The power of piety - তাকওয়ার শক্তি

The power of piety - তাকওয়ার শক্তি পেজটি ১ ঘন্টা দেখুন তারপর ইনবক্স করুন নয়তো রিপ্লাই পাবেন না। প্রয়োজনীয় কথা শর্টে টেক্সট করুন।

✍️ যারা লেকচার দেন উচ্চারন স্পষ্ট না/ছোট বাবু কথা বলতে পারেনা। কথা বলতে নিলে আটকে যান মূল ভাব বোঝাতে পারেন না। ✍️ সব সময়...
09/03/2025

✍️ যারা লেকচার দেন উচ্চারন স্পষ্ট না/ছোট বাবু কথা বলতে পারেনা। কথা বলতে নিলে আটকে যান মূল ভাব বোঝাতে পারেন না।
✍️ সব সময় পেট ফাঁপা থাকে।
✍️ নতুন সুন্দর বাড়ি চান।

এসবের আমল সবাই করতে পারবেন দেবো আজকে ইনশাআল্লাহ।

আপনাদের প্রতি অনেক শুকরিয়া যে সবাই গতকাল আপুদের সুস্থতার জন্য দোয়া করেছেন।

08/03/2025

আসসালামু আলাইকুম আপনাদের কাছে ছোট্ট একটা হেল্প চাই
আপনারা আমার পোস্ট দেখামাত্র ১১বার দরুদে ইব্রাহিম পড়ে দোয়া করবেন এভাবে যেন-

এই দরুদের ওয়াসিলায় আল্লাহ
আরজু মান আরা,
তামান্না তাবাস্সুম তৈশী,
শারমিন খান উর্মী আপুদের গায়েবী শেফা দান করেন।

ওনারা খুব অসুস্থ আপনাদের সকলের দোয়া চাই। 🤲

08/03/2025

নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করলাম।

জীবনে বসে বসে বা শুধু তসবি টিপে কিছু পাওয়া যায় না। আপনি রুপ চান/ভালো সম্পর্ক চান/ রিজিক চান/ যা কিছুই চান সে সবের জন্য আ...
07/03/2025

জীবনে বসে বসে বা শুধু তসবি টিপে কিছু পাওয়া যায় না। আপনি রুপ চান/ভালো সম্পর্ক চান/ রিজিক চান/ যা কিছুই চান সে সবের জন্য আপনাকে খাটতে হবে।
প্রথমে দোয়া করে সাহায্য চাইতে হবে অতপর পরিশ্রম করতে হবে।
শুধু দ্বীন মানলে হবে না দুনিয়া মানতে হবে। দুনিয়াতে থাকলে দুনিয়াবী সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হবে যেমন -

আপনার কর্কশ ব্যবহারের জন্য কারো সাথে সম্পর্ক টিকে না এটা নিশ্চই শুধু আমল দ্বারা ঠিক হবে না। তবে আমল দ্বারা খারাপ সম্পর্ক রিপেয়ার করার সুযোগ পাবেন একবার।

দিনের পর রিজেকশন স্বীকার হচ্ছেন অথচ অলসের মত বসে থেকেই চাবেন মানুষ আপনাকে নিয়ে যাক কেন নিয়ে যাবে বলেন তো? বা শুধু দোয়া আমল করেই ভাববেন আর কিছু লাগবে না এমনি উড়ায় নিয়ে যাবে তা তো নয়। আপনাকে দোয়ার পাশাপাশি নিজের শরীর চর্চা আচরনের চর্চা করতে হবে বাকিটা তকদির।

ধর্মকে গোড়াঁমির পর্যায়ে নিয়ে যাবেন না। কিছু মানুষ বলে রোগ হলে আল্লাহ সারায় দেবে ওষুধ লাগবে না কিন্তু ঐসব নাদানেরা এটা জানে না ওষুধ খাওয়া সুন্নাহ। রোগ আল্লাহ সারাবেন বলেই দুনিয়াতে শেফা হিসেবে ওষুধ আবিস্কার হয়েছে এবং আপনার দোয়ার বদৌলতে আপনি ঐ শেফা পর্যন্ত পৌছাতে পারবেন।
ধর্মের আর্দশ গুলো যতোটা পারেন মানেন এবং দুনিয়া চালান।

আমি নিজেকে ব্যর্থ মনেকরি, 💔যদি কেউ দুঃখের সময় এই পেজে কিছুক্ষণ সময় কাটিয়ে পোস্ট ভিডিও পড়ে উৎসাহ না পায়,।আবার যদি কেউ নিয়...
05/03/2025

আমি নিজেকে ব্যর্থ মনেকরি, 💔
যদি কেউ দুঃখের সময় এই পেজে কিছুক্ষণ সময় কাটিয়ে পোস্ট ভিডিও পড়ে উৎসাহ না পায়,।

আবার যদি কেউ নিয়মিত পোস্ট পড়েও এতটুকু নমনীয়তা ভদ্রতা না শেখে।

আমি সারাজীবন এখানে বসে থাকবো না হয়তো তখন বুঝবেন আপনাদের দুঃখের দিনে পরিবার আত্নীয়েরা কথা শুনতো না তখন এখানে এসে একটু স্বান্তনা নিতে পারতেন। এখানে থেকে অন্তত এতটুকু কোমলতা তৈরী করেন যেন কোনদিন কেউ এসে আপনার কাছে বসে দুটা স্বান্তনা নিতে এটা ও নেক আমল 💥।
যদি আপনার কথা দিয়ে কারো উপকার হয় করেন।
যদি আপনার মুখে দুটা স্বান্তনা নিয়ে কেউ শান্ত হয় দেন।
পাশাপাশি নিজের খেয়াল রাখেন।

আমার পোস্ট ভিডিও ভালোলাগলে কমেন্ট রিএ্যাক্ট করবেন যখন ফ্রী থাকি ওগুলো বসে বসে দেখি ভালোলাগে 🌷।

04/03/2025

ভিডিওটিতে আপনারা বদ নজর সম্পর্কে অজানা তথ্য জানতে পারবেন।

দোয়া কবুলের গল্প শোনেন 🤲এক মা ৩৪ বছর আগে দোয়া করতেন তার যেন মেয়ে সন্তান হয় আল্লাহ তাকে দ্বীতিয় পুত্র সন্তান দিলেন।তিনি ধ...
03/03/2025

দোয়া কবুলের গল্প শোনেন 🤲
এক মা ৩৪ বছর আগে দোয়া করতেন তার যেন মেয়ে সন্তান হয় আল্লাহ তাকে দ্বীতিয় পুত্র সন্তান দিলেন।
তিনি ধৈর্য হারা না হয়ে পূনরায় দোয়া করলেন তৃতীয় বার ও পুত্র সন্তান হলো।

এরপর তিনি আর ঐ বিষয়ে দোয়া করেননি বা কন্যা সন্তান দত্তক নেননি আল্লাহর ফয়সালায় খুশি ছিলেন। এখন ৩৪ বছর পর ঐ যে প্রথম পুত্র সন্তানের পর দোয়া করেছিলেন যেন কন্যা সন্তান হয় ঐ দোয়া আল্লাহ এ রুপে কবুল করেছেন যে এখন তার প্রথম পুত্রবধূ তার কন্যা সন্তানের সমতূল্য আল্লাহু আকবার!

হয়তো আপনাদের বিশ্বাস হবে না এ জামানায় এমন শ্বাশুড়ি তিনি যে বউমাকে কন্যা তুল্য মনে করেন এবং তার পুত্রবধূ ও সেরকম যে শ্বাশুড়িকে মায়ের মতোই দেখেন।

এখন আপনাদের মনেহতে পারে আল্লাহ কেন এভাবে দিলেন তিনি চাইলে তখনি ডিরেক্ট কন্যা সন্তান দিতে পারতেন। আমি বলবো এসব আমাদের বলা সাজে না কারন আল্লাহ কি কারনে কি করেন কিসে কখন উপযুক্ত মনেকরেন তিনি উত্তম পরিকল্পনাকারী আমাদের উচিৎ তার সিদ্ধান্তে খুশি থাকা।

গতকাল আমি ভীষন অসুস্থ ছিলাম মাত্র ১৫ ঘন্টা অনলাইনে আসিনি এতেই ২২২টা টেক্সট জমে গেছে আমার উপরে দয়া করেন এটা একটা আমার জন্...
03/03/2025

গতকাল আমি ভীষন অসুস্থ ছিলাম মাত্র ১৫ ঘন্টা অনলাইনে আসিনি এতেই ২২২টা টেক্সট জমে গেছে আমার উপরে দয়া করেন এটা একটা আমার জন্য মাগনা কাজ ঠিকআছে কিন্তু এর পেছনে আমার পরিশ্রম আছে। ধৈর্য রাখেন আজকে আর কেউ টেক্সট দিয়েন না পরশু রাত থেকে দেবেন। রোজার মাস আগে শুদ্ধভাবে ফরজ ইবাদত পালন করেন।
শুভ সকাল

পরিচ্ছন্নতা নিয়ে দুটো কথা বলি (লজ্জা নয় জানতে হবে).....আসসালামু আলাইকুম রামাদান কারীম। কার কেমন রোজা চলছে? শরীর কেমন সবা...
02/03/2025

পরিচ্ছন্নতা নিয়ে দুটো কথা বলি (লজ্জা নয় জানতে হবে).....
আসসালামু আলাইকুম রামাদান কারীম। কার কেমন রোজা চলছে? শরীর কেমন সবাই কমেন্টে জানাবেন।

একবার গল্পের মজলিসে ছিলাম কোন এক কথার ফাকে কথা বেরিয়ে যায় যে আমি দৈনিক ফরজ গোসল করি। এ কথা শুনে সে হা হা করে হেসে উঠলো (কারন তার ধারনা ছিলো ফরজ গোসল শুধুমাত্র স্বামী স্ত্রীর..... পর ই ফরজ হয়। সেদিন তার ধারনা ভেঙ্গে বলেছিলাম লজিক্যালি আমাদের প্রতিদিনের গোসল ফরজ হওয়া উচিৎ কেননা প্রতিদিন কয়েকবার টয়লেট যাই। কেউ একান্ত না করতে চাইলে ভিন্ন বিষয়। এটা জরুরী না তবে বিবাহিত কালে অতি জরুরী।

বিশ্বাস করেন আমাকে কেউ এটা শেখায়নি কিভাবে যে শিখলাম মনে নেই পরিস্কার থাকতে থাকতে এটা অভ্যাস করে ফেলেছি। এরপর বহু আগে হযরত আদম (আঃ) এর জীবনি পড়তে পড়তে হাওয়া বিবির গন্ধম ফল খাওয়ার পর পবিত্র হওয়ার উপায় খন্ডে এটা পড়েছিলাম উনি ফরজ গোসল করেছিলেন (ওযু সহ গোসল)। এই ফরজ গোসলের মর্তবা এতো যে, ফরজ গোসলের সময় গা থেকে যে পানির ফোটা ঝরে পড়ে তত নেকি আমল নামায় লেখা হয়।

আবার বলছি এখন রেফারেন্স চাইলে দিতে পারবো না অনেক আগের বইয়ে পড়েছিলাম আর নেক আমল করতে আমি কখনো রেফারেন্স মনে রাখি না।আমার জন্য এটুকুই যথেষ্ট ওটা একটা নেক আমল করতে পারলে এক্সট্রা সওয়াব হবে।

আমি আবার আরেকটু বেশি শুচিবাই ওয়ালা মানুষ ফরজ গোসল করে কাপড়ে রোদে দিয়ে এসে আরেকদফা ওযু করে রুমে যাই।

এটার পাশাপাশি আপনারা কুলুপ করা, টিসু ব্যবহার করা, মেসওয়াক, উত্তম রুপে ওযু এগুলো শিখে নেবেন।

আমল শুধু করলেই হবে না নিয়ম মত করতে হবে তাতে দ্রুত ফল পাবেন। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

শোনেন.... 👂এক আপু দুঃখ করে আমাকে বলেছিলো "১৭ বছর যাবত মায়ের ভালোবাসা পায়নি।" আমি তাকে বললাম আমি এক ডিভোর্সি আপুকে পূনরায়...
01/03/2025

শোনেন.... 👂
এক আপু দুঃখ করে আমাকে বলেছিলো "১৭ বছর যাবত মায়ের ভালোবাসা পায়নি।" আমি তাকে বললাম আমি এক ডিভোর্সি আপুকে পূনরায় বিয়ের আমল শিখিয়েছিলাম যার বাবা ছিলো না। ঐ মুহূর্তে তার মা মারা যায় এবং তার চাকরি হয় (কারন এরকম পরিস্থিতির একটা মেয়ের পূনরায় বিয়ের আগে কর্ম দরকার ছিলো আল্লাহ ভালো জানেন।

এক আপু দুঃখ করে বলেছিলো "৩৭ বছরে পা দিলাম আর কি সবর করবো আমার সব শেষ " আমি তাকে বলেছিলাম আমাকে ৪০ বছরের এক আপু নক করেছে যাকে আল্লাহ এখনো সবরের পরীক্ষায় রেখেছেন।আপনি শুকরিয়া করেন যে আল্লাহ আপনাকে ঐ পর্যায়ে নেননি।

আরেক ৪০ বছরের আপু বলেছিলো " আপু বয়স ৪০ এ পৌছালো আর কি আশা করবো! " আমি তাকে বলেছিলাম আপু রিসেন্ট নিউজে দেখলাম এক ভাই সমুদ্রের মধ্যে তিমি মাছের পেট থেকে উদ্ধার পেয়েছে। সেই ইউনুস নবীর মিরাকেল এ যামানাতেও হচ্ছে মিরাকেলে বিশ্বাস রাখতে হবে।

আরেকজন বলেছিলেন "আপু যতবড় বিপদে পড়েছি আমার মৃ*ত্যু ছাড়া দ্বিতীয় পথ দেখিনা, আমি তাকে বলেছিলাম - আমি একজন কে চিনি যিনি গুন্ডা দ্বারা অপহৃত হয়ে বস্তা বন্দী হয়েছিলেন নিশ্চিত মৃত্যু থেকে রেহাই পেয়েছেন।

কিন্তু আমি এদের কাউকে বলিনি -

আজ আপনাদের বলছি, জুলাই মাসের গরমে আমি ভেজা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়তাম এত্ত গরম সহ্য করতে পারতাম না, আবার নিয়ত রাখার কারনে আমলের ঘাটতি দিতে পারতাম না। ফলাফল ওড়না ধুয়ে চিপে পড়তাম যাতে ঠান্ডা বাতাস লাগে এভাবে কয়েকদিন যাওয়ার পর জ্বর হয়েছিলো। এক আপু আমাকে ফ্যানের টাকা দিয়েছিলো তারসাথে কিছু টাকা মিক্সড করে ফ্যান নিয়েছিলাম।

এর কিছু মাস পর দেখলাম আমার বাবা কিছু টাকা নষ্ট করেই চলেছে। রাগে দুঃখে আমার চোখে পানি এসেছিলো সেদিন হায়রে বাবা! চোখের সামনে দেখলো গরম সহ্য করতে না পেরে আমি কত কষ্টকরে ইবাদত করছি অথচ একটা ফ্যান কিনে দিলো না! (এটা ছিলো আমার জীবনের একটা উদাহরন) । আমি দুঃখ মানুষকে বলিনা কারন নিজের দুঃখ মানুষকে বলা মানে আল্লাহকে শর্মিন্দা করা! মানে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আর আমি সবর না করে তার কাছে পরিত্রাণ না চেয়ে মানুষকে বলে বেড়াচ্ছি। আমাদেরকে সবর শিখতে হবে।

রোজা আমাদেরকে ক্ষুধা সহ্য করার মাধ্যমে সবর শেখায়।

আমাদের প্রত্যেকের জীবনে পরীক্ষা আসে ধৈর্য্যের সাথে মোকাবিলা করতে হবে।সবর মানে এই নয় যে আপনি চিৎকার করলেন না বা খারাপ কিছু করলেন না।
সবর মানে দুঃখের দিনে ও আশা নিয়ে ইবাদত করা। আশার সাথে আল্লাহকে ডাকা।

আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সবর করতে তৌফিক দিন আমিন 🤲।

পোস্টটা ভালোলাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন, যখন যখন মন খারাপ লাগবে চোখ বোলাবেন।

জুম্মা মোবারক সবাইকে,  গতকাল যার কথা বলেছিলাম যে গায়েব ছিল তিন দিন। উনি জানিয়েছে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ 💜।বিদ্র: আমা...
28/02/2025

জুম্মা মোবারক সবাইকে, গতকাল যার কথা বলেছিলাম যে গায়েব ছিল তিন দিন। উনি জানিয়েছে চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ 💜।
বিদ্র: আমার দেয়া পোস্ট ভিডিওতে লাইক কমেন্ট দিয়েন নয়তো পেজের রিচ ডাউন হয়।
শুভ সকাল

বিশ্বাস করবেন আজকের দিনে তৃতীয়বারের মতো ঝগড়া চলতেসে বাসায় তাহলে চিন্তা করেন আমার মানসিক অবস্থা কত ভালো থাকে! এগুলোর মধ্য...
27/02/2025

বিশ্বাস করবেন আজকের দিনে তৃতীয়বারের মতো ঝগড়া চলতেসে বাসায় তাহলে চিন্তা করেন আমার মানসিক অবস্থা কত ভালো থাকে! এগুলোর মধ্যেই আপনাদের কথার উত্তর দেই পোস্ট ভিডিও সব দেই। এটা বলার একটাই কারন আপনারা একটা টেক্সট করে একদম শান্ত থাকবেন ৩ দিন পার হলেও রিপ্লে না পেলে তখন আবার জানাবেন।

দুটা দুঃখের কথা বলি শোনেন - আজকে বাজারে গেছি নিজের পেজের জন্য কিছু শপিং করতে বাদাম থেকে শুরু করে প্রতিটা জিনিসের দাম কেজি প্রতি ১০০-২০০ করে বেড়েছে। যেমন আগে করতাম আমি নিয়ত করে বের হতাম খরচ করে যে টাকা বাঁচবে ওটা সাদকা করে আসবো। কিন্তু #দ্রব্যমূল্যের দাম বাড়ার কারনে আমি খরচের লিস্ট ই কমপ্লিট করতে পারিনি (টাকা শেষ) #দান কোথায় থেকে করবো? চলে আসলাম বাসায়।

এসে মনটা খারাপ হলো তবু এশার নামাজ পড়ে অন্যদিনের মতো শুকরিয়ার নামাজ ডাবল আদায় করলাম। আমি এটা চিন্তা করলাম যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে ঠিকআছে কিন্তু যদি আমার প্রোডাক্ট বিক্রি না হতো আমি তো তাহলে নতুন করে শপিং করতে পারতাম না। এজন্য ডাবল শুকরিয়া করলাম আর দাম বাড়া বা কিছু জিনিস এখনো কিনতে না পারার যে কষ্টটা ওটা আল্লাহর হাতে দিয়ে রাখলাম তিনি যেভাবে উত্তম মনে করেন কোন ব্যবস্থা হবেই।

আমি চাইলে ধার নিতে পারি কিন্তু ওটা একটা বাড়তি টেনশন এতোকিছু ব্রেনে কুলায় না তারমধ্যে বাড়িতে নানান কারনে ১০০ রকমের অশান্তিতে থাকি।

আজকে শুক্রবারের রাত বা যেকোন সময় আপনারা যখনি হাত তোলেন দোয়ার জন্য আমার রিজিকের জন্য একটু স্পেশালি দোয়া করিয়েন। আসলে দুনিয়াতে ৯৫./. সমস্যার সমাধান ই টাকা দ্বারা হয়। আপনাদের কাছে দোয়ার আর্জি থাকলো।

শুভ রাত্রি 💜💦

এই ভালোবাসা গুলো আমি সবর দিয়ে অর্জন করেছি। আমাদের প্রত্যেকের লাইফে সবরের পরীক্ষা আছে। মনে করবেন যে আমি  #আমল শিখাই দেখে ...
27/02/2025

এই ভালোবাসা গুলো আমি সবর দিয়ে অর্জন করেছি। আমাদের প্রত্যেকের লাইফে সবরের পরীক্ষা আছে। মনে করবেন যে আমি #আমল শিখাই দেখে আমি খুব আনন্দে থাকি তা নয় বরং বড় ধৈর্যবানের জন্য সবরের পরীক্ষা আরো বড় হয়। তবু ভালোলাগে নিজের জীবনের ক্লান্তি সরায়ে যখন এরকম #ফিডব্যাকের টেক্সট পড়ি ❤️📿।

সেদিন কি হলো শোনেন একজন একটা অভাব দুঃশ্চিন্তার রচনা ইনবক্সে দিলো, পরের দিন ভাইভা আছে চাকরি তার খুব দরকার। আমি সব দেখে ছোট্ট একটা ইন্সট্যান্ট আমল শিখিয়ে বললাম কাল ভাইভা শেষ করে এসে আমাকে জানাবেন।
ওমা তিন দিন পার হয়ে গেলো সে আর ইনবক্স করেনা (হয়তো চাকরিটা পেয়েছে)। কিন্তু আমি যে একটা কথা বললাম সেটা কেন বললাম এটা আর শোনার প্রয়োজনবোধ করলো না। অথচ তার উচিৎ ছিলো চাকরি হোক বা না হোক আমাকে জানানো।
আমি যে কথা গুলো বলি আপনারা যদি না শোনেন অক্ষরে অক্ষরে পালন না করেন উপকার পাবেন?
এই মানুষ গুলো কখন আমার কাছে আবার আসবে জানেন? যখন নেক্সট চিপায় পড়বে 😂🤣। উনি ভাবছে আমি মনেহয় আমি মনেহয় ফিডব্যাক চাইতে নক দিতে বলছি আসলে তা নয় আমি ওনার রিজিকের ডোজের চিকিৎসা শুরু করেছিলাম যেটার ফাস্ট ডোজ দিয়ে সেকেন্ড ডোজ দেয়ার জন্য নক দিতে বলছিলাম 😆 unfortunately উনি সময়টা শেষ করেছেন এখন ফেরত আসলে ও ঐ ডোজ আমি দিতে পারবো না। (সবকিছুর নিয়ম আছে)।
যারা আমাকে ফিডব্যাক দেয় ওরা নিজের খুশিতেই দেয় যাতে ওদের ফিডব্যাক দেখে দুটা হতাশাগ্রস্ত মানুষ অনুপ্রেরণা পায় 🥰😍।

আমরা শুধু সঠিক উপায়ে চেষ্টা করার মালিক ফল দেয়ার মালিক #আল্লাহ। সব সময় আমল করলেই যে সব হবে তা ও নয় কিন্তু আমলের মাধ্যমে কঠিন কিছু সহজ হয় + আমলের মাধ্যমে উত্তম কিছু হয় + অনেককিছু পাওয়া যায় + পরকালের জন্য নেক আমল সঞ্চয় হয়।

শোনেন....বেশ কয়েক মাস আগে আমি যখন বিজনেস প্রোডাক্ট সেল করছিলাম কাস্টমারের নাম ঠিকানা আমি এ্যাপস এ এন্ট্রী করাই। যেটা হয়ে...
27/02/2025

শোনেন....

বেশ কয়েক মাস আগে আমি যখন বিজনেস প্রোডাক্ট সেল করছিলাম কাস্টমারের নাম ঠিকানা আমি এ্যাপস এ এন্ট্রী করাই। যেটা হয়েছিলো আমি এ্যাড্রেস ফোন নাম্বার কপি করে বসায় দিয়েছিলাম। এখানে বলে রাখি উনি আগেও প্রোডাক্ট নিয়েছিলেন। দুইবার প্রোডাক্ট নেওয়ার কারনে ঐ এ্যাপসে ওনার আগের ঠিকানা সেভ হয়েছিলো। আমি নতুন ঠিকানা স্পষ্টভাবে এন্ট্রী করেছিলাম (কারন টাকার ব্যাপারে আমি সিরিয়াস থাকি ওখানে একটু ভুল হওয়া মানে আমি ধরা খাবো)।
শেষে নেটওয়ার্ক ইসু বা কোন কারনে এ্যাপস নতুন ঠিকানাটা নেয়নি পুরানা ঠিকানাতেই পার্সেল এন্ট্রী করছে। আমিও আর রি চেক করিনি।

এভাবে প্রোডাক্ট যখন চলে গেছে ডেলিভারি বয় ওনাকে কল করে বলছে ওমুক ঠিকানায় নিতে। কাস্টমার আমাকে জানালো ঠিকানা এমন কেন এই সেই সেখানকার সবচেয়ে #জঘন্য বাক্য ছিলো -
"আপনি_মিথ্যা_কেন বললেন আপনি আমার ঠিকানা ভুল করে দিসেন।"

আমি ওনার কথার উত্তর না দিয়ে ডেলিভারি বয়কে রিকোয়েস্ট করে বললাম ওনার ঠিকানায় পার্সেল দিতে উনি বললো তাহলে আপু আজ হবে না কালকে দেবো।

আমার সবচেয়ে খারাপ লেগেছিলো যে আমাকে চেনে যারা আমলের মাধ্যমে সাহায্য চায় তাদের ব্যবহার এত রুঢ় কেন হবে? যে মেয়ে আমার কাছে পাঁচ মিনিট সভ্য থাকতে পারেনি ঐ মেয়ে শ্বশুড়বাড়ি কি সামলাবে? আল্লাহ কি সাধে চুপ থাকেন? আসলেই আমরা ভদ্র? যাদের ব্যবহার এতো জঘন্য তারা স্বর্গের অপ্সরী হলেও কোন সম্পর্ক ভালো রাখতে পারবে না তারা মানুষের কাছে আল্লাহর কাছেও অদামি।

শোনেন আপনাদের একটা কথা বলি আপনাদের দুনিয়া অনেক ছোট আপনারা দুটা মেয়েমানুষ চালাতে পারবেন না শর্ট #টেম্পার হবেন আর আমি পুরুষ মানুষ চালাই (কাজের ক্ষেত্রে)। আপনারা ধার চান পাবেন না, আমি চাইলে মহিলা পুরুষে রেডি থাকবে। আপনাদের আল্লাহ তৌফিক দিন স্বামীর সাথে বিদেশ ঘোরার তখন আপনারা থাকবেন জামাইয়ের পেছনে আর আমাকে দেখেন বিদেশে গিয়ে হোটেলে থাকবো পাসর্পোট এন্ট্রী করতে হোটেলের লবিতে গেছি ম্যানেজার চোখে চোখে আমার বাপকে খুজতেসে ওনার দিকে তাকায় বলছিলাম রিসিট আমার নামে কাটেন আমি যথেষ্ট।

আমার কার্টেসি কেমন জানেন? - কলকাতার ট্রেনে উঠছি লং জার্নি বোর লাগতেসে বাথরুমের পাশে ট্রেনের বয় (যারা কাজ করে) ওদের থাকার জায়গা আছে ওখানে আমি বসলাম। কিছুক্ষণ ওর সাথে গল্প করলাম ও বলছিলো ওরা তোয়ালা দেয় না কারন তোয়ালা যাত্রীরা মেরে দেয় তখন ওদের স্যালারি থেকে ৮০ রুপি কেটে নেয়। সত্যিই কিন্তু সবাইকে ধোয়া বেডসিট, বালিশ কভার,কম্বল সব দিসে তোয়ালা দেয়নি। কিন্তু ঐ যে আমি বাথরুম থেকে হাত ধুয়ে বের হইছি আমি চাইনি তবু আমার সাথে কথা বলতে বলতে তোয়ালা বের করে দিলো (হাত মুছতে)। পরে আমার ফোন নাম্বার চাইলো আমি দিলাম।
কারন হলো আমি যদি ফোন নাম্বার না দিতাম ও ভাবতো আমি ট্রেনের কর্মী দেখে মেয়েটা নাম্বার দিলো না অথচ ওর কিন্তু অতো টাকা নেই যে ইন্ডিয়া থেকে ডিরেক্ট কল করবে।

আমি বলছি না আমার ব্যবহার খুব ভালো কিন্তু এরকম রুঢ় নয়। আমি মানুষকে বুঝতে পারি অনেক খারাপ মানুষের পাল্লায় পড়ি অনেক অপছন্দের মানুষের সাথে মিশতে হয় কিন্তু কেউ বুঝতে পারে না। ইবাদত করেন ঠিক আছে কিন্তু নিজেদের আচরন দিকেও খেয়াল রাখবেন। আল্লাহর কাছে মুচি মেথর থেকে খারাপ মানুষ ভালো মানুষ সবার রুহ একিরকম দামি।

শুভ সকাল ☕

এই  #ফিডব্যাকটা ডিসেম্বরের যখন এই পেজ বন্ধ রেখেছিলাম আপুটা এতো খুশি ছিলো উপকার পেয়ে প্রোডাক্টের পেজে গিয়ে আমাকে জানিয়েছি...
26/02/2025

এই #ফিডব্যাকটা ডিসেম্বরের যখন এই পেজ বন্ধ রেখেছিলাম আপুটা এতো খুশি ছিলো উপকার পেয়ে প্রোডাক্টের পেজে গিয়ে আমাকে জানিয়েছিলো 💜।
আসলে ওনার বদ নজর যাদুর কারনে চেহারা খারাপ হয়েছিলো অনেক কসমেটিকস ইউস করেও লাভ হয়নি। আমল শেষ করার সাথে সাথে ৯০./. স্কিন প্রোবলেম চলে যায় +বিয়ের প্রস্তাব আসে। এখন উনি আইডি ডিএ্যাক্টিভ রেখেছেন। আল্লাহ খুশি ও দীর্ঘজিবি করুন ওনাকে যিনি উপকার পেয়ে জানাতে ভোলেন নি 🌺।

আসসালামু আলাইকুম আসেন কিছু জরুরী সমস্যার উত্তর দেই শোনেনআপুরা ফ্রী থাকলে আমার পোস্টে কমেন্ট করে নিজের মতামত দেবেন কেমন -...
25/02/2025

আসসালামু আলাইকুম আসেন কিছু জরুরী সমস্যার উত্তর দেই শোনেন
আপুরা ফ্রী থাকলে আমার পোস্টে কমেন্ট করে নিজের মতামত দেবেন কেমন -

কিছু আপু আমাকে কমপ্লেন করে ছেলে দেখতে আসলে পছন্দ করেনা। আমার কথা বসে বসে শুধু তসবি 📿 টিপলে হবে না। যেমন আপনি সুদর্শন সুপুরুষ চেয়ে দোয়া করেন ঠিক একিভাবে একটি ছেলেও সুন্দরী গুনবতী নমনীয় স্ত্রীর জন্য প্রার্থনা করে। সুতরাং আপনি যদি বিয়ের বাজারে ফেল করতে না চান আপনাকে ইবাদত করা এবং নিজেকে সুন্দর রাখা সুন্দরভাবে উপস্থাপন করা জানতে হবে।

কিছু আপু ইনবক্স ভরিয়ে দেয় "আপু স্বামী ভালোবাসেনা রেখে গেছে শ্বাশুড়ি ভালোবাসে না আমল দেন " আমার উত্তর আপনি শুধু আমল করে স্বামীকে পেতে চাইবেন না তাহলে আমল কাজ করবে না। অসৎ উদ্দেশ্যে স্বামীকে বশ করতে চাবেন না তাহলে আমল কাজ করবে না। কেননা আমি কারো উদ্দেশ্যে আমল দিলে নিজে দোয়া করে বলি "আল্লাহ ওমুক যদি সত্যিই মজলুম হয় তাহলে যেন আমল কাজ করে আপনি ন্যায় বিচারক।"
কখনোই ভাববেন না স্বামীর সাথে খারাপ ব্যবহার করে শুধু আমলের মাধ্যমেই সব ঠিক করে ফেলবেন। আল্লাহ যেমন আপনার প্রতি ন্যায় বিচারক ঠিক তেমন তার জন্যেও ন্যায় বিচারক।

দাম্পত্য সুখী হওয়ার মূলমন্ত্র হলো স্বামীর সামর্থ্যে খুশি থাকা এবং স্ত্রীর সাথে উত্তম আচরন করা। এখন যেগুলোর ব্যবহার জম্নথেকেই খারাপ সে তো আপনার সাথে ভালো আচরন করবে না। এজন্যই বলছি #সবর করেন #বিয়ে নিয়ে তাড়াহুড়ো করবেন না। সবসময় দোয়া করবেন উত্তম কিছুর জন্য।

এবার আসেন হালকা করে একটা দূর্ণাম করি 🤣
আমার এক পরিচিত মহিলা তিনি ফজরের নামাজ পড়ে দেখে স্বামী বাচ্চারে সকালে ঠিকমত খেতে দেয়না। আবার শ্বাশুড়িকে মাছ মাংসের ভাগ দেবে না বলে লুকিয়ে খায় 😂। আমি ওনার দূর্ণাম করছি না আপনাদের বোঝার জন্য বলছি যে ওনার ধর্মের কনসেপ্ট ক্লিয়ার না। যদি উনি পাক্কা ধার্মিক হতেন তাহলে রিজিক এ বিশ্বাস করতেন এবং শ্বাশুড়িকে তার ভাগ বুঝিয়ে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতেন নিশ্চই তার রিজিক বেড়ে যেতো।

এজন্যই বলছি #ধর্মকে কিতাবে আবদ্ধ না রেখে যতটুকু পারেন নিজের জীবনে ফলাবেন।

শেষে এটাই বলবো বইনেরা আমি মোটেও ভালো না দুটা ভালো কথা জানি তাই শেয়ার করলাম যাতে আমার দ্বারা আপনারা দ্রুত উপকৃত হোন।

✍️ কোরআন শরীফ দ্রুত মুখস্ত হয় না? Inbox 📩✍️ নতুন কাপড়ের রিজিক বাড়াতে Inbox 📩✍️ ছেলে সুর্দশন সন্তান চাইলে Inbox 📩(হবে কিন...
24/02/2025

✍️ কোরআন শরীফ দ্রুত মুখস্ত হয় না? Inbox 📩
✍️ নতুন কাপড়ের রিজিক বাড়াতে Inbox 📩
✍️ ছেলে সুর্দশন সন্তান চাইলে Inbox 📩
(হবে কিনা আল্লাহর ইচ্ছা আমরা চেষ্টা করার মালিক)।

আমল দেবো এক শর্তে যদি #উপকার পেয়ে আমাকে জানান। কারন আপনাদের রিভিউ আশাহত মানুষের মনে উৎসাহ দেবে নেক আমলের প্রতি।

সেদিন এক গ্রুপে দেখলাম ২০২৪ সালে আমি যে মোনাজাত লিখে পোস্ট করেছিলাম ওটার কপি দেয়া। কিন্তু ঐ পাগলটা জানেনা আমি যখন ঐ মোনাজাত নিজে করে পারমিশন দিয়ে পোস্ট করেছিলাম তখন কিছু আপুরা মোনাজাত করে কিছু ভালো সপ্ন দেখেছিলো।
যেটা পরে আর হয়নি আর হবে না।

আপনারা পেজের সাথে লেগে থাকেন আমি ধিরে ধিরে অনেককিছুই দেয়ার চেষ্টা করবো।

যারা নিজেকে বড় সাজাতে চায় নাম দাম কুড়াতে এরা মূলত আল্লাহর কাছে অদামি কারন দুনিয়াতে মানুষের উপকার করতে চায় রিয়ার মাধ্যমে। আমার এসবের প্রয়োজন নেই শুধু এজন্য অভিমান হলো যে মোনাজাত যে পেজ থেকে কপি করেছে সেটা মেনশন করেনি।

23/02/2025

কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ও শেষে ছোট্ট একটি শিক্ষনীয় গল্প দিলাম। ধৈর্য নিয়ে পুরোটা শুনবেন।

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The power of piety - তাকওয়ার শক্তি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager