Cine View

Cine View Follow Our Page For Watch Movies/Tv Series �

02/26/2024

হেকমতে চীন, হুজুগে বাংগাল 😅

ড.সলিমুল্লাহ স্যার।

02/26/2024

পাঠ্য বই এবং ভাষা শহীদদের কে নিয়ে যা হচ্ছে।

ড.সলিমুল্লাহ স্যার।

কে কোথায় গিয়ে নুসরাত ফারিয়ার "সুরংগ" দেখবেন?
06/27/2023

কে কোথায় গিয়ে নুসরাত ফারিয়ার "সুরংগ" দেখবেন?

Art Direction Of "Surongo" Just Wow 🔥
06/24/2023

Art Direction Of "Surongo" Just Wow 🔥

Suriya Anna অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা   এর ফ্যানমেইড পোস্টার।জোশ না? 🔥
06/05/2023

Suriya Anna অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা এর ফ্যানমেইড পোস্টার।

জোশ না? 🔥

1 Year of Powerful Comeback of The Greatest Actor of All Time "Kamal Hasan"Career Best Direction by "Lokesh Kanagaraj"an...
06/05/2023

1 Year of Powerful Comeback of The Greatest Actor of All Time "Kamal Hasan"

Career Best Direction by "Lokesh Kanagaraj"

and Anirudh BGM Just Nailed It🔥

বাংলাদেশের প্রেক্ষিতে বলতেই হচ্ছে, স্রেফ অবিশ্বাস্য!ভিএফএক্স মানেই কিন্তু শুধু গাড়ি ব্লাস্ট করা বা গ্রিন স্ক্রিন শ্যুট ক...
06/04/2023

বাংলাদেশের প্রেক্ষিতে বলতেই হচ্ছে, স্রেফ অবিশ্বাস্য!

ভিএফএক্স মানেই কিন্তু শুধু গাড়ি ব্লাস্ট করা বা গ্রিন স্ক্রিন শ্যুট করা না। এখানে অনেক ডিটেইলিং আছে, অনেকগুলো লেয়ারে কাজ হয়। ঢাকা অ্যাটাক আমাদের ইন্ডাস্ট্রিতে পাথব্রেকিং কমার্শিয়াল কপ থ্রিলার। সেখানে ভিএফএক্সের প্রচুর বিউটিফিকেশনের কাজ ছিল। হাসপাতালের সেটের নানান খুঁটিনাটি থেকে শুরু করে গিরগিটির পাসিং শট কিংবা মাকড়সার জাল তৈরি করা। আর বোমব্লাস্টের দৃশ্য তো ছিলই।

অপারেশন সুন্দরবনের বাঘের শটের জন্য দীপন থাইল্যান্ড ছুটে গিয়েছেন, সেখানে আলাদা করে বাঘের শ্যুট করে সেটি ভিএফএক্সে বসিয়েছেন। সুন্দরবনে আর যাই হোক, রাতে তো শ্যুটিং করা সম্ভব না। তাই দিনে শ্যুট করা অসংখ্য দৃশ্য পরিণত হয়েছে রাতের দৃশ্যে। এখন এডিটিং প্যানেলে ফিল্টারে ফেলে দিলে দিন কিন্তু রাত হয়ে যায় ঠিকই। তবে আলাদা করে ভিএফএক্সের কাজ কেন? কারণ দর্শকের সাথে অনেস্টি! কারণ, টেমপ্লেটে শুধু ফেলে দিলেই হয় না; এখানে আকাশের তারার কৌণিক অ্যাঙ্গেল আছে, মেঘের কার্ভের ডিটেইলিং আছে। আরও কত কিছু!

ঢাকা অ্যাটাক আর অপারেশন সুন্দরবন সিনেমাতেই যদি ভিএফএক্সের এত ব্যবহার হয়, তাহলে অন্তর্জাল যে অনেক বেশি ভিএফএক্সহেভি সিনেমা হবে, সেটিই স্বাভাবিক। সাধারণত বাংলাদেশী সিনেমায় আগে শ্যুটিং শেষ হয়, তারপর পোস্ট-প্রোডাকশনে গিয়ে ভিএফএক্স টিমের সাথে যোগাযোগ হয়, তারপর তারা ইনভল্বড হয়। কিন্তু অন্তর্জাল সিনেমাতে স্ক্রিপ্টিং পর্যায়েই ভিএফএক্স টিম তৈরি হয়ে যায়। তাদের পরামর্শ ও নির্দেশনা মেনেই দৃশ্যধারণ করা হয়েছে। আড়াই ঘন্টা সিনেমার এক ঘন্টাই হচ্ছে ভিএফএক্স! অন্তর্জাল এর ভিএফএক্স কোয়ালিটি মেইন্টেন করতে পারলে সিনেমাটি নতুন একটা মাইলফলকই তৈরি করে ফেলবে নিশ্চিত!

‘লার্জার দ্যান লাইফ’ ফিল্মমেকার হিসেবে দীপংকর দীপনের আলাদা একটি পরিচিতিই তৈরি হয়েছে। এত বড় বড় অ্যারেঞ্জমেন্টের প্রজেক্ট ডিল করেন দীপন, যা আমাদের দেশের প্রেক্ষাপটে সত্যিই বিরল। দীপনের জন্য অনেক শুভকামনা।

Credit:- Cinegolpo

700Million Done👍What do you think? It can be Gross 1Billion or Not?
05/29/2023

700Million Done👍

What do you think? It can be Gross 1Billion or Not?

কথা কিন্তু সত্য😅
05/28/2023

কথা কিন্তু সত্য😅

05/27/2023
05/27/2023

We are waiting for alarm....

If DC Universe were made in Bangladesh😅
05/26/2023

If DC Universe were made in Bangladesh😅

অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগ...
05/20/2023

অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Movie:- Bilal: A New Breed of HeroImdb: 7.6/10Personal: 8.6সবার আগে একটা কথা বলে নেই, এই চলচ্চিত্রটিকে ঠিক ধর্মীয় চলচ্চি...
04/05/2023

Movie:- Bilal: A New Breed of Hero
Imdb: 7.6/10
Personal: 8.6

সবার আগে একটা কথা বলে নেই, এই চলচ্চিত্রটিকে ঠিক ধর্মীয় চলচ্চিত্র বলে আখ্যায়িত করা হয়নি। এটি অনেকটাই ইসলামের একজন নায়কের জীবনীর একাংশের উপর ভিত্তি করে নির্মিত অনুপ্রেরণামূলক চলচ্চিত্র। এতে একবারের জন্যও ইসলাম ধর্ম অথবা হযরত মুহাম্মদ (সা) এর নাম উচ্চারণ করা হয়নি। ইসলাম ধর্মের আবির্ভাবকে এখানে শুধু একটি ‘নতুন মুভমেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর (রা)-কে দেখানো হলেও তার নামও সরাসরি উচ্চারণ না করে তাকে তার উপাধি সিদ্দীক এবং ‘লর্ড অব মার্চেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

★পূর্ব আফ্রিকার দেশ আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়ার একাংশ। রাজকন্যা হামামা দাঁড়িয়ে আছেন তার বাড়ির উঠোনে। অদূরেই খেলা করছে তার ফুটফুটে দুই সন্তান বিলাল এবং গুফায়রা। হঠাৎ করেই দিগন্তে দেখা দিল ধুলোর ঝড়। ঘোড়ার ক্ষুর ছুটিয়ে এগিয়ে আসতে লাগলো একদল অশ্বারোহী। বিপদ টের পেয়ে হামামা তার দুই ছেলেমেয়েকে লুকিয়ে ফেললেন মাটির নিচের প্রকোষ্ঠে। কিন্তু শেষরক্ষা হলো না। ডাকাতদল তাকে হত্যা করে তার দুই সন্তানকে অপহরণ করে নিয়ে গেল হাজার মাইল দূরের মরুময় এক নগরীতে। দাস হিসেবে বিক্রি করে দিল আরবের মক্কা নগরীর বিশিষ্ট মূর্তি ব্যবসায়ী উমাইয়া বিন খালাফের কাছে।

ঘটনাটি প্রাক-ইসলামি যুগের, ষষ্ঠ শতকের শেষ ভাগের। আর দাস হিসেবে বিক্রি হওয়া বালকটি আর কেউ নন, স্বয়ং বিলাল বিন রাবাহ আল-হাবশি। সুকণ্ঠের অধিকারী বিলাল বিন রাবাহ ছিলেন ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিন, যিনি আমাদের কাছে হযরত বিলাল (রা) নামেই বেশি পরিচিত। হযরত বিলালের জন্ম এবং শৈশব সম্পর্কে ইতিহাসে বিভিন্ন ধরনের বিবরণ পাওয়া যায়। উপরের বিবরণটি তার মধ্যে একটি, যেটি উঠে এসেছে তার জীবনীর একটি দিক নিয়ে নির্মিত (Bilal: A New Breed of Hero) অ্যানিমেশন চলচ্চিত্রে।

সপ্তম শতকে ইসলামের আবির্ভাব ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর পরবর্তী সহস্রাধিক বছর ধরে মুসলমানরা শাসন করেছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বিশাল ভূখন্ড। কিন্তু সেই তুলনায় ইসলাম ধর্মের প্রাথমিক দিকের নায়কদের নিয়ে চলচ্চিত্র প্রায় নেই বললেই চলে। আর শিশু-কিশোরদের উপযোগী আন্তর্জাতিক মানের অ্যানিমেশন চলচ্চিত্র তো একেবারেই নেই। সেই শূন্যস্থান পূরণ করার লক্ষ্য নিয়েই এগিয়ে আসে দুবাই ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান বারাজুন এন্টারটেইনমেন্ট। প্রযোজক আইমান জামালের ৭ বছরের প্রচেষ্টার ফলে মধ্যপ্রাচ্যের প্রথম আন্তর্জাতিক মানের পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে ২০১৫ সালে মুক্তি পায় বিলাল: এ নিউ ব্রিড অব হিরো।

বিলাল অ্যানিমেশন চলচ্চিত্রটির কাহিনী খুবই সরল এবং ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সুপরিচিত। বিলাল এবং তার বোন গুফায়রা বেড়ে উঠতে থাকে অত্যাচারী এবং লোভী ব্যবসায়ী উমাইয়া পরিবারের দাস-দাসী হিসেবে। উমাইয়ার পুত্র সাফোয়ানের অত্যাচারে তাদের জীবন ছিল অতিষ্ঠ, কিন্তু দাস হওয়ায় তাদের প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। তারপরও বিলাল সবসময়ই তার মায়ের শেষ কথাগুলো স্মরণ করতো- “মহৎ মানুষ হিসেবে বেঁচে থাকার অর্থ হচ্ছে শেকল ছাড়া বেঁচে থাকা।” আর সেটা করতে গিয়েই কখনো কখনো তাকে সইতে হতো স্বাভাবিকের চেয়েও বেশি নির্যাতন।

বিলাল যখন ত্রিশ বছর বয়সী যুবক, তখন মক্কার বুকে লাগে নতুন বিপ্লবের দোলা। পুরাতন ধ্যান-ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সগৌরবে মক্কার আরবদের মন জয় করে নিতে থাকে নতুন একটি ধর্ম, যে ধর্মের বাণী এসে পৌঁছে বিলালের কানেও। একেশ্বরবাদের পাশাপাশি নতুন এই ধর্মে বলা হয়, মানুষে মানুষে সমান অধিকারের কথা, দাসদেরকেও দেওয়া হয় বিরল সম্মান, যা সে সময়ের বাস্তবতায় ছিল অকল্পনীয়। সারা জীবন দাস হিসেবে অপমান আর অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠা বিলাল এই নতুন ধর্মের মধ্যে খুঁজে পায় দাসত্বের শৃঙ্খলা মুক্তির গান, খুঁজে পায় বেঁচে থাকার অর্থ। সে আলিঙ্গন করে নেয় নতুন এই ধর্ম ইসলামকে।

স্বাভাবিকভাবেই বিলালের মনিব উমাইয়া তার ক্রীতদাসের এই নতুন ধর্মগ্রহণকে মেনে নিতে পারেনি। ফলে বিলালের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। শেষপর্যন্ত অবশ্য বিলালকে ক্রয় করে মুক্ত করে দেন রাসূলের (সা) ঘনিষ্ঠ সাহাবী হযরত আবুবকর (রা)। পরবর্তীতে বিলাল মদিনায় হিজরত করেন এবং সেখানে যখন ইসলামের প্রথম মসজিদ স্থাপিত হয়, তখন মানুষকে নামাযে আহ্বান করার জন্য বিলালকেই ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ করা হয়। বদরের যুদ্ধে বিলালের অংশগ্রহণ এবং পরবর্তীতে মক্কা বিজয়ের পর পবিত্র কাবা ঘরের উপরে উঠে আযান দেওয়ার দৃশ্যও চিত্রায়িত হয় চলচ্চিত্রে।

বিঃদ্রঃ- Moviepagol. Com এই ওয়েবসাইটে আপলোড করা আছে, ভিজিট করুন এবং দেখে নিন ইতিহাসের অন্যতম একটি অধ্যায়ের ভীন্ন এক চিত্রায়ণ।

★অর্জনঃ বিলাল চলচ্চিত্রটির সবচেয়ে বড় অর্জন এর চমৎকার দৃশ্যায়ন। মক্কা নগরীর ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যস্ত বাজারে মূর্তি কেনাবেচা, বিদেশ থেকে আমদানি করা রং-বেরংয়ের কাপড়ের প্রদর্শনী, বিশাল মূর্তি সমেত কাবা ঘর, ধু-ধু মরুর বুকে বিলালের ঘোড়ায় চড়ে ছুটে যাওয়া- এসব দৃশ্য দর্শককে সহজেই নিয়ে যাবে দেড় হাজার বছর অতীতে। অধিকাংশ চলচ্চিত্র সমালোচকই বিলালের থ্রিডি এনিমেশনের প্রশংসা করেছেন।

চলচ্চিত্রটি এশিয়ার সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড‘ এ বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল। ২০১৬ সালের কান চলচ্চিত্র উৎসবের এনিমেশন ডেতে চলচ্চিত্রটিকে ‘বেস্ট ইনস্পায়ারিং মুভি‘ বিভাগে পুরস্কৃত করা হয়। এছাড়াও ব্রডকাস্ট প্রো মিডলইস্ট অ্যাওয়ার্ডে এটি ‘বেস্ট ইনোভেটিভ মুভি’ হিসেবে পুরস্কার অর্জন করে।

চ্যামেলীর পেটে বাচ্চা, চ্যামেলীর পেটে বাচ্চা। কিন্তু চ্যামেলী নিজেও বলতি পারে  না এই বাচ্চার আসল বাপ কেডা??আবু তাওহীদ হি...
04/04/2023

চ্যামেলীর পেটে বাচ্চা, চ্যামেলীর পেটে বাচ্চা। কিন্তু চ্যামেলী নিজেও বলতি পারে না এই বাচ্চার আসল বাপ কেডা??

আবু তাওহীদ হিরণ পরিচালিত সিনেমার 'আদম' ট্রেলার রিলিজ হয়েছে। ২ মিনিট ৪৫ সেকেন্ড দীর্ঘ ট্রেলারে উঠে এসেছে আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধ। প্রেম-ভালোবাসা, সাসপেন্স, থ্রিলার সব মিলিয়ে দুর্দান্ত মনে হয়েছে।

পর্দায় ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এ্যালেন শুভ্র, মনিরা মিঠু, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম সহ সবারই উপস্থিতি ছিল বেশ চমৎকার।লোকেশন, কালার গ্রেডিংও বেশ ভালো লেগেছে। আশা করছি ঈদে ভালো একটি সুন্দর গল্পের সিনেমা প্রেক্ষাগৃহে বসে উপভোগ করবেন দর্শক।

ট্রেলারঃ- https://youtu.be/67s81CsIwOQ

If Super Heroes Attend Iftar Party😊
03/25/2023

If Super Heroes Attend Iftar Party😊

দীর্ঘ অনেকটা সময় অপেক্ষার পর অবশেষে দেখে নিলাম,সময়ের আলোচিত ও প্রশংসীত পরিচালক "রায়হান রাফির" সিনেমা "দামাল"। লেখাটা একট...
03/18/2023

দীর্ঘ অনেকটা সময় অপেক্ষার পর অবশেষে দেখে নিলাম,সময়ের আলোচিত ও প্রশংসীত পরিচালক "রায়হান রাফির" সিনেমা "দামাল"।

লেখাটা একটু বড়, তাই অনুরোধ রইলো হাতে একটু সময় নিয়ে পুরো লেখাটি পড়বেন।

আসলে আমি ব্যাক্তিগতভাবে বাংলাদেশের সিনেমায় এমন কিছু দেখতে চাই, যা আগে দেখা যায়নি। এমন কিছু অনুভব করতে চাই, যা আমাদের শেকড়ের কথা বলে, আমার অস্তিত্বের কথা বলে। এমন কিছু সারাজীবন বয়ে বেড়াতে চাই, যা আমাকে বিনোদিত করবে, সেই সাথে আলোড়িত করবে। ‘দামাল’ সেই অংকে অবশ্যই রায়হান রাফীর এখন পর্যন্ত শ্রেষ্ঠ সিনেমা। এবং এই সিনেমা আমাকে আমার শেকড় চিনিয়েছে।

এই সিনেমা আমাকে আমার অস্তিত্বের কথা মনে করিয়ে দিয়েছে। এই সিনেমা আমাকে ৭১ এর বর্বরোচিত্ব নিজ চোখে দেখার সুযোগ করিয়ে দিয়েছে।

ডিউটি শেষ করে আমরা রুমমেট সবাই মিলে আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে বসেছিলাম এই সিনেমাটি। এবং এটি দেখা শেষ করে আমার ঘোলা চোখে আশেপাশে বসে থাকা সবাইকেই অশ্রুসিক্ত হতে দেখেছি।
এই চোখের পানি যেনো এদেশের জন্য। এই চোখের পানি বাংলা সিনেমায় এমন নবজাগরণের জন্য। মুক্তিযুদ্ধ নিয়ে, ফুটবল বা অন্য কোনো খেলা নিয়ে বাংলাদেশের সিনেমায় মানের দিকে আপস না করে এত গতিশীল কাজ এর আগে দেখিনি। ‘দামাল’ টিমকে এজন্য টুপি খোলা অভিনন্দন। প্রযোজক ইমপ্রেস টেলিফিল্মকে এ ধরনের সিনেমা পৃষ্ঠপোষকতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আরেকটা কথা:- দামাল মুভিটি ডাউনলোড এর জন্যে ভিজিট করুন Moviepagol. Com

আমরা যারা শৈশবে বিটিভিতে পাড়ার মানুষ নিয়ে এক ঘরে বসে সিনেমা দেখেছি- ‘বাবা কেন চাকর’, ‘মরণের পরে’ কিংবা ‘কন্যাদান’ জাতীয় আবেগী সিনেমা দেখার সময় চোখ ভিজে যাওয়া দৃশ্যগুলোতে লজ্জায় থাকতাম। এই বুঝি কেউ দেখে ফেলল। এরপর সারা সপ্তাহ সিনেমা দেখার সময় কান্না করার ‘অপরাধে’ সবার সামনে পচানি সহ্য করতে হবে।

আমার মতো দুষ্টু ছেলে-মেয়েরা আবেগী দৃশ্যে চাচী-দাদীদের মুখের দিকে তাকিয়ে থাকত। চোখ ভেজার সঙ্গে সঙ্গে রুমের সবাইকে জানিয়ে সমস্বরে বলে উঠত- ‘দাদী, কান্না করবেন না; এটা বাস্তব না, সিনেমা। আলমগীর সত্যি মারা যায়নি। পরের সপ্তাহেই আরেকটা সিনেমায় দেখতে পাবেন।’ রুমে হাসির রোল পড়ে যেত। এই সুযোগে অন্যরা চোখ মুছে নিত।

বয়স আর সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আবেগের উৎসেরও পরিবর্তন হয়। এই বাক্যটাকে সত্য মেনে ধরেই নিয়েছিলাম নায়িকার অনত্র বিয়ে, নিজের বাড়ি থেকে বাবাকে বের করে দেওয়া কিংবা চার-পাঁচটা সন্তান থাকার পরও মৃত্যুর সময় একটু পানি মুখে দেওয়ার কেউ না থাকার দৃশ্যগুলো এখন আর আমাদের সেই অর্থে আলোড়িত করতে পারবে না।

আরও ধরে নিয়েছিলাম বাংলা সিনেমা দেখিয়ে দর্শকের চোখ ভেজানোর মতো দিন আর নেই। কেননা শৈশবের শেষের দিকে আমরা জেনেছি ‘দিন বদলায়া গেছে’।

দিন আসলেই বদলে গেছে। এখন আর ত্যাগ, বিসর্জন কিংবা মন ভাঙার দৃশ্যে সে অর্থে কান্না আসে না। কান্না আসে হঠাৎ কিছু পেয়ে গেলে। কিছু পাওয়ার জন্য কারো মনে-প্রাণে চেষ্টা করা দেখলে। নিজের কথা চিন্তা না করে অন্যের জন্য কিছু করতে দেখলে।

বহুদিন পর শৈশবের সেই স্মৃতিগুলো ফিরিয়ে আনল দামাল। রায়হান রাফীর এই সিনেমায় নতুন কিছু নেই। যা আছে তা প্রতিটি সচেতন মানুষের জানা। পাকিস্তানীদের শোষণ, অত্যাচার, ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের কালোরাত, খুন, আগুন, ধর্ষণ। এগুলো নতুন করে জানানোর কিছু নেই। নতুন করে জানানোর কিছু নেই দেশের সর্বস্তরের মানুষের রুখে দাঁড়ানো; শোক, রাগ, ঘৃণা আর জয়ের নেশায় একটা জাতীর অস্ত্র হাতে তুলে নেওয়ার গল্পও। আর মুক্তিযুদ্ধের অর্থের যোগান দিতে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান।

তারপরও দামাল হাজির হলো পুরাতন একটা গল্প নিয়ে নতুন একটি সিনেমারূপে।
কারণ হিসেবে বলা যায় গল্প বলার ধরন, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শাহনাজ সুমী, রাশেদ মামুন অপুদের চরিত্র হয়ে ওঠা, নাজিম উদ দৌলা আর রাফীর চিত্রনাট্যের জোরে।

ফুটবল নিয়ে রাজের উম্মাদনা নব্বই দশকে জন্ম নেওয়া অসংখ্য তরুণের প্রতিচ্ছবি। কারো কারো ক্ষেত্রে শুধু ফুটবলের সঙ্গে যোগ হবে ক্রিকেট। যার কারণে হাস্যরসের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়েছে আবেগী দৃশ্যগুলো। গাছ থেকে পড়তে থাকা ডাবকে ফুটবল ভেবে বাইসাইকেল কিক করতে গিয়ে পা ফোলানো রাজের সঙ্গে গাছ থেকে আম-পেয়ারা ক্যাচ ধরতে গিয়ে ঠোঁট কাটা অনেক তরুণ নিজেকে মিলিয়ে ফেলবেন নিমিষেই। ফলে দৃশ্যটা যেমন ততক্ষনাৎ হাসির জোগান দেবে, একটু পরেই চোখ ভিজিয়ে দেবে ৩০-৪৫ বছর বয়সী দর্শকদের।

খেলার মাঠে সিয়ামের বিভৎস দৃশ্যগুলো সামনে আসা, খেলায় মনযোগ দিতে না পারা এবং দুর্দান্ত প্রাতাপে ফিরে আসার দৃশ্যগুলো গায়ের লোম দাঁড় করিয়ে দেয়। একইভাবে রাজের প্রতিটি সফল পাস, সফল ড্রিবলিংয়ের সময় রাজ আর দর্শক একাকার হয়ে যায় নিমিষেই।

★দামালের মুন্সিয়ানা★

আমার মতে, দামালের শক্তিশালী দিক হলো চরিত্র বাছাই। প্রতিটি চরিত্র সময়ের সঙ্গে এতটাই খাপ খাইয়ে গেছে যে, স্টার সিনেপ্লেক্সের বড় পর্দাটাকে কখনোই শুধু পর্দা মনে হয়নি। বেশিরভাগ সময় মনে হয়েছে একাত্তরের বাংলাদেশ। দর্শকের সামনে থাকা পর্দার দূরত্ব ‘ভ্যানিশ’ করে দেওয়ার ক্ষমতার অভাব এদেশের নির্মাতাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল বলে আমার মনে হতো। রাফী সেই দুর্বলতা শুধু কাটিয়েই ওঠেন নাই; বরং স্টার মার্কস পেয়েছেন বলা যায় নির্দ্বিধায়। রাফীকে নোট-খাতা জুগিয়ে প্রতিটি ফ্রেমে সাহায্য করে গেছেন রাজ, মিম, সিয়ামরা।

প্রিওডিক্যাল সিনেমার ক্ষেত্রে খুব বেশি ক্যামেরার মুনশিয়ানা দেখানোর সুযোগ থাকে না। এক্ষেত্রে আর্টিফিশিয়াল সেটে লম্বা ফ্রেমে শট নেওয়াটা হয় অনেক বিপজ্জনক। এদিকটায় রাফী খুব বেশি সেই চেষ্টাই করেন নাই। তারপরও যখন যেটুকু দরকার ছিল অত্যান্ত সচেতনভাবে তা নিয়েছেন। বিশেষ করে রেল লাইনের দৃশ্যগুলো, তবে এ ক্ষেত্রেও রাফী সফল। ক্যামেরার কাজের সঙ্গে কালার কারেকশন ছিল চোখে আরাম দেওয়ার মতো। কোথাও রঙের আধিক্য চোখ ধাঁধিয়ে দেয়নি। সদ্য প্রেমে পড়া তরুণ চোখের সামনে দিয়ে স্কুলড্রেস পরে হেঁটে যাওয়া প্রেমিকার দিকে যে আরাম নিয়ে তাকিয়ে থাকে, পর্দার দিকে সেই আরাম নিয়ে তাকিয়ে থাকা গেছে সিনেমার পুরোটা সময়।

খুবই মিষ্টি ছিল গানগুলোর দৃশ্যায়ন ও সংগীতায়োজন। কম্পিউটার কিংবা মোবাইলে দেখে যে স্বাদ পাওয়া যায়নি। সিনেমার সঙ্গে দারুণভাবে মিশে গেছে। আরোপিত মনে হয়নি একটি গানও। তবে গান নিয়ে আরো ভাবার সুযোগ ছিল। টাইটেল ট্র্যাক ছাড়া বহুবার শোনার মতো মনে হয়নি কোনো গান।

অভিনয়ে রাজ, সিয়াম, মিম, সুমী, অপুরা একে অপরের সঙ্গে টেক্কা দিয়ে এগিয়ে গেছে। শুরু থেকে শেষ পর্র্ন্ত সবাই নির্দিষ্ট একটি মাপ বজায় রেখেছেন। কোথাও খাপ ছাড়া মনে হয়নি। শুধু পৌঢ় বয়সে ইন্তেখাব দিনারের মেকআপে ফিনিশিংয়ের ঘাটতি চোখে লেগেছে। কখনো কখনো চোখে লেগেছে তার অভিনয়ও।

দামাল নির্মাণের পরিকল্পনা হয় ২০১৮ সালে। ২০২০ সালে শুটিং শুরু হয়। অথচ ঘটনা সংযোগ করা হয়েছে নারী দলের সাফ চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে। স্বল্প সময়ে রাফীর বুদ্ধিদীপ্ত বিবেচনা এবং ইম্প্রোভাইজেশন প্রশংসার দাবিদার।

গল্প শক্তিশালী হলেও বর্তমানের সঙ্গে একাত্তরের কানেক্ট করার সিনগুলোতে হঠাৎ হঠাৎ ঘটে গেছে যেন। সিনেমার ব্যাপ্তি ঠিক রাখতে বেশ তাড়াহুড়ো করেছেন নির্মাতা। ৭ মার্চও চলে এসেছে প্রায় হঠাৎ করে। আরেকটু ডিটেইল অ্যান্ড এক্সেপ্লেনেশন গল্প আরো ওপরে নিয়ে যেতো।

সেট ডিজাইন ও চরিত্রগুলোর গেটআপ-মেকআপ ছিল ঠিকঠাক। চরিত্রে সঙ্গে মিল রেখে মেকআপ, গেটআট; রাজ ফুল মার্ক পেয়েছেন। রাজাকার চরিত্রে রাশেদ মামুন অপু চোখ ধাঁধিয়ে দিয়েছেন। এই বয়সী ঠান্ডা মাথার ভয়ংকর রাজাকার নির্বাচন রাফীর আরেকটি মুনশিয়ানা। আমরা রাজাকার হিসেবে সাদা চুলের বৃদ্ধদের দেখে আসছি এতদিন। যদিও ফুটবল, মুক্তিযুদ্ধ ও বর্তমান সময়কে এক ফ্রেমে ধরার ফলে কম পেয়েছেন অপু।

অসংখ্য হাততালি দেওয়ার দৃশ্য আছে এমন মুক্তিযুদ্ধের সিনেমা আমরা আগে দেখিনি। মুক্তিযুদ্ধের সিনেমা মানে শীতল বেদনা আর প্রতিশোধ। গত বছর মুক্তি পাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ যার বড় উদাহরণ। সে জায়গা থেকে রাফি এক লাফে ঘুরে গেছেন ১৮০ ডিগ্রি। প্রতিশোধের বড় হাতিয়ার যখন ফুটবল, তখন একটা গোল মানে লাখো মানুষের উল্লাস। যে উল্লাসে যোগ দিতে মাল্টিপ্লেক্সে সাড়ে তিনশ টাকা টিকেট কেটে দেখা ‘ভদ্র’ দর্শকও কুণ্ঠাবোধ করেন না। দামাল মাল্টিপ্লেক্স পেরিয়ে যখন জেলা-উপজেলায় ছড়িয়ে পড়বে তখন দর্শকের কী পরিমাণ তালি আর হইচই অর্জন করবে তা বলে দিতে বোদ্ধা হওয়া লাগে না।

কেননা, পাবজি-ফ্রিফায়ারের যুগেও গ্রামে একটি ভালো ফুটবল ম্যাচ দেখতে গ্রামের দর্শক টিনের চাল ভেঙে ফেলেন। সেই দর্শক যখন বড় পর্দায় মুন্নার বাইসাইকেল কিক আর দুর্জয়ের ইতিহাস বদলে দেওয়া ফ্রিকিক দেখবেন, তখন মুক্তিযুদ্ধ ও ফুটবলপ্রেমী বাঙালিকে চেয়ারে বসিয়ে রাখা মুশকিলই হবে।

দামাল মাল্টিপ্লেক্সের ভদ্র দর্শকদের সঙ্গে বসে দেখার চেয়ে বা নিজ মোবাইলের স্ক্রিনে দেখার চেয়ে, জেলা-উপজেলা শহরের সিনেমা হলে দেখার মজা নিশ্চয় বেশি হবে। দামাল আমার আরেকবার দেখতে হবে। ঘাম আর সিগারেটের গন্ধে মৌ মৌ করা উপজেলা শহরের কোনো এক সিনেমা হলে বসে।

আরো অনেকটা উপকৃত হতাম, যদি এটিকে মালায়শিয়ার প্রত্যেকটা সিনেমা হলে মুক্তি দেয়া যেতো। কারণ গত ৫বছর যাবত, দেশীয় কোনো সিনেমা সিনেপ্লেক্স বা অন্যকোনো সিংগেল স্ক্রিনে দেখার সৌভাগ্য হয় নি😔।

এই ঈদে শুভমুক্তি পাবে, আমাদের সবার প্রিয় জায়েদ ব্রো এর নতুন মুভি। সবাই সিনেমা হল এ গিয়ে উপভোগ করবেন আশা করি 🥴
03/16/2023

এই ঈদে শুভমুক্তি পাবে, আমাদের সবার প্রিয় জায়েদ ব্রো এর নতুন মুভি। সবাই সিনেমা হল এ গিয়ে উপভোগ করবেন আশা করি 🥴

Address

Washington Mall
Washington D.C., DC
20004

Alerts

Be the first to know and let us send you an email when Cine View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cine View:

Videos

Share

Nearby media companies