05/12/2024
আমি আমার মত , তুমি তোমার মত ॥
একবার আমাদের দেশের university admission পরীক্ষায় একটা মেয়ের নাম খুব viral হয়েছিলো, মনে আছে? মেয়েটার নাম ছিলো “জয়া কুন্ডু”।
মেয়েটা একই সাথে Bangladesh university of Engineering and Technology,
Dhaka university এবংChittagong university তে chance পেয়েছিলো।
মেয়েটি কি অসাধারণ মেধাবী কল্পনা করতে পারেন?
আমার খুব ভালো করেই মনে আছে মেয়েটার নাম। মনে রাখার পেছনে অবশ্য একটা ভীষন দুঃখ ভরা কারন আছে।
কারন হচ্ছে ছোটো বেলায় আমার দিদা এই মানুষ টা দেখেছি ভীষণ জ্ঞানপিপাসু ছিলেন এবং গুণীদের খুব কদর জানতেন ।
পত্রিকায় যখন জয়া কুন্ডুর নাম ছাপা হয়েছিলো, তখনই দিদার কথা মনে পড়েছিলে তিনি কখোনোই আমাকে বলেন নি এর মত হও , তার মত হও , বরং বলতেন তুই তোর মত হয়ে দেখা ॥
কিন্তু মা বলতেন , মনে ভীষন জ্বালা ধরিয়ে দিয়ে বলতেন ঐ দেখ , সেই দেখ,আমায় ডেকে ডেকে নিয়ে বলতেন , “জীবনে কিছু হতে চাইলে এর মতো হয়ে দেখা তার মত পরিশ্রম কর ইত্যাদী॥
শুধু দিদা বলতেন “তুই ছোট্ট মানুষ নিজের মত থাক , নিজের মত ভালো করে যা দেখবি সফলতা হাঁটতে হাঁটতে তোর দরজার কাছে এসে পৌঁছাবে।”
আমাদের সমাজে এটা কিন্তু খুব common একটা বিষয় আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, তাদের এই type কথা হরহামেশাই শুনতে হয়, 'এর মতো হও, ওর মতো হও।'
আসলে বাস্তব সত্য হচ্ছে পৃথিবীতে কেউ কারো মতো হয় না। সবাই যার যার ব্যক্তিচেতনা এবং স্বাতন্ত্রতা নিয়েই পৃথিবীতে এসেছে। কারো মতো কেউ হয় না, সম্ভব না। সবাই unique একই নাক চোখ কান নিয়েও পৃথিবীর প্রত্যেক টা মানুষ আলাদা আলাদা ॥
এই মেয়েটাকে নিয়ে কেন বলছি জানেন? কারণ মেয়েটা তার হলের নিজ রুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
কল্পনা করেন তো!
এই মেয়েটার জীবনে কি নেই? প্রাথমিক জীবনের সবটুকু সফলতা নিয়েই কিন্তু জীবন শুরু করেছিলো। আমি নিশ্চিত লেখাপড়ায় জয়া যতই সফল হোক না কেনো তাতে কোনো আনন্দ ছিলোনা , ছিলোনা শান্তি তৃপ্তি ঃঃ বরং ছিলো ভালো হবার অস্থিরতা আর জীবন ভরা হতাশা !!!!
মা গো !!! ভাবুন তো এই আপনি , আমিও যদি এই মেয়েটির মত সফল হবার জন্য দৌড়াতাম যদি আজ আমিও এই মেয়েটার মতো তার culture follow করতাম তাহলে কি আজ আমিও গলায় ফাঁস নিতাম। উহু আর ভাবতে চাইনা !!!!
America তে শুনেছি বহু ছাত্র এমন করে , হতাশায় করে !!তাই নয় কি?এখুনি আমাদের এই stereo tape টা ভাঙা উচিত।
এর মতো হও, ওর মতো বেতন পাওয়া দরকার , ওর মতো established হও, অমুকের মতো chill life দরকার, তমুকের মতো বড়লোক হইলে ভালো হইতো!
Please stop it !!! I repeat stop it now.
Please কারো মতো হওয়ার দরকার নেই। নিজের মতো থাকেন, নিজের মতো বাঁচেন। কারো গাদি গাদি সম্পত্তি দেখে মন খারাপ করার কিছু নেই, কাউকে হাসতে দেখলেই সুখী ভাবার দরকার নেই।
কাউকে কাঁদতে দেখলেই দুঃখি ভাববেন না ॥ কেউ খৈ মুরি খেলেই গরীব হয় না ॥
আমরা কেউ জানি না কে কত ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়, কে কত আর্তনাদ বয়ে বেড়ায়!
বিশ্বাস করুন ভাই যতই বিশ্ব ঘুরে বেড়াই না কেনো তার চাইতেও আমার নিজের ঘরের এক একটি কোনা আমার জন্য ভীষন আনন্দের !! ভীষন সুখের শান্তির ॥
Please নিজের মত করে বাঁচেন , সুখে দুখে , ব্যার্থতা ও সাফল্যে বাঁচেন, কষ্টে আনন্দে বাঁচেন ॥
ভাই রে জীবন একটাই এবং জীবন টা একান্তই আপনার ॥
©