11/24/2021
🎂শুভ জন্মদিন 🎂
প্রিয় নেতা প্রিয় অভিভাবক
জননেতা জনাব মোঃআব্দুল হাই এমপি
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
★★★একটি জীবন্ত ইতিহাস।
★★★একজন আব্দুল #হাই হয়ে উঠার গল্প ও বর্নাড্য রাজনৈতিক জীবনের ক্যারিয়ার গুলো।
★ #হাই ভাই ১৯৬৭ সালে বসন্তপুর হাই স্কুল ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন,
★সরকারি কে.সি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সফল ভি.পি,
★সরকারি কে.সি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সংগ্রামী সভাপতি,
★ঝিনাইদহ মহকুমার ছাত্রলীগের সাবেক সফল সংগ্রামী সহ-সভাপতি,
★ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সফল সংগ্রামী সভাপতি,
★বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সাবেক সফল সহ-সভাপতি,
★ঝিনাইদহ জেলা ছাত্র-সংগ্রাম পরিষদের সাবেক সফল সভাপতি,
★ঝিনাইদহ জেলা আওয়ামী-যুবলীগের সাবেক সফল সংগ্রামী আহব্বায়ক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী-যুবলীগের সফল প্রতিষ্ঠাতা সভাপতি,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল যুব বিষয়ক সম্পাদক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল যুগ্ম-সাধারণ সম্পাদক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল ভারপ্রাপ্ত সংগ্রামী সাধারণ সম্পাদক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল সংগ্রামী সাধারণ সম্পাদক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সফল সংগ্রামী আহবায়ক,
★ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্তমান সফল সংগ্রামী সভাপতি,
★১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং
★১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে শৈলকুপা মুজিব বাহিনীর প্রধান ছিলেন,
★১৯৭১ সালের ৩রা মার্চ ঝিনাইদহের মাটিতে স্বাধীনতা প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী,
★সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী,
★৮১,ঝিনাইদহ ০১- শৈলকুপা আসন হতে ২০০১,২০০৯,২০১৪, ২০১৮ পর পর চার চার বার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য।
স্বাধনা করেও সম্ভব না এই ব্যাগরাউন্ড অর্জন করা যাঁরা তার নিয়ে সমালোচনা করেন একবার ভেবে দেখেন এই বর্ষিয়ান নেতার অর্জন গুলো, শুভকামনা রইলো এই গণমানুষের নেতার প্রতি❤❤❤