The power of piety - তাকওয়ার শক্তি

  • Home
  • The power of piety - তাকওয়ার শক্তি

The power of piety - তাকওয়ার শক্তি পেজটি ১ ঘন্টা দেখুন তারপর ইনবক্স করুন নয়তো রিপ্লাই পাবেন না। প্রয়োজনীয় কথা শর্টে টেক্সট করুন।

06/02/2024

#চুপ থাকা শেখেন

আজ সকালে ৮ টায় শার্প টাইমে আমাকে একখানে পৌছাতে হবে। যাস্ট টাইমে আসার জন্য আমি ৬.২৭ থেকে বাসের অপেক্ষা করছি যাতে কিছুতেই টাইম মিস না হয়। কোন বাস নেই একটা বিআরটিসি আসলো ৭টায় ঐটাতে উঠেও জানিনা শিডিউল টাইমে পৌছাতে পারবো কিনা তবু আসতে ৮.১০ বেজে যাবে☹️😑।
কিছুদুর আসতে ঐ বাস ও রাস্তায় থামলো (সময় নষ্ট হলো) আমার মন মেজাজ খারাপ টেনশনে লাগতেসে খুব কিন্তু আর কিছুই করার নাই।
চোখ বন্ধ করে হৃদয়ে খেয়াল করে শুধু পড়লাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিছ আর বললাম আল্লাহ আপনি রাহীম এই রাস্তা বিদ্যুতের গতিতে পার করে দেন ☹️। কিছুক্ষণ এভাবে পড়ার পর চোখ খুলে দেখি ৮.১০ এ নামার কথা সেখানে ৭.৪৭ এ নামলাম আল্লাহু আকবার! মানুষের কি দাম আছে! রবের দয়ার জন্য নফসের সমস্ত খায়েশ কুরবান ❤️❤️

কিছু সমস্যা রোগ শোক কিছু জিনিসে গোপনীয়তা ভালো আমরা অনেক বেশি বাচাল কারনে অকারনে নিজেদের সমস্যাগুলো বিলি করে বেড়াই। আমি কেন এটা বলছি আরো ব্যাখা দিয়ে বোঝাতে পারবো না তবে যারা আমার নসিহা পছন্দ করেন তাদেরকেই বলছি নিজের সমস্যা অন্যদের কাছে কম বলবেন, রোগ থাকলে দোয়া চাবেন কিন্তু গোপন রোগ গুলোকে জাহির করবেন না যদি মনেকরেন সমাধান হবে বলা দরকার তখন বলবেন। নূহ (আঃ) যখন নৌকায় করে তার কওম নিয়ে পার হচ্ছিলেন আল্লাহর আদেশ ছিলো কেউ পেছনে ফিরে তাকাবে না কিন্তু নূহ (আঃ) এর স্ত্রী সে কাজটি করেছে ফলে আল্লাহ তাকে পাথর বানিয়ে রেখেছেন।

আপনারা আমাকে গোড়াঁ ভাবেন যাই ভাবেন আমি দোয়াকে সবকিছুর উর্দ্ধে রাখি আমি জানি দোয়া করলে মিরাকেল হবেই যদি কোন কারনে মিরাকেল না হয় সমস্যাটা তবু আসে তখন আমি নিজেকে বোঝাই যদি আমি প্রাণপণে সাহায্য না চাইতাম তাহলে এ সমস্যা আরো ভয়ংকর হতো।

05/02/2024

#পাপ

আসেন পাপের কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি -

১) ফেসবুকে নন মাহরামের যেসব ছবি এ্যাড ফ্রেন্ড আসে এবং আপনি দেখে চেক করেন তাতেও পাপ।

২) বোরখা পড়ে ছবি দেওয়া ফেতনা (পাপ)।

৩) আল্লাহর নাম ছাড়া একটা নিঃশ্বাস গ্রহণ করাও পাপ।

৪) এন্ড্রয়েড ফোন ব্যবহার করাই পাপ কারন এখানকার রিল,ভিডিও আপনার পারমিশন মতো টাইমলাইনে আসবে না। এভাবে প্রতিনিয়ত চোখের জিনা (পাপ) হয়।

একটা গল্প শোনেন - একদিন মা ফাতেমা (রাঃ) বোরখা ছাড়া এক অন্ধ ফকিরকে ভিক্ষা দিতে গিয়েছিলো তখন রাসুল (সাঃ) জিজ্ঞেস করলেন ফাতেমা তুমি বোরখা পড়ে যাওনি কেন? তখন মা ফাতেমা বললেন "বাবা উনি অন্ধ আমাকে দেখতে পাবেন না" শুনে রাসুল (সাঃ) বললেন ফাতেমা তিনি অন্ধ কিন্তু তুমি তো তাকে দেখেছো!

আরো পাপের ডেফিনিশন শুনবেন?

কোন পাপ করবেন এটা যখন মনে মনে চিন্তা করেন তখনি পাপ হয়ে যায় আসতাগফিরুল্লাহ! আল্লাহ বলেন তোমরা মনে মনে যা ভাবো তা তিনি জানেন এমনকি মনে চিন্তা আসার আগেও জানেন।

পাপ যদি এতো সিরিয়াস বিষয় হয় তাহলে ভাবেন আমাদের ক্ষমা পাওয়া কত কঠিন! আর কিভাবে চাইলে আল্লাহ ক্ষমা করবে!!🥹🙆‍♀️

এতোক্ষনে কি বুঝলেন আল্লাহ ক্বাহার!

এবার আরো কিছু কথা শোনেন -

💜 বান্দা পাপ করলে আল্লাহ কিরামিন কাতেবিন কে বলেন আগেই পাপ লিখিও না যদি বান্দা ক্ষমা চায়! ৫ ওয়াক্ত চলে যাওয়ার পরেও যখন ক্ষমা চায়না তখন পাপ লেখা হয়।

💜 আবার নেক কিছু করার নিয়ত করলেই আল্লাহ আদেশ দেন তার সওয়াব কর্ম করার আগেই আমলনামায় লিখতে।

💜 আল্লাহ বলেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বান্দাকে ক্ষমা করা হবে যদি সে ক্ষমা চায়।

💜 জানেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে ঠোট নাড়ানো লাগে না শুধু জিহবা লাগে কেন? কারন বান্দার প্রান যখন কণ্ঠাগত হবে তখন যদি সে এই কলেমা ১ বার পড়ে মারা যায় তাকে ক্ষমা করা হবে সুবহানআল্লাহ!

💜 দুনিয়ার তামাম পাপ করেও ক্ষমা পাবেন খাটি তওবা করুন পাপের পুনরাবৃত্তি না করুন।

💜 কথায় আছে কাফির ব্যতীত সবাইকে ক্ষমা করা হবে আরে রব্বেকারীম কাফিরকেও ক্ষমা করতে বসে আছেন যদি সে একবার রজু হয়ে লা ইলাহা বলে ❤️।

💜 আপনারা কি ঐ হাদিস শোনেননি এক খারাপ মহিলা সারাজীবন খারাপ কাজ করেছে শুধুমাত্র একটা পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। পানি খাওয়ানোটাই তার তওবা (দয়া) হিসেবে ধরে নেয়া হয়েছে।

এখন কি বুৃঝলেন আল্লাহ রাহীম!

আল্লাহ রাহীম এবং ক্বাহার কখন কিভাবে হবে সেটা আপনার নফস ডিসাইড করে। আল্লাহর কাছে তার প্রত্যেক বান্দা চিরুনীর দাড়ের মত সমান। আমরা পাপ করি আর লাফাঝাপা করে বলি আসতাগফিরুল্লাহ কতবার পড়লে দোয়া কবুল হবে? আমি এতো পড়ি অতো পড়ি।
বিষয়টা এতো এতো পড়ার নয় বিষয়টা হলো আপনাকে আসতাগফিরুল্লাহ ফিল করতে পড়তে হবে, একি পাপের পুনরাবৃত্তি করবেন না এরকম মনোভাব নিয়ে পড়তে হবে।পেছনের পাপের জন্য অনুশোচনা নিয়ে আসতাগফিরুল্লাহ পড়তে হবে এরপর আশা করা যায় কবুল হবে।

আজকের এই গল্পের উদ্দেশ্য হলো জীবনকে এতো জটিল বা সহজ বানানোর প্রয়োজন নেই আপনি নিজের সাধ্যের চেয়ে নেক আমল করুন ইস্তেগফার করুন। হাশরের মাঠে অনেক কোরআনের হাফেজ ও জাহান্নামী হয়ে যেতে পারে তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর ক্রোধের উপরে তার রহমত বর্ষন হয় এই বিশ্বাস নিয়ে নেক আমল করতে হবে।

04/02/2024

হযরত আলী (রাঃ) বলতেন " ভালো থাকার দুটি উপায় হয় নিজে দোয়া করো নয়তো কারো দোয়ার মধ্যে থাকো"

আমার অসুখ সারেনি এটা নিশ্চই বোঝেন সাধারন রোগের জন্য কেউ ইউনুস ক্ষতম করায় না সমস্যা বেশ জটিল তবে আপনাদের দোয়ায় টেনশনটা কমেছে আপাতত তাই কাজে হাত দিয়েছি। আমার জন্য দোয়া করবেন।

কখনো কখনো মানুষ আমাকে প্রশ্ন করে আপু আমার কি কি সমস্যা বলেন / আপু কে আমার ক্ষতি করলো তাকে চিনিয়ে দেন।

এখন আমি যদি বলি আপনার জ্বীনের সমস্যা,বান মারছে,যাদু করছে তখন আপনি বলবেন আপু আমিতো কোন আহামরি সিমটম পাইনা! অথচ আমি জানি কি কি সমস্যা হয়েছে।
আমার সোজা কথা হলো যে কথাগুলোর প্রমাণ দুনিয়াতে দেয়া যায়না সেটা জেনে কি লাভ?

আমার কাজ সমস্যা সমাধান করা। কি থেকে সমস্যা হলো কার দ্বারা হলো এসব ব্যাখা দিতে গেলে দুনিয়াতে ফিতনা সৃষ্টি হবে এবং আপনিও মনেমনে অতিরিক্ত ঘৃণা করার জন্য পাপ কামাই করবেন। তারচেয়ে সমস্যার সমাধান হোক সেটা ভালো।
আর সাবধানে থাকার বিষয়ে বলবো আপনি দুনিয়ার সবার থেকে সাবধান থাকবেন।

ছোট উদাহরন দিচ্ছি এক মহিলা তার ছেলের বউকে পছন্দ করতো না ছেলেকে হাতের মুঠায় রাখতে চাইতো এজন্য সে এতো তাবীজ করেছিলো ঐ তাবীজের প্রভাব তার ছেলের শরীর মন মস্তিষ্কে প্রভাব ফেলে ব্রেনে সমস্যা করে দিয়েছে। বলতে পারেন তারকাটার লাইট ভার্সন।

দুনিয়া সবার জন্য পরীক্ষার জায়গা মনে করবেন না আল্লাহ শুধু গরিবী দিয়েই পরীক্ষা করেন আল্লাহ ধন এবং সুস্থতা দিয়েও পরীক্ষা করেন।
সব পাওয়ার পরেও আপনি কতটুকু অদেখা রবের ইবাদতে ইবাদতে আগ্রহী এটার পরীক্ষা হয়।

#আরেকটা ছোট অনুরোধ করবো। আমি যেখানে থাকি এখানে সবাই সুদের ব্যবসা করে আপনি পুরা পাড়ায় ঘুরে ৫০০ টাকা ধার পাবেন না। এই ফিতনার দুনিয়ায় সৎ ভাবে বেঁচে থাকা অনেক কঠিন। আমি একটা ছোট বিজনেস চালাই আর বিজনেস পলিসি হলো বাস্তব রিভিউ দেখে কাস্টমার বাড়ে।আমি সত্যতা পছন্দ করি যেভাবে আমি এ পেজটি চালাই নিজের মুখে বড় বড় কথা না বলে কাজের ফিডব্যাক গুলো আপনাদের নেক কাজে উৎসাহ বাড়ানোর জন্য দেই। চুলের পেজটিতেও কারো না কারো আমাকে রিভিউ দেয়া চুলের পিকচার ওটা দিয়েই এ্যাডভারটাইজ করি। এজন্য চুলের পিকচার কার ওটার আমার নাকি এসব বলে লজ্জা দিয়েন না প্লিজ👏।

01/02/2024

#পাপ করলে কি শুধুই শাস্তি?
নাহ, পাপ করলে শুধুই পরকালে শাস্তি তা নয়। পাপ করলে আমাদের রুহ আল্লাহর থেকে দুরে চলে যায় কষ্ট পায় রুহে কালো দাগ পড়ে।কিয়ামতের দিনে কিছু সন্তান বাবা মাকে ধরে আল্লাহর কাছে বলবে "আল্লাহ আপনি আমাকে যা আযাব দিচ্ছেন তার দ্বিগুন আমার বাবা মাকেও দিন তারা আমাকে #হারাম খাইয়েছেন এজন্য আমি পাপে লিপ্ত হয়েছি।" (সহি হাদিস)
এজন্য #হালাল খাবার প্রত্যেক সন্তানের হক এই হক থেকে তাদের বঞ্চিত করবেন না। রিজিক নিয়ে ভয় পাবেন না সহি হাদিস থেকে বর্ণিত যেভাবে মৃত্যু আমাদের জন্য অবধারিত ঠিক তেমন ই রিজিক আমাদের জন্য অবধারিত আপনি শুধু হালাল পথে থাকবেন। আল্লাহ সত্য তার ওয়াদা সত্য।
এবং আলহামদুলিল্লাহ শুকরান আল্লাহ আমার বাবার ৫০পয়সা ও হালাল 💙💜।

এবার আসি আসল কথায় আমি কিছু আর্দশ মেনে চলি পেছনে কোন কথা বলিনা এবং স্পষ্ট মুখের উপরেই সত্যটা জানাই অতপর ডিশিশন অন্যের উপরে ছেড়ে দেই।
আমার সামর্থ্য নেই পার্লার এফোর্ড করার এজন্য মুখের ফেসপ্যাক এবং চুলে ব্যবহারের তেল নিজে বানাই এতে সুবিধা হলো কেমিকেল ফ্রি জিনিস পাই।
ফেসপ্যাক বানিয়ে রাখি ওটাই লেবুর রস/কাচা দুধের সাথে মিশিয়ে লাগাই আলহামদুলিল্লাহ ভালোলাগে নিজেকে দেখতে ফেসিয়াল ম্যানিকিউর এসবের খরচ হয়না উপরন্তু পরিস্কার দাগহীন ত্বক পাই।

আলহামদুলিল্লাহ রুপের তারুণ্য বহুবছর যাবত আছে থাকবে উপরন্তু জম্ন থেকে আমার কখনো ব্রন হয়নি।
এই তেলটা আমি কখনোই অনলাইনে দেইনি কারন হলো -

✍️ চটকদার প্যাকেজিং করিনি কারন আমি মফস্বলে থাকি তেলটা বানাতে আমার অনেক বেশি খরচ হয় ডেকোরেশন এ্যাফোর্ড করতে পারিনা।

✍️ অনলাইনে বসে বসে এ্যাডভারটাইজ করা সম্ভব নয় । আমি বাস্তবে বিশ্বাসী যারা আমার বাসায় এসে আমার চুল দেখে জিজ্ঞেস করে চুলে কি দেই তখন বলি। আগে একটু দুষ্টামি করে বলতাম আমার চুল খোপা বাধার চেষ্টা করেন ক্লিপ ছাড়া যদি ৩০ সেকেন্ড চুল বাধা থাকে তাহলে তেল ফ্রি দিবো মানে এতো কনফিডেন্স থাকে বাস্তবে!

✍️ এই তেলে কখনোই পারফিউম ইউজ করিনা তাতে তেলের গুণাগুণ নষ্ট হয়।

✍️ আমি কখনোই অন্যদের মত লিস্ট ধরায়ে বলিনা ১৭টা উপাদান আছে ব্লা ব্লা! আরে ভাই আমি উপাদান দিলাম ম্যালা কিন্তু কাজ হলো না তাতে লাভ কি? রেসিপি সিক্রেট রাখি শুধু বলি ব্যবহারের আগে চুলের হাইট মেপে রাখতে আর চিরুনি চেক করতে। এই দুটোতেই বুঝে যাবে উন্নতি কেমন হচ্ছে। উপাদান অনেক অনেক থাকে বলেই তেল ভারি হয়ে যায়।

✍️ আমি বলিনা যে আমার দেয়া তেলে পাকা চুল কালো হবে। ঘুমের অভাবে /অতিরিক্ত স্ট্রেসে/ বায়ুর কারনে চুল পাকে। আশা করছি আমার তেল এসব কন্ট্রল করতে পারে।

✍️ আরেকটা শর্ত হলো আমার দেয়া তেল ব্যবহারের মাঝখানে অন্যকোন তেল চুলে ব্যবহার করা যাবে না। অন্যকোন তেলের কেমিকেলের কারনে চুল উঠবে আর মনেমনে দোষ দেবেন আপুর তেলের তা হবে না। বেস্ট রেজাল্ট পেতে আমাকে বিশ্বাস করতে হবে।

উপরের পোস্টটা কয়েকবার পড়ে যদি মনেহয় তেল নেবেন তাহলে পেজের লিংক দিলাম ঐ পেজে লাইক দিয়েন। তেলের জন্য ওখানে নক দিয়ে রাখবেন। এই পোস্ট ৭২ ঘন্টা পর ডিলেট করা হবে। এই পেজ শুধুমাত্র মানুষের সমস্যার জন্য রুপ চুলের সমস্যার জন্য নয়।

https://www.facebook.com/profile.php?id=61556215646778

Beauty, cosmetic & personal care

01/02/2024

#চ্যাটগুলো পড়েন নয়ত বুঝবেন না। আমি জানলাম আপু অসুস্থ ব্লাডে ইনফেকশন হয়েছে কান দিয়ে রক্ত পড়তো ব্যাথার সাপোজিটর ইনজেকশন দিয়েও কমেনা আমি রুকিয়া দিলাম মাত্র ১ বার শুনেই ব্যাথা কমে গেছে। #রব্বেকারীম যে আমার জবানের লাজ রেখেছেন আমি সেই খুশিতেই অস্থির!!!

30/01/2024

আপনারা আমার জন্য দোয়া করতে থাকেন সুস্থ হইনি তবে পেজের কার্যক্রম শুরু করলাম

29/01/2024

#কষ্টের_প্রেম!

আপনারা নিশ্চই আল্লাহর বিভিন্ন কেরামতির ভিডিও দেখেছেন ইন্টারনেটে? আজ বলবো আমার সাথে ঘটে যাওয়া কয়েকটা...

১ # তখন আমি ক্লাস সেভেনে পড়ি বাস এ্যাকসিডেন্ট করেছিলাম সেখানে ২ জন মারা গিয়েছিলো বুঝতেই পেরেছেন কতটা সিরিয়াস এ্যাকসিডেন্ট ছিলো!
আমি আর মা বাসের একদম সামনে বসে ছিলাম এক্সিডেন্টের সময় মনেহয় ঘুমন্ত ছিলাম চোখে কিছু দেখিনি চোখ খুলে দেখি ধানক্ষেতের হাটু পানিতে আমি একটা আচঁড় ও কাটেনি আমার + কারো সাথে ধাক্কা লাগেনি অথচ চলন্ত বাস থেকে সবাই দরজা জানালা দিয়ে ছিটকে পড়েছে। আল্লাহ ভালো জানেন আমি সজ্ঞানে ছিলাম মনেহচ্ছিলো কেউ যেন আমাকে কোলে নিয়ে পানিতে বসায় দিয়েছে তারপর চোখ খুলছি।

২ # তখন আমার বয়স ১৮+ দুপুর বেলা বরোই গাছের নিচে আছি সেফটি ট্যাঙ্কের ঢাকনা খোলা ছিলো উপরে পলিথিন দিয়ে ঢাকা আমাকে কেউ বলেনি সেটা। বরোই কুড়াতে গিয়ে ধপ করে ট্যাঙ্কে পড়ছি আমার শুধু কনুই দুটা বাইরে ছিলো পুরা বডি ট্যাঙ্কে ঢুকে গেছে এটা দেখে সবাই দৌড়ে পালায় গেছে। আপনারাই বলেন দুটা কনুই ই কি শক্তি থাকে ওপরে ওঠার? আর ঐ সময়ে ভয়ে কাঁপতেসিলাম। ভয় পেলে আরো শক্তি থাকেনা। আল্লাহ সাক্ষী আমি সজ্ঞান ছিলাম কিভাবে উঠছি আমি জানিনা চোখ বন্ধ ছিলো। ওখান থেকে বাথরুমে গিয়ে বসে আছি আর উঠতে পারিনা কাপঁতেসি আর কেঁদে বলছি আল্লাহ আজকে ফজরের নামাজ পড়িনি আমি মরে গেলে জানাজার জন্য লাশটাও পেতো না কেউ। কিভাবে বাঁচালেন😭🙏!

৩ # কয় বছর আগে সিঁড়ি থেকে পা পিছলে যে স্টাইলে পড়ছিলাম মাথায় ৩/৪টা সেলাই পড়ার কথা ছিলো রব্বেকারীম কিভাবে বাঁচালেন রহস্য!!
গতকাল ও টেপের পারে বসে দ্রুত কাজ করছি টেপের কোনাটা আমার ভ্রু ছুয়ে গেলো জোরে! একটুর জন্য চোখটা বেচে গেলো!
পরে ভাবছিলাম হায় আল্লাহ এক রোগের শেফার জন্য কত হাকুপাকু করছি অথচ প্রতিনিয়ত আপনি বাঁচাচ্ছেন আমি শুকরিয়া করতে পারছিনা 💙💜।

আমরা ইবাদত করি বিশ্বাসের সাথে এ বিশ্বাসের বিনিময় রব্বেকারীম দুনিয়া আখিরাতে দ্বিগুন করে দেবেন। কষ্টে থাকার সময়টা কে কাজে লাগান কারন কষ্টের সময় রহমতের কান্না আসে পরিস্থিতি বদলে গেলে আর পাবেন না। আবার রব্বেকারীমের নিকটবর্তী হওয়া যায় এটাই ইশক!
মন খারাপ লাগলে কান্না এলে বারবার বলুন,

💙💙 রব্বে কারীম আমি সবর করতে পাচ্ছিনা আমাকে বিনা পরীক্ষায় উত্তীর্ণ করেন,আমি আমলকারী নই আপনি রাহীম আপনার অনুগ্রহই আমার আমল।💙

আমার ইচ্ছা করছে কি জানেন যদি এখন মক্কার সামনে থাকতাম দুর থেকে দোয়া করতাম রব্বেকারীম অনেক দুর থেকে কষ্ট করে এসেছি আর কবে পারবো তাতো জানিনা আমাকে গিলাফ ছুঁতে দেন। এভাবে বলে কাছে যেই যেতাম গিলাফ ধরে বলতাম রব্বেকারীম আমার অন্তর কবুল করুন এবং যে আপুরা আমার জন্য দোয়া করেছে তাদের প্রত্যেকটা জায়েজ আশা পূরন করুন আপনার দয়া ভালোবাসার ছিটা তাদের অন্তরে দিয়েছেন আজ ওদের দোয়ায় আমি এখানে দাড়িয়েছি আমি ক্বাবা থেকে খালি হাতে ফিরে যাবো না।

নেক নিয়ত করতে থাকেন পূরণের মালিক আল্লাহ💜

27/01/2024

#ভালোবাসা_কি?

এক হিন্দু বালক আউলিয়ার বস্তির পাশে দিয়ে যেতো আর প্রতিদিন আসরের পর থেকে কান্না শুনতো। প্রতিদিন এভাবে শুনতে শুনতে একদিন মাকে বললো মা মুসলমানের ঐ বাবা কেন কাঁদেন? মা বললেন তুমি তাকেই জিজ্ঞেস করো তিনি কেন কাঁদেন।
বালক গিয়ে বললো,

আপনি কেন কাঁদেন তিনি বললেন আমি মুর্শিদের ইশকে কাঁদি।
বালক বললো আমি জানি মানুষ ভালোবাসায় হাসে কাঁদে নাতো। আমিও কাঁদতে চাই আমাকে শিখিয়ে দিন।
উনি বললেন তুমি কাঁদতে চাও মুসলমান হয়ে যাও আর আমার মুরিদ হয়ে যাও।বালক তাই করলো এরপর তিনি ৩ দিন বালককে সাথে রাখলেন।
তারপর বললেন আজ থেকে ৩ দিন তুমি বাড়িতে থাকবে আমার কাছে আসবেনা। বালক সেইমত চলে গেলো।

প্রথম সন্ধা হয় বালক ছটফট করে রাত হয় ছাদে পায়াচারি হয়।যখন শেষ রাত হয় কাঁদতে শুরু করে মাকে বলে মা ঐ বাবাকে গিয়ে বলো আমি তারকাছে যেতে চাই খুব কষ্টে আছি। মা দরগায় গিয়ে বললেন শুনে তিনি বললেন না না ও আসবে না এখানে।

এ কথা বালক শুনে আরো কাঁদতে লাগলো বললো মা খোদার কসম তুমি তাকে গিয়ে বলো এবার যদি আমাকে না ডাকে আমি মরে যাবো। মা দৌড়ে গিয়ে বললেন হুযুর এক মায়ের আর্জি আপনি আমার ছেলেকে ডেকে নিন নয়তো ও কষ্টে মারা যাবে। হুযুর সে সময় মজলিশে ব্যস্ত ছিলেন তার ছেলেকে ডেকে নিলেন।

ঐ দুর থেকে মুর্শিদকে দেখে দৌড়ে এসে কাছে বসলো। এরপর হুযুর "আজ রাতে খেয়েছিলে?" বালক বললো নাহ। হুযুর বললেন "আজ ঘুমিয়েছিলে?" বালক বললো নাহ।হুযুর বললেন "আমারো চোখ লাগেনি"
বললেন তুমি ৩ দিন মুর্শিদের সাথে থেকে এতো কাঁদছো আর আমি ২০ বছর মুর্শিদের সাথে ছিলাম।
উপস্থিত সবাই এ দৃশ্য দেখে কাঁদতে শুরু করলো...
আমরা চিশতিয়ারা যখন কাঁদতে বসি ঝরনার মত কাঁদিনা চোখের পানির লহর বয়ে দেই।
আমি এতক্ষণ ঐ মাষ্টারের কথা বলছিলাম যার হাত ধরে ইন্ডিয়ায় ইসলাম প্রচার শুরু হয় হযরত খাজা মঈনউদ্দিন হাসান চিশতী (রহঃ)।
একজন সঠিক মাষ্টার হৃদয়ে ইশকের চেরাগ জ্বালাতে পারেন তারপর থেকেই রবের প্রতি তার হাবীবের প্রতি আলাদা ভালোবাসা তৈরী হয় ঐ ভালোবাসা হলো কান্না শুধুই শুকরিয়া....।

রব আমাদের হৃদয়ে ভালোবাসা দিলেন তাকে ভালোবাসতে আর আমরা শুরু করে দিলাম মানুষকে ভালোবাসা।
রব্বেকারীম যদি সামর্থ্য দিতেন শপথ আল্লাহর আমি এ রাতেই মক্কার উদ্দেশ্যে বের হতাম মনেহচ্ছে এক মুহুর্ত বাসায় না থাকি ভেতর ফেটে যাচ্ছে মনেহচ্ছে সবুজ গম্বুজের সামনে দাড়িয়ে সমানে কাঁদি....
আর শুরুটা করি আজমীর দিয়ে💙💙💙💜💜💜।

26/01/2024

#ফকির_যখন_শিক্ষা_দেয়

শুক্রবারে আমার বাসায় মিনিমাম ১০+ মানুষ ভিক্ষা চাইতে আসে এটা ওদের রুটিন। আমরা যেমন জানি বাপে ভাত দিবেই ওরাও তেমন জানে এ বাসায় ভিক্ষা পাওয়া যাবেই!

যখন যেমন সামর্থ্য থাকে দেই ৫/৪ টাকা বা চাল। কখনো স্পেশালি সদকার নিয়ত থাকলে এক পোয়া করে চাল দেই। আমার হিসাব থাকে কতজন আসলো আর কতজন আসবে এদের মধ্যে দুজন পুরুষ খুব অদ্ভুত আমি যখন তাদের চাল /টাকা দেই এরা আমি কি দিচ্ছি সেটা দেখেনা সমানে দোয়া করতে থাকে আমার জন্য এবং নিজের জন্য শুকরিয়ার দোয়া করে জোরে জোরে আমি মাথা নিচু করে শুনি আর চাল দেই অনেক সময় ওদের দোয়া শুনে কলিজা এতো ঠান্ডা হয় হাফ কেজি চাল বা ১০-১৫টাকা দেই। এটা দেয়ার আমার পূর্ব পরিকল্পনা থাকেনা কিন্তু ওদের দোয়া আমাকে মুগ্ধ করে।

সেদিন কি হলো ভিক্ষা দিতে দিতে টাকা শেষ। একসাথে ৩টা মহিলা আর ঐ একটা লোক আসছে মোটে চারজন। যাহোক সেদিন টাকা শেষ তাই জনপ্রতি ১ টাকা করে ভাগে পড়লো (এরবেশি সেদিন আমার সামর্থ্য ছিলোনা কি করবো!☹️)।
মহিলাদের একজন ১ টাকা করে পেলো বলে উচ্চস্বরে না শুকরি করলো এবং আমাকে ও লজ্জা দিলো মাত্র ১ টাকা দিলাম! আর ঐ লোকটা ১ টাকা পেয়েই আবার পূর্বের মতোই শুকরিয়া করলো জোরে জোরে দোয়া করতে করতে গেলো।
এরপর মনেমনে বললাম আল্লাহ আমাকে সামর্থ্য দেন একজন আমাকে গিফট করলো ওখান থেকে ৫০টাকা সদকা করে তারপর শান্তি পেলাম। (ঐদিন খুব লজ্জিত হয়েছিলাম)।

আমি সেদিন তার কাছে শিখলাম আমরা কতটা না শুকরি বান্দা শুধু না পাওয়ার হিসাব করি অথচ এতোকিছু পেয়েও শুকরিয়া করিনা। আল্লাহ কিছুটা বান্দার মতোই যেমন আমি প্রতি শুক্রবার ঐ দুজন মানুষকে মনেমনে খুজি মনেহয় এরচেয়েও শত সহস্রগুন বেশি রব্বেকারীম তার শুকুরগুজার বান্দাদের দোয়া মুগ্ধ হয়ে শোনে।

#আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না কিছুদিন আগে এক পোস্টে বলেছিলাম আমি ঘুমাতে পারিনা জানিনা কোন ভাই/বোন কলিজা ফেটে আমার জন্য দোয়া করেছিলেন এরপর থেকেই আমার ঘুম বেড়েছে 😭😭😭💙💜। এবার শুধু এতটুকু দাবী রব্বেকারীমের কাছে আমার অসুস্থতা মাফ নিয়ে দিয়েন 👏 👏আল্লাহ মিরাকেল করুন গায়েবে সুস্থতা দিন। আমি অসুস্থ,ভীত বলতে পারছিনা কিন্তু এতোটুকু বলে নিজেকে স্বান্তনা দিচ্ছি আল্লাহ অসুস্থ, মজলুম,রোজাদারের দোয়া ব্যর্থ করেননা, আমি মুখে ধন্যবাদ দেইনা তবে প্রতিদিন চোখের পানির সাথে আাপনাদের জন্য দুনিয়া আখিরাতের শান্তি চাই।

23/01/2024

#ভালো_পরিবার

আল্লাহ বিনা কারনে দূর্বাঘাস ও সৃষ্টি করেননি এমনকি কিছু সৃষ্টির পেছনে বহু রহস্য আছে।
যদি চিন্তা করি আল্লাহ কেন আমাদের পরিবার দিলেন?
হয়তো সাধারনভাবে বলবো -

★ বিবাহ জৈবিক ও আত্নীক চাহিদা মেটায়,
★ বংশ বৃদ্ধি করে ও দ্বীন কে পূর্ণ করে,
★ পরিবারের জন্য খরচ করা সদকাহ (এটা এক্সট্রা ইবাদত)...

কিন্তু আমি বলতে চাচ্ছি অন্যকিছু সু সন্তান দুনিয়াতে রেখে যেতে পারা মানে নিজে কবরে গিয়েও সুফল ভোগ করা। কিন্তু সু সন্তান কি আপনি চাইলেই রেখে যেতে পারবেন? শুধুমাত্র সুস্থ মস্তিষ্কের সঠিক আল্লাহওয়ালা দম্পতী ই সু সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন। এটা আপনি একা পারেন না অবশ্যই আপনার স্বামীকেও একি চিন্তার মানুষ হতে হবে।
কারন সন্তানের জীনগত আচরন চিন্তাভাবনা সবই বাবা মায়ের রিফ্লেকশন।

ভালো পরিবার গঠন করতে ভালো দম্পতী হতে হয় তাদের দেখে সন্তানেরা শেখে। আল্লাহ তার বান্দাদের দুঃখ কষ্টে ফেলেন পরীক্ষা করেন আবার মাবুদ এতোই দয়ালু সেসব দুঃখ কষ্ট কমানোর জন্য স্বান্তনার জন্য পরিবারকে সাথে দিয়েছেন।বিজ্ঞানী বলেন অসুস্থ সন্তান মায়ের আওয়াজ শুনলে তার ৩০./. রোগ সুস্থ হয়ে যায়। বাবার দোয়ার সাথে রাসুল (সাঃ) এর দোয়ার মর্যাদা দেয়া হয়। আর ভাইবোনের কথা বলবো মনে করেন নিজের কষ্টে হাত তোলার জন্য আরো কয়টা হাত পাওয়া যাবে। এবার বোঝেন ভালো পরিবারের গুরত্ব কত!
কখনোই বলবেন না যে আমাদের পরিবার এমন না তেমন না অভিযোগ করবেন না দোয়া করেন তারা আপনার মন মত হয়ে যাক। পেছনের জেনারেশন সবসময় অল্পজ্ঞানী থাকবে এটাই স্বাভাবিক। তারা অনুন্নত হোক কিন্তু আপনাকে উন্নত করার জন্য নিজেদের সাধ্যমতো সোর্স দিয়েছেন।

নিজের ধৈর্য বাড়ান আগের থেকেই নিজেকে বুঝিয়ে রাখেন নিজের বাড়িতেই ভাই বোনের সাথে ঝগড়া লাগে আর তো পরের বাড়ির লোকের সাথে খাতির কিভাবে থাকবে! এটা চিন্তা করলে এক্সপেটেশন কমে যাবে সবার সাথে মানিয়ে নিয়ে চলার ক্ষমতা বেড়ে যাবে। কষ্ট হবে শুধু চিন্তা করবেন কষ্টের চেয়ে ৩/৪ গুন দোয়া কিভাবে বাড়ানো যায়! মনেকরবেন এটাই জিহাদ আপনার জন্য এখানে জিততে হবে।

এখন সময় চিন্তা করেন ভালো পরিবার তৈরী করবেন সেজন্য ভালো বিয়ে করতে হবে (নট প্রেমিক) ভালো বিয়ে কিভাবে কার সাথে হবে কখন হবে আল্লাহই ভালো জানেন আপনি শুধু দোয়া করুন।
দোয়ায় সব সম্ভব, দোয়া খুব খারাপ কে ভালো তে পরিণত করে, সময় লাগে।
এ সময়টা মনকে মানিয়ে নিতে হয় এই দুঃসময়ে কেটে ওঠার জন্য কিছু সৎ বান্ধবী জোটান যারা দুনিয়ার যে কোনাতেই থাকুক আপনার কষ্ট শুনলে হাত তুলবে আপনি তাদের কষ্টের নিঃশ্বাস শুনলে জায়নামাজে বসে যাবেন এ বন্ধুত্ব দুনিয়া আখিরাতের অনেক বড় নিয়ামত।

22/01/2024

#ইনবক্সে_এক_বোনের_প্রশ্ন

আমি শুধু এইটুকুই জানতে চাই আপু যে দুয়া কবুল হওয়ার জন্য কীভাবে চলতে হবে? আই মিন আমাদের লাইফস্টাইল টা কেমন হলে একজন মুস্তাযাবুদদাওয়া হওয়া যাবে? আপু যদি একটু বলতেন।

আমি সংক্ষেপে উত্তর দিলাম - ওয়ালাইকুম সালাম একজন একদিনে সর্বচ্চ ২১হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়েও মুস্তাতাজাবুদদাওয়া হতে পারেননি।
আমি আর কি বলবো?

এবার আলোচনা করছি 💜💙 আমরা সবাই জানি নামাজ,রোজা,হজ্ব,যাকাত, এসব ফরজ আমল এসব করতেই হবে এর পাশাপাশি আমরা ইস্তেগফার, দরুদ জানি তবু আমরা সবাই মুস্তাতাজাবুদ দাওয়া হতেপারিনি কেন?
আরো কথা হলো যারা মাদ্রাসায় থাকে ওরা তো দিন রাতের ম্যাক্সিমাম টাইম ই কোরআন নামাজ পড়ে ওরা হলো না কেন? মসজিদের হুযুর আযান দেয় সে হলো না কেন?

ছোট্ট একটা গল্প বলি শোনেন - ৩৫ বছর আগের কথা রমজান মাসে মসজিদের হুযুরকে আমার বাবা খাওয়ানোর দায়িত্ব নিলেন। আমার মা গরম ভাত তরকারি গরমপানি সব রেডি করে দেয় আর বাবা নিয়ে যায়। উনি ঐ এলাকায় নতুন এসেছেন লোকমুখে কথা শোনা যায় তার চেহারা নাকি অন্যরকম তিনি মেয়েমানুষ দেখেন না। একবার আমাদের বাড়িওয়ালা ঐ হুযুরকে দাওয়াত দিলেন তো আমার মা ওনাকে দেখার কৌতূহল সামলাতে পারলেন না বেড়া ফুটো করে দেখছেন। যেই হুযুরের দিকে তাকিয়েছিলেন ওনার চোখে মায়ের চোখ পড়ছে সাথে সাথে শরীর কেঁপে উঠছে এরপর থেকে তীব্র জ্বর...
কোনকিছুতেই জ্বর সারেনা শেষে বাবা গিয়ে ওনাকে বললেন হুযুর বেয়াদবি নিয়েন না আপনাকে দেখতে গিয়ে আমার স্ত্রীর তীব্র জ্বর আসছে। একথা শুনে উনি পানি পড়ে দিলেন সেটা খেয়ে তারপর মায়ের জ্বর সেরেছে।

জ্বর এসেছিলো কেন জানেন উনি মুস্তাতাজাবুদ দাওয়া শুধু নন ওনার হৃদয়ে যে নূর ছিলো ঐ নূরের ঝলকানি তার চেহারায় থাকতো আমার মা তার পারমিশন ছাড়া তাকে দেখতে চেয়ে গুস্তাখি করেছিলেন সেটার শাস্তি ছিলো জ্বর।

আমরা কেমন জমিনের কীট শোনেন এখনি কেউ আমাদেরকে নিয়ে একটা কথা বলুক সহ্য করতে না পেরে ওকে খোচা না মারা পর্যন্ত শান্তি পাবো না। ২৪ ঘন্টার মধ্যে ২৪ মিনিট আননেসেসারি কথা বন্ধ রাখতে পারবো না।আর মন কত নোংরা হিংসা রাগে জর্জরিত সেটার কথা কি বলবো! অবশ্য এটার যুক্তি আমরা দেই যে "আমার জায়গায় থাকলে বুঝতেন কেম্নে মাথা ঠান্ডা থাকে"। আসলে কি দুনিয়াটা বেহেশত?

আপনি দরুদ পাঠ করেন নূর দেখতে পাবেন না কিন্তু এমনো মানুষ আছেন যারা দরুদ পড়লে নূর দেখেন।
দোয়া কবুল হয়, এটা যারা দুনিয়াকে শোনাতে চায় ঐ রিয়াকে আল্লাহ কখনোই কবুল করেননা।ইবাদতের উদ্দেশ্যেই হতে হবে আল্লাহকে খুশি করা দুনিয়াকে প্রাধান্য দেয়া নয় মানুষকে শোনানো নয়।
ইস্তেগফার মুখে জারি রাখেন যেদিন থেকে ইস্তেগফার কায়েম হবে পাপ কমতে শুরু করবে।

20/01/2024

#ফিডব্যাক

17/01/2024

#আজাইরা_গল্প!

আচ্ছা আমি যদি আমাদের দেহে এক টুকরা মাংস আছে সেটাকে ক্বলব বলে।এই ক্বলবের অবস্থান বুকের বাম পাশে, এই ক্বলবে যিকির হয় একজনের প্রাথমিক অবস্থায় যিকির হয় ৫ হাজার। আপনারা বলেন এসব কথা আপনাদের মাথায় ঢুকেছে? কারন এসব অনেক উচ্চমার্গের কথা এর আগে অনেকগুলো স্টেপ পার হতে হয়।

রাসুল (সাঃ) একসময় কিছু সাহাবীদের নিয়ে দাড়িয়ে ছিলেন এরমধ্যে একজন এসে বললো হুযুর আমার কখনোই জ্বর হয়নি কোনদিন হাঁচি ও আসেনি। তিনি চলে যাওয়ার পর হুযুর সবাইকে ডেকে বললেন তোমরা কি জাহান্নামী ব্যক্তিকে দেখেছো? ঐ ব্যক্তিকে দেখো (যে চলে গেলো) যার কখনোই জ্বর হয়নি।
অনুরুপ আরেক অসুস্থ ব্যক্তিকে দেখিয়ে বললেন জান্নাতিকে দেখো।

এ কথার অর্থ কি আল্লাহর রাসুল মানুষের দুর্ণাম করেছিলেন? তা তো নয় তিনি বাস্তব উদাহরণের আলোকে মানুষকে শিখিয়েছেন। এক কথাগুলোর সারাংশ ছিলো এরকম যাতে মানুষ দুঃখে কষ্টে রোগে পুরস্কারের আশায় ধৈর্য ধরতে পারে।
কোরআনে আল্লাহ বলেন "নিশ্চই আমি তোমাদের পরীক্ষা করবো কিছু রোগ দুঃখ দুর্দশা দ্বারা কিন্তু ধৈর্যধারণকারীরাই সফলকাম হবে"
সহি হাদিসে বর্ণিত "যদি পায়ে কাটা ফোটে তার দ্বারাও আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন।"

এই কথাগুলোকে সহজ করে মানুষকে বোঝানোর জন্যই বাস্তব উদাহরন দিতেন। আপনাদের দোয়া কবুল হয়না হাউকাউ করেন সেজন্য আমিও কিছু বাস্তব উদাহরন দেই যাতে মানুষ সহজেই নিজের দোষ খুজতে পারে নিজেকে শুদ্ধ করতে পারে। এখানে আমি কিভাবে মানুষের দুর্ণাম করলাম?

সমালোচনা কখন হবে কখন সেটা পাপ হিসেবে আমলনামায় লেখা হবে এটার সুষ্পষ্ট ধারনা আছে? জীবনে কিছু মানুষ কখনোই সভ্য হবে না সেদিন ৪০০+ আননেসেসারি মেসেজ ডিলেট করছি যাদের কোন কাজ নাই ইনবক্সে নাটক করতে আসছিলো এরকম মানুষের জন্য মন থেকে লানত আসে!
গতকাল পোস্ট দিলাম কোথা থেকে এক বেয়াদপ টপকে পড়ে বললো আমি মানুষকে নিয়ে দুর্ণাম করছি কেন?

এরপর থেকে ইনবক্সে কেউ বেয়াদবি করলে তার আইডি সহ পোস্ট করে দেবো। আর #আপনাদের কাজ হলো যখনি নতুন কাউকে কমেন্টে বেয়াদবি করতে দেখবেন ডিরেক্ট বলবেন,
Go to hell we can't tolerate you,Otherwise I will kick your ass.

16/01/2024

#ইবাদতকারী🤨

পরশু এক ৪৫ বছর বয়সী মহিলা আমার বাসায় আসছে মাগরিবের পর #খেজুরের কাটা নেবে। মাগরিবের পর আসছে আর খেজুরের কাটা দিয়ে কি করবে এ কথা তিনবার জিজ্ঞেস করেছি সে উত্তর দেয়নি। যাহোক দিলাম সে কিছুক্ষণ পর আবার এসে বলছে আবার কিছু কাটা দিতে আমি সন্দিহান সে কি করবে! কারন খেজুরের কাটা তাবীজে দেয়/ঘায়ে খোচা দিয়ে পুঁজ বের করে সে আসলে কি করবে এই চিন্তায় আমি আরো ২বার জিজ্ঞেস করলাম শেষেরবারে বললো পিঠায় নকশা করবে খেজুরের কাটা দিয়ে!🤦‍♀️
এটা প্রথমে বললেই হতো কারন আমি পরোক্ষভাবে কোন পাপে জড়াতে চাইনা!

তার মেন্টালিটি নিশ্চই বুঝেছেন আগে এতোবার জিজ্ঞাসা করা স্বত্তেও কেন বলেনি! সে ভাবছে যদি বলি পিঠা বানাবো তাহলে একটা পিঠা দিতে হবে এই ভয়ে সে বলেনি। এরকম চিপ মেন্টালিটি নিয়ে মানুষ ইবাদত করে!

আরেকজন ছিলো একসময় আমার অনেক বড় প্রয়োজন মিটিয়েছিলো কোন রকম স্বার্থ বিনিময় ছাড়া। তার একটা কথা মনেআছে বলেছিলো "তুমি ও একজাতের এতিম এবং মজলুম"।

সে ঢাকায় স্কয়ারে হসপিটালে কনর্ফাম করেছিলো তার পায়ুপথে ক্যান্সার! ইংরেজিতে বলেছিলো আরো কিসব বড় বড় রোগের নাম সে ঐ অবস্থায় চেন্নাই গেলো আরো কি যেন সার্জারি করবে হয়তো। ওখানে গিয়ে টেস্ট করে দেখে ক্যান্সার নয় ছোট্ট একটা ঘা ওষুধে সেরে যাবে।
আর যে সার্জারি করতে গিয়েছিলো ওটা লাগেনি ওষুধে সারবে উপরন্তু ওখানে টেস্ট করতে যত খরচ হয়েছিলো তার কিছুটা ছাড় পেয়েছে💜💙।

আমি তার অনেক ছোট তুই করে বলতো একদিন ফোন করে বললো পিচ্চি আমিতো ভালো হয়েগেছি যে ভয়ে আসছিলাম আল্লাহ বিপদ কাটায়ে দিসে।

এই দুটা ঘটনা বলার উদ্দেশ্য হলো আমরা খুব চিপ মেন্টালিটির মানুষ স্বার্থপরের মত ইবাদত করি।যখন নিজে কোন নিয়ামত পাইনা চিপায় পড়ে থাকি তখন দান সদকা ইবাদতে অস্থির হয়ে যাই।
ওদিকে পাগলা মসজিদে দেখেন বছরে কয়েক কোটি টাকা উঠে কেন? ঐযে দোয়া কবুল হয়না তাই দান করে ওখানে আমি বলি তোমরা কি রাস্তায় ক্ষুধার্ত শির্তাত দেখোনা? মানুষ যদি জানতো সিজদাহের পরে গোপন দানের মাহাত্ম্য কত সারাদিন ঐ কাজেই ব্যস্ত থাকতো।
তবু আল্লাহ রাহীম এবং কাদ্বীর আমাদের স্বার্থপরতা ইবাদতকে গ্রহণ করেন।

এক আউলিয়া বলেছেন "যদি জান্নাত জাহান্নাম আল্লাহ না বানাতেন তবে বোঝা যেত ইবাদতকারীর সংখ্যা কত।"

15/01/2024

#আমল শুধু করলেই কাজ হয়না এটা ডিপেন্ড করে কার মুখ থেকে শুনে করছেন।

আপনি এমনি সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করেন শুরু থেকে শেষ পর্যন্ত তাতে কোন সমস্যা নেই। কিন্তু যখনি কোন ওয়াজিফা পাঠ করবেন (একি আমল বারবার প্রতিদিন) করবেন এটার জন্য পারমিশনের প্রয়োজন আছে।
যারা বলে আমল করতে পারমিশন লাগেনা আমি বলবো আমল তো আপনারা আগেও করতেন তখন কেন নিজেদের সমস্যাগুলো ঠিক করতে পারেননি কেন আমার কাছে আসতে হলো এবং তারপরে কেন সমাধান হলো?
কারন একটাই #পারমিশন ফ্যাক্ট।
এজন্য ওয়াজিফা করতে অবশ্যই কামিল কারো পারমিশন লাগবেই! আমি কামিল না তবে নিজের সাধ্যের মধ্যে কাজ করি যাতে উপকার না হলে কারো ক্ষতি না হয়।

#আচ্ছা এবার না হয় এক কাজ করি নতুন যারা আসবে ওদের ১০১ দিন নিজেদের দোয়া করতে দেবো ইস্তেগফার করবে তবু তিন মাসে কাজ না হলে তারপর আমি আমল দেবো আপনারা রাজি? কাজ হয়ে গেলে তো বেচেই গেলো আর না হলে
তখন বুঝবেন পারমিশন কাকে বলে।
যেদিকেই যাবেন লস আপনাদের ই।

এটার আরো ব্যাখা দিতে গেলে অনেক অনেক কথা বলতে হবে ওসব আপনাদের কাজের জিনিস না। আপনারা নিজেরা যখন পারেন না এখানে প্রয়োজনে আসেন আমি ইন্সট্রাকশন দেই ফলো করেন কাজ হয়ে যায় এটুকুই যথেষ্ট!
শিক্ষিত মেয়েদের এতো বলে বলে বোঝাতে হয় টায়ার্ড আমি😑😐।

12/01/2024

#জীবনের_পাঠ

ভিডিওটা আমার করা ইন্ডিয়ার কোন এক হাইফাই রেস্টুরেন্টে প্রিওয়েডিং পার্টি বলতে পারেন ব্যাচেলর পার্টিতে দাওয়াত ছিলো গিয়েছিলাম। এসব পরিবেশে গেলে অনায়েশেই মুড চেন্জ হয় মনেকরেন কল্পনা করতে ইচ্ছা করে জিন্স পান্জাবী পড়া কার্লি হেয়ার লিপস্টিক দেয়া।
যখন কলকাতার স্টেশনে বসে ছিলাম তখন হাতে গুনেছিলাম নিম্নে ১৫০ মহিলা দেখছিলাম যাদের গায়ে ওড়না নেই শুধু জামা! মেয়েগুলো সব জিন্স হুডি ট্রাকসুট পড়ুয়া আমাদের মত কেউ নেই!!!

আবার একখানে গিয়েছিলাম সেখানে আল্লাহ রাসুলের গুনগান হচ্ছিলো হারমণি,খন্জনী দিয়ে চোখবন্ধ করে মুগ্ধ হয়ে শুনছিলাম।
এই দুটো ঘটনা বলার উদ্দেশ্য হলো জীবন আপনাকে সবসময় অপশন দিতেই থাকবে নফসের পরীক্ষা আসতেই থাকবে যেকোনভাবে কিন্তু আপনাকে সঠিকটা বেছে নিতে হবে।

আমি রোজার মাসে কাউকে জিজ্ঞেস করিনা আপনি রোজা আছেন কিনা (সে রোজা না রাখলে লজ্জিত হবে তাই জিজ্ঞাস করিনা)।
বিয়ের ক্রাইটেরিয়ায় কখনো ৫ ওয়াক্ত নামাজ পড়ে এটা মানুষকে জানাতে পছন্দ করিনা আমার লজিক আমাদের সমস্ত ইবাদত আল্লাহকে খুশি করার জন্য বিয়ের জন্য এটা ক্রাইটেরিয়া হতে পারেনা।

এই দুটো কথার সারাংশ হলো ধর্মের উচ্চস্তরে যতোই উঠবেন ততই ফিলোসফার হবেন। পাতি ধার্মিকেরা যদি নাস্তিক দেখে নাক সিটকাবে ওকে ইসলাম গ্রহণ করাতে না পারলে ওর পূর্বপুরুষকে গালি দিতে সময় নেবে না অথচ রাসুল (সাঃ) এর আর্দশ হলো তিনি ইসলামের পথে আসতে সবাইকে অনুপ্রাণিত করতেন তার স্বভাবে মুগ্ধ হয়ে লোকে ইসলাম গ্রহণ করতো।

#ধার্মিক মানে নিজেকে গুহায় ঢোকানো নয় আপনি ইবাদত করুন রুপচর্চা করুন হালকা এক্সারসাইজ করুন পরিস্কার পরিচ্ছন্ন থাকুন আমলনামা ক্লিন রাখুন।
এটা দুনিয়া এখানে চলতে হয় এখানে শুধু নামাজ কালাম করলেই স্বামী বাচ্চা হাতে রাখা যায়না প্রচন্ড আন্তরিক উন্নত আচরনের অধিকারী হতে হয়।
জীবনের সময় খুব কম নিজের দিকে মনযোগ দিন ভালোর দিকে আগান।

10/01/2024

#পাপ_কি_জানেন?

ছোট্ট দুটো ঘটনা সংক্ষেপে বলি - এক পয়গাম্বর রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তায় খ্রীষ্টিয় এক যুবককে অনিন্দ্য সুন্দর দেখে দাড়ান এবং তার সৌন্দর্য দেখতেই থাকেন এমন সময়ে আরেক বুজুর্গ এসে হাত ধরে ফেলেন উনি লজ্জা পেয়ে বানিয়ে বলেন "আমি যুবককে দেখে ভাবছি আল্লাহ এই সুন্দর চেহারাকেও আগুনে পোড়াবেন!" জৈনিক বুজুর্গ তাকে চিমটি কেটে বলেন "অচিরেই তুমি এর শাস্তি পাবে" ঐ পয়গাম্বর বর্ণনা করেন #ত্রিশ বছর পরে সেই পাপের শাস্তি পেয়েছিলেন 😳।

২য় ঘটনা হলো - এক পয়গাম্বরের জায়নামাজে থাকা অবস্থায় যৌন উত্তেজনা খুব হয়েছিলো অতপর নামাজ শেষে তিনি সমকামিতা চিন্তা করেন।এর ফলে তার সারা শরীর কালো হয়েগেছিলো তিনি লজ্জায় তিন দিন কম্বল জড়িয়ে ছিলেন হাম্মাম খানায় গোসল করেও তার কালো রং দুর হচ্ছিলো না অতপর তিনি ইস্তেগফার করতে করতে হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) এর খেদমতে আরয করলেন উনি দেখামাত্র বললেন "মুর্খ কি করেছো! আমি যদি তোমার হয়ে আল্লাহর কাছে তওবা না করতাম তুমি এই রুপেই আল্লাহর সামনে উপস্থিত হতে" তুমি নিজের ভুলে আল্লাহর উপস্থিতিকে হারালে.....জৈনিক পয়গাম্বর ভাবলেন তিনি ছিলেন রিক্কায় জুনায়েদ বাগদাদী ইরাকে কোনকিছু বলার আগেই তিনি কিভাবে জানলেন?

#এখন ভাবেন পয়গাম্বরেরা রিয়াজত করেও পাপ হতে বাঁচতে পারেননি আপনি আমি সাধারন মানুষ!সারাংশ আল্লাহ তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন।
তওবা এটা নয় যে আমরা মুখে মুখে পাটার বুলি ব্যা ব্যা করে বলি আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ বরং তওবা হলো খারাপ কাজ করার পরে চিন্তা করি আল্লাহ আমাকে দেখেছেন এ পাপের বিচার হবে পাপের পুনরাবৃত্তি না করা এবং ইস্তেগফারকে অন্তরে ধারন করা। তবে এটা ঠিক ইস্তেগফারকে অন্তরে ধারন করা অতো সহজ নয় এটার প্রথম ধাপ হলো মুখে ইস্তেগফার চালু করা।

প্রতিনিয়ত সঠিক কিছু কথা বলি যাতে আমার জ্ঞান চর্চা হয় এবং আপনারা নিজেরা শেখেন ও অন্যদের কাছেও পোস্ট লাইক শেয়ার দ্বীনের আলো ছড়াতে পারেন।

10/01/2024

#রব্বেকারীম সব পারেন মেয়েটা ভীষন অসুস্থ ছিল #পাগলামি করতো সে এখন কলেজে যাচ্ছে। চ্যাটগুলো পড়েন নয়ত বুঝবেন না। #ফিডব্যাক গুলো অনেক আশা নিয়ে দেই যাতে আপনারা নিজেরা দেখেন বোঝেন ধৈর্যের সাথে ইবাদতে লেগে থাকেন।
হেদায়ত দেয়ার মালিক আল্লাহ 💙💙💙

10/01/2024

আপনারা কি লেপের নিচে নাকি গোসল করছেন হাত তোলেন চাঁদমুখ গুলো দেখি🥶

07/01/2024

#শোকর_কি?

এক ব্যক্তি বুযুর্গের কাছে গিয়ে নিজের অভাব সম্পর্কে খুব অভিযোগ করেছিলো। শুনে বুজুর্গ বললেন "তুমি কি দশ হাজার দিরহামের বিনিময়ে অন্ধ হতে পছন্দ করবে বা বোবা হতে পছন্দ করবে?" উনি বললেন "নাহ"।
বুযুর্গ আবার বললেন দশ হাজার দিরহামের বিনিময়ে খোঁড়া বা শয্যাশায়ী হতে পছন্দ করবে? তিনি বললেন কখনোই না!
বুযুর্গ বললেন তাহলে এসবের শুকরিয়া কেন করো না?
আল্লাহ চাইলে না দিতে পারতেন তিনি অনেককেই এসব নিয়ামত দেননি কিন্তু তোমাকে দিয়েছেন তাহলে কেন এসবের শুকরিয়া কেন করো না?

আরেক বুযুর্গ খলিফার দরবারে গেলেন সে সময় তিনি পানি পান করতে করতে বললেন হুযুর আমাকে কিছু উপদেশ দেন।
বুযুর্গ বললেন "মনে করেন আপনি তৃষ্ণার্ত কাছে যা দিনার আছে তাই দিয়ে এক গ্লাস পানি কিনতে হবে তখন কি করবেন?" বা এক গ্লাস পানির জন্য আপনার গোটা রাজত্ব বিক্রি করতে হবে তখন আপনি কি করবেন?

খলিফা বললেন হুযুর তৃষ্ণার কাছে সমস্ত সম্পদ কোরবান। বুযুর্গ বললেন "ঠিক! তাহলে তৃষ্ণার্ত অবস্থায় এক গ্লাস পানির মূল্য গোটা রাজত্ব"
এরুপ সম্পদ নিয়ে অহংকার করা উচিৎ নয় আনন্দিত হওয়া উচিৎ নয়।

আমরা সাধারনত বিশেষ কোন নিয়ামত পেলে তারপরে শুকরিয়া করি বা করিই না! মনেকরি এসব আমাদের প্রাপ্য! আমাদের প্রাপ্য #কচু!! আমরা যা পাই সবই আল্লাহর অনুগ্রহ। হাসপাতালে গিয়ে দেখেন কত ফলমূল রোগীর সামনে কিন্তু সে শুয়ে আছে খেতে পারেনা তারচেয়ে ভালো আছেন না?
একজন ডায়াবেটিস রোগীর দিকে তাকান সে মিষ্টি খেতে পারেনা অথচ মিষ্টি দিয়ে কত সুস্বাদু পিঠা মিষ্টান্ন তৈরী হয় ওসব থেকে সে বঞ্চিত আমারতো এটা মনে হলেই কলিজা শুকায় যায় কারন আমি মিষ্টি খুব পছন্দ করি।
রোগীকে দেখতে যাওয়ার উদ্দেশ্য শুধু সুন্নাহ পালন নয়! রোগীর জন্য দোয়া করা এবং নিজে কতটা ভালো আছেন সেটার বেশি বেশি শুকরিয়া করা।
আল্লাহ কোরআনে বারবার বলেছেন তোমরা শুকরিয়া আদায় করো আমিতা বহুগুণে বাড়িয়ে দেবো আমরা করিনা 😔।

এক বজ্জাত তার মেয়ে বিয়ে দিয়ে পার্ট নিয়ে বলেছিলো "কর্ম না করলে ফল হবে? বিয়ে না করলে বিয়ে হবে? " কিছু বছর পর তার মেয়ের সন্তান হয় না তখন তাকে বলতে চেয়েছিলাম "যে কর্ম দ্বারা মেয়ের বিয়ে দিতে পারলেন সেই কর্ম দ্বারা সন্তান হওয়ান এখন কেন ভাগ্যের দোহায় দেন?"

আল্লাহ আমাকে সভ্য বানিয়েছেন বলিনি।

হযরত শামস তাবরীজ (রহঃ) বলেছিলেন যা চাও তা পাওয়ার আগেই শুকরিয়া আদায় করো। এবার বোঝেন কেন তারা বুযুর্গ আর আমরা জমিনের কিট!😔😓🤦‍♀️

06/01/2024

#অন্যের_জন্য_দোয়া_করে_কি_পাবো?

আমি গতানুগতিক কথা বলা পছন্দ করিনা।
আপনি কারো জন্য সঠিক পদ্ধতিতে দোয়া করছেন এর বিনিময়ে আপনি কি কি পাবেন আসেন জেনে নেই-

🌺 অন্যের জন্য আমল করে দোয়া করলে আপনি আমলের সওয়াব পাচ্ছেন এবং নিজের জন্য অনুরুপ দোয়া পাচ্ছেন।
🌺 কারো কষ্ট কমানোর জন্য দোয়া করার পুরস্কার আল্লাহ আপনাকে নিজ হাতে দেবেন আখিরাতে।
🌺 আল্লাহর নৈকট্য লাভ করছেন এবং অতি শিঘ্রই আপনার দোয়া কবুল হতে শুরু করবে কারন আপনি হাত তুলেছেন মানুষের জন্য আর ফেরেশতারা হাত তুলেছে আপনার জন্য।

#কষ্ট_যখন_নেয়ামত

আমরা দুনিয়াবী মানুষ এসব শুনতে পছন্দ করিনা তবু দুটো কথা বলি শোনেন -

আল্লাহ বান্দাকে কষ্টে ফেলেন তাকে চেনানোর জন্য। সুখে থেকেও ইবাদত করা যায় কিন্তু তাতে আল্লাহকে চেনা যায়না (আমলকারী হওয়া যায়) এমন আমলের দাম নেই যেটাতে রজুতা প্রকাশ পায় না। এরা রজু হতে পারেনা আমলের অহংকার জম্নে এদের মোতাকাব্বির বলে। এমন শত সহস্র আমলকারীর আমল আল্লাহ ছুড়ে ফেলবেন কারন ইবাদতের প্রকৃত উদ্দেশ্য আমলের মাধ্যমে আল্লাহর প্রতি রজুতা প্রকাশ। সারাদিন আমল করলেন কিন্তু আপনার মনে কষ্ট নেই রজুতা নেই কি হবে এতো আমল করে?

আপনি বলেন কষ্ট ছাড়া চোখে পানি আসে? মন ছোট হয় দুনিয়াটা সংকীর্ণ লাগে? হয়তো বলবেন আপু আমরা তো দুনিয়াবী সুখের জন্য কাঁদি এখানে রজুতা কোথায়?
সহজ ভাষায় বলি আপনি দুনিয়াবী চাহিদার জন্য কাঁদছেন/রোগে শোকে ইবাদত করে দোয়া করে কাঁদছেন কেন কাঁদছেন? কারন আপনি জানেন আপনার সমস্যার সমাধান শুধু আল্লাহর কাছে আছে। আল্লাহ আপনাকে শেফা দিতে পারেন এই বিশ্বাস নিয়ে কাঁদছেন এটাই তো রজুতা!!! যে অদেখা আল্লাহকে বিশ্বাস করে তার কাছে সাহায্য চায় সেটাই রজুতা।

আলমে আরওয়াহ (রুহের জগতে) প্রতিটা রুহ সুবহানআল্লাহ জিকির করতো যখন রুহকে দুনিয়াতে পাঠানোর সময় হতো তারা কান্নাকাটি করতো আল্লাহকে ছেড়ে আসবে না, তখন আল্লাহ বললেন "এখন তো খুব আমাকে দেখে দেখে জিকির করছো দুনিয়াতে নফসের তাড়নায় পড়ে আমাকে কতটুকু মনে রাখো সেটাই দেখবো।"

এজন্যই আমরা দুনিয়াতে এসে এটা ওটার জন্য আল্লাহর কাছে চাই তারকাছে কান্নাকাটি করি। আল্লাহ আমাদেরকে স্বচ্ছ ইবাদত করার তৌফিক দিন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The power of piety - তাকওয়ার শক্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share