Nongor Art-Literature & Cultural Magazine A Monthly Publication

নিউইয়র্ক থেকে বাংলাদেশে ডকুমেন্টস এবং পার্সেল সুলভে পাঠাতে পারেন! সরাসরি চলে আসুন উডসাইড অফিসে।
02/15/2025

নিউইয়র্ক থেকে বাংলাদেশে ডকুমেন্টস এবং পার্সেল সুলভে পাঠাতে পারেন! সরাসরি চলে আসুন উডসাইড অফিসে।

08/21/2024
08/21/2024
নিউইয়র্কের সৈকতে  জোছনা উৎসব ২২ জুলাই সোমবার বিকালে নিউইয়র্কের দৃষ্টিনন্দন রকওয়ে বীচে তৃতীয় বারের মতো জোছনা উৎসবের আয়োজন...
07/14/2024

নিউইয়র্কের সৈকতে
জোছনা উৎসব ২২ জুলাই সোমবার বিকালে নিউইয়র্কের দৃষ্টিনন্দন রকওয়ে বীচে তৃতীয় বারের মতো জোছনা উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের অনুষ্ঠান উদ্ধোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনয় শিল্পী লুতফুন নাহার লতা ও উপদেষ্টা হিসেবে আছেন সাংবাদিক ও কমিউনিটি এক্টিভিস্ট শিতাংশু গুহ এবং ব্যবসায়ী ও রাজনীতিক নূরুল আমিন বাবু।

নাচ, গান, কবিতা ও পুঁথিপাঠসহ সব বয়সী মানুষের জন্য থাকবে নানা আকর্ষণীয় আয়োজন। উৎসব চলবে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

উৎসবের আহ্বায়ক শুভ রায় জানান, নিউইয়র্কে তৃতীয়বারের মতো জোছনা উৎসব হচ্ছে। ভিন্নধর্মী এ আয়োজনে গতবার সমুদ্রপাড়ে মানুষ উপচে পড়েছিল। এবারও উৎসবে বিপুল লোক সমাগম হবে বলে আশা করছেন তিনি। শুভ জানান, উৎসবে অংশগ্রহণকারীদের ১০ ডলার (জনপ্রতি) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য ৯২৯-৩৯৫-৮৪৩০ (সুখেন জোসেফ গমেজ) এই নম্বরে জিল করে ডলার পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এর বিনিময়ে রেজিস্ট্রারকৃত অংশগ্রহণকারীদের হালকা বৈকালিক নাস্তা ও রাতের খাবার দেওয়া হবে। অনুষ্ঠানে নিউইয়র্কের শিল্পীদের পরিবেশনায় থাকবে সংগীত, নৃত্যসহ আকর্ষণীয় সাংস্কৃতিক পর্ব।

07/12/2024
জোছনা উৎসব - ২০২৪ পূর্ণিমা রাতে সাগর পারে  - আবারো ২য় বারের মত সাড়াজাগানো জোৎস্না উৎসব, ভিন্নধর্মী  এক আয়োজন। আগামী ২২ জ...
07/11/2024

জোছনা উৎসব - ২০২৪
পূর্ণিমা রাতে সাগর পারে - আবারো ২য় বারের মত সাড়াজাগানো জোৎস্না উৎসব, ভিন্নধর্মী এক আয়োজন।

আগামী ২২ জুলাই সোমবার বিকেল ৫ টা থেকে রাত ১০.৩০মি
Beach 95Th Street, Far Rockaway
ফার রকওয়ে পার্কিং এরিয়া। বাস এবং সাবওয়েতে আসা যাওয়ার এবং ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে

নাচ, গান, কবিতা, পুথিপাঠ, খেলাধুলা, ঘুড়ি উড়ানো - ছোট বড় সবার জন্য এক আনন্দ উৎসব।
আপনিও আসবেন আপনার পরিবার নিয়ে। উৎসব সবার জন্য উন্মুক্ত
শুভ রায়
আহব্বায়ক
জোসনা উৎসব ২০২৪
গত বছর জোসনা উৎসব এর ছবি ও সংবাদ-

Address

Woodside, NY

Alerts

Be the first to know and let us send you an email when Nongor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nongor:

Share

Category