SA Somoy news

SA Somoy news 0638318151

10/11/2024

দক্ষিণ আফ্রিকার বিদেশীদের স্পাজা সপে মেয়াদ উত্তির্ন চিপস খেয়ে স্কুলের কয়েকজন শিশুমৃত্যু নিয়ে স্থানীয় জনগন ও বিভিন্ন মিডিয়ায় প্রচারিত সংবাদ সত্য নয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্রনালয়।
সংবাদটি বেশি করে শেয়ার করে প্রবাসী ব্যবসায়ীরা এই অপপ্রচারের প্রতিবাদ করুন -যেন স্থানীয় জনগণের ধারণার পরিবর্তন হয়।

দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশীরা বর্তমানে বেশ কঠিন সময় পার করছে -বেশি কিছু দিন যাবত দক্ষিণ আফ্রিকায় রিফিউজি এসআলম বন্...
08/11/2024

দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশীরা বর্তমানে বেশ কঠিন সময় পার করছে -

বেশি কিছু দিন যাবত দক্ষিণ আফ্রিকায় রিফিউজি এসআলম বন্ধ।
যাদের পারমিট আছে তাও আবার বেশীর ভাগ আসতেছে রিজেক্ট।আর এই সুযোগটা কাজে লাগিয়ে দালাল চক্র ১৫/২০ হাজার রেন্ডের বিনিময়ে পারমিট বানিয়ে দিলেওশান্তি নাই।কারন হচ্ছে স্থানীয় প্রশাসন পুরোটা অবগত হয়েছে যেএই সমস্ত পারমিট গুলো বেশীরভাগই কন্ট্রাক্ট ম্যারেজ।পুলিশ পারমিট দেখামাত্রই যেন জিবে জল আসে শুরু হয় লেনদেনের হিসাব।এদিকে যাদের ম্যারেজ হোল্ডারের সাথে সম্পর্ক খারাপ তাদেরকে স্থানীয় গণমাধ্যমের সামনে তুলে ধরে পুরো পারমিট সিষ্টেমটাকে ভুল প্রমান করার জন্য স্থানীয় কমিউনিটি ও গণমাধ্যমকর্মীরা উঠে পড়ে লেগেছে।
সব শেষে যোগ হয়েছে স্থানীয়দের গরুচুরি,বাংলাদেশীদের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে স্কুল শিশুর মৃত্যু,টেইকওয়ে দোকানে খাবারের মধ্যে পোকার উপস্থিতি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রচার করে স্থানীয় ও প্রশাসনকে প্রবাসীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হচ্ছে।
গতকালে ব্রুমফন্টিনে দুই শতাধিক প্রবাসীদের দোকান ভাংচুর ও লুটতরাজ তারি বহিঃপ্রকাশ।
আগামীতে সেটার প্রসার আরও বাড়বে।
সুতরাং প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ আপনার দোকানের মালামাল প্রতিদিন চেক করুন,চোরামাল বেচাকেনা থেকে বিরত থাকুন,কালোদের সাথে সুসম্পর্ক রাখুন,ভাল ব্যবহার করুন।
সবশেষে বলব সর্বদা সতর্ক থাকুন।

05/11/2024
02/11/2024

আজ দক্ষিণ আফ্রিকার জোহানার্সবার্গের চায়না মলে যৌথ বাহিনীর অভিযান চলাকালে অবৈধ বিদেশিদের ছুটাছুটি এবং যৌথ বাহিনীর হাত থেকে বাঁচার চেষ্টা -

ইদানীং দক্ষিণ আফ্রিকায় নাইজেরিয়ান একটি গ্রোপ ইসলামী সংস্থা নামে একটি ফেক আইডি হতে বিভিন্ন ব্যক্তির  watsap এ কল করে ওটিপ...
31/10/2024

ইদানীং দক্ষিণ আফ্রিকায় নাইজেরিয়ান একটি গ্রোপ ইসলামী সংস্থা নামে একটি ফেক আইডি হতে বিভিন্ন ব্যক্তির watsap এ কল করে ওটিপি নাম্বার চেয়ে ইসলামি সভায় ভার্চ্যুয়ালি যোগ দিতে অনুরোধ করে।
ওটিপি নাম্বার দেওয়ার সাথে সাথে ঐ ব্যক্তির Watsap হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে massage পাঠিয়ে টাকা দাবী করে।
সুতরাং আপনার watsap এ কল করে কেউ ওটিপি নাম্বার চাইলে আপনি কল কেটে দিন এবং ওটিপি নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন।
সকলের সতর্কতার জন্য শেয়ার করুন

31/10/2024

দক্ষিণ আফ্রিকার প্রিটার্স মেরিজবার্গে গতকাল রাতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশী নিহত ও তিনটি দোকান পুড়ে ছাই-

দক্ষিন আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের নেতৃবৃন্দ,ও মুক্ত বাংলা নেতৃবৃন্দের উপস্থিতিতে নিস্পত্তি হলো পুমালাঙ্গার বহ...
27/10/2024

দক্ষিন আফ্রিকা বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের নেতৃবৃন্দ,ও মুক্ত বাংলা নেতৃবৃন্দের উপস্থিতিতে নিস্পত্তি হলো পুমালাঙ্গার বহুল আলোচিত কিশোরের ঘটনা-

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের মেফ্লাওয়ারে গরুর মাংস কান্ডে বাংলাদেশী কিশোরকে মারধর এবং মামলার ঘটনায় আপোষ মীমাংসা হয়েছে।

জোহানেসবার্গ থেকে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন ও মুক্ত বাংলা নেতৃবৃন্দ এরমেলো গিয়ে মেফ্লাওয়ারের বাংলাদেশী ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের প্রতিনিধি এবং এরমেলো শহরের বাংলাদেশীদের নিয়ে ত্রিপক্ষীয় সভা করেন।

সুষ্ঠু ও ন্যায়ানুগ বিচার সালিশের মাধ্যমে ত্রিপক্ষীয় সমাধান হয় এবং মামলা প্রত্যাহার করে নেয়া হয়।

সালিশে বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সহ সভাপতি রেজাউল করিম ফারুক, মামুন মৃধা, নাসির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়া, মামুন আহমেদ, হুমায়ুন কবির, মোহাম্মদ অপু, আবু বাহার এবং মুক্ত বাংলার সফিকুল ইসলাম শৌরভ সহ আরও অনেক নেতৃবৃন্দ ও মেফ্লাওয়ারের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ এরমেলো এবং মেফ্লাওয়ারের বাংলাদেশী ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

27/10/2024
দক্ষিণ আফ্রিকা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-আজ রবিবার দক্ষিণ আফ্রিকার জোহানার্সবার্গের ফোর্ডসবার্গ ঘরোয়া রেষ্টুরেন্টে...
27/10/2024

দক্ষিণ আফ্রিকা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন-
আজ রবিবার দক্ষিণ আফ্রিকার জোহানার্সবার্গের ফোর্ডসবার্গ ঘরোয়া রেষ্টুরেন্টে দক্ষিণ আফ্রিকা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
যুবদলের সভাপতি মন্জুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিএনপি নর্থ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

27/10/2024

দেখুন একটি ভুলের কারণে কতটা জীবন নিয়ে খেলা -
আজকে ঢাকা বিমানবন্দর রোডে ড্রাইভারের বেপরোয়া ড্রাইভিং কারণে কত ভয়ানক দূর্ঘটনা।

27/10/2024

কমিউনিটি মতবিনিময় সভা; উপস্থিত রয়েছেন সাউথ আফ্রিকার দুই সংসদ সদস্য এবং বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার সহ কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন -

27/10/2024

কমিউনিটি মতবিনিময় সভা; উপস্থিত রয়েছেন সাউথ আফ্রিকার দুই সংসদ সদস্য এবং বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার সহ কমিউনিটি নেতৃবৃন্দ

Address

Johannesburg

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Somoy news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Somoy news:

Videos

Share