Fariha Athina

Fariha Athina Video creator.. Beauty, fashion & life style blogger. Dream chaser. [email protected]

12/19/2024
12/10/2024

More details in the comment section.

Bangladesh ArmyPlease help them
11/26/2024

Bangladesh Army
Please help them

রিহ্যাব নিয়ে খুব লিখতে ইচ্ছে করে।

সবাই ভাবে রিহ্যাবে শুধু নেশাগ্রস্ত লোকেই যায়।
এই ধারণা কতটা ভুল,আমি রিহ্যাবে না গেলে জানতাম না।

আমার সঙ্গে কোথাও গেলেই সবাই কেন জানি কথা বলতে চলে আসে, জানি না হয়তো আমার চেহারা এমন।

তো একটা মেয়ে নাম জয়ন্তী, তাঁর বর তাকে রিহ্যাবে দিয়ে গিয়েছে,ওর বর একটা বায়িং হাউজে জব করে,সে নারী আসক্ত।তাই ওকে মেরে এখানে রেখে গিয়েছে।
দুই বছর সে এই আপন রিহ্যাবে। এদের দরকার টাকা,ওর বর টাকা দেয়,ওকে ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রেখেছে,ওর বাবা নাই,মা ভাইদের সঙ্গে ফ্রান্স থাকে।

আরেকজনের সঙ্গে কথা হয়েছে সেই মেয়ের বাবা,মা কেউই নাই।এক ভাই এক বোন।ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে MBA করা।ওর ভাই ওকে সম্পত্তির জন্য এই রিহ্যাবে রেখে গিয়েছে।এত সুন্দর করে কথা বলে মেয়েটা।

আমাকে শুধু বলেছিলো,আপু আপনার বাবার,দাদাদের এত ক্ষমতা আমাকে বের করে দেন। আমি চাকরি করে আপনার টাকা শোধ করে দিব।

আরেকটা মেয়ে ছিল পরীর মতো সুন্দর।ও মাত্র ইন্টারে পড়ে,এই রিহ্যাবের এক লোক ওকে ধর্ষণ ও করে যাচ্ছে।কি যেনো বলেছিলো নাম টা।

আমি যখন চলে আসব, বারবার কান্না করে বলেছিলো,আপু আমাকে নিয়ে যান। আমি আপনার বাসার কাজের মেয়ে হয়ে থাকব।

ওর মা সৎ মা।মুগদা বাসা।

এখন এতো ক্রাইম রিহ্যাব, বৃদ্ধাশ্রম গুলোতে। যতক্ষন না মিডিয়ায় আসবে ততক্ষন কেউই এইসব বন্ধ করতে পারবে না।

আমি এমনেই নিজের পরিবারের সবার জীবন নিয়ে বাঁচতেছি না।

বাচ্চা একটা মেয়েকে ধর্ষণ করে যাচ্ছে।আমরা কিছু করতে পারতেছি না।

আমি আব্বুকে বলছি, আব্বু বলে তুই নিজে বাঁচ মা।আর কোনো ক্রাইম এর বিরুদ্ধে লিখিস না।

মানুষ কতো খারাপ হয়। সবাই নিজে বাঁচতে চায়।কেউই অন্যকে সাহায্য করতে চায় না। ফেসবুকে হুজুর সেজে স্ট্যাটাস দেয় অথচ এরাই ধর্ষণ করে বেশি।

এই মেয়েটাকে কেউ যদি বাঁচাতে পারতো?

আপন রিহ্যাব শ্যামলী।

আমার কেন জানি মনে হচ্ছে সবই আল্লাহর ইচ্ছা।ওনি আমাকে রিহ্যাব পর্যন্ত নিয়েছে এই ক্রাইম গুলো দেখাতে।
কবে না জানি, খুন হয়ে যাই।

আমি অলরেডি তিনটা কেইস করেছি। নড়িয়া থানা, শরীয়তপুর একটা, যাত্রাবাড়ী থানায়1860,Rab 3 শাহজাহানপুর একটা।

শুধু যাত্রাবাড়ী থানার কেইস নাম্বার জানি।১৮৬০ কেইস নাম্বার।

আমাকে রিহ্যাবে দিয়েছিলো আমার কাজিন, আমার বাবা সেজে, ফোন করে।
আমাদের পরিবার এত বিশাল লোকেরা বুঝে নাই,টাকার জন্য নিয়ে গিয়েছে।

গত ৩/১১/২০২৪ রিহ্যাবের লোকেরা আমাকে যাত্রাবাড়ী থেকে তুলে নিয়ে যায়।
৫/১১/২০২৪ আমার স্বামী আর বাবা আমাকে গিয়ে নিয়ে আসে।
আমি অন্ত্বঃসত্ত্বা তিন মাসের। বুঝতে পারছেন আমার অবস্থা।

লিখেছেন : hafizaa afroz bablee from dse group.

পোস্ট টি বেশী বেশী শেয়ারে অনেকেই রিহ্যাবের আসল চেহেরা সবার নজরে আসবে। ব্যাপার টা নিয়ে মানুষ ভাববে৷

Send money to Bangladesh/any country faster and easier with Taptap Send!  Check out Taptap Send. Get it at https://bit.l...
11/16/2024

Send money to Bangladesh/any country faster and easier with Taptap Send!

Check out Taptap Send. Get it at https://bit.ly/taptapapp.

Use code FARIHA52 and transfer over $30.00 and you’ll get some extra.

Send money from the UK, EU, US, Canada and UAE to Africa, Asia, the Caribbean and Latin America at a great rate.

Welcome to Fariha Athina! 🌸 Dive into a world of fashion, lifestyle, and creativity. Follow me for unique content, inspi...
11/15/2024

Welcome to Fariha Athina! 🌸 Dive into a world of fashion, lifestyle, and creativity. Follow me for unique content, inspiring stories, and a touch of glam in your daily feed. Hit subscribe and join the journey!

https://www.facebook.com/100087920165700/subscribe/

Subscribe to Fariha Athina and get exclusive benefits

11/15/2024

😂😂😂

10/24/2024

উচ্চ শিক্ষিত কর্মজীবী নারীকে বিয়ে করা তোমার জন্য কঠিন হবে যদি তুমি নিজে আত্মবিশ্বাসহীন বা তার সফলতা নিয়ে হীনমন্যতায় ভোগ। এমন নারীদের “বড় রেড ফ্ল‍্যাগ” বলা আসলে তোমার নিজের ভয় এবং হীনমন্যতা প্রকাশ করে, তার নয়।

একজন শক্তিশালী, স্বাধীন নারী সম্পর্কের মধ্যে বৃদ্ধির সুযোগ, উচ্চাকাঙ্ক্ষা এবং একটি সম্মিলিত লক্ষ্য নিয়ে আসে। যদি তার শিক্ষা ও ক্যারিয়ারকে তুমি হুমকি হিসেবে দেখো, তাহলে সমস্যাটা আসলে তার মধ্যে নয়, তোমার নিজের চিন্তাধারায়। সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার উপর, একজনকে সীমাবদ্ধ করার মধ্যে নয়।

আর এমন যদি হয়, তুমি এমন কাউকে সামলাতে পারবে না, তাহলে স্পষ্ট করে বলছি—তুমি সেই মেয়েটির জন্য নয়।

Salute that man who has such a big heart ❤️
10/24/2024

Salute that man who has such a big heart ❤️

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।

একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে। এটা অনেক বড় জব, অথচ স্যালারি নেই।

আমি তাকে বলেছি, তোমাকে আমি কতটুকু কি দিতে পারব জানি না, কিন্তু তোমার বাবা মাকে যদি কিছু দিতে ইচ্ছে করে, সেটা যত দামীই হোক আমার মানিব্যাগ থেকে নিয়ে নিবা। এর জন্য আমার পারমিশনও নিতে হবে না। সেই সময়ের জন্য আমার মানিব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি একাউন্ট।

একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমারও দুটো মেয়ে আছে।

আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করি যেভাবে আমার মেয়েদের দেখতে চাই ❤️

©️Masrika

My memories 💔
10/17/2024

My memories 💔

Address

Lake Ridge
Woodbridge, VA

Alerts

Be the first to know and let us send you an email when Fariha Athina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fariha Athina:

Videos

Share