World news and info

World news and info just trying let see

02/01/2025

আলহামদুলিল্লাহ কাজী নজরুল ইসলাম ভাই আবারো পুত্র সন্তানের পিতা হলেন,।
সবাই ভাতিজার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মা ও সন্তানকে নেক হায়াত দান করেন।
সকলের জন্য মিষ্টির দাওয়াত রইলো আগামীকাল জুম্মার নামাজের পর।

স্থান
GERMISTON
JOHANNESBURG
South Africa

21/12/2024

দক্ষিণ আফ্রিকার দেশীয় বাজার বন্ধ থাকবে ২৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১-ল, জানুয়ারি ২০২৫ পর্যন্ত,
সম্মানিত ক্রেতা দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা দেশীয় পূর্ণ হোলসেল ক্রয় করেন অবশ্যই ২৪ ডিসেম্বর এর পূর্বে যোগাযোগ করবেন।

22/11/2024
20/11/2024
12/11/2024
04/11/2024

Many many happy returns birthday to you { RASMIYA }
05/11/2024,, দোয়া রইল তোমার এ জন্মদিন আনন্দ গন মত্ত হয়ে প্রতিবছর ফিরে আসুক।
{রাসমিয়া মোহাম্মদ রাশেদ}
🎉🎉🎉🎈🎈 🎈 🎈 💐 💐 💐 💐 💐 💐 🎂🎂🎂
🎁 🎁 🎁 🎁 🎊🎉 🎉 🎉 🎉 🎉 🎉 🎊🎊🎊🎊🎊🎊

Travel Smart Za   always like to give you better advise to all Bangladeshi if you want to know more information please c...
17/10/2024

Travel Smart Za always like to give you better advise to all Bangladeshi if you want to know more information please contact in our office will give you all the advice & services 24/7 so please contact us we can give you all the travel information will you want to know anything about traveling all the excellency office management give you good advice,,

For more information, please contact with us

TRAVEL SMART ZA
Call Us:
Mobile + WhatsApp + Imo 24/7h

1/ +27678754946,
2/ +27648456923,
3/ +27845387018,
4/ +27665579236,

03/10/2024
পদত্যাগ পত্র জমা দিলেন, মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের, প্রধান জনাব শফিকুল ইসলাম।পদত্যাগ পত্র জমা দেওয়ার সম...
01/10/2024

পদত্যাগ পত্র জমা দিলেন, মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের, প্রধান জনাব শফিকুল ইসলাম।

পদত্যাগ পত্র জমা দেওয়ার সময় জনাব শফিকুল ইসলাম কিছু বিষয় তুলে ধরেন।
আসসালামু আলাইকুম।
মুক্ত বাংলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে, বা কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি, দয়া করে নিজ গুণে আমাকে মাফ করে দিবেনসকলে।
জানিনা আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পেরেছি কিনা।

সেই সিদ্ধান্ত আপনাদের কাছে।
তবে আমি আমার যথাযথ চেষ্টা করেছি।
যদি দায়িত্ব পালনে সফল হয়ে থাকি।
সেই সফলতা আপনাদের, আমার নয়।
কারণ আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমি কাজ করার সাহস পেয়েছি।
আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ক টিমের পতিটি সদস্যকে।তাদের প্রতি আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ, আমার প্রাণপ্রিয় সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের।

এবং তিনি আরো বলেন মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা আলোচিত বেশ কিছু কাজ করেছি আমার দায়িত্ব কালে।

যেমন রেজাউল আমিন মোল্লা হত্যাকাণ্ড ও কিডন্যাপ নিয়ে জানেন সকলেই।
দক্ষিণ আফ্রিকা অনেক কমিউনিটি আমার বিরুদ্ধে কাজ করার পরেও আমি পিছপা হইনি।
আজও পর্যন্ত রেজাউল আমিন মোল্লার কিডন্যাপ ও হত্যা মামলা চালিয়ে যাচ্ছি, এবং শীর্ষ চার কিডন্যাপারকে গত ৪ বছর যাবত জেলে রেখেই বিচারকার্য চালানো হচ্ছে!
কোনরকম জামিন যেন না পায়, তার জন্য আমি আমার সদস্যবৃন্দরা সবসময় কাজ করে যাচ্ছি।

এবং দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টাউনে খানি চাওয়া গ্রামে,একজন বাংলাদেশীকে কিডন্যাপ করা কিডন্যাপ করে তার পুরো শরীরে ব্লেড দিয়ে ও ছুরি দিয়ে আঁকিয়ে ভিডিও ভাইরাল করে সেই প্রবাসী বাংলাদেশীকেও আমি আমার ওয়ার্ড টিমের সদস্যদেরকে নিয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ও ট্রাস্টিনের মাধ্যমে উদ্ধার করি।

প্রিটোরিয়া, কেপটাউন ডারবান জোহানেসবার্গে সহ দক্ষিণ আফ্রিকা এ পর্যন্ত ৩০+ প্রবাসী বাংলাদেশীদের কে কিডন্যাপারের হাত থেকে উদ্ধার করেছি আমরা দক্ষিণ আফ্রিকা আইন-শৃঙ্খলা বাহিনী এর সহযোগিতায়, মুক্ত বাংলার পক্ষ থেকে সম্পূর্ণ বিনা মুক্তিপণে

শুধু তাই না দক্ষিণ আফ্রিকায় গত চার বছর যাবত আমি আমার সৎ ও নিষ্ঠা ও সততা দিয়ে চেষ্টা করেছি প্রবাসীদের জন্য ভালো কিছু করার শুধু এই বছর অল্প কিছু কাজের বিবরণ দিচ্ছি জানি আমি পুরো কাজের বিবরণ দিলে দিন শেষ হয়ে যাবে কাজের কোন বিবরণ শেষ হবে না ২০২৪ সালের অল্প কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব যেমন।

১/
৪ জানুয়ারি ২০২৪
মুক্ত বাংলা ফাউন্ডেশন,
দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ জার্মি স্ট্যান্ড লেমটেন, মোহাম্মদ ফয়েজ নামের একজন প্রবাসী বাংলাদেশের রহস্যজনক মৃত্যু হয়।
ওই প্রবাসীর মৃত্যুর বিষয় মুক্ত বাংলা ফাউন্ডেশন সরাসরি কাজ করেন, দক্ষিণ আফ্রিকা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়, তার মৃত্যুর রহস্য উন্মোচন করতে সক্ষম হয় মুক্ত বাংলা।
যে মোঃ পয়েজ কে বিষ পান করে মেরে ফেলা হয়েছে, পরবর্তীতে তার-বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সয়-সম্পদ এবং তার ডেড বডি বাংলাদেশে পাঠানো সহ সকল কাজী মুক্ত বাংলার মাধ্যমে করা হয় সম্পূর্ণ নিঃস্বার্থে।

২/
১৪ জানুয়ারি ২০২৪
দক্ষিণ আফ্রিকা পুমা লঙ্কা প্রদেশে, পলক ওয়ালী মামে তাকে গ্রামে, মোহাম্মদ রাহাত নামের একজন প্রবাসীকে কিডনাপ করা হয় তার নিজ দোকান থেকে।
এর একদিন পর মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন এর সভাপতি, জনাব শফিকুল ইসলাম দক্ষিণ আফ্রিকা এন্ড কিডন্যাপিং ট্রাস্ট টিমের সহযোগিতায় তাকে উদ্ধার করে, সুস্থ অবস্থায়। এবং এই কিডন্যাপ এর সাথে জড়িত আসামিদেরকেও গ্রেফতার করা হয়।
মোহাম্মদ রাহাত সুস্থ এবং সম্পূর্ণ বিনা মুক্তিপণে উদ্ধার হন, মুক্ত বাংলার সহযোগিতায়।
যদিও এ মামলায় কিডন্যাপাররা মুক্তিপণ দাবি করেন, স্থানীয় মুদ্রায় 5 লক্ষ রেন্ড।

৩/
১৬ জানুয়ারি ২০২৪
রিয়াদ নামের একজন প্রবাসী বাংলাদেশিকে, অন্যায় ভাবে আরেকজন প্রবাসী দ্বারা জ্বলছে দেওয়া হয়।
ওই মামলায় প্রতিবাদ জানান মুক্ত বাংলা ফাউন্ডেশন এবং জার্মি স্ট্যান্ড ম্যাজিস্ট্রেট কোর্টে সামনে মানববন্ধন করেন মুক্ত বাংলা ফাউন্ডেশন।
যদিও ওই মামলায় এখনো পর্যন্ত চলমান রয়েছে, অসহায় রিয়াজের পাশে দাঁড়িয়েছে মুক্ত বাংলা এখনো পর্যন্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

৪/
১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং
দক্ষিণ আফ্রিকা স্থায়ীভাবে প্রবাসী বাংলাদেশীদের কবরস্থান এর ব্যবস্থা করেন মুক্ত বাংলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

যদিও বিগত দিনে দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের জন্য কোন কবরস্থানের জায়গা ছিল না।
অন্যান্য মুসলিম কমিউনিটিদের কবরস্থানে গিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করা হইত প্রবাসীদের জন্য।
বর্তমানে আমাদের জন্য একটি কবরস্থানের ব্যবস্থা রয়েছে, নিজস্বভাবে সম্পূর্ণ মুক্ত বাংলার ফাউন্ডেশনের ওয়ার্ক টিমের সদস্য ও প্রদান জনাব শফিকুল ইসলামের সহযোগিতায় এই কবরস্থানের ব্যবস্থা করা হয়।

৫/
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা নাইজেলের এতিমখানায় ৫০+এতিম বাচ্চাদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করেন সম্পূর্ণভাবে মুক্ত বাংলার পক্ষ থেকে পুরো রমজান মাসে!

৬/
মোহাম্মদ ফিরোজ নামের একজন প্রবাসী বাংলাদেশী এনাবিল নামক একটি জায়গায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় উনাকে,বারাকওয়ানা হসপিটালে ভর্তি করানো হয়।
পরবর্তীতে উনার মৃত্যু হলে উনার ডেড বডি বাংলাদেশে পাঠানো হয়।

৭/
২৩/০৭/২০২৪
দক্ষিণ আফ্রিকা জনেজবাগ নাই জুলি একটি স্থানীয় শ্বেতাঙ্গ পরিবারের বাড়িতে অগ্নিকাণ্ড পুরো বাড়ি জ্বলছে যায়।
ওই পরিবারের সদস্য ছিল ১০ থেকে ১২জন স্থানীয় কমিউনিটির অনুরোধে মুক্ত বাংলার পক্ষ থেকে তাদেরকে তিন মাসের খাবার ও পানীয় ব্যবস্থা করা হয় মুক্তবাংলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

৮/
ইতিহাসের সবচেয়ে কালো দিনগুলো ছিল বাংলাদেশের নোয়াখালী,ফেনী, কুমিল্লা,লক্ষ্মীপুরের যেই বন্যা হয়, আগস্ট & সেপ্টেম্বর ২০২৪
এই সময় বাংলা টাকা ফ্রাই ১২ লক্ষ টাকার অধিক ত্রাণ সহযোগিতা করেন।
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, মুক্ত বাংলার ওয়ার্ক টিম ও সদস্য বিন্দুদের সহযোগিতায়, এই ত্রাণ বাংলাদেশেও বিতরণ করা হয়।

৯/
১ সেপ্টেম্বর ২০২৪ ইং
দক্ষিণ আফ্রিকার ঢ্যাভন নামের একটি গ্রামে, জিয়াউর রহমান নামের একজন প্রবাসী ইন্তেকাল করেন ৪ সোশ্যাল মিডিয়ায় রহস্যজনক মৃত্যু বলে বিভিন্ন স্থানে প্রচারিত হয়।
ওই চাকুরীজীবী প্রবাসী বাংলাদেশের ডেড বডি বাংলাদেশে পাঠানো থেকে সকল কাজ মুক্ত বাংলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে করা হয়।

১০/
৯ সেপ্টেম্বর ২০২৪
একজন প্রবাসী বাংলাদেশী মোঃ রুবেল নামের ওয়েলকাম থেকে স্প্রিং এ আসার সময়, অন্যায় ভাবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেছেন, পরবর্তীতে মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের প্রধান জনাব শফিকুল ইসলামের সহযোগিতায় ওই ব্যক্তি কে মুক্তি পাইয়ে দেওয়া হয়।
রাত আনুমানিক 3 ঘটিকায় সম্পূর্ণ নিঃস্বার্থে ও কোন অর্থকরী ছাড়াই ওই ব্যক্তিকে আনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে নিয়ে আসা হয়।

১১/
একজন বয়স্ক মহিলার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য কমিউনিটির পক্ষ থেকে সহযোগিতা করার অনুরোধ জানান মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের কাছে।
পরবর্তীতে মুক্ত বাংলার পক্ষ থেকে ওই বৃদ্ধ মহিলার দাফন-কাপন ও সৎকাজের সকল বিষয় সহযোগিতা করেন।

১২/
১৮/১৯ সেপ্টেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকা স্প্রিং ডেলমাছ, স্থানীয় দুই প্রবাসী বাংলাদেশের ব্যবসায়িক বিষয় নিয়ে বৃহৎ একটি সমস্যার সৃষ্টি হয়।
দক্ষিণ আফ্রিকা অবস্থানরত বেশ কয়েকটি কমিউনিটি চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারেনি।
পরবর্তীতে মুক্ত বাংলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাদের উভয়কে খুশি রেখে সমস্যার সমাধান করেন।
এরপর ওই দুই পার্টনার মুক্ত বাংলাকে ধন্যবাদ জানান এবং মুক্ত বাংলার স্থায়ীভাবে সদস্যপদ এর জন্য আবেদন জানান।

জনাব শফিকুল ইসলাম দক্ষিণ আফ্রিকা অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশীদের কাছে ওনার জন্য দোয়া চেয়েছেন এবং মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ নেতৃত্ব যাদের কাছে যাবে তাদেরকে সৎ ও নিষ্ঠা ভাবে কাজ করার জন্য আহ্বান জানান এবং তিনি মুক্ত বাংলার সকল সদস্যকে আরও আহ্বান জানান মুক্ত বাংলা সবসময় প্রবাসীদের পক্ষে ছিল থাকবে এবং কাজ করবে যারাই ভবিষ্যতে দায়িত্ব পাবেন এবং দায়িত্বে আসবেন সকলেই যেন সৎ ও নিষ্ঠুরভাবে প্রবাসীদের পক্ষে কাজ করেন, এবং উনি এই সকল তথ্য কথা বলে উনি উনার বক্তব্য শেষ করেন।

জনাব শফিকুল ইসলাম বক্তব্য শেষ করার আগে অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে একটি ভার্চুয়াল পত্র পড়ে শুনান যাতে উল্লেখ করা হয়।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় সহযোদ্ধা ও সহকর্মী গাণ মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকার কমিটি মেয়াদকাল শেষ হওয়ার কারণে নতুন কমিটির নির্বাচনের নিয়ম।

আজ ১ অক্টোবর ২০২৪ সাল থেকে ১৫ অক্টোবর ২০১৪ সাল পর্যন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
তবে সময় ও প্রেক্ষাপট বুঝে হয়তো এই অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ তিন মাসে হতে পারে।
তবে আমরা চেষ্টা করব স্বল্প সময়ের মাধ্যমে নির্বাচনের মাধ্যমেই কমিটি নতুন করে সিদ্ধান্ত ও নতুন নেতৃত্ব আসবে।

মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন এর সংবিধান অনুযায়ী।
১৬ অক্টোবর ২০২৪ থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত, পদবী ও সদস্য পরম বিতরণ করা হবে।
১৫ই অক্টোবর ঘোষণা করা হবে সদস্য ফরম ও পদ পদবীর বিষয় কাদের সাথে যোগাযোগ করতে হবে বা কিভাবে সংগ্রহ করতে হবে।

২৬ শে অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত নমিনি ফর্ম ও পদ পদবীর দাবিদারদের পরম এবং নমিনী পত্র যাচাই-বাছাই এর কাজ করা হবে।

১ নভেম্বর অথবা ৩ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার অথবা রোজ রোববার নির্বাচন এবং যে সকল পদবী প্রতিদ্বন্দ্বি না থাকবে তা সিলেকশন এর মাধ্যমে কমোটির নাম ঘোষণা করা হবে।

10/08/2024

ব্রেকিং নিউজ বরখাস্ত হলেন জনাব তানভীর আহমেদ ভূঁইয়া।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কে নিয়ে কাজ করা সংগঠন।
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের।
সহ-সভাপতি জনাব তানভীর আহমেদ ভূঁইয়া কে, সাময়িক বরখাস্ত করেন সংগঠনের পক্ষ থেকে।
জনাথন বির আহমেদ মিয়া অসংগঠনিক কার্যক্রমের কারণে সাংগঠনের সংবিধান অনুযায়ী জনাব তানভীর আহমেদ ভূঞা কে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের সকল দায়-দায়িত্ব থেকে উনাকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন সংগঠনের।

সভাপতি জনাব শফিকুল ইসলাম

সাধারণ সম্পাদক জনাব আব্দুর রব,

সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রেপ-সুমন, সংবিধান অনুযায়ী তানভীর আহমেদ ভূঁইয়া কে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কে নিয়ে কাজ করা সংগঠন।
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের, পক্ষে সকল দায় দায়িত্ব ও কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রদান করেন।
এবং তিনি আরো বলেন মুক্ত বাংলার পক্ষে তিনি কোথাও তার ব্যক্তিগত ও প্রবাসীদেরকে নিয়ে কোন কার্যক্রম ও সহযোগিতামূলক বিষয়ক কোন কাজে মুক্ত বাংলার ব্যানারে করা থেকে বিরত থাকবেন।
এবং সনাতন গ্রামের ভূইয়া যদি মুক্ত বাংলার ব্যানারে কোন কাজ করে থাকেন তা হবে সংবিধান অনুযায়ী বেআইনি এই মর্মে তাকে নোটিশ জারি করা হয়েছে।

এই বিষয়ে সাংগঠনের পক্ষ থেকে,
প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন,
এর পক্ষে সাংগঠনিক সম্পাদক,
জনাব মোঃ রেপ-সুমন বিষয়টি নিশ্চিত করেন।

25/06/2024
05/06/2024

তিনি আর নেই আমাদের মাঝে।
দক্ষিণ আফ্রিকার,রাষ্ট্রদূত।
--(নূর-ই হেলাল সাইফুর রহমান))--
এর নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন,বাংলাদেশ থেকে জর্ডান।

উনি আর নেই আমাদের মাঝে, চলে যেতে হবে দক্ষিণ আফ্রিকা ছেড়ে জর্ডানে।
সাউথ আফ্রিকা থেকে জর্ডান;
রেখে যাচ্ছেন একগুচ্ছ ব্যর্থতা, ব্যর্থতার মাঝে উল্লেখযোগ্যভাবে রয়েছে এক-বছরের অধিক সময়েও পারেন নি ই-পাসপোর্ট চালু করতে, উনার সবচেয়ে বড় ব্যর্থতার কারণে শত শত বাংলাদেশি সব সময় উনার জন্য বদ-দোয়া ও উনার সমালোচনায় করে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা।

--(নূর-ই হেলাল সাইফুর রহমান))-- দক্ষিণ আফ্রিকা হাইকমিশনার থেকে বদলী হয়ে জর্ডানের রাষ্ট্রদুত হয়েছেন।

শহীদ মিনার ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন ছাড়া তেমন কোন পরিবর্তন কিংবা নতুনত্ব আনতে পারেন নি দুতাবাসে।

উল্টো নামাজের স্থান বাদ দেয়া (যদিও প্রতিবাদের মুখে অন্যত্র জায়গা করে দেয়া),
দূতাবাসের বিদ্যুৎ বিল না দেয়ায় হাইকমিশনের বৈদ্যুতিক লাইন কেটে দেয়া দক্ষিণ আফ্রিকা ইলেকট্রনিক ডিপার্টমেন্ট‌।

হাইকমিশনে তার উপস্থিতিতে আসবাবপত্র পদ্মার কুচক্রের কারণে আওয়ামী লীগের দুই গ্রুপের মাধ্যমে হয় মারা মারি এবং ভাঙ্চুর, সেই দিন নিরাপত্তাহীন ছিল অনেক প্রবাসী নির্যাতনের শিকার হন তিনি নিজেও নিরাপত্তার অভাবে হাইকমিশনের অভ্যন্তরে
ডাকাতি হয়, উনার দায়িত্ব কালে প্রবাসীদের শত শত পাসপোর্ট হারিয়ে যায় দূতাবাস থেকে।
এরকম নানা ব্যস্ততার গল্পে ভরা ওনার এই দক্ষিণ আফ্রিকার কর্মজীবন।

এমনকি দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের কে নিয়ে কাজ করা কোন কমিউনিটির সাথে ছিলনা ওনার সু-সম্পর্ক! উল্টো উইথব্যাংকে কমিউনিটির একটি অনুষ্ঠানে উনাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, জোহানেসবার্গ ফোসবাগেও উনাকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বেশ কয়েকবার, বাংলাদেশ হাই কমিশন পিটুরিয়ায়, (এমএখান রাহিম) নামের একজন প্রবাসীর সাথে উনার হাতাহাতি হয়, ঘটনাটি স্থানীয় থানা পর্যন্ত পৌঁছায়, স্থানীয় থানা পুলিশ এসে উল্টো উনাকে অপরাধী হিসেবে গণ্য করে, এরকম নানা উদাহরণ রয়েছে উনার দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে এ পর্যন্ত।

তিনি প্রতিস্থাপন করা হবে এ দায়িত্বে রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
রাষ্ট্রদূত রহমান একজন পেশাগত কূটনীতিক
বাংলাদেশ সিভিল এর 15 তম ব্যাচের অন্তর্গত
সার্ভিস (বিসিএস)-পররাষ্ট্র ক্যাডার।
যোগদান ১৯৯৫ সালে সেবার তিনি এখন দায়িত্ব পালন করছেন।

সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড
বতসোয়ানা, নামিবিয়াতে সমসাময়িক স্বীকৃতি,
জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং লেসোথো।
তার মধ্যে বিশিষ্ট কূটনৈতিক কর্মজীবন।

জনাব রহমান,বাংলাদেশে বিভিন্ন পদে কর্মরত,ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং মিশন কুয়েত।
তিনি ডেপুটি হাইও ছিলেন,করাচিতে বাংলাদেশের কমিশনার মো. এ সদর দপ্তরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আফ্রিকা মহাপরিচালক সহ অবস্থান,উইংয়ের পাশাপাশি বহির্বিভাগের মহাপরিচালক মো,প্রচার শাখা।

জনাব নূর-ই হেলাল সাইফুর রহমান তার প্রাপ্ত,বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি,বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্য ঢাকা।
পরবর্তীতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন,থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।

রহমান সাহেবও এর একজন,অংশগ্রহণকারী,এমআইটিতে 'আন্তর্জাতিক,ব্যবস্থাপনা প্রোগ্রাম'। যুক্তরাষ্ট্র.
2013 সালে, তিনি এমআইটিতে,যুক্তরাষ্ট্র. 2013 সালে, তিনি অংশ নেন।

জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) জাতীয় বাংলাদেশে ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকা। গোপালগঞ্জের বাসিন্দা, জনাব নূর-ই হেলাল সাইফুর,রহমান বিবাহিত এবং দুই সঙ্গে আশীর্বাদ শিশু..

Follow US
Travel Smart Za

Ambassador Noor-E Helal Saifur Rahman has
been appointed as the new Ambassador of
Bangladesh to Jordan. He will be replacing
Ambassador Nahida Sobhan in this capacity.

Ambassador Rahman is a career diplomat
belonging to the 15th batch of Bangladesh Civil
Service (BCS)-Foreign Affairs cadre. Joining the
service in 1995, he is now serving as the
Bangladesh Ambassador to South Africa with
concurrent accreditation to Botswana, Namibia,
Zambia, Zimbabwe and Lesotho. In his
distinguished diplomatic career, Mr. Rahman
served in various capacities in Bangladesh
Missions in Islamabad, Paris, Singapore and
Kuwait. He was also the Deputy High
Commissioner of Bangladesh in Karachi. At the
headquarters, he held various important
positions including Director General of Africa
Wing as well as Director General of External
Publicity Wing.

Mr. Noor-E Helal Saifur Rahman obtained his
Bachelor and Master Degree in Bangla
Language and Literature from University of
Dhaka. Later on, he obtained a Master of
Business Administration (MBA) degree from
Nanyang Technological University of Singapore.
Mr. Rahman is also an attendee of
‘International Management Program’ at the MIT,
United States. In 2013, he took part in the
National Defense Course (NDC) at the National
Defence College, Mirpur, Dhaka in Bangladesh.

Hailing from Gopalganj, Mr. Noor-E Helal Saifur
Rahman is married and blessed with two
children...

https://m.facebook.com/story.php?story_fbid=776698107966723&id=100068796236896&mibextid=Nif5oz

Follow us
Travelsmartza Germiston
Travelsmartza Germiston

25/05/2024

Germiston, TAZUL Hallal খাবার হোটেলে।
নতুন ম্যানেজমেন্ট, কাজী নজরুল ইসলাম ও সৌরভের মাধ্যমে।

শাক-সবজি ও A-GREAT গরুর মাংস এবং খাসির মাংস পাবেন সবসময়।
যে কোন শাক-সবজি ও মাছ মাংসের জন্য বা খাবারের জন্য, ফোন করে অর্ডার করবেন,,,,,,,,

রুই মাছ প্রতি কেজি শুধুমাত্র, ZAR 69.99
কাতল মাছ প্রতি কেজি শুধুমাত্র, ZAR 79.99
লাউ, সিম, পেঁপে, বেগুন, সহ বিভিন্ন শাক সবজি স্বল্পমূল্যে পাবেন।
গরুর মাংস প্রতি কেজি ZAR 85.00
খাসির মাংস প্রতি কেজি ZAR 135.00

+27643319020
+27643065162
মনির ভাই

+27648456923
মোঃ সৌরভ

নাস্তা সহ জে কোন খাবারের জন্য ফোনের অর্ডার নেওয়া হয়।

১/
খাশির বিরানি শুধুমাত্র
ZAR 59.99

২/
চিকেন রোস্ট বিরিয়ানি শুধুমাত্র
ZAR 49.99

৩/
চিকেন রোস্ট-শুধুমাত্র
ZAR 34.99

৪/
ভর্তা-সহ সাদা ভাত ও পাতলা ডাল ভেজিটেবল শুধুমাত্র
ZAR 29.99

৫/
ইলিশ-মাছ অথবা খাসির-মাংস, সাদা ভাত পাতলা ডাল শুধুমাত্র,
ZAR 49.99

৬/
মুরগির মাংস অথবা গরুর মাংস সাদা ভাত পাতলা ডাল শুধুমাত্র,
ZAR 44.99

৭/
সুপার স্পেশাল, পাতলা-ডাল ভর্তা ও সাদা ভাত শুধুমাত্র
ZAR 24.99

✍️
কাজী নজরুল ইসলাম
দক্ষিণ আফ্রিকা।

51 high road
Germiston
Johannesburg

11/05/2024

Germiston, TAZUL Hallal খাবার হোটেলে নতুন ম্যানেজমেন্ট, কাজী নজরুল ইসলাম ও সৌরভের মাধ্যমে।

শাক-সবজি ও A-GREAT গরুর মাংস এবং খাসির মাংস পাবেন সবসময়।
যে কোন শাক-সবজি ও মাছ মাংসের জন্য বা খাবারের জন্য, ফোন করে অর্ডার করবেন,,,,,,,,

রুই মাছ প্রতি কেজি শুধুমাত্র, ZAR 69.99
কাতল মাছ প্রতি কেজি শুধুমাত্র, ZAR 79.99
লাউ, সিম, পেঁপে, বেগুন, সহ বিভিন্ন শাক সবজি স্বল্পমূল্যে পাবেন।
গরুর মাংস প্রতি কেজি ZAR 85.00
খাসির মাংস প্রতি কেজি ZAR 135.00

+27643319020
+27643065162
মনির ভাই

+27648456923
মোঃ সৌরভ

নাস্তা সহ জে কোন খাবারের জন্য ফোনের অর্ডার নেওয়া হয়।

১/
খাশির বিরানি শুধুমাত্র
ZAR 59.99

২/
চিকেন রোস্ট বিরিয়ানি শুধুমাত্র
ZAR 49.99

৩/
চিকেন রোস্ট-শুধুমাত্র
ZAR 34.99

৪/
ভর্তা-সহ সাদা ভাত ও পাতলা ডাল ভেজিটেবল শুধুমাত্র
ZAR 29.99

৫/
ইলিশ-মাছ অথবা খাসির-মাংস, সাদা ভাত পাতলা ডাল শুধুমাত্র,
ZAR 49.99

৬/
মুরগির মাংস অথবা গরুর মাংস সাদা ভাত পাতলা ডাল শুধুমাত্র,
ZAR 44.99

৭/
সুপার স্পেশাল, পাতলা-ডাল ভর্তা ও সাদা ভাত শুধুমাত্র
ZAR 24.99

✍️
কাজী নজরুল ইসলাম
দক্ষিণ আফ্রিকা।

51 high road
Germiston
Johannesburg

Address

Cape Town
7349

Telephone

+27842702054

Website

Alerts

Be the first to know and let us send you an email when World news and info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World news and info:

Videos

Share