03/24/2023
🔷এক পোস্টে গুচ্ছের সব প্রশ্নের উত্তর -
✅পরীক্ষা কখন হবে?
বাণিজ্য - ২০ মে, মানবিক - ২৭ মে, বিজ্ঞান - ০৩ জুন
✅নেগেটিভ মার্ক আছে?
- হ্যাঁ, প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
✅ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে?
-না
✅আবেদন যোগ্যতা বাড়বে বা কমবে কিনা?
- সার্কুলার দিলে বলা যাবে।
গতবারের আবেদন যোগ্যতা ছিল- বিজ্ঞান ৮.০০,মানবিক ৬.০০ এবং ব্যবসা ৬.৫০।
✅পরীক্ষা পদ্ধতি কেমন?
১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা,সময় ১ ঘন্টা,কোনো লিখিত নেই।
✅সেকেন্ড টাইম আছে?সেকেন্ড টাইমার দের নম্বর কাটে?
-হ্যাঁ সেকেন্ড টাইম আছে এবং কোনো নম্বর কাটে না।
✅নিজ বিভাগে পরীক্ষা হবে?
-বিভাগ বলতে আলাদা কিছু নেই,গুচ্ছের অন্তর্ভুক্ত ২২ টা বিশ্ববিদ্যালয় গুচ্ছের কেন্দ্র।তুমি আবেদনের সময় ২২ বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র হিসেবে চয়েজ দিতে পারবে এবং ওখানেই তোমার পরীক্ষা হবে।এখন তোমার জেলায় যদি কোনো বিশ্ববিদ্যালয় না থাকে এক্ষেত্রে পাশ্ববর্তী জেলার কোনো বিশ্ববিদ্যালয় চয়েক দিবে।
✅রেজাল্ট কতদিন পর দেয়?
-পরীক্ষার ২-৩ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়।
✅কত পেলে ভালো বিশ্ববিদ্যালয় আর সাবজেক্ট পাবে?
৬০ পেলে মোটামুটি ভালো বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পাবে।এছাড়া ৫৫ পেলে আশা রাখতে পারবে তুমি কোনো না কোন সাবজেক্ট পাবেই।তবে প্রশ্নের উপর অনেক কিছু ডিপেন্ড করে।
✅বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়া যাবে?
-না,গুচ্ছে বিভাগ পরিবর্তনের আলাদা ইউনিট নেই।তোমাকে নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে পরবর্তীতে চাইলে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট পড়ার সুযোগ দেয়া হবে।
✅গুচ্ছের জন্য কোন বই পড়বে?
তোমার এইচএসসির মেইন বইগুলো + যে কোনো প্রকাশনীর একটা বই কিনে পড়বে।
এ ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন সবার আগে পেতে আইডিতে ফেন্ড রিকুয়েষ্ট দিয়ে রাখো অথবা ফলো করো।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল
হেলাল উদ্দীন, রাবি