02/01/2025
মনে রাখবেন রক্তের দাগ এখনো শুকায়নি -
সামাজিক সংগঠনের আড়ালে দক্ষিণ আফ্রিকাস্থ হাইকমিশনে চিহ্নিত আওয়ামী দোসর ও দালালদের পূণর্বাসন করা যাবে না
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর হাইকমিশনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নবাগত হাইকমিশনার প্রবাসীদের কল্যাণে একেরপর এক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। যা সত্যিই প্রশংসার দাবী রাখে।
প্রবাসীদের কল্যাণে বর্তমান হাইকমিশনারের ভুমিকায় প্রবাসী বাংলাদেশীরা আশাবাদী। তাদের দাবী- যারা বিগত সময়ে হাইকমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিলো তারাই এখন প্রবাসীদের দাবী-দাওয়া নিয়ে কথা বলছে; অথচ বিগত সময়ে তারা হাইকমিশনারকে ব্যবহার করে দলীয় অনুষ্ঠানাদি করলেও প্রবাসীদের কল্যাণে কোন কাজ হয় নি। বরং দালালদের উৎপাতে সাধারণ প্রবাসীরা তৎকালীন হাইকমিশনার এবং হাইকমিশনে গিয়ে সেবা পান নি।
অথচ আজ যখন প্রবাসীদের দাবী দাওয়া নিয়ে সেই সমস্ত আওয়ামী দোসরদের মায়াকান্না দেখা যাচ্ছে তখন অনেকেই হাসাহাসি করছেন তাদের কর্মকান্ড নিয়ে।
জুলাই গণঅভ্যুত্থান সমর্থনকারী প্রবাসীরা জানান, বিগত সময়ের এসব সিন্ডিকেট সামাজিক সংগঠনের ব্যানারে আবারো তাদের হীন স্বার্থ হাসিলের জন্য উঠেপড়ে লেগেছে। এসব ব্যাপারে বর্তমান হাইকমিশনার তথা পররাষ্ট্র উপদেষ্টাকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন সচেতন প্রবাসীরা।
এ ব্যাপারে আগামী সপ্তাহে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বারক লিপি প্রদান করা হবে।সময় এবং স্থান জানানো হবে। আপনারা সঠিক সময়ে উপস্থিত থাকবেন।