The power of piety - তাকওয়ার শক্তি

The power of piety - তাকওয়ার শক্তি বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদুর

ভালোবাসার স্বরুপ কি?আপনাদের মধ্যে সবাই বাবা মাকে ভালোবাসেন প্রায় সবাই বাবা মার মৃত্যুতে কোরআন পড়া থেকে শুরু করে সব ধরনের...
11/12/2025

ভালোবাসার স্বরুপ কি?

আপনাদের মধ্যে সবাই বাবা মাকে ভালোবাসেন প্রায় সবাই বাবা মার মৃত্যুতে কোরআন পড়া থেকে শুরু করে সব ধরনের দোয়া পড়বেন মৃত্যুবার্ষিকী হয়তো পালন করবেন গরু খাসি দিয়ে।
এগুলো সব করবেন মৃত্যুর পরে। এমনিতেও তাদের জন্য দোয়া করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।
কারন পিতামাতার জন্য দোয়া করা ওয়াজিব।

কিন্তু কখনো এভাবে ভেবেছেন?
আল্লাহ আমার মা আমাদের যথা সময়ে খাবার দিতে যেয়ে যথা সময়ে আপনার ইবাদত করতে পারেনি তাদের ক্ষমা করুন।
আল্লাহ রোগে শোকে দুঃখে বাবা মার আশ্রয়ে থেকেছি এতো বছর তারা আগলে রেখেছেন তাদের ক্ষমা করুন।
শুকরান ইয়া রব দুনিয়াতে মায়ের গর্ভে আমাকে দিয়েছেন আজ আপনাকে ডাকতে পাচ্ছি কত মানুষের মা আগেই মারা গিয়েছে 🥲।তেমনি ভাবে বলেছি, আল্লাহ শুনেছি বাবার দোয়া রাসুল (সাঃ) এর দোয়ার সমতূল্য যতবার পেরেশান হয়েছি তারকাছে দোয়া চেয়েছি। শুকরান ইয়া রব বাবা জিন্দা আছেন।

এই শুকরিয়া অন্তরে জাগার পরে ভেবেছি তাদের জন্য প্রতিদিন কিছু সংখ্যায় আমল করবো যার সওয়াব আল্লাহ তাদের দেবেন এখন থেকেই করবো।
যেন তাদের মৃত্যুর পর কবরের আযাব রহিত করা হয় এবং ফেরেশতারা এসে বলে,

"আপনাদের কবরের আযাব মাফ করে দিয়েছেন আল্লাহ কারন আপনারা বৃদ্ধ হবার আগেই কবরের আযাব কে ভয়করে তারা আল্লাহর কাছে আর্জি পাঠাতো, আজ সেই আর্জি কবুলের দিন" আল্লাহুআকবার।

জমিনের উপরে বাবা মায়ের সাথে মত বিরোধ থাকতে পারে তাইবলে তাদের প্রতি দায়িত্ব এড়ানো যায় না । বাবা মার রোগ হলে শুধু ডাক্তারের কাছে নিয়ে গেলেই দায়িত্ব ফুরায় না তাদের দীর্ঘস্থায়ী সুখের ব্যবস্থা করা উচিৎ।

এই অনুভব থেকে আমলনামায় আমল জমা করা শুরু করেছি।
এই অনুভব কোথা থেকে হলো ঐযে ইবাদতের শুদ্ধতা আসতে শুরু করেছে তাই চিন্তার পরিপক্বতা শুরু হয়েছে।
মানুষ হিসেবে আমাদের এটা ভাবা উচিৎ না বাবা মায়েরা আমাদের সাথে কিরুপ আচরন করে আমাদের খেয়াল রাখতে হবে আমরা ঠিকমত তাদের হক আদায় করি।

শরিয়তকে আকড়ে ধরেন, সন্তানের জন্য বাবা মা সম্যক আউলিয়া।

আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন।

মহিলাদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনোই পীর মুর্শিদ খুজতে যাবেন না। হক্কানী পীর চেনার উপায় আছে পরে বলবো।এতো ভন্ড আছে নিজের ...
11/12/2025

মহিলাদের উদ্দেশ্যে বলছি আপনারা কখনোই পীর মুর্শিদ খুজতে যাবেন না। হক্কানী পীর চেনার উপায় আছে পরে বলবো।এতো ভন্ড আছে নিজের মান সম্মান সব হারাবেন। মারেফত জানার কোন বিষয় নয় এ লাইনে কিছু জেনে কিছু পাওয়া যায় না খাটতে হয় তবে সত্যের কাছে পৌছায়।
কিছু বিষয় আছে যেসব আমি শুনেছিলাম মনের মধ্যে প্রশ্ন ছিলো কিন্তু করিনি যথা সময়ে উত্তর পেয়েছি ততক্ষণ সবর করেছি।
আমল পরে পরিচ্ছন্নতা, আদব আগে।
ফেসবুকের পোস্ট দেখলে শুধু তর্ক করা যায় এটা খুব সহজ সত্যের কাছে পৌছানো খুব কঠিন।

খাটবে কারা? চাবুকের আঘাত যারা সহ্য করতে পারে তারা। নিয়ম হলো যারা শরিয়ত ঠিকঠাক মানবে তারা অবশ্যই জান্নাতি হবে।
আমি হাসতে হাসতে বললাম, "আল্লাহ আমাদের নিয়ে খেলছেন।"
আপনি লেখাটি পড়ে ধরে নিলেন, আমি খারাপ কিছু লিখেছি অথচ লেখাটির অর্থ ছিলো কিছুটা এরকম -

আমরা আল্লাহর মাটির পুতুল আমাদের সংসার সম্পদ দিয়েছেন দুনিয়া দিয়েছেন তিনি উপরে বসে আমাদের দেখছেন এই জগত সংসার আল্লাহর কাছে খেলাঘর স্বরুপ যেদিন আল্লাহর খেলতে ইচ্ছা করবে না সেদিন সব চুড়মার করে ভেঙ্গে দেবেন কিয়ামত ঘটাবেন।
খেলার অর্থ এটা বোঝালাম।

আবার যদি আমি মন খারাপ করে বলি আল্লাহ আমাদের নিয়ে খেলছেন, শুনে আপনি ধরেই নেবেন আমি বিষন্ন নিজের চাহিদা পূরন না হওয়ায় এভাবে বলছি।

যখন আমাদের চাহিদা পূরন হয়না আমরা আল্লাহকে চিনি দুইভাবে -
১) আমি ব্যর্থ হতাশা ঘিরে ধরে আল্লাহকে অনেক শক্ত মনেহয়।
২) হয়তো অমঙ্গল ছিলো। এটা মানতেই চাইনা আমরা উল্টা বলি আল্লাহ চাইলে অমঙ্গলকে মঙ্গল বানাতে পারেন কেন বানাননি! এখানেও আমরা আশাহত আল্লাহর প্রতি।

কিন্তু চাহিদার পূরন না হওয়ার পেছনে অন্য কারন থাকে যেটা আমরা জানিই না (সেটাই মঙ্গল) কারন হক্কের কাছে পৌছাইনি।

এটা বলার কারন এটাই, মানুষ ঠিক এরকমি নিজের মন মত ব্যাখা সাজিয়ে নেয়। দামি কথা বুঝতেও মগজ থাকা লাগে 🧠

রেগুলার দরুদ ইস্তেগফার করা কুরআন পড়া নামাজ পড়া রোজা রাখা সাদকা করা এগুলোই জান্নাতের পথ।

11/12/2025

সারাজীবন দরুদ পড়েন শাফায়াত হয়তো পাবেন,দুনিয়াবী কাজ সমাধান হবে কিন্তু আল্লাহর হাবীবকে দেখে যেতে পারবেন না ৯৮./. সত্য।
এটা কেন?

এক আপু ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন ১২০০ রাকাত নফল নামাজ কেন পড়ে আর কোন নিয়তে পড়ে।উত্তর হলো নফল ইবাদত প্রতিদিন কিছু সংখ্যায় ...
11/12/2025

এক আপু ইনবক্সে জিজ্ঞেস করেছিলেন ১২০০ রাকাত নফল নামাজ কেন পড়ে আর কোন নিয়তে পড়ে।
উত্তর হলো নফল ইবাদত প্রতিদিন কিছু সংখ্যায় করা উত্তম এবং সেটা কন্টিনিউ করা উত্তম।
হাদিসে পড়েছিলাম, তোমরা অল্প সংখ্যায় ইবাদত করো কিন্তু প্রতিদিন করো।

আপনি প্রতিদিন ২রাকাত হাজতের নামাজ পড়ে দোয়া করতে পারেন কেননা দোয়া ইবাদতের মগজ।

ঐ মারফতের কথা হয়তো আপনারাও শুনে থাকবেন," ইবাদত করার জন্য ফেরেশতা যথেষ্ট ছিলো মানুষ বানিয়েছেন আল্লাহ প্রেমের কারনে।"কোরআন...
11/12/2025

ঐ মারফতের কথা হয়তো আপনারাও শুনে থাকবেন,

" ইবাদত করার জন্য ফেরেশতা যথেষ্ট ছিলো মানুষ বানিয়েছেন আল্লাহ প্রেমের কারনে।"

কোরআনে আল্লাহ বলেন, "আমি জ্বীন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।"

তাহলে মারফতের কথার সাথে কোরআনের কথা মিলছে না কাহিনি কি?

কথা কিন্তু ঠিকি মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন তিনি নিজেও আমাদেরকে অনেক ভালোবাসেন এবং ভালোবাসাপূর্ণ ইবাদত আশা করেন।

মূলত আমরা ইবাদত করি দোজখের ভয়ে।
আমরা ভালোবাসতে জানিনা শুধু ভয়ে বা প্রয়োজনে ইবাদত করি।

ইবাদত করেন সমস্যা নেই, কিন্তু কবুল হবে কিনা এই ইবাদতের বদৌলতে জান্নাতী হবেন কিনা এর গ্যারান্টি আপনাকে কে দেয়?

ভ্রু কুঁচকান কেন? আল্লাহর রাসুলের (সাঃ) ঐ কথা শোনেননি "আমাকেও আমার ইবাদত জান্নাতী বানাতে পারবে না যদি রব্বেকারীমের দয়া না হয়।"

যদি আল্লাহর হাবীব এ কথা বলেন আমলের গ্যারান্টি দিতে না পারেন তে আপনি কোন খেতের মূলা?

দয়া কি রুপ দেখে হবে? যখন বান্দার সমস্ত আমল মিযানের পাল্লায় কম হবে বান্দা দোজখবাসী হতে ধরবে তখন এই ইশক আপনাকে বাঁচাবে।
আল্লাহ তখন দয়া করবেন শুধু এ বিষয়ের উপরে যে, দুনিযাতে তার বান্দা অদেখা রবের প্রতি মোহাব্বত প্রর্দশন করেছে।

শুধু ইবাদতের জন্য ফেরেশতারা যথেষ্ট ছিলো তারা পাক জাত নিঃষ্পাপ কিন্তু আমাদের মতো তাদের সাথে নফস নেই তাদেরকে দুনিয়াবী পরীক্ষায় দেয়া হয়নি, তাদেরকে হৃদয় দেয়া হয়নি।
হৃদয় নেই বলে ফেরেশতার ইশক বোঝেনা শুধু রাতদিন ইবাদত বোঝে।
এই একমাত্র পার্থক্য ফেরেশতার আর মানুষের মাঝে।
আল্লাহ আমাদের আকল দিয়েছেন ব্যবহার করতে আর হৃদয় দিয়েছেন তার প্রতি মোহাব্বত প্রদর্শন করতে।

এজন্যই দোয়াতে বলি,

আমরা নিজেদের ইবাদতকারী দাবি করি না, মাওলা আমাদের কোন আমল নেই। আমরা বদকার গোনাহগার। কিন্তু দিলে আপনার জন্য ইশক আছে মাওলা আপনার হাবীবের ইশকের সাদকায় আমাদের জন্য রাজি হয়ে যান।"

এই সৃষ্টিকর্তার প্রতি ইশক কি বসে বসে মাজারে গান্জাখুরি গল্প করে আসবে? খাটতে হবে.....

ইবাদত করতে করতে ইবাদতের শুদ্ধতার পর্যায়ে সৃষ্টিকর্তার প্রতি ইশক আসে।

আল্লাহ গোপন পাপ ক্ষমা করে দিন আসতাগফিরুল্লাহআল্লাহ মস্তিস্কের নাপাকি দূর করে দিন আসতাগফিরুল্লাহআল্লাহ যে পাপের কারনে রিজ...
10/12/2025

আল্লাহ গোপন পাপ ক্ষমা করে দিন আসতাগফিরুল্লাহ
আল্লাহ মস্তিস্কের নাপাকি দূর করে দিন আসতাগফিরুল্লাহ
আল্লাহ যে পাপের কারনে রিজিক আটকে আছে সেই পাপ ক্ষমা করে দিন আসতাগফিরুল্লাহ
আল্লাহ রোগ শোক দূর করে দিন আসতাগফিরুল্লাহ।
আল্লাহ যে পাপ করে ভুলে গেছি সে পাপ ক্ষমা করে দিন আসতাগফিরুল্লাহ।
আল্লাহ আমাদের প্রকাশ্য ও গোপন সব পাপ ক্ষমা করে দিন আসতাগফিরুল্লাহ।

10/12/2025

গুগল ঘেটে বলতে পারবেন ফেরেশতা কি। কিন্তু ফেরেশতা আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে যার কারনে আল্লাহর কাছে মানুষ প্রিয় সেটা কি?

কেউ প্রশ্ন করেছিলো,  হুজুর পাক (সাঃ) কে কিভাবে দেখবো?বলেছিলাম, হুযুর (সাঃ) আমার শ্রেষ্ঠ শিক্ষককে দেখতে চাও তোমার হৃদয় কত...
10/12/2025

কেউ প্রশ্ন করেছিলো, হুজুর পাক (সাঃ) কে কিভাবে দেখবো?
বলেছিলাম, হুযুর (সাঃ) আমার শ্রেষ্ঠ শিক্ষককে দেখতে চাও তোমার হৃদয় কতটা হুজুরী হয়েছে?
সে আবার বললো দরুদ তো পড়িই....

আউলিয়ারা যখন রিয়াজত করতেন তখন হুযুরকে দেখার জন্য তখন দীর্ঘদিন যাবত নিজেকে বিশেষ উপায়ে পবিত্র করতেন রোজা ইস্তেগফার বাদেও। এরপরেও হুযুর দেখা দেবেন কিনা তার মর্জি
আর তুমি তো মানুষ.....

আশা থাকা ভালো আল্লাহর রাসুলকে দেখা ইবাদতের সর্বচ্চ শুদ্ধতম পর্যায়ের ইবাদত শুধু দরুদ পড়া যথেষ্ট না।

এক বুজুর্গকে বলতে শুনেছি, সবচেয়ে সহজ কাজ ইবাদত করা
আর সবচেয়ে কঠিন কাজ চাবুকের আঘাত সহ্য করা (কষ্ট সহ্য করা সবর করা)।
যে ইবাদতের সাথে চাবুকের আঘাত সহ্য করবে সে আশা রাখতে পারে কষ্টের পরে রাসুল (সাঃ) এর দীদার পাবে।

দরুদ পড়া জরুরী কিন্তু দরুদ পড়লেই হুযুরকে দেখতে পাবে এমন কথার ভিত্তি নেই।

যারা আমার গত পোস্টে তর্ক করেছেন তাদের বলতে চাই - রাসুল (সাঃ) এর রওজা মোবারক এর পাশে প্রথমে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এব...
10/12/2025

যারা আমার গত পোস্টে তর্ক করেছেন তাদের বলতে চাই -

রাসুল (সাঃ) এর রওজা মোবারক এর পাশে প্রথমে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) এবং তার পাশে হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) এর কবর রয়েছে, যা মূলত হযরত আয়েশা (রাঃ) এর ঘরের ভেতরে অবস্থিত এবং বর্তমানে মসজিদে নববীর অংশ।

আবু বকর সিদ্দিক (রাঃ): রাসুল (সাঃ) এর ডান পাশে।

উমর ইবনুল খাত্তাব (রাঃ): রাসুল (সাঃ) এর বাম পাশে (আবু বকর (রাঃ) এর পাশে)।

তর্ক করার আগে সঠিকটা জানতে হয়।

আপনি তর্ক করেন জানতে চান সমস্যা নেই কিন্তু আপনার আচরন দেখে মনেহয়না ইসলামের ছিটাফোটা আছে।
যারা সত্যিকারের ইসলাম পালন করতে চায় তাদের মধ্যে সর্বপ্রথম "আদব" প্রতিস্থাপন করা হয়।

মসজিদে যান সিজদাহ দিতে থাকেন। বুজুর্গেরা বলেন আদবে আদম জাত বেয়াদপে শয়তান।

মনেকরেন আপনার বাবা মা আছেন এখন তাদের সাথে ঝগড়া বিবাদ করে দিন কাটাবেন নাকি আদবের সহিত থাকবেন এটা আপনার ব্যাপার।
আপনি তাদের সন্তান এটা তারা অস্বীকার করবে না কিন্তু ঐযে বাবা মার আর্শিবাদ আশা করবেন না, আন্তরিকতা আশা করবেন না।

ঠিক তেমনি রাসুল (সাঃ) জালি মোবারক হাত দিয়ে ধরা নিষিদ্ধ কারন তার জালি মোবারক পাক আমরা নাপাক!
আমি দেখেছি কেউ কেউ রওজা মোবারকের সামনে গিয়ে সেলফি নেয় (মানে জালি মোবারক নিজের পেছনে রেখে) হুযুর গুস্তাখি মাফ করুন।

আপনি সম্মান কতটুকু দেবেন এটা আপনার ব্যাপার যখন সময় আসবে তখন বুঝবেন। তখন আর কিছু করার থাকবে না।

আমি পেজ চালাই আমি যখন থাকবো না তখন যেন কেউ পেজে এসে সত্য খুজতে আগ্রহী হয় পথ পায় অন্তত চেষ্টা করে।
এখানে অতোটুকু বলি যতটুকু সত্য আমি জানি।

আপনারা হয়তো লক্ষ করেননি পেজের বায়োতে লিখেছি "বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর।"

হাউজে কাউসার কোথায় আছে?রাসুল (সাঃ) ইরশাদ করেন,  " আমার ঘর আর মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহেরই একটি বাগান।...
10/12/2025

হাউজে কাউসার কোথায় আছে?
রাসুল (সাঃ) ইরশাদ করেন, " আমার ঘর আর মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহেরই একটি বাগান।"
আবু হুরায়রা ও আবু সাঈদ হতে বর্ণিত, হুযুর বলেছেন " আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে অবস্থিত।"

সহি বুখারী, (১১২০)
তিরমিজি,
মুসলিম,
ইমাম মালেক,
নাসায়ী সবগুলো হাদিসে রেফারেন্স পাবেন।

এবার প্রশ্ন হলো হাউজে কাউসারের খোজ পেলাম আমরা তাহলে হাশরের মাঠ কোথায় হবে?

সালাত ও সালাম আপনার উপর, হে আল্লাহর রাসূল (সাঃ)আবু মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “এক ব্যক্তি নবীজি (সাঃ) -এর...
10/12/2025

সালাত ও সালাম আপনার উপর, হে আল্লাহর রাসূল (সাঃ)

আবু মাসউদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “এক ব্যক্তি নবীজি (সাঃ) -এর কাছে এসে বললেন, ‘আমার উট ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমাকে একটি বাহন দিন।’ তিনি (সাঃ) জবাব দিলেন, ‘আমার কাছে কোনোটি নেই। তবে অমুকের কাছে যাও এবং সম্ভবত সে তোমাকে একটি দেবে।’ সে সেই ব্যক্তির কাছে গেল এবং সে তাকে একটি বাহন দিল। তারপর সে নবীজি (সাঃ) এর কাছে ফিরে এসে তাকে জানাল। তিনি (সাঃ) বললেন, ‘যে কল্যাণের পথ দেখায়, তার জন্য তা সম্পাদনকারীর পুরস্কারের মতোই সওয়াব রয়েছে।’”

মুহাম্মদ ইবনে কাসির আমাদের কাছে বর্ণনা করেছেন, বলেছেন: সুফিয়ান আমাদের জানিয়েছেন, আল-আ'মাশ থেকে, আবু আমর আল-শাইবানী থেকে, আবু মাসউদ আল-আনসারী থেকে, তিনি বলেছেন: এক ব্যক্তি নবীজি (সাঃ) এর কাছে এসে বললেন: আমার উট ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমাকে একটি বাহন দিন। তিনি বললেন: আমি কোনোটি পাচ্ছি না, তবে অমুকের কাছে যাও, হয়তো সে তোমাকে একটি দেবে। অতঃপর সে তার কাছে গেল এবং সে তাকে একটি বাহন দিল। অতঃপর সে নবীজি (সাঃ) -এর কাছে এসে তাকে জানাল। তিনি বললেন: যে কল্যাণের পথ দেখায়, তার জন্য তা সম্পাদনকারীর পুরস্কারের মতোই সওয়াব রয়েছে।
[আল-আদাব আল-মুফরাদ]

রাস্তার পাগল দেখেন বসে থাকে যে, যদি আল্লাহ আমাদের পাগল বানিয়ে দিতো কি করতাম? আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া আমার রব আমাকে ওরকম...
09/12/2025

রাস্তার পাগল দেখেন বসে থাকে যে, যদি আল্লাহ আমাদের পাগল বানিয়ে দিতো কি করতাম? আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া আমার রব আমাকে ওরকম জীবন দেননি।

জানেন ভিটামিন ডি কত এক্সপেনসিভ? সেটা আল্লাহপাক রোদে দিয়েছেন আপনি ফ্রিতে পাচ্ছেন যদি রব না দিতেন কি করতেন? তাহলে ভাঙ্গা হাড় দাঁত নিয়ে বিছানায় থাকতেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সে খরচ বাঁচিয়ে দিয়েছেন।

জীবন তো একটাই জাহেলিয়াতের জামানায় জম্ন নিতেন তোন ইহুদির ঘরে তখন কি হতো? আলহামদুলিল্লাহ্‌ আমার রব সহজ জীবনযাপন দিয়েছেন।

এরকম আরো অনেক নিয়ামত প্রকৃতিতে আছে পাখির কিচিরমিচির ডাক শুনলে, বৃষ্টির শব্দে স্মৃতি শক্তি বাড়ে। রোদে কাপড় শুকালে জীবাণুমুক্ত হয়। ভোরবেলা হাটলে সুস্থ থাকে।

ইসলাম প্রচার করতে গিয়ে হুযুর (সাঃ) এর মাথা ফাটিয়েছিলো ইহুদিরা হুযুরের মুখ ভিজে যাচ্ছিলো রক্তে। এই দৃশ্য দেখে হযরত আলী (রাঃ) পানি ঢেলে রক্ত ধুয়ে দেন আর মা ফাতিমা (রাঃ) চাটাই পুড়ে ছাই লাগিয়ে দেন তারপর রক্ত বন্ধ হয়।
চাটাইয়ের ছাই দ্বারা রক্তক্ষরন বন্ধ হয় কত সহজে।

কখনো সবজি খেতে তাকিয়ে ভেবেছেন আল্লাহ সস্তা সবজি গাজর, ফুলকপির মধ্যে ক্যান্সার রোধক ভিটামিন দিয়েছেন। কচুতে আয়রন দিয়েছেন যেন গরীব ও আয়রন হতে বঞ্চিত না হয়। না দিলে কি করতেন জীবন তো পার করতেই হতো আলহামদুলিল্লাহ আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন।

আমি পঙ্গুদের দিকে তাকিয়ে ভেবেছি সুস্থ থাকি কত কাজ করি তবু অভিযোগ যদি পঙ্গু হতাম রাত্রে বেলা হয়তো রাস্তায় রেখে দিতো তখন কি করতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ সুস্থ স্বাভাবিক জীবন দিয়েছেন।

ভেবে দেখবেন আল্লাহ বান্দার পরীক্ষা নেয় বটে তবে অনুগ্রহ তারচেয়ে কয়েকশ গুন বেশি করে। অনুগ্রহ আরো বেড়ে যায় যদি আমরা একটু ইবাদত করি আর নিয়ামতের শুকরিয়া বাড়িয়ে দেই।
আল্লাহ উত্তমভাবে শুকরিয়া আদায়ের তৌফিক দিন।

আসসালামু আলাইকুম
শুভ সকাল ☕

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The power of piety - তাকওয়ার শক্তি publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager