BD News Express

BD News Express Bangladeshi political news, social news, economic news, entertainment news cover by BD News Express

চট্টগ্রাম সিটিতে ঘাটের নিয়ন্ত্রণ এখন বিএনপির!!!আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরের ঘাটগুলো থেকে টাকা আদায়ের মুখও...
09/01/2024

চট্টগ্রাম সিটিতে ঘাটের নিয়ন্ত্রণ এখন বিএনপির!!!

আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম নগরের ঘাটগুলো থেকে টাকা আদায়ের মুখও পরিবর্তন হয়েছে। গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগের লোকজন টাকা আদায় করতেন, এখন করছেন বিএনপির নেতা-কর্মীরা। শুধু তাই নয়, বিএনপির লোকজন ঘাটগুলো আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে বুঝিয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জানান, করপোরেশনের আওতায় কর্ণফুলী নদী ও নগরের বড় খালগুলোতে ১৯টি ঘাট রয়েছে। এর মধ্যে ১২টি ঘাট থেকে টাকা আদায়ের জন্য গত বছর ইজারা পাওয়া ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁদের প্রায় সবাই আওয়ামী লীগ–সমর্থক কিংবা আওয়ামী লীগের নেতাদের মাধ্যম ইজারা পেয়েছিলেন।

৫ আগস্ট সরকার পতনের পর দৃশ্যপট বদলে যায়। এখন ঘাটগুলোর দখল নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ওসমান ও তাঁর লোকজন চারটি, বিএনপি–সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল ও তাঁর লোকজন দুটি ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছেন। সদরঘাটের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপি–সমর্থক মোহাম্মদ নাছির। নগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের দায়িত্ব বুঝে পেয়েছেন পুরোনো ইজারাদার। ৭ নম্বর রুবি সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন ঘাটের মাঝির কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে।

সিটি করপোরেশনের দুই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা–কর্মী–সমর্থকেরা ঘাটগুলো ইজারা পেয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর তাঁরা পালিয়ে যাওয়ায় বিএনপির লোকজন ঘাটগুলো দখল নিয়েছেন।

সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রথম আলোকে বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন লোকজন ঘাটগুলোর দখল নিয়েছেন বলে অভিযোগ পেয়েছেন। যাঁরা ইজারা নিয়েছেন, তাঁদের লোকদের ঘাট থেকে টাকা তুলতে বাধা দিচ্ছেন। এ পরিস্থিতি নিরসনে ঘাটগুলো ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। যাঁরা সর্বোচ্চ দর দেবেন, তাঁদের ঘাট ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইজারাদারেরা জানান, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ওসমান ও তাঁর লোকজন সল্টগোলা, ৯ নম্বর বিওসি ঘাট, ১১ নম্বর মাতব্বর ঘাট ও ১২ নম্বর তিনটিংগা ঘাট দখল নিয়ে খাস আদায় করছেন। এসব ঘাট থেকে প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ টাকা আয় হয়।

মূলত আওয়ামী লীগের লোকজনই ঘাটটি পরিচালনা করতেন। তাঁদের একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তাঁরা আর ঘাটে যেতে পারছেন না। বিএনপির নেতা মো. ওসমান তাঁর লোকজন দিয়ে ঘাট থেকে টাকা তুলছেন।

গতকাল শনিবার সকালে ঘাটে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। নগরের বিমানবন্দর সড়কের পাশে মহেশখালে এ ঘাট। নৌকার মাঝি মো. হোসেন ও স্থানীয় দুই বাসিন্দা জানান, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘাট থেকে টাকা আদায়ের মানুষও পরিবর্তন হয়েছে। এখন ওসমানের লোকজন এসে টাকা নিয়ে যান। আগে প্রতিদিন ৯ হাজার টাকা দিতে হতো। এখন সাড়ে আট হাজার টাকা দেন। এ ঘাট থেকে প্রতিদিন ২৫–৩০ হাজার টাকা আয় হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ওসমান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে একসময় তাঁদের দলের লোকজনই ঘাটগুলো ইজারা নিতেন। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাঁদের লোকজনদের উচ্ছেদ করে ঘাটগুলো নিয়ে নেন। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, বিএনপিও নেই। দুই দলই সমান সমান। তাই আগের ইজারাদার ও বিএনপির লোকজন মিলেমিশে ঘাটগুলো পরিচালনা করছেন। আর তিনি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নন। দায়িত্বে আছেন বলে তাঁর নাম আসছে।

নগরের ৭ নম্বর রুবি সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন ঘাট ইজারা দেওয়া হয়েছিল ৮০ হাজার টাকায়। ইজারাদার মাঝি মো. আকবর এখন খাস আদায় করেন। তিনি অভিযোগ করেন, নিজের নৌকা দিয়ে যাত্রী পারাপার করেন। এ ঘাট থেকে তেমন আয় হয় না। সরকার পরিবর্তনের পর কয়েকজন লোক এসে মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে এক পরিচিতজনের মাধ্যমে বন্দরটিলা এলাকায় বিএনপির এক নেতার সঙ্গে যোগাযোগ করেন। বিএনপির ওই নেতা বলে দেওয়ার পর আর কেউ ঝামেলা করছেন না।

নগরের সবচেয়ে বড় ঘাট পতেঙ্গা ১৫ নম্বর ঘাট নিয়ন্ত্রণ করতেন সাবেক সংসদ সদস্য এম এ লতিফের সমর্থক আবদুর শুক্কুর। ৯ আগস্ট এম এ লতিফ গ্রেপ্তার হওয়ার পর শুক্কুরের দাপটও আর নেই। এখন আগের ইজারাদার জানে আলম ঘাটের দায়িত্ব বুঝে পেয়েছেন। এ ঘাট থেকে দিনে এক থেকে দেড় লাখ টাকা আয় হয়।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের দায়িত্বশীল একজন অভিযোগ করেছেন, ফিশারিঘাট ও নতুন ঘাট থেকে টাকা আদায় করছেন বিএনপি–সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। পরে বিএনপির আরেকটি পক্ষ এ ঘাট তাঁদের বুঝিয়ে দিতে চাপ দিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ ইসমাইল।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের একটি সূত্র জানায়, নগরের সদরঘাট নিয়ন্ত্রণ করতেন ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) খলিলুর রহমান ওরফে নাহিদ। বর্তমানে ঘাটের টাকা আদায়ের দায়িত্বে আছেন মোহাম্মদ নাছির। মূলত খলিলুর রহমানের মাধ্যমে আগের বছর ঘাটের ইজারা পেয়েছিলেন বিএনপি–সমর্থক নাছির। এখন এককভাবে ঘাটের নিয়ন্ত্রণ নাছিরের হাতে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, কোনো ধরনের দখল আর চাঁদাবাজির সঙ্গে না জড়াতে নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা আছে। এখন তা অমান্য করে কেউ ঘাট দখল করলে ব্যবস্থা নেওয়া হবে।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মীরা জানান, তাঁরা ভয় ও শঙ্কা নিয়ে অফিস করছেন। প্রতিদিনই বিএনপির লোকজন তাঁদের কাছে আসছেন, হুমকি দিচ্ছেন। কেউ ঘাটের ইজারা চান, কেউ চান বাজার। আবার কেউ কেউ কাজ দিতে বলেন।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের ঘাটগুলো থেকে টাকা আদায় করা নিয়ে ঝামেলা হচ্ছে। এখন আইনি জটিলতা নিরসন করে ঘাটগুলো ইজারা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

01/19/2024

নদীর ময়লা পরিস্কার || ব্যারিস্টার সুমনের নেতৃত্বে ও "বিডি ক্লিন" এর সহযোগীতায় তৈরী হচ্ছে নতুন ইতিহাস

01/19/2024

ব্যারিস্টার সুমন এমপির পুরাতন খোয়াই নদীর ময়লা পরিস্কারের কাজ চলছে।
#ব্যারিস্টার_সুমন #সুমন #খোয়াই_নদী #লাইভ

08/16/2023

ঢাকায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ এর জানাজা ও দো'য়া করতে না দেয়া এবং বিভিন্ন জায়গায় হামলা ও একজনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

08/14/2023

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের ইন্তেকাল

07/13/2023

আমেরিকাতে শামিম উসমানকে দেখার সাথে সাথে প্রবাসীরা ভূয়া ভূয়া, শামীম ওসমান ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর বলে স্লোগান দেয়।
America Bangla News
#বিএনপি

07/13/2023

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গডফাদার খ্যাত নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের উপর বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীদের হামলা!!!
আমেরিকা বাংলা নিউজ
#আওয়ামীলীগ


07/12/2023




BD News Express
America Bangla News
Michigan Bangladeshi Community News

জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার নিশ্চয়তা চাইলেন ব্লিঙ্কেন, 'মডেল' নির্বাচনের প্রতিশ্রুতি মোমেনের!!!উদ্বোধনী...
04/11/2023

জাতীয় নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার নিশ্চয়তা চাইলেন ব্লিঙ্কেন, 'মডেল' নির্বাচনের প্রতিশ্রুতি মোমেনের!!!

উদ্বোধনী বক্তৃতাতেই বাংলাদেশের অত্যাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার নিশ্চয়তা চাইলেন ব্লিঙ্কেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ওপেনিং স্টেটমেন্টে কিছু না বললেও হোটেলে ফিরে 'মডেল' নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ার দাবি করেছেন। ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন কাঙ্খিত বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে।

বাংলাদেশ সোমবার সময় মধ্যরাতে অনুষ্ঠিত বৈঠক বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের তরফে উদ্বোধনী পর্ব প্রচার করা হয়েছে। ক্লোজডোর আলোচনার অনেক কিছুই মুখপাত্রের পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। প্রচারিত ভিডিওতে শোনা যায়, উদ্বোধনী বক্তৃতায় ব্লিঙ্কেন বলছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই অবাধ এবং সুষ্ঠু হতে হবে। শুধু বাংলাদেশ নয় বরং আন্তর্জাতিকভাবেও নির্বাচনটি গ্রহণযোগ্য হওয়ার তাগিদ দিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন,

এটি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ের জন্যও গুরুত্বপূর্ণ।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার গুরুত্বের পাশাপাশি উঠে আসে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গাদের আশ্রয় দেবার জন্য বাংলাদেশ এবং দেশের জনগণকে সাধুবাদ জানিয়ে ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশ ১০ লক্ষ রোহিঙ্গাদের উদারতার সঙ্গে যেভাবে আশ্রয় দিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। দুই দেশের সম্পর্ক আরও মজুবত করার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার এবং রোহিঙ্গা শরণার্থী ইস্যুতেও জোর দেন তিনিও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষে সূচনা বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এতে দুই দেশের সম্পর্কের ভীত মজবুত উল্লেখ তিনি বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভীত অনেক মজবুত। এটি বহুমাত্রিক এবং গতিশীল সম্পর্ক, যা বিগত ৫০ বছরে ধাপে ধাপে বিকশিত হয়েছে। মন্ত্রী মোমেন বলেন, আমরা চাই সামনের ৫০ বছর এবং তারপরেও যেনো এটি আরও আরও বৃদ্ধি পায়। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন। সেই চিঠি দুটির অংশবিশেষ বৈঠকে তুলে ধরেন মোমেন। বাংলাদেশের সরকার প্রধানকে লেখা মার্কিন প্রেসিডেন্টের চিঠির সমাপনীতে মুক্তিযুদ্ধের সর্বজনীন স্লোগান 'জয় বাংলা' উল্লেখ থাকার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন মোমেন। সেই সঙ্গে বাইডেনের চিঠির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চিঠি বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে দিয়েছেন জানিয়ে মোমেন বলেন, বৈঠক শেষে আমি তা আপনার কাছে হস্তান্তর করবো। ব্লিঙ্কেনের চিঠিতে বাংলাদেশকে এ অঞ্চলের পরবর্তী গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করে প্রশংসাসম্বলিত যেসব কথা বলা হয়েছে তার প্রতি একাত্মতা প্রকাশ করে মোমেন।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩১৮, নিখোঁজ অনেকে: সিএনএন!!!তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ...
02/06/2023

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩১৮, নিখোঁজ অনেকে: সিএনএন!!!
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩১৮ জনে। সোমবার এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহতদের মধ্যে তুরস্কে ১ হাজার ৪৯৮ জন, সিরিয়ায় ৮২০ জন। অনেকে এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণাঞ্চলে। এই ভূমিকম্পে সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে। সিরীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা ৪৩০ জন। বেশিরভাগ নিহত হয়েছেন আলেপ্পো, হামা, লাটাকিয়া ও তারতুস অঞ্চলে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় সক্রিয় বেসরকারি উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে নিহতের সংখ্যা ৩৯০ জন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৪৯৮জন। ভূমিকম্পে আহত হয়েছেন আরও সাত সহ্রসাধিক।
সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে।
প্রথম কম্পনের ১২ ঘণ্টার মধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল খারমানমারাসের শহরের কাছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্প দামেস্কতেও অনুভূত হয়েছে। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

01/12/2023

গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কাতার, দুবাই, সৌদিআরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন দেয়া বক্তব্য শুনুন।
#ভিপি_নুর #গণঅধিকার #নুর #ডাকসু #বিএনপি #আওয়ামীলীগ #জামায়াত #চরমুনাই #ছাত্রদল Michigan Bangladeshi Community News America Bangla News BD News Express

01/11/2023

দেশে ফিরেই ভিপি নুরের হুংকার!!!

দেশে ফিরেই ভিপি নুর বললেন, আপনাদের বিদায় নিতে হবে। আমি যেন দেশে ফিরতে না পারি সেই ব্যবস্থা করতে চেয়েছিল। কিন্তু আমি জনগণের কাছে ফিরে এসেছি...

ভিপি নুরুল হক নুর পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন! নানা গুজব, অপপ্রচার ও প্রোপাগান্ডার জবাব দিলেন! সময়ের সাহসী বীর ভিপি নুর!
#ভিপি_নুর #গণঅধিকার

01/11/2023

ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খানের একটি-দুটি নয়, ১৪টি বাড়ি!!!
দেশে নয়, সুদূর যুক্তরাষ্ট্রে।

এবার তিনি এর সবই অস্বীকার করে বললেন,
"ফরচুনেটলি অর আন ফরচুনেটলি আমার এক টাকার সম্পত্তিও নেই। শুধু একটি বাড়ি আমার স্ত্রীর নামে কেনা।"

#ওয়াসা #তাকসিম_এ_খান

11/10/2022

মাশাআল্লাহ!!!
একজন মা তার সন্তানের জন্য প্রথম শিক্ষা!
প্রত্যেকটি সন্তান প্রথমত তার মাকে অনুকরণ করে।

Address

3906 Norbert Avenue
Warren, MI
48091

Alerts

Be the first to know and let us send you an email when BD News Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD News Express:

Videos

Share


Other Warren media companies

Show All