মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের ব্যাপক ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে এবং এতে আটকা পড়েছেন অন্তত ৪৩ জন নির্মাণ কর্মী। ব্যাংকক পুলিশ জানিয়েছে, রাজধানী শহরের চাতুচাক মার্কেটের কাছে ছিল এই ভবনটির অবস্থান। ভূমিকম্পের সময় ৫০ জন কর্মী ছিলেন ভবনটিতে।
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ্ আহমদ শফি দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দেশটির প্রেসিডেন্টের কাছে ঢাকায় দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনের জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত শাহ্ আহমদ শফি
বিস্তারিত ভিডিওতে -
#Bangladesh #সাউথ_আফ্রিকা #fb #Update #follow
দক্ষিণ আফ্রিকায় মিউনিসিপালিটি গুলোর কাজের ধীর গতি, হোম এফেয়ার্সের ক্লিয়ারেন্স সহ নানা জটিলতায় আটকে আছে হাজার হাজার দোকান রেজিস্ট্রেশনের ফাইল এবং অন্যান্য বিষয় নিয়ে ভিডিওটিতে কথা বলেছি।
সময় সুযোগ থাকলে দেখতে পারেন-
#fb #সাউথ_আফ্রিকা #Bangladesh #followme #হ্যালো #Update
আওয়ামী লীগের রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় পাসপোর্ট বিহীন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করা কুমিল্লার কালামের সাক্ষাৎকার প্রচার হয়েছিল সাউথ বাংলাতে। সাক্ষাৎকারটি দূতাবাস আমলে নিয়ে দ্রুত কালামের পাসপোর্ট রিলিজের ব্যাপারে ঢাকায় যোগাযোগ করে। অবশেষে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত কালাম পাসপোর্ট হাতে পেয়েছেন আজ। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস কে।
দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের মাফিকিং এর পাশ্ববর্তী গ্রামগুলোতে স্থানীয় প্রশাসন অভিবাসীদের দোকানগুলো বন্ধ করে দিচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে প্রদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশীসহ অন্যান্য দেশের নাগরিকদের বেশ কিছু দোকান বন্ধ করে দিয়েছে।
ভিডিও; সংগ্রহীত
কয়েক শত প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়ে ইফতার মাহফিল করছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা
_____________________________
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকার ঘাউটেং প্রদেশ শাখা। দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের ফোর্ডসবার্গে রবিবার (১৬ মার্চ ২০২৫) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঘাউটেং প্রদেশের সভাপতি শরিফ উদ্দিন। সেক্রেটারি মোয়ারেফ হোসেন (রতন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়াতুল উলামা সাউথ আফ্রিকার সেক্রেটারি ইব্রাহীম আই বা'ম। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত কয়েকটি দেশের ইসলামী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইফতারা মাহফিলে কয়েক শত প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
©রুবেল মোহাম্মদ
সাউথ বাংলা
দক্ষিণ আফ্রিকায় দোকান রেজিস্ট্রেশন এবং অ্যাসাইলাম নিয়ে কিছু কথা।
দক্ষিণ আফ্রিকায় দোকান রেজিস্ট্রেশন এবং অ্যাসাইলাম নিয়ে কিছু কথা।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে রমজান মাস উপলক্ষে পাসপোর্ট হাতে পেতে কয়েক ঘন্টা দেরি হওয়াতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশীদের।
ভিডিওটি সাউথ বাংলা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব Oshiqur Rahman
#fb #Update #followme #সাউথ_আফ্রিকা #Bangladesh