06/02/2024
#চুপ থাকা শেখেন
আজ সকালে ৮ টায় শার্প টাইমে আমাকে একখানে পৌছাতে হবে। যাস্ট টাইমে আসার জন্য আমি ৬.২৭ থেকে বাসের অপেক্ষা করছি যাতে কিছুতেই টাইম মিস না হয়। কোন বাস নেই একটা বিআরটিসি আসলো ৭টায় ঐটাতে উঠেও জানিনা শিডিউল টাইমে পৌছাতে পারবো কিনা তবু আসতে ৮.১০ বেজে যাবে☹️😑।
কিছুদুর আসতে ঐ বাস ও রাস্তায় থামলো (সময় নষ্ট হলো) আমার মন মেজাজ খারাপ টেনশনে লাগতেসে খুব কিন্তু আর কিছুই করার নাই।
চোখ বন্ধ করে হৃদয়ে খেয়াল করে শুধু পড়লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিছ আর বললাম আল্লাহ আপনি রাহীম এই রাস্তা বিদ্যুতের গতিতে পার করে দেন ☹️। কিছুক্ষণ এভাবে পড়ার পর চোখ খুলে দেখি ৮.১০ এ নামার কথা সেখানে ৭.৪৭ এ নামলাম আল্লাহু আকবার! মানুষের কি দাম আছে! রবের দয়ার জন্য নফসের সমস্ত খায়েশ কুরবান ❤️❤️
কিছু সমস্যা রোগ শোক কিছু জিনিসে গোপনীয়তা ভালো আমরা অনেক বেশি বাচাল কারনে অকারনে নিজেদের সমস্যাগুলো বিলি করে বেড়াই। আমি কেন এটা বলছি আরো ব্যাখা দিয়ে বোঝাতে পারবো না তবে যারা আমার নসিহা পছন্দ করেন তাদেরকেই বলছি নিজের সমস্যা অন্যদের কাছে কম বলবেন, রোগ থাকলে দোয়া চাবেন কিন্তু গোপন রোগ গুলোকে জাহির করবেন না যদি মনেকরেন সমাধান হবে বলা দরকার তখন বলবেন। নূহ (আঃ) যখন নৌকায় করে তার কওম নিয়ে পার হচ্ছিলেন আল্লাহর আদেশ ছিলো কেউ পেছনে ফিরে তাকাবে না কিন্তু নূহ (আঃ) এর স্ত্রী সে কাজটি করেছে ফলে আল্লাহ তাকে পাথর বানিয়ে রেখেছেন।
আপনারা আমাকে গোড়াঁ ভাবেন যাই ভাবেন আমি দোয়াকে সবকিছুর উর্দ্ধে রাখি আমি জানি দোয়া করলে মিরাকেল হবেই যদি কোন কারনে মিরাকেল না হয় সমস্যাটা তবু আসে তখন আমি নিজেকে বোঝাই যদি আমি প্রাণপণে সাহায্য না চাইতাম তাহলে এ সমস্যা আরো ভয়ংকর হতো।