11/12/2025
ভালোবাসার স্বরুপ কি?
আপনাদের মধ্যে সবাই বাবা মাকে ভালোবাসেন প্রায় সবাই বাবা মার মৃত্যুতে কোরআন পড়া থেকে শুরু করে সব ধরনের দোয়া পড়বেন মৃত্যুবার্ষিকী হয়তো পালন করবেন গরু খাসি দিয়ে।
এগুলো সব করবেন মৃত্যুর পরে। এমনিতেও তাদের জন্য দোয়া করেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা।
কারন পিতামাতার জন্য দোয়া করা ওয়াজিব।
কিন্তু কখনো এভাবে ভেবেছেন?
আল্লাহ আমার মা আমাদের যথা সময়ে খাবার দিতে যেয়ে যথা সময়ে আপনার ইবাদত করতে পারেনি তাদের ক্ষমা করুন।
আল্লাহ রোগে শোকে দুঃখে বাবা মার আশ্রয়ে থেকেছি এতো বছর তারা আগলে রেখেছেন তাদের ক্ষমা করুন।
শুকরান ইয়া রব দুনিয়াতে মায়ের গর্ভে আমাকে দিয়েছেন আজ আপনাকে ডাকতে পাচ্ছি কত মানুষের মা আগেই মারা গিয়েছে 🥲।তেমনি ভাবে বলেছি, আল্লাহ শুনেছি বাবার দোয়া রাসুল (সাঃ) এর দোয়ার সমতূল্য যতবার পেরেশান হয়েছি তারকাছে দোয়া চেয়েছি। শুকরান ইয়া রব বাবা জিন্দা আছেন।
এই শুকরিয়া অন্তরে জাগার পরে ভেবেছি তাদের জন্য প্রতিদিন কিছু সংখ্যায় আমল করবো যার সওয়াব আল্লাহ তাদের দেবেন এখন থেকেই করবো।
যেন তাদের মৃত্যুর পর কবরের আযাব রহিত করা হয় এবং ফেরেশতারা এসে বলে,
"আপনাদের কবরের আযাব মাফ করে দিয়েছেন আল্লাহ কারন আপনারা বৃদ্ধ হবার আগেই কবরের আযাব কে ভয়করে তারা আল্লাহর কাছে আর্জি পাঠাতো, আজ সেই আর্জি কবুলের দিন" আল্লাহুআকবার।
জমিনের উপরে বাবা মায়ের সাথে মত বিরোধ থাকতে পারে তাইবলে তাদের প্রতি দায়িত্ব এড়ানো যায় না । বাবা মার রোগ হলে শুধু ডাক্তারের কাছে নিয়ে গেলেই দায়িত্ব ফুরায় না তাদের দীর্ঘস্থায়ী সুখের ব্যবস্থা করা উচিৎ।
এই অনুভব থেকে আমলনামায় আমল জমা করা শুরু করেছি।
এই অনুভব কোথা থেকে হলো ঐযে ইবাদতের শুদ্ধতা আসতে শুরু করেছে তাই চিন্তার পরিপক্বতা শুরু হয়েছে।
মানুষ হিসেবে আমাদের এটা ভাবা উচিৎ না বাবা মায়েরা আমাদের সাথে কিরুপ আচরন করে আমাদের খেয়াল রাখতে হবে আমরা ঠিকমত তাদের হক আদায় করি।
শরিয়তকে আকড়ে ধরেন, সন্তানের জন্য বাবা মা সম্যক আউলিয়া।
আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন।