Bd.Sa News/বিডি.এসএ নিউজ

Bd.Sa News/বিডি.এসএ নিউজ সাউথ বাংলার সকল ধরনের সংবাদ নিয়ে আমরা আছি সাউথ আফ্রিকার প্রবাসীদের সাথে সবসময় সব প্রয়োজনে।

ইউরোপের দেশ ইতালির পেটের মধ্যে ‘সান মারিনো’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আয়তন কত জানেন? মাত্র ৬১ বর্গকিলোমিটার, ‘ভ্যাটিকেন ...
27/06/2024

ইউরোপের দেশ ইতালির পেটের মধ্যে ‘সান মারিনো’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আয়তন কত জানেন? মাত্র ৬১ বর্গকিলোমিটার, ‘ভ্যাটিকেন সিটি’ তো পরিচিত দেশ! আয়তন? মাত্র আধা বর্গকিলোমিটার। এটাও ইতালির পেটের মধ্যে। ‘মোনাকো’— পৃথিবীর সবথেকে ধনী রাষ্ট্র। মাত্র ২ বর্গকিলোমিটারের একটি দেশ। তিনপাশে ফ্রান্স, একপাশে ভূমধ্যসাগর। জার্মানি, ফ্রান্স আর বেলজিয়ামের পেটের মধ্যে রয়েছে ‘লুক্সেমবার্গ’— পশ্চিম ইউরোপের গুরুত্বপূর্ণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের খাগড়াছড়ি জেলা থেকেও ছোট এই দেশটির আয়তন মাত্র ২,৫৮৬ বর্গ কিলোমিটার। এই দেশগুলো কিন্তু কেউ গিলে খায় না। গিলে খাওয়ার স্বভাব ওদের নেই। কিন্তু মাত্র ৮০ বছরের পেছনের ইতিহাস দেখুন— ‘হায়দ্রাবাদ’। ২,১৫,৩৩৯ বর্গকিলোমিটারের স্বাধীন রাষ্ট্র। গোটা বাংলাদেশের চেয়েও বড় সার্বভৌম ভূখণ্ড ছিলো। সেটাকে গিলে খেয়েছে ভারত। ‘সিকিম’— খুব পরিচিত পছন্দের পর্যটন নগরী তাইনা? প্রায় ৭,১০০ বর্গ কিলোমিটারের স্বাধীন রাষ্ট্র ছিলো। এটাও গিলে খেয়েছে হিন্দুত্যবাদের ভারত।
এই ভারতের কাছে বর্ডারের কোনো গুরুত্ব নেই। বর্ডার নেই বলে ইউরোপের উদাহরণ টানার মতো বোকামি আমাদের সাজে না। আমরা এতটা মূর্খ নই যে, সিকিম আর হাদ্রাবাদের ইতিহাস ভুলে যাবো।
ছবি: সিকিমের দৃষ্টিনন্দন সৌন্দর্য।

লিখেছেন Shahnur Shaheen ভাই

20/06/2024

بسم الله الرحمن الرحيم Jummah Mubarak
السلام عليكم ورحمه الله وبركاته
اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلى الله عليه وسلم

Yaa ALLAH unites, guides and protects all of our families, placing love, trust, compassion, respect and understanding in our hearts. May our homes and hearts be warmed by our love for ALLAH and glow with tranquility, peace and contentment. Yaa ALLAH showers us with Mercy and May ALLAH shower mercy and blessings on our parents, May ALLAH grant shifaa to the sick and to all the deceased Jannatul Firdaus.
May Allah grant all the Hujaajj a Hajj Makbool wa Majaroor
Allah huma Aafiya
Jummah Mubarak
*From the river to the sea*

হরিণ টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন?এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে ...
10/06/2024

হরিণ টার চোখে কোনো ভয় দেখতে পাচ্ছেন?

এ ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে। ফটোগ্রাফার ছবিটা তোলার পর থেকে ডিপ্রেশনে চলে যান।

চিতা বাঘ গুলো মা হরিণ ও তার দুই বাচ্চাকে ধাওয়া করে। মা হরিণটা খুব সহজেই চিতা বাঘগুলোর কাছে নিজেকে ধরা দেয়। অথচ সে দৌড়ে পালিয়ে যেতে পারতো। কিন্তু সে তা না করে নিজেকে বলি দেয়, যাতে তার বাচ্চা দুটো পালিয়ে যেতে পারে।

ছবিতে দেখা যাচ্ছে চিতা বাঘগুলোর খাবারে পরিনত হওয়া মা হরিণটি তার বাচ্চাদের দূরে নিরাপদে পালিয়ে যাওয়া অবধি তাকিয়েই আছেন ।

মা তো মা ই!
পৃথিবীর ইতিহাসে মা একটি পবিত্র নাম।

How he looks?
10/06/2024

How he looks?

বিল গেটসকে দেওয়া মায়ের ৩টি অমূল্য উপদেশঃ Three Invaluable Mother’s advice to Bill Gates.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...
07/06/2024

বিল গেটসকে দেওয়া মায়ের ৩টি অমূল্য উপদেশঃ Three Invaluable Mother’s advice to Bill Gates.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিল গেটস তখন বয়সে অনেক ছোট স্কুল থেকে বাসায় ফিরেছেন সবে। সেদিন পরীক্ষার ফলাফল দিয়েছে, মা জানতেন। তিনি ঘরে পা রাখতেই সামনে দাঁড়িয়ে মা! “বাবা, গণিত পরীক্ষায় কতো নাম্বার পেয়েছিস?”গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, “বাহ! এতো ভাল নাম্বার তোর ক্লাসে আর কয়জন পেয়েছে?”
“আমি একাই পেয়েছি মা!”
“বেশ বেশ! আমি অনেক খুশি হয়েছি যে তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই দশ–বিশ, চল্লিশ–পঞ্চাশ এমনকি আশি–নব্বই পেলেও আমি রাগ করতাম। কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস!
এবার নতুন করে এই শূন্য থেকেই শুরু কর সবকিছু। তবে তোর জন্য মায়ের তিনটি উপদেশ রইলো–

১. প্রচুর বই পড়বি। ক্লাসের পড়ার বাইরেও বিশাল একটি জগত রয়েছে। সেগুলো সম্পর্কে বেশি করে জানবি, বেশি করে পড়বি। আর নতুন নতুন সব বিষয়ের বই পড়বি, যেগুলো সচরাচর অন্যরা পড়ে না।

২. তুই যেরকম চিন্তা করবি, তোর জীবন সেভাবেই গড়ে উঠবে। তাই সবসময় স্রোতের বাইরে চিন্তা করবি। সবার মতো হুজুগের পেছনে ছুটবি না। কখনো ছোট চিন্তা করবি না। অনেক বড় বড় স্বপ্ন দেখবি, এতো বড় যেন নিজের কাছেই অসম্ভব লাগে,অন্যদের কাছে সে স্বপ্নের কথা বলতে ভয় হয়!

৩. জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষ ঘুরেফিরে প্রতিষ্ঠিত কিছু পথেই ক্যারিয়ার গড়ে তোলে, কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি, ভিন্ন কাজ করবি। তুই নিজেই পথ তৈরি করবি, মানুষকে স্বপ্ন দেখাবি।

সময় তখন ১৯৬৩ সাল। বিল গেটসের বয়স তখন আট বছর। তার মা স্কুল শিক্ষিকা মেরি ম্যাক্সওয়েল গেটস তাঁকে যখন এই উপদেশ তিনটি দিলেন তখন কেউ চিন্তাও করেনি এই তিনটি উপদেশ কীভাবে বিল গেটসের জীবনে অক্ষরে অক্ষরে সত্যি হবে একদিন, বিপ্লব বয়ে আনবে পৃথিবীজুড়ে, স্রোতের বাইরে গিয়ে নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে কোটি কোটি মানুষকে!

06/06/2024

بسم الله الرحمن الرحيمJummah Mubarak
السلام عليكم ورحمه الله وبركاته
اللهم صلي على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلى الله عليه وسلم
A Grateful heart is one who's lived through trials and tribulations along the way, then found the strength to look ahead and face a brand new day and say, Alghamdulilah.
A Grateful heart is one who knows that sorrow does not last, and every morning brings a ray of hope to chase away the past.
A Grateful heart will always be much stronger than the rest for, they've weathered every storm and conquered every test.
Allah huma Aafiya
Jumuah Mubarak
*From the river to the sea*

https://youtu.be/dQFXf9ef7gY?si=F9tU1oS4l9f63jky
03/06/2024

https://youtu.be/dQFXf9ef7gY?si=F9tU1oS4l9f63jky

Arnold Schwarzenegger 2018- The Speech That Broke The Internet | FiveFold Motivation ( পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বক্তব্য -আর্নল্ড শোয়ার্জনেগার)Experience the t...

বই পড়লেই কেউ জ্ঞানি হয়ে যাবে ব্যাপারটা আসলে তা না। বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং সুবিধা পাওয়া যায়। নিচের দশটি কারণে প্র...
02/06/2024

বই পড়লেই কেউ জ্ঞানি হয়ে যাবে ব্যাপারটা আসলে তা না। বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং সুবিধা পাওয়া যায়। নিচের দশটি কারণে প্রতিটি মানুষেরই সময় পেলেই নিয়মিত বই পড়া দরকার-

১) মানসিক উদ্দীপনা বাড়াতে: স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

২) স্ট্রেস কমানো : খুবই মানসিক চিন্তায় আছেন। সুন্দর একটি বই পড়া শুরু করুন। দেখবেন অবসাদ কমে যাচ্ছে।

৩) জ্ঞান বাড়াতে : কথা একটাই বই হলো জ্ঞানের ভাণ্ডার।

৪) শব্দভাণ্ডার বিস্তার : একমাত্র বই পড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দভাণ্ডারে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।

৫) স্মৃতি উন্নয়ন : বই আপনার স্মরণশক্তি বাড়াতে দারুণ এক কার্যকরী ভূমিকা রাখে।

৬) বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা : বই পড়ার মাধ্যমে আপনার যেকোনো একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পায়।

৭) চিন্তার উৎকর্ষতা : শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তা না। ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে।

৮) ভালো লেখার ক্ষমতা : বই পড়লে শুদ্ধ করে, সুন্দর শব্দ চয়নে লিখার ক্ষমতা বৃদ্ধি পায়।

৯)প্রশান্তি : মানসিক প্রশান্তি বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

১০) বিনোদন : নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান। নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে চান।
তবে বই, বই আর বই।

তাই বই পড়ুন জীবনের জন্য।
©

**নেতা দেখেছেন? দেখে নিন নেতার বৈশিষ্ট্যসমূহঃচিনতে পেরেছেন এই ভদ্রলোকটি কে? এটি কোন কাল্পনিক গল্প নয়, যদি চিনে থাকেন তা...
28/05/2024

**নেতা দেখেছেন?
দেখে নিন নেতার বৈশিষ্ট্যসমূহঃ
চিনতে পেরেছেন এই ভদ্রলোকটি কে?
এটি কোন কাল্পনিক গল্প নয়, যদি চিনে থাকেন তাহলে আপনি চাইলেই তাঁর গল্পের সত্যতা যাচাই করতে পারবেন!
বিশ্বের অন্যতম শক্তিধর এবং সম্পদশালী একটি দেশের দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন! বর্তমানে তিনি স্বেচ্ছায় মেষ পালন করেন। সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য ভাতা (প্রতি মাসে) তিনি গ্রহণ না করে দান করে দিয়েছেন! প্রেসিডেন্সীর মেয়াদ শেষ হবার সাথে সাথে ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতায় ফিরে যান। তখন তার মাসিক বেতন ছিলো বর্তমান সময়ে আনুমানিক ২৫০ ডলার! এর বাইরে আর কোন আর্থিক সুবিধা পেতেন না, যেহেতু অস্থায়ী টিচার ছিলেন।

ব্যক্তি জীবনে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর সেই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ডক্টরেট করেন সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড ট্র্যাফিক ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ে। দেশের নগর জীবনের উন্নয়নের জন্য রাজধানীর মেয়র হন। এরপর ব্যাক টু ব্যাক দুই মেয়াদে প্রেসিডেন্ট হয়ে দেশের মৌলিক বিজ্ঞান গবেষণায় বিপ্লব ঘটান তিনি! পরমাণু এবং ধাতব শিল্পে তার দেশ এখন এক্সাম্পল।
এই ব্যক্তি কোথাও কাজে বা বেড়াতে গেলে সবচেয়ে কমদামী হোটেলের কমদামী রুমে উঠেন। খাট পালঙ্ক ছাড়া রুমে থাকার চেষ্টা করেন। কারণ তাঁর বিশ্বাস যত কম ভোগ বিলাস করবেন তত কম হিসেব দিতে হবে পরকালে! চলাচল করেন বাসে কারণ তাঁর ব্যাক্তিগত পিউজিয়ট গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে টাকার জন্য। তাঁর স্ত্রী একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দুই ছেলে এক মেয়ে! সন্তানদের তিনি কোন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে দেননি!
পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুবাধে তিনি চাইলেই, তাঁর দেশের আইনানুযায়ী বৈধভাবে, তাঁর অর্থনৈতিক অবস্থার অনেক অনেক উন্নতি করতে পারতেন। তাঁর দেশের আইনে প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য এই টুকু ছাড় জনগণের সম্মতি নিয়েই করা হয়েছে। তবুও তিনি সেটা নেননি! এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন "একজন নেতার জীবনযাপন এমন হওয়া যেমন তাঁর জনগণ যাপন করেন!"
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ।
সংগৃহীত।

23/05/2024

بسم الله الرحمن الرحيمjummah mubarak
السلام عليكم ورحمه الله وبركاته
اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلى الله عليه وسلم
O,Allah, I ask You for our well-being in this world and the Hereafter. O Allah, I ask You for pardon and well-being in our religion, worldly affairs, family and our property. O Allah, conceal our faults and keep us safe from what we fear. O Allah, guard us from in front, behind us, on our right and left, and from above us. And I seek refuge in Your Magnificence from being swallowed up from beneath us.
Allah huma Aafiya
Jumuah Mubarak
*From the river to the sea*

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম...
22/05/2024

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না!

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পারেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

16/05/2024

بسم الله الرحمن الرحيمJummahMubarak
السلام عليكم ورحمه الله وبركاته
اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلى الله عليه وسلم
Gratitude is a secret code that unlock amazing favours, May we be among those who always say Alhamdulilah" in every situation, May Allah be our comfort in every worrying moment, our strength when we are weak and our Nur in our dark moment, May the peace and blessings mercy of Allah be upon you and your entire household Ameen thuma Ameen
Allah huma Aafiya
Jumuah Mubarak
*From the river to the sea*

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, ...
12/05/2024

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।

[ সংগ্রহীত ]

"মানুষের কোনভাবেই  শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়।"   ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায...
11/05/2024

"মানুষের কোনভাবেই শিকড়কে ভুলে যাওয়া উচিত নয়।"
ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম - হ্যাঁ।

সে যত্ন করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে ২০ ডলার গুঁজে দিলাম।ছেলেটি খানিক অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?আমি বললাম - হ্যাঁ। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের বদলে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।

আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম - তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন , তুমি তো একজন মেধাবী ছাত্র?

উত্তরে সে বলল, আমার দু বছর বয়সেই আমার বাবা মারা যান। আমার মা মানুষের বাসায় কাজ করেন। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।

আমি বললাম - চলো, আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল, একটি শর্তে আপনার দাওয়াত কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিষ্কার করে দেব।

আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।

বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।

তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাঁদতে পর্যন্ত ভুলে যায়।

এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।

তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে!চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি - এগুলো কি করছো?সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন!

এই সেই ফিলিস্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।

Jummah Mubarak
10/05/2024

Jummah Mubarak

09/05/2024

بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمه الله وبركاته
اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا محمد صلى الله عليه وسلم
Oh Allah, grant my Family and Friends what I wish for myself ….
Oh Allah!
I ask for mercy from You by which You will guide our hearts, settle our affairs remove our worries, protect us from what is unseen to us, purify our deeds, inspire us with wisdom, avert calamities from us, and protect us all from every evil in this world, help us to fight our bags
*Allah huma Aafiya*
*JUMUAH MUBARAK*
From the river to the sea

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য ...
16/04/2024

ভারতীয় ধনকুবের রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয়। এই সামান্য অর্থ তাঁর জন্য বড় কোনো বিষয় ছিল না। তবে সেদিন রেস্তোরাঁয় গিয়ে তিনি যা শিখেছেন, তিনি তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

তিনি লেখেন— “বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমি। যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলেন আমার সহকর্মী। কিন্তু শেষ পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ খাবারই ছুঁয়ে দেখা হলো না আমাদের।"

এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় এক বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, “তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি।”

সহকর্মী ওই মহিলাকে উত্তর দিল, “আমরা টাকা দিয়ে খাবার কিনেছি। খাবার খাব না ফেলে দেব এটাতে তোমার মাথা ঘামানোর কী আছে?”

এই উত্তরে বেশ ক্ষেপে গেলেন ওই মহিলা। সঙ্গে থাকা আরেকজন তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন ফোন করলেন। সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন।

ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে ৫০ ইউরো জরিমানা করে বসলেন।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই আমি।

তারপর সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন: "তুমি যা খেতে পারবে, শুধুমাত্র তাই অর্ডার কর। ❝টাকা তোমার ঠিকই, কিন্তু সম্পদ সমাজের❞

এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা খাবারের অভাবে ভুগছে। সম্পদ নষ্ট করার কোনো অধিকার তোমার নেই।"

সংগৃহীত

Eid Mubarak
12/04/2024

Eid Mubarak

Address

Cape Town
7785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd.Sa News/বিডি.এসএ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Cape Town

Show All