Velki News

Velki News velkinews.com is one of the most popular Bangla news portal based in Bangladesh. Follow:velkinews.com

Velki News is one of the most popular Bangla news portals based in Bangladesh. Latest & breaking news of home and abroad, entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns, and features are included in it.

বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনে অবতরণ করেছে...
01/08/2025

বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনে অবতরণ করেছে...

.bd  BNP Media Cell
01/08/2025

.bd BNP Media Cell

সাইলেন্স 🤫🤫এইটা চিন্তার বাইরে ছিলো
12/18/2024

সাইলেন্স 🤫🤫
এইটা চিন্তার বাইরে ছিলো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস তারেক রহমানসহ সব আসামি
12/01/2024

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস তারেক রহমানসহ সব আসামি

ব্যাংকক! 🫣 তলে তলে টেম্পু চলে, আমরা কইলেই হরতাল! হরতাল! 🫣🫣Rafsan Sabab Xefer  মন্তব্য হয়ে যাক
11/21/2024

ব্যাংকক! 🫣 তলে তলে টেম্পু চলে, আমরা কইলেই হরতাল! হরতাল! 🫣🫣
Rafsan Sabab Xefer
মন্তব্য হয়ে যাক

জুলাই বিপ্লবের স্মৃতি স্মারকঢাবি ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল থেকে সংগৃহীত
11/17/2024

জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক
ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন দেয়াল থেকে সংগৃহীত

11/17/2024

MA

CHAMPIONS! 🇧🇩Bangladesh Women's are the CHAMPIONS of the SAFF Women's Championship 2024! 🏆Congratulations, girls! 👏🏻
11/01/2024

CHAMPIONS! 🇧🇩
Bangladesh Women's are the CHAMPIONS of the SAFF Women's Championship 2024! 🏆
Congratulations, girls! 👏🏻

10/27/2024
Online জরিপ
10/03/2024

Online জরিপ

One day 🥺🫶
09/26/2024

One day 🥺🫶

যমুনা শপিং মলের একটা শো-রুমে শার্ট দেখছি। একটা শার্ট দেখতে বেশ ভালো লাগছে!  এত দামি শার্ট কেনা যাবে না। আমি এখানে মাঝেমধ...
09/20/2024

যমুনা শপিং মলের একটা শো-রুমে শার্ট দেখছি। একটা শার্ট দেখতে বেশ ভালো লাগছে! এত দামি শার্ট কেনা যাবে না। আমি এখানে মাঝেমধ্যে আসি ঘুরে ঘুরে দেখি কখনো কেনা হয় না।
এ সময় হুট করে একজন মহিলা এসে আমাকে জড়িয়ে ধরলেন! আমি কিছুই বুঝতে পারছি না। মহিলা আমাকে জড়িয়ে ধরিয়ে কাঁদতে শুরু করলেন!
আমার কেমন আনইজি লাগছে! মহিলা আমার মায়ের চেয়েও বয়সে বড় হবে।
মহিলা কাঁদো কাঁদো কন্ঠে বলছেন, এতদিন কোথায় ছিলি বাপ? আমার সোনাটা বলেই আমাকে চুমু দিতে শুরু করলেন!
আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। মহিলা আর কঠিন করে আমাকে জড়িয়ে ধরলেন!
আমার কেমন খারাপ লাগছে! এ সময়ে পিছনে তাকিয়ে দেখি এক আপা হাত জোর করে ক্ষমা চাচ্ছে!
আমি কিছুই বুঝতে পারছি না কী করবো?
মহিলা বললেন, "এই শার্ট তোর পছন্দ হয়েছে বাবা?"
আমি কিছুই বললাম না। উনি একইরকম কয়েকটা শার্ট নিয়ে কাউন্টারের দিকে গেলেন।
এ সময় আপুটা দ্রুত আমার কাছে এসে বলল, "কিছু মনে করো না ভাই। উনি আমার মা। আমার ছোটো ভাইটা ছাত্র আন্দোলনে মারা গেছে! ভাইটা দেখতে তোমার মত ছিলো!"
মহিলা আমাকে ইশারায় ডাকছে এদিকে আয় বাবা! আমার এখন কেমন কান্না পাচ্ছে! মহিলার জন্য মায়া হচ্ছে!
আমি ধীরে ধীরে মহিলার কাছে গেলাম। উনি বললেন," আর কিছু কিনবি না বাবা? কতদিন তোকে নিয়ে শপিংয়ে বের হই না!"
আমি বললাম, "আজ আর কিছু কিনব না। আরেকদিন।"
মহিলা বললেন, "চল বিরিয়ানি খাই। তোর পছন্দের বিরিয়ানি! "
একটা রেস্টুরেন্টে বসে আছি। মহিলা আমাকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন! আমার একটু লজ্জা লাগছে! কিছু বলছি না ওনার জন্য কেমন মায়া হচ্ছে।
আমি বললাম, " আপনি খান।"
মহিলা বললেন," তুই আমাকে আপনি বলছিস কেন বাবা? আপুর দিকে তাকিয়ে বলল, এই লুনা দেখ বাবু আমাকে আপনি বলছে!"
আপুর চোখে পানি। উনি ভাঙা গলায় বলল, " মা বাবু এখন বড় হয়েছে না!"
মহিলা বললেন, "এই আইসক্রিম দাও এখানে।"
রেস্টুরেন্টের একজন বলল, "ম্যাডাম এখানে আইসক্রিম নেই।"
মহিলা ক্ষেপে গেলেন," কী আমার বাবুর প্রিয় আইসক্রিম নেই?"
আপুটা দ্রুত উঠে গিয়ে ম্যানেজার কে কিছু বললেন, ম্যানেজার সাথে সাথে জড়ান কন্ঠে বললেন, "এক্ষুনি দিচ্ছি ম্যাডাম।" বলে চোখ চোখ মুছতে মুছতে দ্রুত বেরিয়ে গেলেন।
খাওয়া শেষ করে বের হয়েছি। মহিলা আমার হাত ধরে রেখেছেন। এ সময় গাড়ি থেকে একজন লোক নেমে আসল। আমার সামনে এসে কিছুটা সময় তাকিয়ে রইলেন! লোকটা মনে হয় লুনা আপার বাবা।
লোকটা বলল, "বাবুকে ছাড় সায়লা। ওকে হলে দিয়ে আসতে হবে।"
উনি লোকটার দিকে তাকিয়ে বলল, "বাবুকে হলে দিলা কবে? আমার বাবু হলে থাকবে কেন! ঢাকায় আমার এত বড় বাড়ি। আমি বাবুকে বাড়িতে রাখব।"
"তুমিও বলেছিলে বাবু ওর নিজের মত থাকবে ভুলে গেছ?"
আমি লোকটার দিকে তাকিয়ে আছি। ওনার চোখের কোনায় জ্বল জমেছে!
লোকটা বলল, "বাবু তো তোমার সাথে দেখা করতে আসবেই! "
"সত্যি আসবি বাবা? এতদিন আসলি না কেন!"
অনেক কষ্টে আমার হাত ছাড়ান হলো। আমি গাড়িতে উঠে বসলাম। মহিলা কেমন মায়া মায়া চোখে আমার দিকে আছেন। আমার খুব খারাপ লাগছে!
অনেক সময় পরে লোকটা বললেন, "তোমার নাম কী বাবা?"
"আসিফ।"
"তুমি দেখতে অনেকটা বাবুর মত! লুনা যখন তোমার ছবি পাঠাল। আমি প্রথম দেখে অবাক হয়ে গেছিলাম। তুমি কিছু মনে করো না বাবা।"
আমি কী বলব বুঝতে পারছি না! এদের কষ্টটা বুঝতে পারছি।
উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "বাবু মা*রা গেছে আজ চল্লিশ দিন হলো! সায়লা কে সহজে কিছুই খাওয়ান যাচ্ছে না। এতদিন পরে আজ ওর মুখে হাসি দেখলাম। লুনা বলল, আজ নাকি তোমার সাথে খেয়েছে!"
আমি নীরব হয়ে বসে আছি! আমার খুব খারাপ লাগছে!
"তোমার বাসা কোথায় বাবা?"
"যাত্রাবাড়ী। আপনি আমাকে এখানে নামিয়ে দেন আমি চলে যেতে পারবো।"
উনি কিছুতেই আমাকে নামতে দিলেন না। গাড়ি চলছে।
অনেকটা সময় পরে উনি বললেন," তুমি মাঝে মাঝে সায়লাকে একটু সময় দিতে পারবা? তুমি যখন ফ্রি থাকবা আমাকে ফোন করো আমি গাড়ি পাঠিয়ে দিবো। আমি ভাবতেই পারছিলাম না সায়লাকে কী করে বাঁচিয়ে রাখবো! আল্লাহ তোমাকে পাঠিয়েছেন! "
বাসার সামনে এসে গাড়ি থামল। আমি নীরবে গাড়ি থেকে নেমে গেলাম। অনেকটা সময় গাড়িটা থেমে থাকল!
লেখাঃ Nabil Mahmud

09/15/2024

চাকরি পাওয়ার পরের দিনই গার্লফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম তার বাসায় বাবা মা কে নিয়ে,তাকে না জানিয়ে।আমাদের রিলেশনের কথা ওর মা...
09/11/2024

চাকরি পাওয়ার পরের দিনই গার্লফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম তার বাসায় বাবা মা কে নিয়ে,তাকে না জানিয়ে।

আমাদের রিলেশনের কথা ওর মা জানতো।ওর আম্মুকে বলেছিলাম,আমরা যে ওকে দেখতে আসছি এটা ওরে বলবেন না।প্রায় ৩০ মিনিট ধরে বসে আছি ও সামনে আসছে না।ওর মা কে বললাম পাত্রী কই..!মা বলল ও সামনে আসবে না রুমে কান্নাকাটি করছে।ও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না।ওরে জানিয়ে দিই তুমি আসছো।আমি বললাম নাহ এখন কিছু বলার দরকার নেই,জো!র করে ধ!রে নিয়ে আসেন।রুম থেকে বের হয়ে আমাকে দেখার সাথে সাথে ওর আম্মুর সামনে আমারে জড়িয়ে ধরে হাউ!মাউ করে কান্না শুরু করে দিয়েছিলো।

ঐ দিনই ওর হাতে রিং পরিয়ে দিয়ে আসছিলাম।পরশু সোমবার আমাদের বিয়ে।সবাই আমাদের জন্য দোয়া করবেন ❤️

© sajib bin saif

ছাত্রদের মতো ট্র্যাফিক পুলিশকেও কিছু দিলে তারা যে এতোটা খুশি হবে তা বুঝতে পারিনি। ভ্যাঁপসা গরমে উনি তার কাজ করে যাচ্ছেন।...
09/06/2024

ছাত্রদের মতো ট্র্যাফিক পুলিশকেও কিছু দিলে তারা যে এতোটা খুশি হবে তা বুঝতে পারিনি।
ভ্যাঁপসা গরমে উনি তার কাজ করে যাচ্ছেন। যাওয়া সময় মনে হলো ছাত্ররা কাজ করাতে তাদের কত কিছু দিলাম। এদেরকে কি আমরা কখনো কিছু দেই? তাদের সেলারি খুবই , অল্প যা দিয়ে সংসার চালানো কঠিন। দুপুরে খাওয়াটাও ঠিক মতো হয় না। অন্তত একটু পানি কিনেই দেই!! আবারো মনে হয় পুর্বের কিছু অভিজ্ঞতা তাদের সাথে। এরাই তো সেই ঘুষখোর দের লোক!! থাক ... চলে যাই।
পরে আবার কি মনে করে পেছন ফিরলাম। ঠান্ডা পানি ও জুস কিনে তার কাছে গিয়ে সালাম দিলাম এবং এগুলো দিলাম। সে যে এতোটা খুশি হবে সেটা কল্পনাও করতে পারিনি। এক হাসিতে তার চেহারার সকল কাঠিন্য হাওয়াতে বিলীন হয়ে গেলো।
ছাত্রদের জন্যে যেহেতু করতে পেরেছেন। তাদের জন্যেও সম্ভব হলে কিছু করবেন। হতে পারে আপনাদের ভালোবাসাই তাদের মনকে অল্প অল্প করে পরিবর্তন করে দিবে।
- আবিদ এইচ রাহাত
আর ঘৃণা না, এখন সময়টা ভালোবাসার।

09/05/2024

শহিদি মার্চে প্যালে'স্টাইন এর পতাকা , ৫ সেপ্টেম্বর, ২০২৪

Address

Velki News
Winston-Salem, NC
1215

Alerts

Be the first to know and let us send you an email when Velki News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velki News:

Videos

Share