P
আজ ২৭শে মে সোমবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে প্যালেষ্টাইন মুক্তির জন্য আমেরিকানদের রেলী।
সাইফুদ্দিনের আম্মার নামাজে জানাযা।
সাইফুদ্দিনের আম্মার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন।
------------------------------------—————
ঐতিহ্যবাহী চট্রগ্রাম জেলার তরুণদের সংগঠন "পিএ ফ্রেন্ডস 20 ইনক" এর নির্বাহী প্রধান মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরীর শ্রদ্ধাভাজন মমতাময়ী "মা" গতকাল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মরহুমার নামাজের জানাযা আজ শুক্রবার (০৪/২৬/২০২৪) জুম্মার নামাজের আপার ডার্বির মসজিদ আল মদিনায় সম্পন্ন হয় এবং জানাযা শেষে ওয়ালনাট স্ট্রীট সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরামের পক্ষ থেকে
মরহুমার আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমীন।
গাজা নিয়ে স্বরচিত একটি কবিতা আবৃওি করে শুনান আমাদের সকলের প্রিয় প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ।
চিকিত্সাধীন মোহাম্মদ আইয়ুব আলী ভাইয়ের সর্বশেষ খবর জানাচ্ছে উঁনার মেয়ে।
গত রাতে এক কৃষ্ণাঙ্গ দূর্বৃত্তের দ্বারা মারাত্মক আঘাতের শিকার হয়ে মুমূর্ষ অবস্থায় চিকিত্সাধীন মোহাম্মদ আইয়ুব আলী ভাইয়ের সর্বশেষ খবর জানাচ্ছে উঁনার মেয়ে।
ড্যাশ ক্যামরায় দেখুন- কিভাবে আমাদের বন্ধু মোহাম্মদ আইয়ুব আলীকে একজন দূর্বৃত্ত আক্রমন করার মাধ্যমে গুরুতর জখম করে। Let's see how our friend Mohammad Ayub Ali gets seriously injured by attacking a weakling on dash cam.
West Philly Jameh masjid and Islamic Center
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরের ওয়েষ্ট ফিলি জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে গতকাল জুম্মার নামাজের পর এক আমেরিকান ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ।
ইফতার
ইসলামিক চেতনাকে উজ্জিবিত এবং ভ্রাত্তিত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আজ ২১শে মার্চ বৃহস্পতিবার আপার ডার্বির মসজিদ আল মদিনায় আকসা হজ্ব ও ওমরার আবুল হাসনাত এবং জনপ্রিয় রিয়েলেটর হাসান ইয়াসিন যৌথভাবে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অসংখ্য মুসল্লী অংশগ্রহন করেন। ইফতারের পূর্বে মুসলিম জাতির জন্য দোয়া কামনা করে মুনাজাত করা হয়।
J
আজ ২০শে মার্চ বুধবার ঢাকা ক্লাবে বৃহত্তর কুমিল্লা সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার ও দোয়া মাহফিলে, মাহফিলের আহবায়ক ফারুক ভূঁইয়া পলাশ আগত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
H
ইসলামিক চেতনাকে উজ্জিবিত এবং ভ্রাত্তিত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আজ ১৯শে মার্চ মংগলবার আপার ডার্বির মসজিদ আল মদিনায় বাংলাদেশ টেক্সি সোসাইটি অব পেনসিলভেনিয়ার (বিটিএসপি) পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সহশ্রাধিক মুসল্লী অংশগ্রহন করেন।
আগত মুসল্লীদেরকে সাধারণ সম্পাদক মনছুর আলী মিঠুর হাতে রান্না করা চট্রগ্রামের মেজবানী গরুর ভুনা দিয়ে ডিনার পরিবেশন করা হয় এবং সকলের প্রশংসা কুড়িয়েছেন। পেনসিলভেনিয়ার অন্যতম মানবিক এই সংগঠনের প্রেসিডেন্ট আজম মাহাবুবুর রহমান আগত অতিথি ও কার্য্যকরী পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ইফতারের পূর্বে মুসলিম জাতির জন্য দোয়া কামনা করে মুনাজাত করা হয়।
ইসলামিক চেতনাকে বৃদ্ধি এবং ভ্রাত্তিত্বের বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে আজ ১৮ই মার্চ সোমবার ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আপার ডার্বি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নানা রকম মুখরোচক ইফতার সামগ্রী এবং ক্লাব কর্তাদের আন্তরিকতায় আগত মুসল্লীরা মুগ্ধ হয়েছেন। ইফতারের পূর্বে মুসলিম জাতির জন্য দোয়া কামনা করে মুনাজাত করা হয়।