13/11/2024
সারমর্ম বঙ্গানুবাদ হলো ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারা মোতাবেক কোনো মামলা রক্ষনীয় নয়, তাই ৯৮ ধারার মামলা অবৈধ, অচল। কেবল মাত্র চলমান কোনো মামলায় ৯৮ ধারায় দরখাস্ত দেয়া যাবে।
আইন প্র্যাকটিসের অভিজাত অঙ্গনে ৯৮ ধারার মামলা ম্লেচ্ছ, যবণ, অতীব আতরাফ শ্রেনীর। ৯৮ ধারা নিয়ে কোনো আইনী আলাপ শোনা যায় না বললেই হয়। তবে বটতলা, হাটে, মাঠে, ঘাটের আইন প্র্যাকটিসে ৯৮ধারার মামলা বহুল চর্চিত। লোক শ্রুতিতে ৯৮ ধারার মামলা মূলত উদ্ধারের মামলা হিসেবে পরিচিত এবং ৯৮ধারার মামলা মানেই হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মামলা।
স্বামী-স্ত্রী আলাদা থাকে এবং দুধের শিশুকে স্বামী নিয়ে গেছে, স্ত্রীকে দিয়ে ঐ শিশু উদ্ধারে ৯৮ ধারায় মামলা হয়। ৯৮ ধারার মামলা মাঠে বেশ দ্রুত প্রতিকার দিচ্ছে বলে দেখা যায়। একপক্ষ জোর কোরে ননজুডিশিয়াল স্ট্যাম্প, চেক এমনকী সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে গেছে, সংক্ষুব্ধ পক্ষকে দিয়ে সেসব উদ্ধারে ৯৮ ধারায় মামলা করিয়ে দেয়া হয়। আলোচ্য মামলায় মূল মামলা করা হয়েছিলো ঐ ৯৮ ধারাতেই- গাড়ী উদ্ধারের জন্য।
ঘটনা সংক্ষেপ এমনতর
আবদুর রহিম নামীয় এক ব্যক্তি ফরিয়াদী হয়ে মোঃ মাহতাব হোসেন মোল্লাকে অভিযুক্ত করে ২০১৪ সালের ২৪ মার্চ বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে ৯৮ ধারায় এক নালিশ দায়ের করেন। নালিশে ফরিয়াদী বলেন, ব্যাংক থেকে তিনি ঢাকা-মেট্রো-চ-১৩-৫৪৫৫ নম্বরের প্রাইভেট কারটি কিনেন। নালিশ দায়েরের দিন অবধি ব্যাংকের নিকট তিনি ২ লক্ষ ৪ হাজার টাকা ঐ গাড়ী বাবদ দেনা। ফরিয়াদী ২রা নভেম্বর, ২০১৩ ইং তারিখে ৬০ হাজার টাকা মাসিক ভাড়ায় গাড়ীটি অভিযুক্তর নিকট হস্তান্তর করেন।
এরপর ২রা ফেব্রুয়ারী, ২০১৪ ইং তারিখে বরগুনার টাউন হল রোডস্থ ফরিয়াদীর বাড়ীতে ফরিয়াদী নালিশী গাড়ীটি এনে রাখেন। সেদিনই অভিযুক্ত ফরিয়াদীর নিকট হতে গাড়ীটি ছিনিয়ে নিয়ে গিয়ে অভিযুক্তের নিজের জিম্মায় রাখে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০০ ধারায় ফরিয়াদীর জবানবন্দি নেন এবং ফরিয়াদীর নালিশ ২০১৪ সালের ২১১ নং বিবিধ (৯৮ ধারার) মামলা হিসেবে গৃহীত হয়। বিজ্ঞ আদালত বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নালিশী গাড়ীর মালিকানা সংক্রান্ত তথ্যসহ তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন। অভিযুক্ত সমন পায়। ১০ই এপ্রিল, ২০১৪ ইং তারিখে ওসি, বরগুনা সদর থানা তাঁর প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন। অভিযুক্ত মামলা হতে অব্যাহতি প্রার্থনা করে।
২রা জুন ২০১৪ইং তারিখে বিজ্ঞ আদালত উভয়