Md Robiul Islam

Md Robiul Islam My service is Digital Marketing, Business page setup & optimization, Lead Generation, and SEO expert.
(5)

11/12/2023
25/11/2023

পুরুষ মানুষ পৃথিবীতে কারোর কাছে আপন হতে পারে না। পুরুষ মানুষের মন কেউ বুঝতে চেষ্টা করে না। সকল পুরুষ মানুষের জীবন এমনই।

22/11/2023
31/10/2023

কিছু নারী নির্যাতিত হওয়ার পরেও স্বামী কে ছেড়ে যেতে চায় না। আর কিছু নারীকে শত কিছু বিনিময় করেও ধরে রাখা যায় না। তাহলে পার্থক্য কিসে?
১. আশক্ত? ২. মায়া?
৩. দ্বিতীয় বিবাহ জটিলতা -?

(বয়ানে - নাজিম উদ্দিন)

Bangladesh politics status
31/10/2023

Bangladesh politics status

সহি ও শুদ্ধভাবে জানাজার সালাত আদায়ের নিয়ম জেনে নিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করে নিব ইনশাআল্লাহ।
05/10/2023

সহি ও শুদ্ধভাবে জানাজার সালাত আদায়ের নিয়ম জেনে নিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করে নিব ইনশাআল্লাহ।

--------------------------------------------------------------------------------------------------------------------------- LIKE | COMMENT | SHAR...

27/09/2023

মিথ্যা কিছু প্রচার করার আগে ভিডিও টা দেখুন।

24/09/2023
24/09/2023
16/08/2023

Assalamualaikum owa rahmatullahi owa barakatuhu.
How are you all my dear friends 💞?

বর্তমানে বহুল প্রচলিত শব্দ সে আমার ভালো বন্ধু!!!! এই কথার পিছনে কতকিছু ঘটে চলেছে প্রতিনিয়ত তার কিছু অংশ ---------??শেক্...
12/08/2023

বর্তমানে বহুল প্রচলিত শব্দ সে আমার ভালো বন্ধু!!!!
এই কথার পিছনে কতকিছু ঘটে চলেছে প্রতিনিয়ত তার কিছু অংশ ---------??

শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভন্ডামী! শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিনতি পরকিয়া!

হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই । শুধুই সুযোগের অপেক্ষা।"

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না.... আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারেকিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা ।

তাই অভিবাক সহ সবাইকে এব্যাপারে এখনি বিশেষ ভাবে সতর্ক হওয়া আবশ্যক। নয়তো আমরা ক্রমান্বয়ে ওই সাংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না, তার বাবা-মা কে !

তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে , স্বামী কিংবা স্ত্রী , ভাই কিংবা ছেলে, কাদের সাথে মিশছে ! নিজেকে ও এ বিষয়ে বিশেষ ভাবে সতর্ক রাখতে হবে। কারণ শয়তান সব সময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপথগামী করার জন্যে। সঙ্গটাই এই খানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।
#আমাদের_অনেকের_মনের_ভাবনা___

(সংগৃহীত)

11/08/2023

#আমাদের_অনেকের_মনের_ভাবনা___✍️

আমরা অনেকেই আছি মোহকে ভালোবাসা ভেবে ভুল করি। কাউকে পছন্দ হলেই মনে করি এই বুঝি ভালোবাসা। কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলাটা ভালবাসা নয়, আবেগের স্বরে কারো মিষ্টি কথা শুনাটাও ভালবাসা না, তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগাটাও ভালোবাসা নয় এগুলো মোহ, একটা সময় মোহ কেটে গেলে এগুলো একটাও থাকে না। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা আমরা হয়তো বুঝতেই পারি না।
ভালবাসা হলো ওটাই একে অপরের প্রতি সম্মান থাকাটা, একে অপরের ভালোলাগা, মনের পছন্দসবগুলোকে মূল্যায়ন করা।

মন্দলাগা দিক ও অপছন্দনীয় দিক গুলোকে গুরুত্ব দিয়ে বর্জন করা। আমার কোন ভুল নাই এই জাতীয় চিম্তাটা মাথায় না রাখা, একের অপরের কথার যতেষ্ট মুল্যায়ন করা, প্রিয় মানুষটাকে যত্ন নেওয়া, বিশ্বাস করতে পারা এবং বিশ্বাস করাতে পারাটাই ভালবাসা, মোহ একজনকে ধ্বংস করে, আর ভালবাসা একজন মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে সত্যিকারের ভালবাসার। ✍️

07/08/2023

বন্ধুত্বের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য উপস্থিত থাকে যেমনঃ স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, স্বার্থপরতা, পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, একে অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ প্রভৃতি অন্তর্ভুক্ত।

বন্ধুত্ব - একে অন্যের সুখে-খুশিতে লাফিয়ে ওঠার; একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর। মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামি করার একমাত্র আধার এ ‘বন্ধুত্ব’। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না, ছোট-বড় সবাই বন্ধু হতে পারে। তবে বন্ধুত্বের মধ্যে যে জিনিসটা অবশ্যই থাকা চাই তা হল ‘ভালোবাসা’। আত্মার সঙ্গে আত্মার টান থাকতেই হবে।

বন্ধু এ শব্দের মাঝেই সব লুকায়িত - এতে কোন বয়স বাধা নয়। কিশোর বয়সের কোন ছেলে বা মেয়ের সাথে যদি তার চেয়ে বড় কারো সাথে বন্ধুত্ব হয় তবে তা তাকে জ্ঞানের পরিসীমা বাড়াতে বিরাট ভূমিকা রাখে। তবে তার জন্য প্রয়োজন পরস্পরের প্রতি বিশেষ যত্ন। অনেক বিষয় ছোট্ট বন্ধু বুঝতে বা মানতে দ্বিধা করবে সে জন্য তকে সব সমসাময়িক দিক থেকে বা বর্তমান সময় উপযোগী বিষয় দিয়ে বুঝানো। তাঁর মনে যেন কোন ভয় না থাকে সে বিষয়ে খোলা মেলা আলোচনা করা। এ জন্য বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় উপস্থাপন করা। ভালো মন্দ সব কিছু খোলামেলা আলোচনা করা, যাতে আগামীর দিন গুলো সুন্দর ও সুখের হয়। আমাদের পিতা মাতা আমাদের সব থেকে আপন বা কাছের মানুষ হলেও অনেক বিষয় আমরা তাদের সাথে বলতে পারিনা। কিন্তু বন্ধুর সাথে অকপটে সব ভালো মন্দ যত খারপ হোক র্নিদ্বিধায় বলা যায়, আর সেটার নামই প্রকৃত বন্ধু।
বন্ধ দিবসে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা।

27/07/2023

You have to keep something private in your life, you have to keep it in yourself, no matter how faithful your hand is. In the course of life, you have to be neglected, contempt, and humiliated by your people. And if their interests are hurt, it doesn't take any time to change their mouths...! ! This is the truth.

26/07/2023

দিন শেষে আমরা সবাই একা।
কার জন্য কাকে কেন করছ এতো অবজ্ঞা অবহেলা ???

21/07/2023

19/07/2023

Today dinner Burger 🍔 sponser Alauddin. HONEST Burger restaurant Hezagi Yemen.

11/07/2023

We are Bangladeshi from YEMEN.

10/07/2023

✅ফ্রী আছি-💝Follow /Like দেন Follow /Like নেন-নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে Follow /Like ব‍্যাক পেয়ে যাবেন-100%💖শুধু বিশ্বাসে Follow/Like দেন Follow/Like পেয়ে যাবেন-100%💖💝
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 & Like দিয়ে 𝐃𝐨𝐧𝐞 লিখো 🥀
সাথে সাথে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 🌻
✅Follow For Follow ✅

06/07/2023

পারস্পরিক স্বার্থ স্বীকার করে একে অপরকে শ্রদ্ধা সম্মান করুন, তারপর তাদের মধ্যে সেবা করার জন্য সৃজনশীল উপায় তৈরি করা হল জীবন চলার সঠিক পথ। কখন কাউকে নিজের মধ্যে অন্য কারো সাথে তুলনা করোনা যা একধরনের ঘৃণ্য দুষ্টতা, যেখানে কেউ অন্যের মত হতে পারবে না। আর সেখানে নিজের মধ্যে নিজেরা ছাড়া অন্য কেউ থাকে না।

04/07/2023

স্বার্থপর লোকেদের ভালোবাসা শক্ত হয়, কারণ তাদের মন থেকে খুব কম ভালবাসা প্রকাশ পায়!”

04/07/2023

পৃথিবীর প্রত্যেকেই তোমার বন্ধু নয়। কেবল মাত্র কারণ তারা তোমার চারপাশে ঘোরে এবং তোমার সাথে হাসে তার অর্থ এই নয় যে তারা তোমার বন্ধু। ঐ সমস্ত লোকেরা দারুন অভিনয় করতে জানে। দিন শেষে, বাস্তব পরিস্থিতিতে ঐসমস্ত লোকদের আসল চরিত্র প্রকাশ করে, তাই সঠিক মানুষটিকে সঠিক মূল্যায়ন নিতে মনোযোগী হই, নইলে সারাটা জীবন অপরাধী হয়ে বাঁচতে না হয়।”

30/06/2023

13/06/2023

জীবনের চলার পথে কাউকে বিশ্বাস করতে পারছিনা।
মানুষের জীবনে সবচাইতে আপন কে - জানেন? হয়তো জানেন, অথবা জানেন না। মানুষ সারা জীবন এই আপন মানুষকে খুঁজতে খুঁজতে জীবন ফুরিয়ে ফেলে । মা, বাবা, স্বামী, স্ত্রী, ভাই, বোন আরো আরো ইত্যাদি ইত্যাদি। কে সবচেয়ে আপন? কেউ নয়! আল্লাহ মানুষের সবচাইতে আপন! গভীর রাতে সেজদায় লুটিয়ে পড়েন, ইচ্ছেমত কাঁদুন, সব কষ্টের কথা তাকে বলুন। ইনশাআল্লাহ বিশ্বাস, ভালোলাগা সব ফিরে আসবে।


K

12/06/2023

মানুষের জীবনের যে কোন সম্পর্কের বিচ্ছেদ বেশিরভাগ ধ্বংসই ডেকে নিয়ে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিকর্তা আমাদের জীবনের ক্ষতি হওয়া থেকে রক্ষা করার জন্যই বিচ্ছেদ করে দেয়। জীবনে চলার পথে আপনি অনেক মানুষের সাথে পরিচিত হবেন কিছু মানুষ খারাপ আর কিছু মানুষ ভালো হবে। এর মাঝে কিছু মানুষ আপনার জীবনকে বিষিয়ে তুলবে আপনার সম্পর্কের মাঝে ভাঙ্গন ঘটাতে। আর যখন নিরপেক্ষতায় বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হবে, তখন নিজেকে সংশোধন করার সময় পাবেন না।
সময় থাকতে প্রতিটা সম্পর্কে মূল্যায়ন করুন।

11/06/2023

জীবনের অনেক কিছুর জন্য অপেক্ষা করতে করতে আতশবাজির মতো কখন যে ফুরিয়ে গেছি, নিজেকে চিনতে পারি নাই।
অথচ আঁধার পেরোবার আগে, সবাইকে - আমাকে সূর্যোদয় দেবার কথা ছিল। কিন্তু তা আজো কারো কাছে সফল করতে পারেনি। এটাই জীবনের বাস্তবতা।

05/06/2023

যে বিষয় জানতে বা শিক্ষতে আপনাকে কৌতূহলী করে, সেটিই শিখতে চেষ্টা করুন। যা কিছুতে আমাদের ভালো লাগা বা ভালোবাসা কাজ করে, সেগুলোই আমরা দ্রুত জানতে বা শিখতে পারি। আর যেসব বিষয় খুব একটা মন টানে না, সেগুলো জানতে বা শিখতেও বেগ পেতে হয়। প্রতিটি দক্ষতা অর্জনেই বেশ পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাই আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেই বিষয়ে দক্ষতা অর্জন করুন। সফলতা আসবেই একসময়।

03/06/2023

আর তিনিই আসমানসমূহ ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেন, আর তাঁর ‘আর্‌শ ছিল পানির উপর তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। আর আপনি যদি বলেন, ‘নিশ্চয় মৃত্যুর পর তোমাদেরকে উত্থিত করা হবে’, তবে কাফেররা অবশ্যই বলবে, ‘এ তো সুস্পষ্ট জাদু।’
(আল-কোরআন 11:7)

02/06/2023

When not get internet that time try to get internet go to pup nearly 🗼 Tower but not get internet. So what do?

26/05/2023

-cement-yemen-bag-filling

Address

Shekh Uthman
Aden
8916162

Alerts

Be the first to know and let us send you an email when Md Robiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Robiul Islam:

Videos

Share

Nearby media companies



You may also like