05/06/2024
তিনি আর নেই আমাদের মাঝে।
দক্ষিণ আফ্রিকার,রাষ্ট্রদূত।
--(নূর-ই হেলাল সাইফুর রহমান))--
এর নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন,বাংলাদেশ থেকে জর্ডান।
উনি আর নেই আমাদের মাঝে, চলে যেতে হবে দক্ষিণ আফ্রিকা ছেড়ে জর্ডানে।
সাউথ আফ্রিকা থেকে জর্ডান;
রেখে যাচ্ছেন একগুচ্ছ ব্যর্থতা, ব্যর্থতার মাঝে উল্লেখযোগ্যভাবে রয়েছে এক-বছরের অধিক সময়েও পারেন নি ই-পাসপোর্ট চালু করতে, উনার সবচেয়ে বড় ব্যর্থতার কারণে শত শত বাংলাদেশি সব সময় উনার জন্য বদ-দোয়া ও উনার সমালোচনায় করে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা।
--(নূর-ই হেলাল সাইফুর রহমান))-- দক্ষিণ আফ্রিকা হাইকমিশনার থেকে বদলী হয়ে জর্ডানের রাষ্ট্রদুত হয়েছেন।
শহীদ মিনার ও শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন ছাড়া তেমন কোন পরিবর্তন কিংবা নতুনত্ব আনতে পারেন নি দুতাবাসে।
উল্টো নামাজের স্থান বাদ দেয়া (যদিও প্রতিবাদের মুখে অন্যত্র জায়গা করে দেয়া),
দূতাবাসের বিদ্যুৎ বিল না দেয়ায় হাইকমিশনের বৈদ্যুতিক লাইন কেটে দেয়া দক্ষিণ আফ্রিকা ইলেকট্রনিক ডিপার্টমেন্ট।
হাইকমিশনে তার উপস্থিতিতে আসবাবপত্র পদ্মার কুচক্রের কারণে আওয়ামী লীগের দুই গ্রুপের মাধ্যমে হয় মারা মারি এবং ভাঙ্চুর, সেই দিন নিরাপত্তাহীন ছিল অনেক প্রবাসী নির্যাতনের শিকার হন তিনি নিজেও নিরাপত্তার অভাবে হাইকমিশনের অভ্যন্তরে
ডাকাতি হয়, উনার দায়িত্ব কালে প্রবাসীদের শত শত পাসপোর্ট হারিয়ে যায় দূতাবাস থেকে।
এরকম নানা ব্যস্ততার গল্পে ভরা ওনার এই দক্ষিণ আফ্রিকার কর্মজীবন।
এমনকি দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের কে নিয়ে কাজ করা কোন কমিউনিটির সাথে ছিলনা ওনার সু-সম্পর্ক! উল্টো উইথব্যাংকে কমিউনিটির একটি অনুষ্ঠানে উনাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, জোহানেসবার্গ ফোসবাগেও উনাকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় বেশ কয়েকবার, বাংলাদেশ হাই কমিশন পিটুরিয়ায়, (এমএখান রাহিম) নামের একজন প্রবাসীর সাথে উনার হাতাহাতি হয়, ঘটনাটি স্থানীয় থানা পর্যন্ত পৌঁছায়, স্থানীয় থানা পুলিশ এসে উল্টো উনাকে অপরাধী হিসেবে গণ্য করে, এরকম নানা উদাহরণ রয়েছে উনার দক্ষিণ আফ্রিকা রাষ্ট্রদূত নিয়োগ হওয়ার পরে এ পর্যন্ত।
তিনি প্রতিস্থাপন করা হবে এ দায়িত্বে রাষ্ট্রদূত নাহিদা সোবহান।
রাষ্ট্রদূত রহমান একজন পেশাগত কূটনীতিক
বাংলাদেশ সিভিল এর 15 তম ব্যাচের অন্তর্গত
সার্ভিস (বিসিএস)-পররাষ্ট্র ক্যাডার।
যোগদান ১৯৯৫ সালে সেবার তিনি এখন দায়িত্ব পালন করছেন।
সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত ড
বতসোয়ানা, নামিবিয়াতে সমসাময়িক স্বীকৃতি,
জাম্বিয়া, জিম্বাবুয়ে এবং লেসোথো।
তার মধ্যে বিশিষ্ট কূটনৈতিক কর্মজীবন।
জনাব রহমান,বাংলাদেশে বিভিন্ন পদে কর্মরত,ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং মিশন কুয়েত।
তিনি ডেপুটি হাইও ছিলেন,করাচিতে বাংলাদেশের কমিশনার মো. এ সদর দপ্তরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আফ্রিকা মহাপরিচালক সহ অবস্থান,উইংয়ের পাশাপাশি বহির্বিভাগের মহাপরিচালক মো,প্রচার শাখা।
জনাব নূর-ই হেলাল সাইফুর রহমান তার প্রাপ্ত,বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি,বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ও সাহিত্য ঢাকা।
পরবর্তীতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন,থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি।
রহমান সাহেবও এর একজন,অংশগ্রহণকারী,এমআইটিতে 'আন্তর্জাতিক,ব্যবস্থাপনা প্রোগ্রাম'। যুক্তরাষ্ট্র.
2013 সালে, তিনি এমআইটিতে,যুক্তরাষ্ট্র. 2013 সালে, তিনি অংশ নেন।
জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি) জাতীয় বাংলাদেশে ডিফেন্স কলেজ, মিরপুর, ঢাকা। গোপালগঞ্জের বাসিন্দা, জনাব নূর-ই হেলাল সাইফুর,রহমান বিবাহিত এবং দুই সঙ্গে আশীর্বাদ শিশু..
Follow US
Travel Smart Za
Ambassador Noor-E Helal Saifur Rahman has
been appointed as the new Ambassador of
Bangladesh to Jordan. He will be replacing
Ambassador Nahida Sobhan in this capacity.
Ambassador Rahman is a career diplomat
belonging to the 15th batch of Bangladesh Civil
Service (BCS)-Foreign Affairs cadre. Joining the
service in 1995, he is now serving as the
Bangladesh Ambassador to South Africa with
concurrent accreditation to Botswana, Namibia,
Zambia, Zimbabwe and Lesotho. In his
distinguished diplomatic career, Mr. Rahman
served in various capacities in Bangladesh
Missions in Islamabad, Paris, Singapore and
Kuwait. He was also the Deputy High
Commissioner of Bangladesh in Karachi. At the
headquarters, he held various important
positions including Director General of Africa
Wing as well as Director General of External
Publicity Wing.
Mr. Noor-E Helal Saifur Rahman obtained his
Bachelor and Master Degree in Bangla
Language and Literature from University of
Dhaka. Later on, he obtained a Master of
Business Administration (MBA) degree from
Nanyang Technological University of Singapore.
Mr. Rahman is also an attendee of
‘International Management Program’ at the MIT,
United States. In 2013, he took part in the
National Defense Course (NDC) at the National
Defence College, Mirpur, Dhaka in Bangladesh.
Hailing from Gopalganj, Mr. Noor-E Helal Saifur
Rahman is married and blessed with two
children...
https://m.facebook.com/story.php?story_fbid=776698107966723&id=100068796236896&mibextid=Nif5oz
Follow us
Travelsmartza Germiston
Travelsmartza Germiston