SA Somoy news

SA Somoy news 0638318151

মনে রাখবেন রক্তের দাগ এখনো শুকায়নি -সামাজিক সংগঠনের আড়ালে দক্ষিণ আফ্রিকাস্থ হাইকমিশনে চিহ্নিত আওয়ামী দোসর ও দালালদের পূণ...
02/01/2025

মনে রাখবেন রক্তের দাগ এখনো শুকায়নি -
সামাজিক সংগঠনের আড়ালে দক্ষিণ আফ্রিকাস্থ হাইকমিশনে চিহ্নিত আওয়ামী দোসর ও দালালদের পূণর্বাসন করা যাবে না

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর হাইকমিশনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নবাগত হাইকমিশনার প্রবাসীদের কল্যাণে একেরপর এক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। যা সত্যিই প্রশংসার দাবী রাখে।

প্রবাসীদের কল্যাণে বর্তমান হাইকমিশনারের ভুমিকায় প্রবাসী বাংলাদেশীরা আশাবাদী। তাদের দাবী- যারা বিগত সময়ে হাইকমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলো তারাই এখন প্রবাসীদের দাবী-দাওয়া নিয়ে কথা বলছে; অথচ বিগত সময়ে তারা হাইকমিশনারকে ব্যবহার করে দলীয় অনুষ্ঠানাদি করলেও প্রবাসীদের কল্যাণে কোন কাজ হয় নি। বরং দালালদের উৎপাতে সাধারণ প্রবাসীরা তৎকালীন হাইকমিশনার এবং হাইকমিশনে গিয়ে সেবা পান নি।
অথচ আজ যখন প্রবাসীদের দাবী দাওয়া নিয়ে সেই সমস্ত আওয়ামী দোসরদের মায়াকান্না দেখা যাচ্ছে তখন অনেকেই হাসাহাসি করছেন তাদের কর্মকান্ড নিয়ে।

জুলাই গণঅভ্যুত্থান সমর্থনকারী প্রবাসীরা জানান, বিগত সময়ের এসব সিন্ডিকেট সামাজিক সংগঠনের ব্যানারে আবারো তাদের হীন স্বার্থ হাসিলের জন্য উঠেপড়ে লেগেছে। এসব ব্যাপারে বর্তমান হাইকমিশনার তথা পররাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সচেতন প্রবাসীরা।
এ ব্যাপারে আগামী সপ্তাহে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বারক লিপি প্রদান করা হবে।সময় এবং স্থান জানানো হবে। আপনারা সঠিক সময়ে উপস্থিত থাকবেন।

নামাজরত অবস্থায় হত্যা করে লক্ষীপুরের সুমনকে;মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন এখনো যোগাযোগ করেনি।নববর্ষের মধ্যরাতে মুখে টেপ,...
02/01/2025

নামাজরত অবস্থায় হত্যা করে লক্ষীপুরের সুমনকে;
মৃত ব্যক্তির কোন আত্মীয় স্বজন এখনো যোগাযোগ করেনি।

নববর্ষের মধ্যরাতে মুখে টেপ, হাত পা বেঁধে জখম করে হত্যা করে প্রবাসী বাংলাদেশি সুমনকে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওমলারানস্টাড শহরের নিকটবর্তী মাকওয়াসি গ্রামে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় সুমনের কোন আত্মীয় স্বজন কিংবা দেশের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। তার পাসপোর্টের দেখা যায় দেশের বাড়ি লক্ষীপুর জেলার দালাল বাজারের পুর্ব নন্দনপুর গ্রাম। অস্থায়ী ঠিকানা ঢাকার বনানী।
সুতরাং কেউ সুমনকে চিনে থাকলে দ্রুত +27629081886 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।

সিসিটিভি ফুটেজ চেক করে সেখানকার প্রবীন প্রবাসী কমিউনিটি নেতা সুমন আহমেদ শাপলা টিভিকে জানান, রাত দুইটার দিকে স্থানীয় কয়েক যুবক পেছনের টিন কেটে দোকানে ঢুকে। এসময় নি হ ত সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন। অতিরিক্ত রক্ক্ষরণে তার মৃ ত্যু হয়েছে বলে ধারণা।
সারাদিন দোকান বন্ধ দেখে গতকাল সন্ধ্যা পর স্থানীয় বাংলাদেশীরা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

02/01/2025

নব বর্ষের সুচনায় জোহানার্সবার্গের তারফন্টিনে আজকে সকালে ডাকাতরা নিজের সম্পদ মনে করে একটি দোকানে সব কিছু নিয়ে যাচ্ছে - সবাই সতর্ক থাকবেন

নি হ ত সুমনের পরিবার কিংবা আত্মীয় স্বজনদের দ্রুত যোগাযোগ করার অনুরোধপুর্ব শত্রুতার জের ধরে একা দোকানে সুমনকে হ...ত্যা কর...
01/01/2025

নি হ ত সুমনের পরিবার কিংবা আত্মীয় স্বজনদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ

পুর্ব শত্রুতার জের ধরে একা দোকানে সুমনকে হ...ত্যা করা হয়েছে।
তার পরিবারের সন্ধান চেয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তার পরিবারের নাম্বার না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

সুতরাং কেউ সুমনকে চিনে থাকলে দ্রুত +27 62 908 1886 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ।
সূত্র -শাপলা টিভি

01/01/2025

সখা তুমি কার?
যারা গত ১০ বছর ধরে সাউথ আফ্রিকাস্থ দুতাবাসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলো,তারাই আজ দক্ষিন আফ্রিকা হাইকমিশন অফিসকে দলীয় প্রভাব ও সিন্ডিকেট মুক্ত করার দাবী জানাচ্ছে। হাস্যকর...
আপনারাই বলেন এই দাবির কি প্রতিদান দেওয়া যায়-

31/12/2024
আজব এক ঘটনা;মর্শারী থেকে ২৩ মৃতদেহ চুরি!!দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এক মর্শারী(লাশঘর) থেকে ২৩ মৃতদেহ চুরির ঘটনা...
29/12/2024

আজব এক ঘটনা;
মর্শারী থেকে ২৩ মৃতদেহ চুরি!!

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের এক মর্শারী(লাশঘর) থেকে ২৩ মৃতদেহ চুরির ঘটনা ঘটেছে। বড়দিনের ছুটিতে এই ঘটনা ঘটে।।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুমালাঙ্গা প্রদেশের বাবার্টন শহরের একটি মর্শারী বা লাশঘর থেকে রাতের অন্ধকারে চুরি হয় এসব মৃতদেহ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইটি কোয়ানটাম মাইক্রোবাসে মৃতদেহ তোলা হয়।। বড়দিনের ছুটির কারণে মর্শারীতে সিকিউরিটি ব্যবস্থা ছিল না।।

এই ঘটনা প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে খবরের পোস্টে আক্ষেপ করে লিখেছেন, যে দেশে মৃতদেহ নিরাপদ নয়, সেখানে মানুষের নিরাপত্তা কতটুকু!?

কপি পোস্ট

বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের উপদেষ্টা আম...
28/12/2024

বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের উপদেষ্টা আমজাদ হোসেন চয়ন-

20/12/2024

দক্ষিণ আফ্রিকার জোহানার্সবার্গের মেফিয়ার ১১ এভিনিউ,এক পাকিস্তানি নাগরিকের বাসার সামনে ডাকাতির চেষ্টা

বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ ম্যাগাজিন "বিজয় থেকে বিজয়ে" মোড়ক উন্মোচন করলেন দক্ষিন আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনার শাহ আহমেদ শফ...
16/12/2024

বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ ম্যাগাজিন "বিজয় থেকে বিজয়ে" মোড়ক উন্মোচন করলেন দক্ষিন আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনার শাহ আহমেদ শফী

শাপলা টিভি প্রকাশনা পর্ষদের উদ্যোগে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ ম্যাগাজিন "বিজয় থেকে বিজয়ে" মোড়ক উন্মোচন করেছেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফী।

এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সিলর ড. কাজী জাকির হোসেন, দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন,সাবেক আহবায়ক জহিরুল আলম তরুন,সাবেক সভাপতি আকতারুজ্জামান,প্রবীন সমাজ সেবক মেরাজ মিয়া,ডাঃএজে মাহমুদ,নেক মানি দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের অর্থ সম্পাদক আব্দুল মতিন, বিএনপি নেতা ইমরান আলী বাবুল, ওমর ফারুক, মামুন আহমদ, এস এম কফিল উদ্দিন, তরুণ সমাজ কর্মী মোহাম্মদ নুরুল্ল্যাহ, যমুনা টিভি প্রতিনিধি নুরুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মোড়ক উন্মোচনের প্রাক্কালে অতিথিদের হাতে বুলেটিন তুলে দেন সম্পাদক নোমান মাহমুদ। বিজয় দিবসের এই ম্যাগাজিনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, গল্প, কবিতা সহ ২০২৪ সালে গণঅভ্যূত্থানের প্রতিচ্ছবি তুলে ধরা হয়।

16/12/2024

আজ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশন অফিসে মহান বিজয় দিবস উদযাপন -

16/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিল -

16/12/2024

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশনার অফিস কর্তৃক আজকের মহান বিজয় দিবস উদযাপন -

আগামীকাল সোমবার ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনার অফিস সকাল ১০.৩০মিনিটে আলোচনা...
15/12/2024

আগামীকাল সোমবার ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনার অফিস সকাল ১০.৩০মিনিটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সকল প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

দক্ষিন আফ্রিকায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের সাথে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা ...
13/12/2024

দক্ষিন আফ্রিকায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের সাথে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময় -

দক্ষিন আফ্রিকায় নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার জনাব আহমেদ সফির সাথে দক্ষিন আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি জনাব আলী হোসেন ও সাধারণ সম্পাদক জনাব মুমিনুল হক মুমিন সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
জনাব আলী হোসেন বলেন বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা এক কঠিন সময় পার করছে।সামনের দিনগুলোতে এই প্রবাসীদের ভাগ্যে কি অপেক্ষা করছে কেউ জানে না।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের অভিভাবক হিসেবে বাংলাদেশ হাইকমিশনার দক্ষিন আফ্রিকার সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করে প্রবাসীরা যাতে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
সাধারণ সম্পাদক মুমিনুল হক মুমিন বলেন এই দুঃসময়ে আমরা সকলে একতাবদ্ধ হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।তিনি আরও বলেন বাংলাদেশ হাইকমিশনার আমাদের কোন সহযোগীতা চাইলে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ এর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশনার অফিসে নবনি...
12/12/2024

দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ এর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশনার অফিসে নবনিযুক্ত হাইকমিশনার জনাব আহমেদ সফির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন-
উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপি নর্থ এর প্রধান উপদেষ্টা মুমিনুল হক মুমিন,
সাবেক সিনিয়র সহসভাপতি ইমরান আলী বাবুল,
সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ,
সাবেক যুগ্ন আহবায়ক মীর হোসেন মিরু,
শামিম রেজা,কবির আহমেদ,আরিফ আহমেদ,আবু বাহার,সাইফুল ইসলাম,

Address

Johannesburg

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Somoy news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Somoy news:

Videos

Share