26/05/2024
গাজীপুর,জয়দেবপুর কেসের আপডেট।
মেয়ের সাথে যোগাযোগ করা হয়েছে।মেয়ে কান্না করতেছে তাকে মা"লাউন মিথ্যা পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে।সে নিজের নাম বলতো হৃদয় আহমেদ।শুধু এই মেয়ে না আরো ১০-১২ জন মেয়ে কালকে থেকে আমাদের মেসেজ দিয়েছে যাদের সে মুসলিম পরিচয় দিয়ে সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল।মেয়ে গুলো তার ব্যাপারে জানতো না।আমাদের ধারণা সে পা"চারকারী চক্রের হয়ে কাজ করে।
গাজীপুরের ভাইয়েরা এখনো সাড়া দেয়নি।তাই তাকে ধরা সম্ভব হয়নি। আপনারা পোস্ট গুলো কপি করে ছড়িয়ে দেন যাতে তাকে ধরে আইনের আওতায় আনা যায়।
তার পরিচিত বন্ধুর আইডি আপনারা সবাই নক দেন।জানিনা ওটা হিন্দু না মুসলিম।ওকে চাপ দিলে সব বেরিয়ে আসবে।
https://www.facebook.com/profile.php?id=100094334779312