rakib_khan_rocky

rakib_khan_rocky Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from rakib_khan_rocky, Digital creator, 2522 jacqueline Drive, Wilmington, DE.

12/08/2024
08/05/2024

নতুন স্লোগান
পাঠাও রেমিট্যান্স বাঁচাও দেশ
ঘুরে দাঁড়াবে বাংলাদেশ
প্রবাসীর বাংলাদেশ

08/05/2024

জামায়াতের কাছে দেশ ও দেশ সম্পদ নিরাপদ!

কারোর বাড়ী ঘর ব্যবসায় প্রতিষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবির আঘাত করবেনা।

জামায়াত নেতাদের নির্দেশ।

এটিই ইসলামের সৌন্দর্য !
এই আদর্শ মেনে আনন্দ উৎসব পালন করুন।

আমাদের আদর্শ হোক মুহাম্মদ (সাঃ) আদর্শ !

08/05/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ

08/04/2024

আগামী ২ দিনের কর্মসূচী-
(নেট নাও থাকতে পারে, তাই এখনই জানিয়ে দিন)

৫ ই অগাস্ট (সোমবার)
‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন

ঢাকায়:-
সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ
বিকাল ৫ টায় শহীদ মিনারে নারী সমাবেশ

সারাদেশে:-
বিক্ষোভ ও গণঅবস্থান

৬ ই অগাস্ট (মঙ্গলবার) "লংমার্চ টু ঢাকা”

সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান।

স্থান- শাহবাগ
সময়- দুপুর ২টা

"ছাড়তে হবে ক্ষমতা
ঢাকায় আসো জনতা"

08/04/2024

নাসরুম মিনাল্লহি ওয়া ফাতহুন ক্বরীব।
অর্থাৎ 'আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।'
🤲🇧🇩

08/03/2024

তোর নেতা কাল বিদেশে পালিয়ে যাবে।
তুই কোথায় যাবি?

07/25/2024

"ভেঙ্গে পড়োনা, নিরাশ হয়োনা, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে!"❤️

(সূরা বাকারা, আয়াত: ২১৪)

06/01/2024
ইসলামের ৫ টি মৌলিক ইবাদাতের মধ্যে হজ্জ অন্যতম একটি ইবাদাত। মুমিন সুস্থ সামর্থবান সকলের জন্য হজ্জ ফরজ। এটি একমাত্র ফরজ ঈব...
05/08/2024

ইসলামের ৫ টি মৌলিক ইবাদাতের মধ্যে হজ্জ অন্যতম একটি ইবাদাত। মুমিন সুস্থ সামর্থবান সকলের জন্য হজ্জ ফরজ। এটি একমাত্র ফরজ ঈবাদাত যা আদায় করতে বাইতুল্লাহর সফর করতে হয়। ইহরাম বাঁধা, কাবা তাওয়াফ, সাফা-মারওয়া সাঈ করা, আরাফা ও মুজদালিফায় অবস্থান, জামারায় পাথর নিক্ষেপ, মীনায় কুরবানী, মাথা মুন্ডন ইত্যাদি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হজ্জ সম্পন্ন হয়।

আরবী ভাষায় ‘হজ্জ’ অর্থ যিয়ারতের সংকল্প করা। যেহেতু খানায়ে কা’বা যিয়ারত করার উদ্দেশ্যে মুসলমানরা পৃথিবীর চারদিক থেকে নির্দিষ্ট কেন্দ্রের দিকে চলে আসে, তাই এর নাম রাখা হয়েছে ‘হজ্জ’। কখন কিভাবে হজ্জের সূচনা হয়েছিল, সেই ইতিহাস অত্যন্ত চিত্তাকর্ষক এবং শিক্ষাপ্রদ। গভীর মনোযোগের সাথে সেই ইতিহাস অধ্যয়ন করলে হজ্জের কল্যাণকারিতা হৃদয়ঙ্গম করা সহজ হবে।

হজ্জ মুসলিম মিল্লাতের এক মহাসম্মেলন। পৃথিবীর প্রায় সব জায়গা থেকে লোকজন আল্লাহর দরবারে এসে হাজিরা দেয়। 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে মুখরিত হয়ে উঠে কা'বা প্রাঙ্গণ।

"হজ্জের হাকীকত" বইটি আবুল আ'লা মওদূদী'র হাকীকত সিরিজের অন্যতম একটি পাঠ্য। বইটিতে হজ্জের ইতিহাস সহ মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পুরো বইটি চারটি অধ্যায়ে সাজানো হয়েছে -
১। হজ্জের গোড়ার কথা
২। হজ্জের ইতিহাস
৩। হজ্জের বৈশিষ্ট্য
৪। হজ্জের বিশ্ব সম্মেলন

কারামুক্তির পর মাওলানা মামুনুল হক; “হয়তো খেলা*ফত নয়তো শাহা*দাৎ”
05/05/2024

কারামুক্তির পর মাওলানা মামুনুল হক; “হয়তো খেলা*ফত নয়তো শাহা*দাৎ”

05/05/2024

কি চমৎকার কথা মালা

কেউ জ্ঞানী হতে চাইলে,
কেউ আমলদার হতে চাইলে,
কেউ সম্মানিত হতে চাইলে,
কেউ বিতর্কিত হতে চাইলে,
কেউ সর্বস্বান্ত হতে চাইলে...

মহান আল্লাহ আটকান না; বরং সঠিক এবং ভুল পথ ও পদ্ধতি তার সামনে তুলে ধরেন এবং ইচ্ছাধীন চলতে দেন। সঠিক পথের প্রতি আগ্রহীদের প্রতি আল্লাহর রহমত বর্ষণের কারণে তাঁরা সহজে এগিয়ে যান।

এমনকি দুনিয়ায় তার সুহৃদ বা শত্রুও আটকাতে বা এগিয়ে দিতে পারে না। শুধু দৃষ্টি আকর্ষণ করতে পারে।

মানুষ বড়ই স্বাধীন!

হাফেজ রাশেদুল ইসলাম
সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি

05/05/2024

মানুষ সৃষ্টির সেরা জীব। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ও কৃপা। শুধু সৃষ্টির সেরা বানিয়েছেন তা নয়। সৃষ্টি করেছেন উত্তম গঠন-আকৃতি ও আকর্ষণীয় অবয়বে। দান করেছেন সুস্থ আকল ও জ্ঞান বুদ্ধি।

পবিত্র কালামে আল্লাহতায়ালা বলেন-নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে। (সূরা-৪)। রাসূল (সা.) ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। নবিজি (সা.)-এর উত্তম চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহতায়ালা বলেন-এবং নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের অধিকারী। (সূরা কলম-৪)

মানুষের বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে তার শরীরে। তবে তার অভ্যন্তরীণ সৌন্দর্য হলো তার চরিত্র বা আচার ব্যবহারে। শুধু চেহারার রূপ-লাবণ্যে মানুষ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। যার আখলাক বা স্বভাব চরিত্র যত উন্নত ও অমায়িক সেই আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছেও তত সম্মান ও শ্রদ্ধার পাত্র।

হজরত উসামা ইবনু শারিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবি কারিম (সা.)-এর কাছে এমনভাবে বসে ছিলাম মনে হয় আমাদের মাথার ওপর পাখি বসে আছে। আমাদের কেউই কোনো কথা বলছিল না। হঠাৎ কিছু মানুষ এলো এবং বলল, আল্লাহর কাছে কোন বান্দা সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ (সা.) বললেন, যে সবচেয়ে বেশি চরিত্রবান (সে-ই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা)। (সিলসিলা সহিহা, ১৩)।

মানুষের সঙ্গে ভালো আচরণ করা অতি প্রশংসনীয় গুণ। একটু হাসিমুখে কথা বলা। ঝগড়াঝাঁটি এড়িয়ে চলা। এগুলো খুবই দামি আমল। বাহ্যত দৃষ্টিতে হালকা মনে হলেও হাশরের ময়দানে আমলের বাটখারায় তা খুবই ওজন হবে।

হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, হজরত আবু দারদা (রা.) রাসূলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, মিজানে (কিয়ামত দিবসে পাপ-পুণ্য মাপার পাল্লায়) সর্বাপেক্ষা ভারী বস্তু হলো, উত্তম চরিত্র। (সিলসিলা সহিহা-৯)।

আল্লাহ আমাদের তার প্রিয় বান্দা (গোলাম) হওয়ার তাওফিক দান করুণ (আমিন)

05/05/2024

হে আমাদের প্রতিপালক! আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান কর, যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও
(সূরা : ফুরকান, আয়াত : ৭৪)

হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী
(সূরা : আল-ইমরান : আয়াত ৩৮)

হে আমার রব! আমাকে সৎ, কর্মপরায়ণ সন্তান দান করুন
(সূরা : আস-সাফফাত, আয়াত : ১০০)

02/20/2024

Address

2522 Jacqueline Drive
Wilmington, DE
19810

Telephone

+13025433136

Website

Alerts

Be the first to know and let us send you an email when rakib_khan_rocky posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to rakib_khan_rocky:

Share