আয়তন: ৩৪২৪.৩৮ বর্গ কি.মি.
চতুর্সীমা: পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা।
ভৌগলিক আয়তন ও অবস্থান:
টাঙ্গাইল জেলা ২৩০ ৫৯’ ৫০” উত্তর অক্ষাংশ থেকে ২৪০ ৪৮’ ৫১” উত্তর অক্ষাংশ ও ৮৯০ ৪৮’ ৫০”র্ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০০ ৫১’২৫” পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।
নির্বাচনী এলাকা:
৮টি। মধুপুর- ধনবাড়ি-০১, গোপালপুর- ভূঞাপুর-০২, ঘাটাইল-০৩, কালিহাতী-০৪, টাঙ্গাইল
-০৫, নাগরপুর দেলদুয়ার-০৬, মির্জাপুর-০৭ ও সখিপুর-বাসাইল-০৮।
জনসংখ্যা: ৩৫৬২১০৬ জন
জনসংখ্যার ঘনত্ত: জন (প্রতি বঃ কিঃ)
মোট ভোটার সংখ্যা (পুরুষ ওমহিলা):
২৫৯৩৫৭৬ জন পুরুষ
১৩০৫৫৮৫ জন মহিলা
উপজেলা:
১২ টি। টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ি (নবসৃষ্ট)।
থানা: ১৩টি।
পৌরসভার নাম:
৯টি। টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ি ।
ইউনিয়ন: ১০৮টি।
গ্রাম: ২৫১৬টি।
শিক্ষা প্রতিষ্ঠান:
১০,০৬০ টি। বড়-১০ টি, মধ্যম-৮০ টি, কুটিরশিল্প-৯,৯৭০। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১টি, বিশ্ববিদ্যালয় কলেজ ৩টি, আইন কলেজ ১টি, ক্যাডেট কলেজ ১টি, বেসরকারী মহিলা মেডিকেল কলেজ ১টি, সরকারী কলেজ ৪টি, বেসরকারী কলেজ ৪৮টি, পলিটেকনিক ইনস্টিটিউট ১টি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ১টি, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট ১টি, স্যাটেলাইট স্কুল ৮৬টি, নার্সিং ইনস্টিটিউট ২টি, পুলিশ একাডেমী ১টি, মাদ্রাসা ১৭৪টি, সরকারী মাধ্যমিক বিদ্যালয় ৪টি,,বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ৩৪১টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪০টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯৩৭টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৯৫টি, টিচার্স ট্রেনিং কলেজ ১টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১৪৫টি, এনজিও পরিচালিত বিদ্যালয় ১৩০৪টি।
মৌজা: ২১৯০
নদী: যমুনা, ধলেশ্বরী, বংশী, লৌহজং, খিরু, যুগনী,ফটিকজানি,এলংজানি, লাঙ্গুলিয়া, ঝিনাই।
বদ্ধ জলাশয় (২০ একরের উর্ধ্বে ): ৭৪
হাট-বাজার: ২০৫টি
মোট জমি: ৮৯২৫৪৮ একর
মোট আবাদি জমি: ৫৫৩৭৯০ একর
ইউনিয়ন ভূমি অফিস: ১০৮টি
পাকা রাস্তা: ৬৪৬ কি.মি.
কাঁচা রাস্তা: ৫১৩০ কি.মি.
আবাসন/ আশ্রায়ন প্রকল্প: ১০টি।
আদর্শ গ্রাম: ১২টি।
খেয়াঘাট/ নৌকাঘাট: ১৫ টি।
দর্শনীয় স্থান:
রসুলপুর মধুপুর জাতীয় উদ্যান, ভাসানীর মাজার,দোখলা রেষ্ট হাউজ ,আতিয়া মসজিদ,আদম কাশ্মিরী(রঃ)-র মাজার, আটিয়া জমিদার বাড়ী,ধনবাড়ী জমিদারবাড়ী,হেমনগর জমিদার বাড়ী,বঙ্গবন্ধু সেতু ,যমুনা রিসোর্ট ,এলেঙ্গা রিসোর্ট ,ভারতেশ্বরী হোমস্,মহেড়া জমিদার বাড়ী,পুলিশ ট্রেনিং সেন্টার,মির্জাপুর ক্যাডেট কলে্ নাগরপুর চৌধুরী বাড়ী, উপেন্দ সরোবর, যাদব বাবুর বাড়ীর সিংহদ্বার,পাকুটিয়া জমিদারদের অট্টালিকা ইত্যাদি।
আদিবাসী জনগোষ্ঠী: গারো
সংসদীয় আসন: ০৮ টি
শিক্ষার হার
৩৮.৮২%
স্বাস্থ্য
জেনারেল হাসপাতাল০১ টি, উপজালা সাস্থ্য কমপ্লেক্স ১১ টি।