03/27/2024
২৬শে মার্চ উদযাপন হয়ে গেলো স্বাধীনতা দিবস।
স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ!
৫৪ বছর পরে এখন মনে হচ্ছে দেশ স্বাধীন না হলেই ভালো হতো!
দিনের পর দিন ভিন্ন মতাবলম্বী ও ভিন্নধর্মী মানুষের উপর যেভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হয় তাতে মনে হয় দেশটা স্বাধীন হয়নি।
শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর শান্তির ধর্মের ধর্মীয় সন্ত্রাসীরা যেভাবে আঘাত করছে ৭১'র পাকিস্তানকেও হার মানাচ্ছে! চাপিয়ে দেয়ার সংস্কৃতি মেনে নিতে পারিনি বলেই আমরা পাকিস্তান থেকে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে আলাদা হয়েছিলাম। আলাদা হওয়ার ৫৪ বছর পরেও বাংলাদেশ চাপিয়ে দেয়ার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। নিজ দেশেই সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেয়ার সংস্কৃতি চালু রেখেছে!
নিজ দেশের সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে আরেকটা মুক্তিযুদ্ধ খুব অত্যাবশ্যক হয়ে পড়েছে। যেভাবেই হোক সাম্প্রদায়িক সন্ত্রাসীদের থেকে বাংলাদেশকে মুক্ত করে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে হবে। কেবলমাত্র তখনই ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের ত্যাগ যথাযথ মর্যাদা পাবে!