Radio Kuwait Bangla Service FM 93.3

  • Home
  • Radio Kuwait Bangla Service FM 93.3

Radio Kuwait Bangla Service FM 93.3 Welcome To Radio Kuwait Bangla Service

05/12/2024

আমি আমার মত , তুমি তোমার মত ॥

একবার আমাদের দেশের university admission পরীক্ষায় একটা মেয়ের নাম খুব viral হয়েছিলো, মনে আছে? মেয়েটার নাম ছিলো “জয়া কুন্ডু”।
মেয়েটা একই সাথে Bangladesh university of Engineering and Technology,
Dhaka university এবংChittagong university তে chance পেয়েছিলো।
মেয়েটি কি অসাধারণ মেধাবী কল্পনা করতে পারেন?

আমার খুব ভালো করেই মনে আছে মেয়েটার নাম। মনে রাখার পেছনে অবশ্য একটা ভীষন দুঃখ ভরা কারন আছে।
কারন হচ্ছে ছোটো বেলায় আমার দিদা এই মানুষ টা দেখেছি ভীষণ জ্ঞানপিপাসু ছিলেন এবং গুণীদের খুব কদর জানতেন ।
পত্রিকায় যখন জয়া কুন্ডুর নাম ছাপা হয়েছিলো, তখনই দিদার কথা মনে পড়েছিলে তিনি কখোনোই আমাকে বলেন নি এর মত হও , তার মত হও , বরং বলতেন তুই তোর মত হয়ে দেখা ॥
কিন্তু মা বলতেন , মনে ভীষন জ্বালা ধরিয়ে দিয়ে বলতেন ঐ দেখ , সেই দেখ,আমায় ডেকে ডেকে নিয়ে বলতেন , “জীবনে কিছু হতে চাইলে এর মতো হয়ে দেখা তার মত পরিশ্রম কর ইত্যাদী॥
শুধু দিদা বলতেন “তুই ছোট্ট মানুষ নিজের মত থাক , নিজের মত ভালো করে যা দেখবি সফলতা হাঁটতে হাঁটতে তোর দরজার কাছে এসে পৌঁছাবে।”
আমাদের সমাজে এটা কিন্তু খুব common একটা বিষয় আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, তাদের এই type কথা হরহামেশাই শুনতে হয়, 'এর মতো হও, ওর মতো হও।'

আসলে বাস্তব সত্য হচ্ছে পৃথিবীতে কেউ কারো মতো হয় না। সবাই যার যার ব্যক্তিচেতনা এবং স্বাতন্ত্রতা নিয়েই পৃথিবীতে এসেছে। কারো মতো কেউ হয় না, সম্ভব না। সবাই unique একই নাক চোখ কান নিয়েও পৃথিবীর প্রত্যেক টা মানুষ আলাদা আলাদা ॥

এই মেয়েটাকে নিয়ে কেন বলছি জানেন? কারণ মেয়েটা তার হলের নিজ রুমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

কল্পনা করেন তো!
এই মেয়েটার জীবনে কি নেই? প্রাথমিক জীবনের সবটুকু সফলতা নিয়েই কিন্তু জীবন শুরু করেছিলো। আমি নিশ্চিত লেখাপড়ায় জয়া যতই সফল হোক না কেনো তাতে কোনো আনন্দ ছিলোনা , ছিলোনা শান্তি তৃপ্তি ঃঃ বরং ছিলো ভালো হবার অস্থিরতা আর জীবন ভরা হতাশা !!!!
মা গো !!! ভাবুন তো এই আপনি , আমিও যদি এই মেয়েটির মত সফল হবার জন্য দৌড়াতাম যদি আজ আমিও এই মেয়েটার মতো তার culture follow করতাম তাহলে কি আজ আমিও গলায় ফাঁস নিতাম। উহু আর ভাবতে চাইনা !!!!

America তে শুনেছি বহু ছাত্র এমন করে , হতাশায় করে !!তাই নয় কি?এখুনি আমাদের এই stereo tape টা ভাঙা উচিত।
এর মতো হও, ওর মতো বেতন পাওয়া দরকার , ওর মতো established হও, অমুকের মতো chill life দরকার, তমুকের মতো বড়লোক হইলে ভালো হইতো!

Please stop it !!! I repeat stop it now.

Please কারো মতো হওয়ার দরকার নেই। নিজের মতো থাকেন, নিজের মতো বাঁচেন। কারো গাদি গাদি সম্পত্তি দেখে মন খারাপ করার কিছু নেই, কাউকে হাসতে দেখলেই সুখী ভাবার দরকার নেই।
কাউকে কাঁদতে দেখলেই দুঃখি ভাববেন না ॥ কেউ খৈ মুরি খেলেই গরীব হয় না ॥
আমরা কেউ জানি না কে কত ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়, কে কত আর্তনাদ বয়ে বেড়ায়!

বিশ্বাস করুন ভাই যতই বিশ্ব ঘুরে বেড়াই না কেনো তার চাইতেও আমার নিজের ঘরের এক একটি কোনা আমার জন্য ভীষন আনন্দের !! ভীষন সুখের শান্তির ॥

Please নিজের মত করে বাঁচেন , সুখে দুখে , ব্যার্থতা ও সাফল্যে বাঁচেন, কষ্টে আনন্দে বাঁচেন ॥

ভাই রে জীবন একটাই এবং জীবন টা একান্তই আপনার ॥

©

সুস্থ্যও মেধাবী জাতি  রাষ্ট্র গঠনে চাই নিরাপদ পরিবার, খাদ্য, সাস্থ্য ,শিক্ষা ও মুল্যবোধ ॥এই থাকছে আমাদের আগামীকালের অনুষ...
05/12/2024

সুস্থ্যও মেধাবী জাতি রাষ্ট্র গঠনে চাই নিরাপদ পরিবার, খাদ্য, সাস্থ্য ,শিক্ষা ও মুল্যবোধ ॥

এই থাকছে আমাদের আগামীকালের অনুষ্ঠানের আলোচনায়, এই আলোচনায় আলোক প্রক্ষেপণে সুদুর বাংলাদেশ থেকে সংযুক্ত থাকছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শামীম আহমেদ ॥ আমাদের সংগে আলোচনায় যোগ দিতে Facebook live এ থাকুন আগামীকাল ৬ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টা এবং কুয়েত সময় সন্ধ্যা ৬টা ॥

02/12/2024
একজন মানুষ ,যাঁর ছিলো ভীষন রকমের সম্মোহনী শক্তি ॥ তাঁর কথা বলা, ভুবন ভুলানো  দরদী হাসি ,তাঁর সুরেলা কন্ঠ ,গান , গায়কী  এ...
01/12/2024

একজন মানুষ ,যাঁর ছিলো ভীষন রকমের সম্মোহনী শক্তি ॥ তাঁর কথা বলা, ভুবন ভুলানো দরদী হাসি ,তাঁর সুরেলা কন্ঠ ,গান , গায়কী এমন কি তাঁর হারমোনিয়াম বাজানো সবকিছু আমাকে ভীষন ভাবে সম্মোহীত করছিলো !!
তখন আমি শিশু ,অনেক দুঃখের সংগে নিজেই নিজেকে বলি এমন একটা মানুষ কে যে এতো ভালোবাসতাম সম্মান করতাম কিনতু বলতেই পারিনি সে সুযোগই হয়নি ॥

আমি বিশ্বাস করি ,মানুষের জীবনে যেমন ভালোবাসা ও প্রেমের অপরিসীম গুরুত্ব রয়েছে তেমনি শ্রদ্ধা ও সম্মানের ভূমিকাও উল্লেখযোগ্য। শ্রদ্ধা বিহীন ভালোবাসা অথবা সম্মানহীন অনুভূতি মূল্যহীন হয়ে পড়ে। তাই যেকোনো সম্পর্কে শ্রদ্ধার ভূমিকা প্রভূত গুরুত্বপূর্ণ।
পৃথিবীর সবচেয়ে সুন্দর ও ভালো সম্পর্কগুলো গড়ে ওঠে পারষ্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করে। সম্মান ছাড়া সম্পর্ক মূল্যহীন॥
শিশু মনে তাঁকে এতো ভালোবাসতাম সমমান করতাম বুঝতেও না পারলেও আমার এ সমমান ভালোবাসা এতোটাই নিবেদিত নিখাদ যে ৪৫/৫০ বছর পরেও তাঁর কথা মনে পড়লেই গান শুনতে , গাইতে ইচ্ছে করে , তিনি আর কেউ নন বিশিষ্ট সংগীত শিল্পী শ্রদ্ধেয় জনাব “নুরুল আলম লাল”
আমার লাল চাচা ॥

লাল রং যেমন কর্মশক্তি, প্রেম ,ক্রোধ, ভালোবাসা,তারুন্য জাগায় ,রক্তকে দোলা দেয় এমন সব আবেগের প্রতীক। লাল চাচা ছিলেন ঠিক তেমন একজন মানুষ ॥
তিনি আজ আমাদের মাঝে নেই কিনতু তাঁর প্রতি আবেগের এতটুকুও ঘাটতি নেই তাঁকে স্মরন করে আমরা কথা বলব তাঁর যোগ্য উততরসুরী তানভীর আলম সজীব এর সংগে , জানার চেষটা করবো বর্তমানে বাংলার গান ,সংস্কৃতি বাংলার শিল্পী ইত্যাদী নানা বিষয়ে ॥ তাঁকে আমরা সংযুক্ত করবো সুদুর বাংলাদেশ থেকে সরাসরি আমাদের রেডিও কুয়েতের studio তে আগামী কাল কুয়েত সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৯ টায় ॥অনুষ্ঠানটি শুনতে ও দেখতে চোখ রাখুন আমাদের Facebook liveএ টিউন আপ করুন আপনার রেডিও FM93.3 AM 96.3 .

26/11/2024

Address


Opening Hours

Monday 18:00 - 19:00
Wednesday 18:00 - 19:00
Friday 18:00 - 19:00

Telephone

+96522430273

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radio Kuwait Bangla Service FM 93.3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Kuwait Bangla Service FM 93.3:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share