে নেই কোন আকাঙ্ক্ষা, হতাশা কিংবা ঐশ্বর্য...
26/12/2024

একটা শান্ত জীবন চাই...
একেবারে শীতল জলের মতো শান্ত!
যেখানে নেই কোন আকাঙ্ক্ষা, হতাশা কিংবা ঐশ্বর্য...

আমার মনে হয় ২-৩ বছরের বাচ্চাদের মাঝামাঝি বয়সটা অনেক কনফিউজিং একটা সময় মায়েদের জন্য।এসময় বাচ্চা কিছু কিছু সময় অসময় অজান্ত...
23/12/2024

আমার মনে হয় ২-৩ বছরের বাচ্চাদের মাঝামাঝি বয়সটা অনেক কনফিউজিং একটা সময় মায়েদের জন্য।এসময় বাচ্চা কিছু কিছু সময় অসময় অজান্তেই কারনে অকারনে কা*ন্না করে,অবুঝ ভাষায় কথা বলে,হুট করে ইকটু পর পর তাদের মুড সুইং করে,এটা না সেটা সেটা না এটা।সারাদিন মায়ের উপর দিয়ে কি যায় এটা শুধুমাত্র মা ছাড়া কেউই বুঝবে না।আজকে এটা খাবে তো কাল খাবেই না,একবেলা ঠিকমত খাবে তো আবার আরেকবেলা খাবেই না,রাতে ঘুমালে ঘুমের মধ্যেও অকারনে উঠে যাবে।

কি যে সময় পার করছি আমার টা আমি জানি আর যেই মায়েরা এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তারাই জানে।Tolder mother এর মেজাজ সবসময় খিটখিটে থাকে কেনো তার কারন টা কেউ কখনো জানতে চায় না।তবুও সন্তান অসু*স্থ হলে দো*ষ টা সবসময় মায়েরই হয় আর কারো না😢
©

মাটন কাচ্চি বিরিয়ানি.......হাজব্যান্ডকে দিয়ে রান্না করাইছি, আমি যে কত কষ্ট করে রান্না করি, মাঝেমধ্যে তা বুঝানোর জন্য 🙃...
23/12/2024

মাটন কাচ্চি বিরিয়ানি.......
হাজব্যান্ডকে দিয়ে রান্না করাইছি,
আমি যে কত কষ্ট করে রান্না করি, মাঝেমধ্যে তা বুঝানোর জন্য 🙃🙃🫣🫣

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন (আমার ননদ)হাফেজা আফরিন আহমেদকে ... আফরিনের কোরআন সার্টিফিকেট প্রোগ্রামের অংশবিশেষ ❤️❤️সবাই...
12/12/2024

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন (আমার ননদ)হাফেজা আফরিন আহমেদকে ... আফরিনের কোরআন সার্টিফিকেট প্রোগ্রামের অংশবিশেষ ❤️❤️
সবাই হাফেজা আফরিনের জন্য দোয়া করবেন...

08/12/2024

আহারে আগুন লেগে কি একটা অবস্থা হইছে, পুড়ে সব ছাই হয়ে গেছে ... আল্লাহ সবাইকে হেফাজত করুন... স্থান সাউথ আফ্রিকা 😢😢

পেট খারাপ করছিলো।একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাং'স কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আল...
06/12/2024

পেট খারাপ করছিলো।
একটা হোটেলে গেলাম রাতের খাবার খাইতে। মাছ মাং'স কিছুই খাইতে ইচ্ছা হচ্ছিলো না। বয়কে বললাম, ভাত, ডাল আর আলু ভর্তা দিতে।
পাশের টেবিলে দেখি ০৩ জন বসে গরুর মাং'স দিয়ে ভাত খাচ্ছে। একজন আবার আমার বন্ধু শিহাবের মতো দেখতে। আমি আলু ভর্তা দিয়ে ভাত মেখে মুখে দিতে দিতে কয়েকবার শিহাব সদৃশ মানুষটার দিকে তাকাচ্ছিলাম।
একটুপর দেখলাম, এক বাটি গরুর মাং'স দিয়ে গেলে বয়। বললো, ঐ টেবিল থেকে আপনার জন্য দিছে, টাকা ওনারা দেবে, আপনে পেট ভরে খান।
আমি বিস্মিত হয়ে গেলাম। অপমানিতবোধ করলাম না একটুও। মনে হলো, এখনও এই পৃথিবীর মানুষ কতো ভালো। এই নক্ষত্রভরা রাতে ০৩ জন মানুষ চাচ্ছে, আরও একজন মানুষ তাদের মতো করে গরুর মাং'স দিয়ে ভাত খাক।
আমি খাওয়া শেষ করে মোট ০৪ জনের বিল দিয়ে চুপিচুপি চলে আসলাম। এই নক্ষত্রভরা রাতে ঐ ০৩ জন মানুষও জানুক, ভালোবাসা ছোঁয়াচে।🤍

© অমিতাভ বিন বকসী

আমার গল্পে আমি সেরা,.......তাতে কে কি চিন্তা করলো তা আমাকে খুব একটা ভাবায় না....বিষন্নতাময় দিনে, সুখের ঠিকানা খুঁজে না...
06/12/2024

আমার গল্পে আমি সেরা,.......
তাতে কে কি চিন্তা করলো তা আমাকে খুব একটা ভাবায় না....বিষন্নতাময় দিনে, সুখের ঠিকানা খুঁজে নাওয়ার দায়িত্বটা যে আমাকেই নিতে হয়.....

মানুষ সব ভুলে যেতে পারে!!রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে ম...
05/12/2024

মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক, মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ। শুধু ভুলতে পারে না কিছু কথা। প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছুকিছু কথা মানুষের ভিতরে বাজতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো। বুকের ভিতর আটকে থাকে সে'সব অপমান, গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে সে'সব কটূক্তি, ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে।

না গেলা যায়, না ফেলা যায়। একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে, আবার হাসি ফুটে ওঠে মুখে, দিব্যি থাকি আমরা। তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে, স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে। কী ভীষণ যন্ত্রণা হয় আবার! সেই একই কষ্ট আবার ফিরে আসে। আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি, তাদের বলা কথাগুলোকে না...
Copied

Dirección

Parral

Página web

Notificaciones

Sé el primero en enterarse y déjanos enviarle un correo electrónico cuando Cape Town weekends publique noticias y promociones. Su dirección de correo electrónico no se utilizará para ningún otro fin, y puede darse de baja en cualquier momento.

Contato La Empresa

Enviar un mensaje a Cape Town weekends:

Videos

Compartir

Categoría