উপলব্ধি

উপলব্ধি নারীবাদী, মানববাদী, অসাম্প্রদায়িক।

২৬শে মার্চ উদযাপন হয়ে গেলো স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ!৫৪ বছর পরে এখন মনে হচ্ছে দেশ স্বাধীন না হলেই ভালো...
03/27/2024

২৬শে মার্চ উদযাপন হয়ে গেলো স্বাধীনতা দিবস।

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ!
৫৪ বছর পরে এখন মনে হচ্ছে দেশ স্বাধীন না হলেই ভালো হতো!
দিনের পর দিন ভিন্ন মতাবলম্বী ও ভিন্নধর্মী মানুষের উপর যেভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হয় তাতে মনে হয় দেশটা স্বাধীন হয়নি।

শিল্প, সাহিত্য, সংস্কৃতির উপর শান্তির ধর্মের ধর্মীয় সন্ত্রাসীরা যেভাবে আঘাত করছে ৭১'র পাকিস্তানকেও হার মানাচ্ছে! চাপিয়ে দেয়ার সংস্কৃতি মেনে নিতে পারিনি বলেই আমরা পাকিস্তান থেকে ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে আলাদা হয়েছিলাম। আলাদা হওয়ার ৫৪ বছর পরেও বাংলাদেশ চাপিয়ে দেয়ার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। নিজ দেশেই সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপর চাপিয়ে দেয়ার সংস্কৃতি চালু রেখেছে!

নিজ দেশের সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে আরেকটা মুক্তিযুদ্ধ খুব অত্যাবশ্যক হয়ে পড়েছে। যেভাবেই হোক সাম্প্রদায়িক সন্ত্রাসীদের থেকে বাংলাদেশকে মুক্ত করে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে হবে। কেবলমাত্র তখনই ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা-বোনের ত্যাগ যথাযথ মর্যাদা পাবে!

03/24/2024
আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। আমি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নারীপুরুষ সমধিকারে বিশ্বাস করি এবং সমধিকার নিশ্চিত করা চাই।...
03/08/2024

আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। আমি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নারীপুরুষ সমধিকারে বিশ্বাস করি এবং সমধিকার নিশ্চিত করা চাই। আমি নারীকে শারীরিক শক্তি দিয়ে বিচারের ঘোর বিরোধী। শারীরিক শক্তি দিয়ে বিচার না করে নারীকে তার শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, সৃষ্টিশীলতা, মননশীলতা দিয়ে বিচার করি। এবং এসব প্যারামিটারে নারী অনেক ক্ষেত্রেই পুরুষের চেয়ে বহুগুণ এগিয়ে থাকে। নারী স্বাধীনতা বলতে যারা শুধু ন্যাং/টা হয়ে চলাফেরা মনে করে তাদের প্রতি আমার সমবেদনা।

আমি নারীবিদ্বেষ বিরোধী। নারীর প্রতি যেকোনো অযৌক্তিক, অসম্মানজনক আচরণের তীব্র প্রতিবাদী আমি। নারীকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা, গৃহাভ্যন্তরে আটকিয়ে রাখা, স্বামীর দাসত্ব করানো এসবের ঘোর বিরোধী আমি। স্বামী হিসেবে জুজুর ভয় দেখিয়ে, ফেরেশতার অভিশাপের ভয় দেখিয়ে নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের বিরোধী আমি। আমি এটাকে বৈবাহিক ধর্ষণ বলে মনে করি। ধর্ষণের আন্তর্জাতিক সংজ্ঞানুযায়ীও এটা ধর্ষণ বলে গণ্য।

যে রাষ্ট্রের জনগণ যতদিন পর্যন্ত তার নারীকে শস্যক্ষেত মনে করবে, তরমুজ মনে করবে, নারীকে সন্তান উৎপাদনের কারখানা হিসেবে বিবেচনা করবে নিশ্চিত করে বলা যায় সেই রাষ্ট্র উন্নতি করতে পারবে না। যে সমাজে নারীকে ০পবিত্র, ০শুভ হিসেবে ট্রিট করা হয়, নারীকে চতুষ্পদ jontur চোখে দেখা হয়, নারীকে নিষিদ্ধ বস্তু হিসেবে বিবেচনা করা হয় সেই সমাজ অমানিশার অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে এবং নিমজ্জিত থাকবে।

একজন নারী যেমন একজন পুরুষ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে একজন পুরুষও নারী ছাড়া সম্পূর্ণ নয়। আমি মনে করি নারী এবং পুরুষ একটা সাইকেলের দুইটা চাকা। সাইকেল যেমন একটা চাকার উপর ভর করে চলতে পারে না তেমনই শুধু পুরুষের উপর নির্ভর করে একটা জাতি, রাষ্ট্রের উন্নতি কল্পনা করা কল্পনাতেও সম্ভব নয়। নারীকে 'ভোগ্যপণ্য' নয় বরং নারীকে যারা 'মানুষ' হিসেবে ট্রিট করে তাদের প্রতি রইলো আমার সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা।

আন্তর্জাতিক নারী দিবসে
বিশ্বের সকল মা, সকল নারীর
প্রতি শুভেচ্ছা ও সম্মান প্রদর্শন করছি।

'বাংলাটা আমাদের বেহাত হয়ে যাচ্ছে'--------------বাংলাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যারা মাতৃভাষার জন্য জীবন বিসর্জন দিয়েছিল। ল...
02/23/2024

'বাংলাটা আমাদের বেহাত হয়ে যাচ্ছে'
--------------
বাংলাদেশ পৃথিবীতে একমাত্র দেশ যারা মাতৃভাষার জন্য জীবন বিসর্জন দিয়েছিল। লাখো শহিদের রক্তে অর্জিত এই বাংলা ভাষাকে ভুলে যাওয়া নিমকহারামজাদার চরিত্রকেই ফুটিয়ে তুলে। যারা ইতিহাস ভুলে যায়, যারা জন্মের ইতিহাস ভুলে যায় তারা দূর্ভাগা, তারা মানুষ নয়।

বাংলাদেশের মানুষ জন্ম-পরিচয়হীন অমানুষে রুপান্তরিত হচ্ছে দিনদিন। এদের চলনে-বলনে, আচরণে আজকাল অতিমাত্রায় মরুসংস্কৃতির ব্যবহার পরিলক্ষিত হয়। নিজের ভাষা বাদ দিয়ে মরুভূমির ভাষায় কথা বলাটাকে এরা গর্বের মনে করে! কী অবনমন এদের! আমাদের বাংলাটা বেহাত হয়ে যাচ্ছে দিনদিন।

আরবি কথাটাই বাংলায় অর্থ করে বলুক। এমন তো না যে সৃষ্টিকর্তা বাংলা বুঝে না। বুক ফুলিয়ে শুক্রবারকে জুম্মাবার বলে। বিকেলকে বাদাছর বলে। সন্ধ্যাকে বাদ মাগরিব বলে। কথায় কথায় ইনশাল্লা, আলহামদুলিল্লাহ, মাশাল্লা বলে। ধন্যবাদ না দিয়ে জাজাকাল্লাহ খাইরান বলে! কী লজ্জা!

রক্তে অর্জিত বাংলা ভাষায় একটা শব্দও শুদ্ধভাবে লিখতে পারে না, বলতে পারে না অথচ ভিনদেশি মরুভূমির ভাষায় ব্যবহৃত শব্দটা যাতে নির্ভুল হয় সেদিকে তার শতভাগ খেয়াল থাকে। আবার অন্যকে শুদ্ধ করেও দেয়! 'ইনশাল্লাহ' হবে না 'ইন শা আল্লাহ' লিখতে হবে! জিজ্ঞেস করে দেখুন নিজের নামটা শুদ্ধ করে লিখতে পারবে না! কী লজ্জা! কী লজ্জা!

নাটক, সিনেমার অশ্লীল শব্দ, বাচনভঙ্গি এগুলোর কথা নাই বা বলি। আমাদের নাটক সিনেমাগুলোও বেহাত হয়ে যাচ্ছে।

বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের প্রধান ভাষা। জীবনের প্রয়োজনে দ্বিতীয় প্রধান ভাষা হিসেবে ইংরেজি শিখি, শিখতে বাধ্য। সকল মানুষের কাছে তার মাতৃভাষা প্রিয় ও সর্বশ্রেষ্ঠ। একজন বাংলাদেশি হিসেবে, একজন বাঙালি হিসেবে আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা হচ্ছে বাংলা। একজন বাঙালি হিসেবে বাংলার চেয়ে পবিত্র, শ্রুতিমধুর, সুন্দর ভাষা পৃথিবীতে একটাও নাই। এই সর্বশ্রেষ্ঠত্বকে যারা অস্বীকার করে ভিনদেশী ভাষায় গর্ববোধ করে তারা মানুষ না। জন্মের ইতিহাস যারা ভুলে যায় তারা মানুষ না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসে সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছিলেন তাদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি। জীবিত থাকা সকল ভাষাসৈনিকের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা।

আসুন শুদ্ধ বানানে বাংলা লিখি ও ব্যবহার করি।
ভিনদেশির ভাষায় বানান ভুল হতেই পারে। কিন্তু মায়ের ভাষায় বানান ভুল হওয়া লজ্জাজনক।

©️Positive Expression

এটা আমার এলাকার ঘটনা।আমি উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্র আসার তথাকথিত অপরাধে যে মানুষগুলো আমার পরিবারকে সমাজচ্যুত করেছিলো তা...
02/16/2024

এটা আমার এলাকার ঘটনা।
আমি উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্র আসার তথাকথিত অপরাধে যে মানুষগুলো আমার পরিবারকে সমাজচ্যুত করেছিলো তাদের পরিবারই আজ Khuni. নিজ হাতে নিরপরাধ একজন সিএনজি চালককে gola কে/টে ❌ত্যা করেছে।

ভুক্তভোগীর পরিবারের বক্তব্য অনুযায়ী এই ভয়ংকর অপরাধীকে বাঁচানোর জন্য এলাকার জনপ্রতিনিধি কাজ করছেন। যদি এই KHUNIR বিচার না হয় তাহলে বুঝবেন এলাকার জনপ্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করে অপরাধীকে বাঁচিয়ে দিয়েছে।

সেদিন যদি আমাদের সাথে ঘটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাহলে আজকে এই মানুষটাকে মরতে হতো না।
আর কবে আপনাদের ঘুম ভাঙবে?

02/10/2024

তিশা এবং মুশতাকের বয়সের ব্যবধানের কারণে বইমেলা থেকে এই দম্পতিকে বের করে দেওয়া হয়েছে!

একজন মানুষ কাকে বিয়ে করবে, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে খেলাধুলা করবে, কার সাথে মিশবে, কার সাথে প্রেম করবে, লাল জামা পরবে নাকি নীল জামা পরবে, শার্ট-প্যান্ট পরবে নাকি শাড়ি পরবে এসব ব্যক্তির ব্যক্তিগত বিষয়। যারা অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলায় তাদেরকে আমি মানুষ মনে করি না।

মুসতাক এবং তিশার সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

প্রগতির কথা শুনলে যাদের গায়ে জ্বলা ধরে এরাই অশিক্ষিত। যুক্তির কথা শুনলে যাদের গায়ে জ্বলা ধরে এরাই অশিক্ষিত, মধ্যযুগীয়, b...
02/06/2024

প্রগতির কথা শুনলে যাদের গায়ে জ্বলা ধরে এরাই অশিক্ষিত।
যুক্তির কথা শুনলে যাদের গায়ে জ্বলা ধরে এরাই অশিক্ষিত, মধ্যযুগীয়, borbor। সাম্যের কথা, স্বাধীনতার কথা শুনলে যাদের চুলকানি শুরু হয় এরাই উ/গ্র/বা/দী।

ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবার সমান অধিকার, সমান সুযোগ, সমান মর্যাদার কথা শুনলে যাদের গাত্রদাহ হয় এরাই ধর্মান্ধ, এরাই সাম্প্রদায়িক। নারী স্বাধীনতা, বিজ্ঞানমনস্কতার কথা শুনলে যারা চিংড়ি মাছের মতো লাফালাফি করে এরাই ধ/র্মা/ন্ধ, গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্ন, borbor, অন্ধকারযুগীয়। এদের থেকে সাবধান থাকতে হবে। কারণ এরা সুযোগ পেলেই একটা সভ্যতাকে নিমিষেই ০সভ্য, বর্বর বানিয়ে দিতে পারবে। নিমিষেই এরা শান্তিপূর্ণ পৃথিবীকে অশান্ত করে দিতে পারে।

এদেরকে লাইনে আনার জন্য এরা যা যা অপছন্দ করে আপনাকে সেগুলোই বেশি বেশি করে করতে হবে। এরা আপনার যে প্রগতিশীল কাজ দেখে টেংরা মাছের মতো লাফালাফি করে সেই কাজটি দেখিয়ে দেখিয়ে, খেঁকিয়ে খেঁকিয়ে আরও বেশি বেশি করে করতে হবে। দেখবেন একটা সময় সয়ে গেছে। বেশিরভাগই লাইনে চলে আসবে। এবং এভাবেই আসতেছে।

একটা উদাহরণ দিই।
ধরেন আপনি একজন মেয়ে এবং আপনি টিপ পরেন।
আপনার টিপ পরা দেখে কোনো এক ধর্মান্ধ গোষ্ঠী চিংড়ি মাছের মতো লাফালাফি শুরু করলো। আপনাকে যা ইচ্ছা তা গালাগালি শুরু করলো, টিপের বিরুদ্ধে তার ধর্মের নষ্টামি আপনার সামনে তুলে ধরতেছে। আপনি তখন কী করবেন?

আপনি যদি তার লাফালাফি, গালাগালি দেখে টিপ পরা বন্ধ করে দেন তাহলে সে আপনে পেয়ে গেল। তার উদ্দ্যেশ্য সফল হয়ে গেল। আগামীকাল সে আপনার আরেকটা ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাতে আসবে এবং বলবে আপনি শাড়ি পরেন কেন? বোরকা পরেন না কেন ইত্যাদি! আগের ঘটনার মতো আপনাকে তার চাহিদা মেনে নিতে হবে। এটার জন্য আপনিই দায়ী। ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর জন্য আপনাদের উচিত ছিল প্রথম দিন থেকেই প্রতিবাদ করে আসা।

তাহলে আপনার জবাব কী হতে পারে? আপনার জবাব হবে পরের দিন থেকে আরও বেশি করে টিপ পরা। যেহেতু টিপ পরা আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনার নিজের বা বাপের টাকায় পরেন সেহেতু দোকানের সবচেয়ে বড়ো টিপ'টাই কপালে লাগাবেন। আগে ছোটো পরায় দেখা যেত না এখন অনেক বড়ো টিপ পরবেন যাতে অনেক দূর থেকেও দেখতে পারে আর রাগে-দুঃখে পৃথিবীর সবচেয়ে ঝাঁঝালো মরিচের মতো জ্বলতে থাকে। কিছু কইতেও পারবে না সইতেও পারবে না। এটাই হবে যুক্তি-বুদ্ধি সম্পন্ন একজন মানুষের জবাব।

✍️
Positive Expression

সকালে আপেল জুস খাওয়ার একটা ছবি দিয়েছিলাম তাতেই কমেন্ট বক্সে ধর্মান্ধ মুমিনের ওয়াজ শুরু হয়ে গেছে। কাহিনী কী বুঝলাম না! আস...
01/26/2024

সকালে আপেল জুস খাওয়ার একটা ছবি দিয়েছিলাম তাতেই কমেন্ট বক্সে ধর্মান্ধ মুমিনের ওয়াজ শুরু হয়ে গেছে।

কাহিনী কী বুঝলাম না!
আসিফ মাহতাব যখন বলে মদের গ্লাসে আপেল জুস খায় তখন সবাই তাকে বাহ বাহ দেয় আর আমি আপেল জুস খেলেই যত সমস্যা!

আমি মদের গ্লাসে আপেলের জুস খাচ্ছি।  আপনারা আবার অন্যকিছু ভাবিয়েন না😁
01/25/2024

আমি মদের গ্লাসে আপেলের জুস খাচ্ছি। আপনারা আবার অন্যকিছু ভাবিয়েন না😁

Chaগোল শুধু বাংলাদেশে না আমেরিকাতেও Chaগোল আছে...
01/24/2024

Chaগোল শুধু বাংলাদেশে না আমেরিকাতেও Chaগোল আছে...

বাংলাদেশের ধর্মান্ধ মুমিনদের কাছে ট্রান্সহুজুর সমস্যা না, সমস্যা ট্রান্সজেন্ডার মানুষ!
01/24/2024

বাংলাদেশের ধর্মান্ধ মুমিনদের কাছে ট্রান্সহুজুর সমস্যা না, সমস্যা ট্রান্সজেন্ডার মানুষ!


দেওয়া কিভাবে দাওয়াহ হয় আর দোয়া কিভাবে দোয়াহ হয়? এ কেমন শিক্ষক যার এক লাইন লিখতে ১০ টা বানান ভুল হয়।তাও আবার বাংলা বানান!
01/23/2024

দেওয়া কিভাবে দাওয়াহ হয় আর দোয়া কিভাবে দোয়াহ হয়?

এ কেমন শিক্ষক যার এক লাইন লিখতে ১০ টা বানান ভুল হয়।তাও আবার বাংলা বানান!

01/23/2024

কিছু Chaগোল ব্রাকের সব প্রতিষ্ঠান বয়কট করার কথা বলে উল্টো ব্রাকের প্রচার করে দিচ্ছে।
এইজন্যই বলি ধর্মান্ধ মুমিন মানেই বিনোদন 🤣

01/22/2024

ব্র‍্যাক তো লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে কাজ করতো জানতাম!
জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করতো! এখন কি করে না?
যদি করে তাহলে তাদের সহযোগী প্রতিষ্ঠান ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে #আফিসমাহমুদউৎসের মতো ধর্মান্ধ, লিঙ্গবিদ্বেষী, ঘৃণাজীবী মাদ্রাসা চা goo শিক্ষকতা করে কীভাবে?

আসিফ মাহমুদ নামক ধর্মান্ধের মতো যারা ভিন্ন লিঙ্গের মানুষ সম্পর্কে ঘৃণা ছড়ায় এরা মানুষ না। তাদের ধর্ম যদি ভিন্ন লিঙ্গের মানুষ সম্পর্কে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে তাহলে সেটা কোনো মানুষের ধর্ম না।



✍️Positive Expression

নারীর এই অদম্য অগ্রযাত্রা আত্মমর্যাদাহীন, আত্মবিশ্বাসহীন, পরনির্ভরশীল নারীদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় উদাহরণ হয়ে থাকুক। ...
01/05/2024

নারীর এই অদম্য অগ্রযাত্রা আত্মমর্যাদাহীন, আত্মবিশ্বাসহীন, পরনির্ভরশীল নারীদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় উদাহরণ হয়ে থাকুক। যেসব পুরুষতান্ত্রিক পুরুষ ও পুরুষের দাসী নারী কথায় কথায় বলে নারীরা দূর্বল, নারীর বুদ্ধি com, নারী শস্যক্ষেত তাদের মুখে juta দেয়ার জন্য এক মারুফা আক্তার যথেষ্ট। পুরুষ যদি শক্তিশালী হতো তাহলে বাংলাদেশ থেকে আইসিসি সেরা পুরুষ হতে পারলো না কেন?

তারমানে মানুষকে তার শারীরিক শক্তি দিয়ে বিবেচনা করতে নেই। শারীরিক শক্তি দিয়ে বিচার না করে মানুষকে তার শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, সৃষ্টিশীলতা, মননশীলতা দিয়ে বিচার করা উচিত এবং এসব প্যারামিটারে নারী অনেক ক্ষেত্রেই পুরুষের চেয়ে বহুগুণ এগিয়ে থাকে আবার অনেক পুরুষ অন্য পুরুষের চেয়েও এগিয়ে থাকে।

প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানীর কোন সার্টিফিকেট লাগে না।তার প্রমাণ আরজ আলী মাতুব্বর। কখনও স্কুলের বারান্দায় না গিয়েও হয়েছ...
12/18/2023

প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানীর কোন সার্টিফিকেট লাগে না।
তার প্রমাণ আরজ আলী মাতুব্বর। কখনও স্কুলের বারান্দায় না গিয়েও হয়েছেন নামকরা দার্শনিক। শুধুমাত্র নিজের মেধা, প্রজ্ঞা, যৌক্তিক, দূরদর্শী চিন্তার কারণে তিনি অনেকের আদর্শ হতে পেরেছেন।

হাজারো মানুষকে আলোকিত করা এই মহান মানুষটির আজ জন্মদিন। তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। শুভ জন্মদিন।

"বিবাহ হইলে বালিকা ভাবে, 'যাহা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল!’ কোনো কোনো বালিকা রন্ধন ও সূচীকৰ্ম্মে সুনিপুণা হয়। বঙ্গ...
12/09/2023

"বিবাহ হইলে বালিকা ভাবে, 'যাহা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল!’ কোনো কোনো বালিকা রন্ধন ও সূচীকৰ্ম্মে সুনিপুণা হয়। বঙ্গদেশের বালিকাদিগকে রীতিমত বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। কেহ কেহ উর্দু পড়িতে শিখে, কিন্তু কলম ধরিতে শিখে না। ইহাদের উন্নতির চরম সীমা সল্‌মা চুমকির কারুকার্য, উলের জুতা-মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত"

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন’র জন্ম- মৃত্যু দিবস আজ। এই ক্ষণজন্মা মহীয়সীর জন্মদিনে অভিনন্দন ও প্রয়াণদিবসের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

12/09/2023

উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থা দেখেও আমাদের দেশের পন্ডিতমশাইদের জ্ঞান বাড়ে না। গতানুগতিক মুখস্থ পড়াশোনা থেকে বের হয়ে এগিয়ে যাক আমাদের শিক্ষাব্যবস্থা।

এরা ভালোই বিনোদন দিতে পারে 🤣
12/09/2023

এরা ভালোই বিনোদন দিতে পারে 🤣

যারা পড়াশোনাকে আনন্দ হিসেবে না নিয়ে ভিক্ষাবৃত্তিকে পড়াশোনা হিসেবে নিতে বাধ্য করতেছে তাদেরই শুধুমাত্র বর্তমান শিক্ষাব্যবস...
12/06/2023

যারা পড়াশোনাকে আনন্দ হিসেবে না নিয়ে ভিক্ষাবৃত্তিকে পড়াশোনা হিসেবে নিতে বাধ্য করতেছে তাদেরই শুধুমাত্র বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে সমস্যা।

11/14/2023

শুনতে পারেন..

‘নারীকে শারীরিক শক্তি দিয়ে বিচার না করে নারীকে তার শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, সৃষ্টিশীলতা, মননশীলতা দিয়ে বিচার ...
11/09/2023

‘নারীকে শারীরিক শক্তি দিয়ে বিচার না করে নারীকে তার শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, সৃষ্টিশীলতা, মননশীলতা দিয়ে বিচার করতে হবে। এবং এসব প্যারামিটারে নারী অনেক ক্ষেত্রেই পুরুষের চেয়ে বহুগুণ এগিয়ে থাকে।’

নারী যখন নিজেকে পুরুষের দাস, স্বামীর দাস, অন্যের পুতুল, নারী কোমল, নারী আস্তেধীরে কথা বলবে, নারী মাথানিচু করে পথ চলবে, নারী দূর্বল, নারী বিপদে পড়লে পুরুষ সাহায্য করবে, স্বামী বা বয়ফ্রেন্ড খাবারের বিল দিবে এসব অন্ধকারযুগীয় লবাচবা চিন্তা-চেতনা থেকে বেরিয়ে নিজেকে 'মানুষ' হিসেবে আবিষ্কার করতে শিখে তখন তার মধ্যে প্রথমেই #স্বাবলম্বিতার চিন্তা আসে।

নারী যখন নিজেকে মানুষ হিসেবে আবিষ্কার করে তখন তার মধ্যে শিক্ষিত হবার ভাবনা আসে, চাকরি করার ভাবনা আসে, নিজে কিছু করে জীবনযাপনের ভাবনা আসে। স্বাবলম্বিতা মানুষকে দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে স্বাবলম্বিতা।

আর্থিকভাবে স্বাবলম্বী নারীকে পুরুষতান্ত্রিক পুরুষগুলো ভয় পায়। বিশেষ করে ডোমিনেশন করতে চাওয়া পুরুষগুলো ভয় পায়। স্বাবলম্বী নারীকে মানুষ সমীহ করতে বাধ্য হয়, মূল্যায়ন করতে বাধ্য হয়। আর্থিকভাবে স্বাবলম্বী নারী আবার পরিবারে সম্মানও পায়। শুধুমাত্র স্বাবলম্বিতার জন্য পরিবারে তার মতের গুরুত্ব বেড়ে যায়। আর্থিকভাবে স্বাবলম্বী নারী সাহসী হয়, আত্মবিশ্বাসী হয়। নিজের জীবন কীভাবে চালাবে তা নিজে নির্ধারণ করতে পারে। নিজের সিদ্ধান্ত নিজে নেয়া শিখে যায়।

নারীকে শারীরিক শক্তি দিয়ে বিচার না করে নারীকে তার শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি, মেধা, সৃষ্টিশীলতা, মননশীলতা দিয়ে বিচার করতে হবে। এবং এসব প্যারামিটারে নারী অনেক ক্ষেত্রেই পুরুষের চেয়ে বহুগুণ এগিয়ে থাকে। সায়মা ওয়াজেদ পুতুল তার তরতাজা প্রমাণ! শারীরিক শক্তি দিয়ে যোগ্যতা মাপে অযোগ্যরা, মূর্খরা।

যারা অন্ধভাবে বিশ্বাস করে নারীরা নেতৃত্ব দিতে পারে না, যারা মনে করে নারীদের যোগ্যতা কম, যারা মস্তিষ্কে ঢুকিয়েই নিয়েছে যে, নারীদের বুদ্ধি কম হবে তাদের কল্পনায়, তাদের অন্ধবিশ্বাসে সবশেষ চপেটাঘাত দিলেন সায়মা ওয়াজেদ পুতুল।

নারী সম্পর্কিত অন্ধবিশ্বাসগুলো, কুসংস্কারগুলো যারা অন্যের উপর চাপিয়ে দিতে চায়, প্রয়োগ করতে চায় তাদের বুঝা উচিত তারা গাঞ্জাখুরি গালগল্পে ভরপুর আজগুবি মধ্যযুগীয় চিন্তাভাবনা লালনপালন করছে। যা ২০২৩ সালে অচল। সায়মা ওয়াজেদ পুতুল তার প্রমাণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে Positive Expression পরিবার থেকে অভিনন্দন জানাচ্ছি! নারীরা সকল বাধাকে জয় করে এইভাবেই এগিয়ে যাক। এইভাবে নারী নেতৃত্বের মাধ্যমেই বিশ্ব বাংলাদেশকে জানুক, চিনুক।



10/27/2023

❤️

Tanzim Hasan Sakib a cricketer from Bangladesh is a radical, extremist and misogynist. He has a lot of Facebook post reg...
09/27/2023

Tanzim Hasan Sakib a cricketer from Bangladesh is a radical, extremist and misogynist. He has a lot of Facebook post regarding misogyny and radicalism. He is a hate preacher. His page and profile is full of misogyny and hatred of non Muslims.


09/26/2023

❌ঙ্গী, নারীবদ্বেষী, সাম্প্রদায়িক, দেশদ্রোহী তানজিম সাকিব যে দলে খেলে সেই দলের খেলা না দেখলে কিছুই হবে না।

বাংলাদেশ প্রয়োজনে না খেলুক এতে কোন সমস্যা না। কিন্তু কোন ❌ঙ্গী ক্রিকেট দলে খেললে সে শুধু ক্রিকেট না দেশের জন্যও হুমকিস্বরূপ।

ইয়ে মানে জগন্নাত বাবার নাম পরিবর্তন করবেন না?
09/20/2023

ইয়ে মানে জগন্নাত বাবার নাম পরিবর্তন করবেন না?

09/19/2023

ঘৃণা নয়, ভালোবাসা ছড়াই 🌸

09/07/2023

২১-৪= ২১ 🤣
হিসেবটা আমার না, ব্রাদার রাহুলের 😂

Address

Washington D.C., DC

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপলব্ধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপলব্ধি:

Videos

Share

Category