Explore With Jasim

Explore With Jasim I love My Family ❤️

28/11/2024

বাংলার মাটিতে ভারতের পুতে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষতিকর বীজ এর মধ্যে একটা হলো "ইসকন"..হঠাও ইসকন

28/11/2024

বাংলাদেশে হিন্দু প্রায় ৮%
ইসকনের আন্দোলনে উপস্থিত হয় ৩০%
অতিরিক্ত ২২% আপা চলে যাবার পর ধর্মান্তিরত হয়ে সনাতন ধর্ম গ্রহণ করছে !

25/11/2024

রাসূল (সঃ) বলেছেন,
কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে।'
একথা শুনে আমি জিজ্ঞেস করলাম,
'হে আল্লাহর রাসুল!
নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে?
তারা কি একে অপরের প্রতি তাকাবে? (এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়)।'
উত্তরে তিনি বললেন, 'হে আয়েশা! কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে,
মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না।’
(বুখারি-মুসলিম)

কিয়ামতের দিন
রাসূল (স:) থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিযানের পাল্লা,হাউসে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন 'ইয়া উম্মাতি'! 'ইয়া উম্মাতি'! বলে।
জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনাকে তুলবেন কবর থেকে।
রাসূল (স:) জিজ্ঞেস করবেন,'কী ব্যাপার জিব্রাইল! আমার উম্মাত কী উঠেছে?'
ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন 'ইয়া নাফসি! ইয়া নাফসি!'
সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে 'উম্মাতি! উম্মাতি!' আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!
রাসূল সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ উনার মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।
হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে।
পেরেশান, তিনি হয়রান!!!
অতঃপর দৌড়ে যাবেন দুরূদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরূদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরূদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।
মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷
আল্লাহ বলবেন۔ 'হে নবী বসুন।'
তিনি উত্তরে বলবেন, 'না বসবো না।'
আল্লাহ্ বলবেন - 'জান্নাতে যান!'
নবী (স:) বলবেন- 'না, যাবো না!'
আল্লাহ্ বলবেন- 'জান্নাতের পোশাক পড়ুন!'
নবী (স:) বলবেন- 'না, পড়বো না!'
আল্লাহ্ বলবেন - 'বোরাকে উঠুন!'
নবী (স:) বলবেন- 'না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?'
কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।
কিয়ামতের দিন এক রাসূল (স:) ছাড়া কেউ কাউকে চিনবেনা।
অতএব রাসূল এর সূন্নাত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করতে হবে।

Why ???
25/11/2024

Why ???

19/11/2024
ভারত থেকে সৌদি আরবে কাজে যেতে ৭০ হাজার লাগে। বাংলাদেশ থেকে ৫ লাখ কেন লাগে? VIP Lounge নয়,  ভুত তাড়ান।
14/11/2024

ভারত থেকে সৌদি আরবে কাজে যেতে ৭০ হাজার লাগে।
বাংলাদেশ থেকে ৫ লাখ
কেন লাগে?
VIP Lounge নয়, ভুত তাড়ান।

পিছনের গাড়ি গুলো জানেই না, তাদের অপরাধ কি🤣🤣Copy posted 📫 😀
12/11/2024

পিছনের গাড়ি গুলো জানেই না, তাদের অপরাধ কি🤣🤣
Copy posted 📫 😀

11/11/2024

আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। @
এখন ছোটদের ভয় পাই,ভয়ের কারণ বেয়াদবি ও অভদ্রতা।

আলহামদুলিল্লাহ
30/10/2024

আলহামদুলিল্লাহ

সাউথ আফ্রিকার কেপ টাউন শহর 🇿🇦❤️
27/10/2024

সাউথ আফ্রিকার কেপ টাউন শহর 🇿🇦❤️

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন🇿🇦
03/10/2024

আসসালামুয়ালাইকুম
সবাই কেমন আছেন🇿🇦

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
29/09/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

29/09/2024

গ্রামের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়

29/09/2024

আপনার চোখের মধ্য শয়তানে মুতছেনি
🎙🎙আনিছুর রহমান আশরাফী

Address

Cape Town
7945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore With Jasim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore With Jasim:

Videos

Share