Din Mohammad

Din Mohammad কবিতায় যাদের মনের খোরাক মিলে তারা নিশ্চয়ই লাইক বাটনে ক্লিক করে রাখবেন।

26/11/2023
এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠো...
26/11/2023

এক পুরুষের স্পর্শ পেলে অন্য পুরুষকে ভুলে যাওয়া নারীর ধর্ম! নারী প্রথম পুরুষের স্পর্শ ভুলে না। আমার ঠোঁটের কলঙ্ক তোমার ঠোঁটে রেখে দিলে, তুমি আর ঘূনাক্ষরেও আমার হবেনা। গত শীতেই চোখ রাঙিয়ে তুমি অন্যের হয়ে গেছো। শীতের চাদর বদলানোর মতো যাদের প্রেমিক বদলানোর স্বভাব, তাদের লায়লী মজনুর প্রেম কাহিনী শুনিয়ে লাভ নেই। নষ্টামি মনের মধ্যে থাকলে বোরকা পড়েও নষ্টামি করবেই। নষ্টা রা কান্না বুঝে না, আবেগ তাদের কাছে পানির মতো সস্তা ।

আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও সংসার হয় না। তুমি আমার প্রেমিকা বলার আগে তুমি আমার বন্ধু বলতে শিখো। যার সাথে সম্পর্কে আছো তাকে বুঝাও,
-পৃথিবীতে নিয়তি নামে একটা খেলা আছে। নিয়তি যদি তোমাকে আমাকে এক না করে, বন্ধুত্ব বাঁচিয়ে রেখো।
'তোমাকে ছাড়া বাঁচতে পারবো না', কখনো বলো না। তাকে শেখাও, বুঝাও, নিয়তি না চাইলে তোমাকে আমাকে একাই থাকতে হবে। অন্যের খাঁচায় বন্দি হয়ে হলেও তুমি সুখে থাকবে। তুমি সুখে থাকলে আমার মুখে হাসি থাকবে। আমার মনে শান্তি থাকবে ।

কালবৈশাখী ঝড়ে ঘর ভেঙে গেলে দেখবেন, ভিঁটেমাটি থাকে। সেই ভিঁটেমাটি আঁকড়ে ধরে আবার নতুন করে ঘর সাজিয়ে নিন। সম্পর্কের ক্ষেত্রে একই, বিচ্ছেদ হয়ে গেলেও সম্মান হারাতে দিয়েন না। সম্মান টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকুন।মানুষ মরে গেলেও ভালোবাসা মরে না ।

কখনোই কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না। প্রিয় একটা সময় প্রিয় থাকে না। বৃষ্টিতে একাই ভিজতে হবে
সবসময় কেউ একজন মাথার উপর ছাতা ধরবে না ।
জ্বর চুমু তে সেরে উঠেনা, এন্টিবায়োটিক লাগে প্রিয়।

- কাজল পারভেজ

যদি প্রশ্ন  করা হয়। বাংলাদেশের  সর্বকালের সর্বশ্রেষ্ঠ  নাটক এর নাম কি?  যারা বাংলা  সংস্কৃতি  সম্পর্কে  জানে,বাংলা  নাটক...
24/11/2023

যদি প্রশ্ন করা হয়।
বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাটক এর নাম কি?

যারা বাংলা সংস্কৃতি সম্পর্কে জানে,বাংলা নাটক সম্পর্কে জানেন। তাদের ৯০% ই এক বাক্যে বলবে " কোথাও কেউ নেই "

নব্বই শতকে বিটিভিতে প্রচারিত ' হুমায়ুন আহমেদ ' এর কালজয়ী নাটক ' কোথাও কেউ নেই '

এই নাটক মানুষের মনে যে গেঁথে গেছিলো সেসময়, যখন নাটকে বাকের ভাই এর ফাঁসি না হওয়ার দাবিতে মানুষ রাস্তায় নেমে এসেছিলো, ততকালীন প্রধানমন্ত্রী ' বেগম খালেদা জিয়া হুমায়ুন আহমেদ কে ফোন করেন যাতে বাকের ভাই এর ফাঁসী না হয়।
কত মারাত্মক ক্রেজ একবার চিন্তা করেন।

এই নাটক আমাকে সাড়ে আট ঘন্টা বেধে রাখে। আমাকে মুগ্ধ করে, আমাকে হাসায়, আমাকে কাদায়, আমাকে বারবার শেখায়, আমার হৃদয় এ দাগ কেটে যায় প্রতিবার ই।

আমি ' কোথাও কেউ নেই ' মাঝে, মাঝে রিওয়াচ করি। অদ্ভুৎ ব্যাপার বিরক্ত হওয়ার বদলে আগের চে আরো বেশি ভালো লাগে । আরো বেশি মুগ্ধতা আসে।

বাকের ভাই এর জায়গায় অনুভব করি নিজেকে, কি সুন্দর স্নিগ্ধ জানপ্রাণ দিয়ে ভালোবাসতো মুনাকে।
অথচ , কখনো বলে নি মুখ ফুটে বলার দরকার হয় নি। কেউ জিজ্ঞেস করলে বলতো, আমি রাস্তার ছেলে, আমার ভালোবাসায় কি যায় আসে।
অথচ, নি :স্বার্থ ভাবে ভালোবেসে গেছেন দিনের পর দিন। মুনার সুখে, দু:খে ছায়ার মতো পাশে ছিলেন। মুনার কষ্টে ব্যাথিত হয়ে চোখের পানি ফেলেছেন, জিজ্ঞেস করলে বলতেন চোখে কি জানি পড়েছে। এত ভয়াবহ সুন্দর ভাবে ভালোবাসতে আমি আগে কখনো কাউকে দেখি নাই ।
বাকের ভাই এর ওমন ভালোবাসা দেখে আমার বার, বার মনে হতো " সত্যিকার ভালোবাসা আসলে মুখে বলার বিষয় না, করে দেখাতে হয়।
ভন্ডরাই বরং সারাদিন ভালোবাসি, ভালোবাসি বলে মুখের ফ্যানা তুলে ফেলে।

আমার এত প্রিয় , এত কাছের একটা নাটক, কিন্তু , আমি যাকে তাকে এই নাটক সাজেস্ট করি না মোটেও।
আমি জানি, এই নাটক সবার জন্য না।
সারাদিন ভ্যারামি, সস্তা গল্পের নাটক দেখে বড় হওয়া জেনারেশন এই নাটকের মর্ম বুঝবে না।

পরিশেষে একটা কথা,
মুনার কোথাও কেউ নেই ।

আসলেই " কোথাও কেউ নেই '
©abu zohan boksi

ভবিষ্যৎ বাবুর মা....
23/11/2023

ভবিষ্যৎ বাবুর মা....

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য ও  দৈনিক প্রতিদিনের সংবাদের সাব-এডিটর হানজালা শিহাব কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হ...
22/11/2023

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদের সাব-এডিটর হানজালা শিহাব কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা গেছেন।

22/11/2023
বেচারা টাকা চুরি করে বান্ধবীদের নিয়ে কক্সবাজারে যায়।ফাটা কপাল আমাদের,  আজও একটা জুটলো না!
22/11/2023

বেচারা টাকা চুরি করে বান্ধবীদের নিয়ে কক্সবাজারে যায়।
ফাটা কপাল আমাদের, আজও একটা জুটলো না!

ফের বিয়ে করলেন নোবেল। ৪র্থ স্ত্রীকে কোলে নিয়ে চুম্বন।
22/11/2023

ফের বিয়ে করলেন নোবেল। ৪র্থ স্ত্রীকে কোলে নিয়ে চুম্বন।

বাইক লাভারদের জন্য....
11/11/2023

বাইক লাভারদের জন্য....

কেমনডা লাগে 😡😡😡
09/11/2023

কেমনডা লাগে 😡😡😡

সমাজের বাস্তবতা
04/10/2023

সমাজের বাস্তবতা

সফলতার সাথে পুরো সিষ্টেমের উপর মুতে দেওয়া শিশু জুনায়েদ 💪❗শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট ...
02/10/2023

সফলতার সাথে পুরো সিষ্টেমের উপর মুতে দেওয়া শিশু জুনায়েদ 💪❗
শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দর। এখানে চেকিং শুরু হয় রাস্তা থেকে। রাস্তায় একবার গাড়ি থামায়, তারপর ব্রিজে উঠার সময় গাড়ি থামায়, তারপর ড্রপ পয়েন্টের আগে একবার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অনেক সময়।
ভেতরে ঢোকার আগে বিশাল লম্বা লাইন লেগে যায়, কারন শাহজালাল বিমাবন্দর হচ্ছে বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে প্রবেশমুখে পুরো স্ক্যান করা হয়।
তো, আপনি ঢোকার আগেই চারবার চেকিংয়ের শিকার হবেন, যেটা দুনিয়ার অন্য কোনো এয়ারপোর্টে হয় বলে দেখিনি। ভেতরে ঢুকে দেখবেন শত শত লোক গলায় ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা নানান সরকারি সংস্থার লোক হিসেবে বিমানবন্দর ম্যানেজমেন্টে আছেন। যাত্রীর বেশি না এসব ব্যাজধারী সরকারি লোক বেশি, মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবেন।

যাক, ভেতরে গেলেন।
তারপর বিমানে উঠতে হলে অবশ্যই ইমিগ্রেশন অফিসারের সামনের চিপা গলি দিয়ে আপনাকে যেতে হবে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে একটা ছোট গেট দিয়ে বের হতে হবে, সেখানে আবার ইমিগ্রেশনের সিল দেখার জন্য আরেকজন ইমিগ্রেশন পুলিশ বসে থাকেন। ( এটাও দুনিয়ার কোথাও আপনি দেখবেন না।)

সবশেষে রয়েছে বোর্ডিং গেটের সামনের ফাইনাল নিরাপত্তার চেকিং। জুতা খুলে, বেল্ট খুলে, ঘড়ি খুলে যেতে হবে। পাসপোর্ট দেখবে, বোর্ডিং কার্ড দেখবে। তারপর ঢুকতে পারবেন।

তো, এই পর্যন্ত মোট ৭টা পর্যায়ে আপনাকে নিরাপত্তা তল্লাশি পার হয়ে বিমানে চড়তে হবে।

মফস্বলের শিশু জোনায়েদ একা একা ঘুরতে এসে একেবারে বিমানে চড়ে বসেছিল। শেষ সময়ে সিটের চাইতে লোক বেশি হওয়ায় এয়ারহোস্টেসরা বিষয়টি ধরতে পেরে তাঁকে নামিয়ে দিয়েছেন।

এই সপ্তস্তরের নিরাপত্তা, এই শত ব্যাজধারীর হুতুম হাতুম, সবকিছুকে এই শিশু একাই দেখিয়ে দিয়েছে, 'রাজা, তুমি ন্যাংটো👮‍♂️❗

৭ পিচ শিদল আমার জীবন পাল্টিয়ে দিয়েছে।হতাশা তখন আমাকে তাড়া করছিলো, এই গ্রুপ থেকে কিছু কি করতে পারবো?এই ভেবে সারাক্ষণ চিন্...
01/10/2023

৭ পিচ শিদল আমার জীবন পাল্টিয়ে দিয়েছে।

হতাশা তখন আমাকে তাড়া করছিলো, এই গ্রুপ থেকে কিছু কি করতে পারবো?
এই ভেবে সারাক্ষণ চিন্তিত থাকতাম।সবার পোস্ট পড়তাম আর ভাবতাম কি করবো।
গ্রুপ থেকে আইডিয়া পেলাম শিদল নিয়ে কাজ করবো।পোস্ট করতে থাকলাম।হঠাৎ ১ টা কমেন্ট থেকে ৭ পিচ শিদলের অর্ডার হলো। একদিন পোস্ট রিচ হলো, আর সেদিন লাইক ছিলো ৯০০+, অর্ডার ছিলো ৫৬ টি। মোট শিদল ১৭০ টি। আলহামদুলিল্লাহ এরপর আর কখনো ফিরে তাকাতে হয় নি।

😋😋😋শিদল রান্নার রেসিপি😋😋😋

শিদল হলো উত্তরাঞ্চলের মানুষের একটি জনপ্রিয় খাবার। যে খাবারের নাম শুনলেই ছেলে বুড়ো সবার জ্বীভে পানি চলে আসে।
শিদল সাধারণত শীতকালে বানানো হয়। গ্রামের প্রতিটি বাড়িতেই আগে বানানো হতো। এখন সময়ের অভাবে মানুষ ভুলেই যাচ্ছে শিদলের কথা। শিদল বানাতে সময় এবং শ্রমের দরকার।
অনেকেই নতুন তাই জানেন না শিদল কি?

🌿🌿🌿শিদল কালো কচু/সাদা কচুর ডাটার সাথে সুটকি(পুটি/মোয়া/কাচকি) গুড়ো করে মিক্সড করতে হয় নানা রকম মসলার সাথে, শিদল প্রসেসিং প্রায় ৩/৪ দিন চলে, এবং শেষে ৪/৫ দিন রোদে শুকিয়ে তারপর সংরক্ষণ করা হয়। প্রায় ১ বছর রাখা যায়, আগে ছাইয়ে রাখতো এখন ফ্রীজে রাখা হয়।
😋😋😋ইচ্ছে মত বের করে ভর্তা এবং রান্না করে খাওয়া হয় গরম ভাতের সাথে।
👉👉👉একটি শিদল রান্না করলে ৪/৫ জন খপতে পারবেন।

আমার উত্তরাঞ্চলের শিদলের ভর্তার রেসিপি অনেকেই চেয়েছিলেন, আজ দিয়েই দিলাম।

🌿🌿🌿ভর্তার রেসিপিঃ 😋😋শিদল ভর্তার রেসিপি। 😋😋

কাচা মরিচ, রসুন (একটু বেশি), পেয়াজ তেল দিয়ে ভেজে নিবেন। এরপর শিদল টি হালকা ভাবে পানিতে ধুয়ে ভেঙ্গে ভেঙ্গে তেলে ভেজে নিবেন, ভাজার পর সব উপকরণ এক সাথে করে পরিমানমত লবণ দিয়ে সিল পাটায়/বাটনায় বেটে ভর্তা করবেন,সাথে ধনিয়া পাতা এবং সরিসার তেল, ভর্তা ঠান্ডা হলে গরম ভাতের আহ্ কি মজা।

👉শিদল।
👉 ডালের বড়ি
👉চালের গুঁড়া
👉 ছাতু( মিক্সড ছাতু,যবের ছাতু),
👉মসলাগুঁড়া
👉 বাটনা
👉ঝালমুড়ি মসলা
👉হাতে ভাজা মুড়ি, খই, মুড়কি এবং
👉হোমমেড বেসন।

এই পন্যের গুনগত মান আমি ব্যক্তিগত ভাবে সকল নিয়ম মেনে ও পরীক্ষা করেই এখানে এর পরিচিতি পোস্ট করেছি। আমার এই পণ্যের দায়ভার আমারই। "উই" কর্তৃপক্ষ কোনভাবে এর ক্রয়-বিক্রয় এর সাথে সম্পৃক্ত না এবং এর কোন দায়ভার বহন করেনা।"

সাকিব আল হাসান ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল র...
01/10/2023

সাকিব আল হাসান ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলা'য় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।বর্তমানে তিনি দুইটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তানের জনক।তার বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি এবং ছোট মেয়ের নাম ইররাম। ছেলের নাম ইজাহ আল হাসান।❤️🌸❤️

জাপানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ভাত সেটার নাম 'স্টিকি'। মানে ভাতের দানা একটার সাথে আরেকটা লেগে থাকে।আমার ধারণা ছিল, স্...
01/10/2023

জাপানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ভাত সেটার নাম 'স্টিকি'। মানে ভাতের দানা একটার সাথে আরেকটা লেগে থাকে।

আমার ধারণা ছিল, স্টিকি ভাত কাঠি দিয়ে সহজে খাওয়া যায় বলেই জাপানিরা এটা এত পছন্দ করে। আমি এই ভাত খেতে একদমই পছন্দ করতাম না। ইন্টারেস্টিং বিষয় হলো জাপানের বাজারে জাপানি কৃষকদের উৎপাদিত এই বিশেষ ভাতের চালের দামই সবচেয়ে বেশি।

বাজার থেকে কয়েকবার বিভিন্ন ধরণের চাল কেনার পর বুঝলাম এই চাল যদি জাপানিরা নিজেরা উৎপাদন না করে আশেপাশের কোনও দেশ থেকে আমদানি করতো তাহলে এর দাম বেশ কম পড়তো।আমি কৌতুহলী হয়ে আমার সুপারভাইজার প্রফেসর কামিজিমাকে একবার জিজ্ঞেসই করে ফেললাম..
"আচ্ছা প্রফেসর, তোমরা এই চাল বিদেশ থেকে আমদানি করো না কেন? আমদানি করলে তো দাম অনেক কম পড়তো!"

কামিজিমা: "তা হয়তো পড়তো.."
আমি: "তাহলে?"
কামিজিমা: "সরকার ইচ্ছে করেই কৃষকদের কাছ থেকে উৎপাদন খরচের অনেক বেশি দামে এই চাল কেনে।"
"কেন?"
"কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য।"
"মানে?"
"কৃষক যদি ভালো দাম না পায় তাহলে কি ওরা আর কৃষিকাজ করবে? পেশা বদলে ফেলবে না!"
"তাই বলে সরকার এত বেশি দামে চাল কিনবে কৃষকদের কাছ থেকে?"
"শোনো, আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভুলিনি। জাপান একটা দ্বীপরাষ্ট্র। ঐরকম একটা যুদ্ধ যদি আবার কখনো লাগে আর শত্রুরা যদি আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে! তখন কী হবে ভেবেছ?"
"বুঝলাম না!"
"বাইরে থেকে কোনও খাবার জাপানে আসতে পারবে? আমরা কি তখন এই টয়োটা গাড়ি খাব? কৃষক যদি না বেঁচে থাকে তাহলে ঐসময় আমরা বাঁচব?!"

আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম কামিজিমার কথা শুনে। ভাবলাম, আমরা কি অবলীলায় আমাদের দেশের কৃষকদেরকে বছরের পর বছর উৎপাদিত শষ্যের ন্যায্য মূল্য না দিয়ে মেরে ফেলার যাবতীয় আয়োজন সম্পন্ন করছি!

উল্লেখ্য জাপানিজ সরকার বছর শেষে তাদের মজুদ করা চাল নষ্ট করে ফেলে দেয়। পুনরায় চাল কেনার জন্য। কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য...
("The Mind Game" বই থেকে উদ্ধৃত)

লেখক : অধ্যাপক রোমেন রায়হান

"ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের...
30/09/2023

"ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?
বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের বেতন ছিল খুব বেশি হলে ৫০০-৬০০ টাকা, সে এলভিস প্রিসলির গান শোনার জন্য এক ধাক্কায় ১০০০ টাকার রেকর্ড কিনে আনতো। তাদের বাড়িতে হরিণ ছিল, সরোবরে সাঁতার কাটত ধবল রাজহাঁস, মশলার বাগান থেকে ভেসে আসত দারুচিনির গন্ধ(ডাকে পাখি খোলো আঁখি, এই গানটার শুটিং হয়েছিল তাদের বাড়িতে)।
জ্বী হ্যা, আমি মাগফার উদ্দিন চৌধুরী আজাদ এর কথা বলছি।
আজাদ ক্লাস সিক্সে পড়ে, সেন্ট গ্রেগরি। ১৯৬০ এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, তুমি বিয়ে করবে না, যদি করো, আমি একমাত্র ছেলে আজাদকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে আজাদের মা সাফিয়া তার বালকপুতের হাত ধরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করেন এবং একটা পর্ণকুটীরে আশ্রয় নেন। ছেলেকে লেখাপড়া শেখান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে।
তার বন্ধুরা যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে, ফিরে এসেছে আগরতলা থেকে, ট্রেনিং নিয়ে। তার ঢাকায় গেরিলা অপারেশন করে। বন্ধুরা আজাদকে বলল, চল, আমাদের সাথে, অপারেশন করবি। তুই তো বন্দুক পিস্তল চালাতে জানিস। তোর আব্বার তো বন্দুক আছে, পিস্তল আছে, তুই সেগুলো দিয়ে অনেকবার শিকার করেছিস।
আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নেই, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা অনুমতি দিলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি।
মাকে আজাদ বলল, মা, আমি কি যুদ্ধে যেতে পারি?
মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমার প্রয়োজনের জন্য মানুষ করিনি, দেশ ও দশের জন্যই তোমাকে মানুষ করা হয়েছে।
আজাদ যুদ্ধে গেল।
দুটো অপারেশনে অংশ নিল। তাদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হলো। গেরিলারা আশ্রয় নিল।
১৯৭১ সালের ৩০ আগস্ট। ধরা পড়ে ক্র্যাক প্লাটুনের একদল সাহসী মুক্তিযোদ্ধা। সেসময় আজাদকেও আটক করা হয়। তাকে ধরে নিয়ে রাখা হলো রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে।
গরাদের ওপারে দাড়িয়ে থাকা আজাদকে তার মা চিনতে পারেন না। প্রচণ্ড মারের চোটে চোখমুখ ফুলে গেছে, ঠোঁট কেটে ঝুলছে, ভুরুর কাছটা কেটে গভীর গর্ত হয়ে গেছে।
–“মা, কি করব? এরা তো খুব মারে। স্বীকার করতে বলে সব। সবার নাম বলতে বলে।“
–“বাবা, তুমি কারোর নাম বলোনি তো?
–না মা, বলি নাই। কিন্তু ভয় লাগে, যদি আরও মারে, যদি বলে দেই…
–বাবারে, যখন মারবে, তুমি শক্ত হয়ে থেকো। সহ্য করো। কারো নাম বলো না।
–আচ্ছা মা। ভাত খেতে ইচ্ছে করে। দুইদিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই।
–আচ্ছা, কালকে যখন আসব, তোমার জন্য ভাত নিয়ে আসব।
সাফিয়া বেগমের ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়। গায়ে হাত তোলা তো দূরে থাক, ছেলের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেননি কোনোদিন। সেই ছেলেকে ওরা এভাবে মেরেছে… এভাবে…
মুরগির মাংস, ভাত, আলুভর্তা আর বেগুনভাজি টিফিন ক্যারিয়ারে ভরে পরদিন সারারাত রমনা থানায় দাড়িয়ে থাকেন সাফিয়া বেগম, কিন্তু আজাদকে আর দেখতে পাননি। তেজগাঁও থানা, এমপি হোস্টেল, ক্যান্টনমেন্ট-সব জায়গায় খুজলেন, হাতে তখন টিফিন ক্যারিয়ার ধরা, কিন্তু আজাদকে আর খুঁজে পেলেন না।
ছেলে একবেলা ভাত খেতে চেয়েছিলেন। মা পারেননি ছেলের মুখে ভাত তুলে দিতে। সেই কষ্ট-যাতনা থেকে পুরো ১৪টি বছর ভাত মুখে তুলেন নি মা! তিনি অপেক্ষায় ছিলেন ১৪ টা বছর ছেলেকে ভাত খাওয়াবেন বলে। বিশ্বাস ছিলো তাঁর আজাদ ফিরবে। ছেলের অপেক্ষায় শুধু ভাতই নয়, ১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। শানের মেঝেতে শুয়েছেন শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টান নি তার এই পাষাণ শয্যা। আর এর মুল কারণ আজাদ রমনা থানায় আটককালে বিছানা পায়নি।
প্রজন্ম কিংবদন্তি আজাদদের চিনেনা, চিনে হলিউডের অ্যাকশন চলচ্চিত্র।
শেয়ার করে সবাইকে ইতিহাস'টি পড়ার সুযোগ করে দিন।
ভালো থাকুক জীবনের প্রেমগুলো। ভালো থেকো কিংবদন্তী।"
লেখাটি প্রিয় লেখক Anisul Hoque এর 'মা' বই থেকে নেওয়া হয়েছে। ছবিটিও সংগ্রহ করেছেন এবং ফেসুবেক পোস্ট করেছেন প্রিয় লেখক। Copied and pasted.

18/08/2023

Watch and Enjoy our videos

✨Magical Messi✨Team Messi Fundación Leo Messi Leo Messi কে বিশ্বাস করবে যে মানুষটা মাথা নিচু করে রিটায়ারমেন্ট নিতে বাধ্য...
25/12/2022

✨Magical Messi✨

Team Messi Fundación Leo Messi Leo Messi

কে বিশ্বাস করবে যে মানুষটা মাথা নিচু করে রিটায়ারমেন্ট নিতে বাধ্য হয়েছিল সে আবার ফিরে এসে কোপা আমেরিকা আর ওয়াল্ড কাপ জিতবে!

কে বিশ্বাস করবে অপুষ্টিতে ভোগা একটা ছেলে যার বাড়া নিয়ে চিন্তা ছিল তার বাবা-মায়ের, কে বিশ্বাস করবে শতাব্দীর সেরা ওয়াল্ড কাপ ফুটবল ফাইনালে ১২০ মিনিট ধরে সে মাঠ কাঁপাবে!

কে বিশ্বাস করবে সারাজীবন যে ছেলেটা ক্লাবের জন্য খেলে দেশের জন্য তো খেলেই না এইরকম একটা রক্তাক্ত মানুষ যে কিনা অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই ওয়াল্ড কাপ ফাইনাল জিতবে আর ওয়াল্ড কাপটি নিয়ে বাচ্চার মতো সারা মাঠে দোড়াবে।

কে বিশ্বাস করবে ভবিষ্যত পৃথিবীতে, এমনও একজন মানুষ ছিল যার জন্য নেইমার - রোনালদো, ব্রাজিল -আরজেন্টিনা, ইতালি,ফ্রান্সের সমর্থকেরা মনে প্রাণে দোয়া করবে কাপটা যেন মেসির হাতেই উঠে।

এ যেন এক ম্যাজিকেল মেসি- যে আসছে, হারছে আর হাসতে হাসতে সে হারের সব বদলা নিয়ে জিতে বেরিয়ে গেল!

আসলে মেসি প্রমাণ করেন সবার একটা মেসি আছে,
যে শিশু অপুষ্টিতে ভোগে তারও একটা মেসি আছে যে কিনা তাকে শেখায় কিভাবে জীবন -যুদ্ধে জয়ী হওয়া যায়!

যে মানুষটার চাকরি চলে যায় তারো একটা মেসি আছে যে কিনা তাকে শেখায় কিভাবে অবসর নেওয়ার পরও
সম্মান্টা ফিরিয়ে নেওয়া যায়, কোপা আমেরিকা, তিনটি ওয়াল্ড কাপ ফাইনালে উঠে দলকে জিতিয়ে নেয়া যায়!

ডিপ্রেশনে থাকা ছেলেটা যে অবিশ্বাস্য গোল থেকে বাঁচার কথা ভাবে তারাও একটা মেসি আছে!

আসলে মেসির হাতে আছে একটা ম্যাজিক ওয়াল্ড যা জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সবকিছু মুছে ফেলে শুধু বাঁচার কথা বলে, আনন্দের কথা বলে, ফিরে আসার কথা বলে।

আত্মহত্যা করতে যাচ্ছে যে ছেলেটা তারও একটা মেসি আছে যে কানে ফিসফিস করে বলে চলে যেতে নেই, ফিরে আসতে হয়!

কাদতে থাকা মানুষটাকে বলে চোখের জলটাকে সংকল্পে বদলে ফেল!
প্রিয় মানুষটা, বন্ধুরা ছেড়ে চলে গেলে যেটা পাওয়ার ছিল সেটা না পেলে লিও শেখায় ছেড়ে যেতে নেই, পালিয়ে যেতে নেয়।

মেসি শেখায় সবার জীবনে একটা মেসি আছে, মেসি শেখায় সবার জীবনটা আসলে সিনেমেটিক!
আমার আপনার সবার মধ্যে একটা মেসি আছে।
❤️✨🫶

Heaven aboveshe is a plain Janevery shy but stubborn and fierceshe knows exactly what she wants in lifeher goals is clea...
21/10/2022

Heaven above

she is a plain Jane
very shy but stubborn and fierce
she knows exactly what she wants in life
her goals is clear

although it seems her head is more in the clouds
then here
thinking and playing rythms we cant hear
she lives in her own world and just comes down
to visits our earthlings because she have to

but dont be fooled
her feet is grounded steadfast
although she seems shy
u will be surprised if she starts talking
and you will know there is a very wise and clever
gal hiding in her skin

I wish u the moon and stars
I wish you light, laughter and happiness too
I will make you a bouquet with a big light blue
bow to remind you of the sky
always look up to heaven above
even in days that seems grey and dull...

©®

"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই" গানটি গাইতে গাইতে কফির চুমুক দিচ্ছি আর মান্না দে'কে ফিল করছি হৃদয়ে মননে।প্...
26/09/2022

"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই" গানটি গাইতে গাইতে কফির চুমুক দিচ্ছি আর মান্না দে'কে ফিল করছি হৃদয়ে মননে।

প্রিয় মান্না দ্য ভালো থাকবেন ওপারে। নিশ্চয়ই আপনি কফি প্রেমিদের মনে বেঁচে থাকবেন সবসময়।

ছবিটি দেখে চমকে উঠলেন, তাই তো? ইনি ম্যাক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদে ডিবেটে অংশগ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুল...
12/05/2021

ছবিটি দেখে চমকে উঠলেন, তাই তো?
ইনি ম্যাক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদে ডিবেটে অংশগ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুলে ফেলেন। তার যুক্তি, আপনারা আমাকে দেখে লজ্জা পাচ্ছেন, তাই না? লজ্জা তখন পান না যখন রাস্তায় কোন গরীব অসহায় ক্ষুধার্ত মানুষ পয়সার অভাবে খালি পায়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়, আর আপনি তাদের দেখে অবলীলায় পাশ কাটান অথচ ওদেরই শোষন করে আমি আপনি আজ সংসদের সদস্য।

অভিনব প্রতিবাদকে স্যালুট..❤️❤️🙏

সংগৃহীত

26/03/2021

Something Happiness....

Address

15 Lebombo Cress
Cape Town
7785

Telephone

+27613639646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like