Bodhi Pata

Bodhi Pata Bodhi Pata - বোধি পাতা works for the growth and unity of the Buddhist community. We believe community progress leads to the rise of Buddhism.

Our aim is to inspire, support, and empower all Buddhists. Join us on the path of peace, purpose, and progress.

বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ফ্রী তে "Passive Income Skills" ২০২৫ এই কোর্সে কি কি শেখানো হবে: - Website C...
30/06/2025

বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ফ্রী তে "Passive Income Skills" ২০২৫

এই কোর্সে কি কি শেখানো হবে:

- Website Create & Design + Setup

- SEO

- Content Writing

- Digital Marketing

- Social Media Marketing

- Social Media Management

- Email Marketing

- CPA Marketing

- Affiliate Marketing

- Google adsense earning

- E-commerce Business

এক কথায় অনলাইন থেকে বৈধ ভাবে কাজ করে যেসব উপায়ে আয় করা যায় তার পুরো প্রক্রিয়াটা শেখানো হবে।

আপনি ও অংশগ্রহণ করতে পারবেন এবং কাজ শিখে নিজে ও অনলাইন থেকে আয় করতে পারবেন বা অনলাইন ব্যবসা দাঁড় করাতে পারবেন, না হয় freelancing করে ও আয় করতে পারবেন।

আপনি ও যদি এই কোর্সটি করতে চান তাহলে সঠিক ভাবে নিচের তথ্য গুলো পূরণ করুন।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeK-dS-j-BtQR7U_GlgG6b3pcMLBLY-KpYWyv8T7nhU7lhNjA/viewform?usp=header

"বৌদ্ধ ধর্মে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বৃত্তি"আর্থিক ভাবে স্বাবলম্বীরাই পরিবার ছাড়া ও জাতি ধর্ম ও সমাজের জন্য সুখ শান্ত...
29/06/2025

"বৌদ্ধ ধর্মে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বৃত্তি"

আর্থিক ভাবে স্বাবলম্বীরাই পরিবার ছাড়া ও জাতি ধর্ম ও সমাজের জন্য সুখ শান্তি নিয়ে আসতে পারে।

বর্তমানে যারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় তাদের জন্য বোধিপাতার পক্ষ থেকে এক বৃত্তি'র আয়োজন করা হয়েছে।

যেখানে শেখানো হবে সঠিক অনলাইন skills যা শিখে অনলাইনে নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারবে।

হোক সেটা ফ্রিল্যান্সিং, নিজের অনলাইন ব্যবসা, এজেন্সি বা চাকরি।

মূলত কিছু উচ্চ মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিরাই অনুরোধ করেছে এই বৃত্তিটার আয়োজন করার জন্য।

উনারা আর্থিক ভাবে সহায়তা করেছে কোর্স গুলো চালানোর জন্য এবং শিখানোর জন্য যে ফি থাকবে তা তারা বহন করবে।

কারা এই কোর্স করতে পারবে, কোর্স এর সময়, আবেদন প্রক্রিয়া সহ সকল কিছু পরবর্তীতে জানানো হবে।

এই কোর্সটি হবে সম্পূর্ণ ফ্রী তে।

যেখানে শেখানো হবে ইনকাম করার skills ও সকল কিছু।

তাই শেয়ার করে সকলকেই জানার সুযোগ দিন।

কারণ হয়তো আপনার একটা শেয়ারে একটা পরিবারের আর্থিক সমস্যা সমাধান হবে এবং একজন বেকার এর বেকারত্ব দূর হবে।

এতে বৌদ্ধ সমাজেরই উন্নয়ন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bodhi Pata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bodhi Pata:

  • Want your business to be the top-listed Media Company?

Share