06/13/2024
এই ধর্ম ব্যবসায়ী বলে মাদীনায় নবিজীর ﷺ রওজ্বা নাকি অজায়গা, বেজায়গা! সেখানে নাকি দোয়া কবুল হবে না! নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তা'য়ালা জানিয়ে দিয়েছেন-
→এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি যুলুম করে তখন, হে মাহবুব। (তারা) আপনার দরবারে হাযির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তাওবা কবুলকারী, দয়ালু পাবে। (সূরা নিসা: ৬৪)
এই দাজ্জালের অনুসারীরা কখনো মাদীনার ও মাদিনা ওয়ালার প্রতি মোহাব্বত রাখে না। ফিতনার সময়ে যখন দাজ্জাল আসবে তখন দাজ্জাল ও তার অনুসারীরা মাদীনাতে ঢুকতে পারবে না। মাদীনায় তখন একমাত্র স্থান হবে ঈমানদারদের জন্য। নবিজী ﷺ এর হাদিসে এমনটাই পাওয়া যায়।
আল্লাহ তা'য়ালা আমাদের কে তাইমী, নজদের ওহাবি, এজিদি সহ যারা দাজ্জালের সাথে যোগ দিবে তাদের ফিতনা থেকে হেফাজতে রাখুক, আমীন।