ẞx Rifat

ẞx Rifat - মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়

- Adjustment & Sacrifice🙂

01/20/2024

10/29/2023
10/24/2023

আহা কি ভালোবাসা 🥰

#নাটক

03/24/2023

🔷এক পোস্টে গুচ্ছের সব প্রশ্নের উত্তর -

✅পরীক্ষা কখন হবে?
বাণিজ্য - ২০ মে, মানবিক - ২৭ মে, বিজ্ঞান - ০৩ জুন

✅নেগেটিভ মার্ক আছে?
- হ্যাঁ, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।

✅ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে?
-না

✅আবেদন যোগ্যতা বাড়বে বা কমবে কিনা?
- সার্কুলার দিলে বলা যাবে।
গতবারের আবেদন যোগ্যতা ছিল- বিজ্ঞান ৮.০০,মানবিক ৬.০০ এবং ব্যবসা ৬.৫০।

✅পরীক্ষা পদ্ধতি কেমন?
১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা,সময় ১ ঘন্টা,কোনো লিখিত নেই।

✅সেকেন্ড টাইম আছে?সেকেন্ড টাইমার দের নম্বর কাটে?

-হ্যাঁ সেকেন্ড টাইম আছে এবং কোনো নম্বর কাটে না।

✅নিজ বিভাগে পরীক্ষা হবে?

-বিভাগ বলতে আলাদা কিছু নেই,গুচ্ছের অন্তর্ভুক্ত ২২ টা বিশ্ববিদ্যালয় গুচ্ছের কেন্দ্র।তুমি আবেদনের সময় ২২ বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র হিসেবে চয়েজ দিতে পারবে এবং ওখানেই তোমার পরীক্ষা হবে।এখন তোমার জেলায় যদি কোনো বিশ্ববিদ্যালয় না থাকে এক্ষেত্রে পাশ্ববর্তী জেলার কোনো বিশ্ববিদ্যালয় চয়েক দিবে।

✅রেজাল্ট কতদিন পর দেয়?
-পরীক্ষার ২-৩ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়।

✅কত পেলে ভালো বিশ্ববিদ্যালয় আর সাবজেক্ট পাবে?
৬০ পেলে মোটামুটি ভালো বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পাবে।এছাড়া ৫৫ পেলে আশা রাখতে পারবে তুমি কোনো না কোন সাবজেক্ট পাবেই।তবে প্রশ্নের উপর অনেক কিছু ডিপেন্ড করে।

✅বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়া যাবে?

-না,গুচ্ছে বিভাগ পরিবর্তনের আলাদা ইউনিট নেই।তোমাকে নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পরবর্তীতে চাইলে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট পড়ার সুযোগ দেয়া হবে।

✅গুচ্ছের জন্য কোন বই পড়বে?
তোমার এইচএসসির মেইন বইগুলো + যে কোনো প্রকাশনীর একটা বই কিনে পড়বে।

এ ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন সবার আগে পেতে আইডিতে ফেন্ড রিকুয়েষ্ট দিয়ে রাখো অথবা ফলো করো।

সবার জন্য দোয়া ও শুভকামনা রইল
হেলাল উদ্দীন, রাবি

03/24/2023

সারাদিন ফেসবুক মেসেঞ্জারে অনলাইনে দেখতে পাওয়া বন্ধুটাকে এডমিশনে চান্স পাইতে দেখে হতাশ হয়ে তোমরা জিজ্ঞাসা করবা,
– কি রে তুই কিভাবে চান্স পাইলি? 🤨🤨
সে উত্তর দিবে,
– আল্লাহর রহমতে পাইয়া গেসি, পড়াশোনা না করেই। 🤧🤧🤧
জুনিয়রদের মোটিভেশান দিবে,
– পড়াশোনা করা ছাড়াও এডমিশনে চান্স পাওয়া যায়। 🥱🥱🥱
Behind the scene:
ডাটা কানেকশানটা অন করি, একটিভ স্ট্যাটাসটা অন রাখি, ফোন সাইলেন্ট রেখে এবার পড়তে বসে যাই। সবাই দেখুক আমি অনলাইনে আছি, আর এই ফাঁকে কুপাইয়ে পড়ে ফেলি 🥱🥱🥱

03/23/2023

💗ধাঁধা,,💗
বাজার থেকে ১০ টা ডিম আনলাম তিন টা ডিম ভাংলাম তিনটা ডিম ভাজলাম তিনটা ডিম খেলাম তাইলে অবশিষ্ট কয়টা ডিম থাকলো।

03/23/2023

আমি তোমাকে ছাড়া বাঁচবো না এটা কাদের স্বভাব 🤦‍♂️ছেলে দের 🤦‍♂️
না 🤦‍♀️মেয়েদের🤦‍♀️

03/22/2023

"মেয়েটি হাসতে হাসতে পুকুরে পড়ে
গেলো।"তোমাদের আঞ্চলিক ভাষায় কিভাবে বলে.!🙂🤭

03/22/2023

ঢাবি বিজ্ঞানে ১৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়বে প্রায় ৬৯ জন🙂

03/20/2023

হাবাতে ভাত খায়
মাছ খায় গিলে
পানি খায় চিবিয়ে
কাটা ফুটে গালে🤭

03/19/2023

•অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায় !!🙆🤦

•এটার ইংরেজি কি হবে??🤷

03/19/2023

𝗝𝗔𝗡 কাজী অফিসে 𝙅𝙖𝙗𝙖 .🥺🙈

03/19/2023

দুই বোনের মধ্যে যাকে দেখে বড় মনে হবে সেই আসলে ছোট!😂

03/19/2023

-আপনার রাতের পড়ার শব্দ যেন অন্যের বাসায় ঝাড়ুর বারির কারণ না হয়..!

নিজে কম পড়ুন অন্যকে ভালো রাখুন!
ধন্যবাদ...!🤣🤭

03/19/2023

খুশির সংবাদ কি জানেন?
রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়!
- আলহামদুলিল্লাহ❤️

03/19/2023

ইডেন কলেজে চান্স পেতে প্রয়োজন মেধা, শরীর ও শক্ত মজবুত চুল🤣🤣

03/19/2023

ষষ্ঠ-সপ্তম শ্রেণির গণিত বই যেন শিশু-কিশোরদের জন্য লেখা গল্পের বই !

03/18/2023

School এ কিসের জন্য
Famous ছিলেন ?

Address

সোনারগাঁও জনপদ
Williamsburg, OH
210192

Alerts

Be the first to know and let us send you an email when ẞx Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ẞx Rifat:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Williamsburg

Show All