Hiyul islam

Hiyul islam Hi.This is hiyul islam.my New page. please follow me to get my videos everytime

(আসসালামু আলাইকুম ‌)কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন,,,,!♥️♥️
02/26/2025

(আসসালামু আলাইকুম ‌)
কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন,,,,!♥️♥️

02/24/2025
02/22/2025

আসসালামু আলাইকুম, এই সাপটির অরজিনাল নাম কি, কমেন্টে জানাবেন

09/26/2024

Singapore tunnel

09/23/2024

অনুগল্প: #সৎ মায়ের_ভালোবাসা।

কাহিনী ও লেখনীতে:
হাইয়ুল ইসলাম।

বিয়ে এক সপ্তাহ পরে জানলাম আমার স্বামীর আগেও একটি বিয়ে হয়েছিলো। তার একটি মেয়েও আছে।

'স্বামিকে জিঙ্গেস বললাম 'আশিক এভাবে ঠকালে আমাকে কি দোশ ছিলো আমার।

'আমাকে ক্ষমা করে দিও জান্নাতুল। ভেবেছিলাম আমার বিয়ের কথা জানলে তুমি আমাকে রিজেক্ট করবা। সেই কারনে বলিনাই।

'এখন যদি ডিভোর্স দেই তাহলে।

'প্লিজজ এমনি করিওনা। আসলে খুব কঠিন ভাবে একবার ঠগে গিয়েছি।

'ওহ আচ্ছা প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোের্স কেনো হলো। সেটা খুলে বলো।
আমাদের একটি সন্তান রয়েছে তুমি এই সব বাদ দাও।

কিন্তু সে ফিরেনি। আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে।

'এখনো তাকে ভালোবাসো। সত্যি বলবা।

'না ভালোবাসি না। তাকে আমি ভুলে গিয়েছি।

'তোমার মেয়ে কোথায় এখন।

'আমার ফুফির বাড়িতে রেখে এসেছি। কিন্তু কেনো?

'এই মুহূর্তে মেয়ে-কে এখানে নিয়ে আসবে?

'কেনো।

'কারন ও আমাদের সঙ্গে থাকবে তাই। আর হ্যাঁ কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। সব সময় সত্যি বলবে।

'এত সহজে সব মেনে নিলে। বুজলাম কিছু।
মেনে না নিয়ে এখন কোন উপায় আছে। ঘটনা তো আগেই ঘটাইছো। আমি চাই শান্তি পূর্ণ সংসার করতে ঝগড়া করতে না।

'সত্যি তুমি অসাধারন।

'আমি সাধারণ না অসাধারণ আর একদিন মিথ্যা বললে হারে-হারে টের পাবা বুজলা।

'হ্যাঁ বুজেছি।

'শোন আমার পরিবারের লোকজন এই কথাটি জানলে অনেক রাগ করবে। বতর্মান এই সব গোপন রাখিও। ধীরে-ধীরে সবাইকে সব কিছু আমি বলবো।

'আচ্ছা।

'তোমার প্রথম স্ত্রীর থেকেও বেশি কিন্তু আমাকে ভালোবাসা দিতে হবে। না হলে সব ছেড়ে চলে যাবো।

'অনেক-অনেক-অনেক ভালোবাসা দিবো। তবুও ছেড়ে যাওয়ার কথা বলিওনা আমার কষ্ট হয়।

'পাগল একটা।

যাও আমাদের মেয়েকে নিয়ে আসো এখন
।হ্যাঁ যাচ্ছি।

তুমি অপেক্ষায় থাকো।

'আজ ১০টি বছর হয়ে গেলো কখনো আমার মেয়ে বলেনি বাবা মা আমাকে বকেছে, বাবা মা আমাকে ভালোবাসে না, বাবা মা আমাকে খাইতে দেয়না। বরং মেয়ের মুখে তার প্রসংসা শুনেছি। বাবা আমার মা পৃথিবীর শ্রেষ্ট মা

'সত্যি একটা নারী কী না করতে পারে। কিন্তু সব নারী এক না। কিছু নারী রয়েছে সৎ সন্তানকে দেখতেই পারেনা। চোখের বিশ মনে করে।

অনুগল্প: ায়ের_ভালোবাসা।

কাহিনী ও লেখনীতে: #হাইজুল ইসলাম

09/23/2024

'এটি একটি ব্যর্থ ভালোবাসার গল্প,,,,,,,👇
জান আমার ক্যান্সার হয়েছে। প্লিজজজ তুমি আমাকে ভুলে যাও। আমি হয়-তো আর এক মাস বেচে থাকবো।

'তোমার মাথা ঠিক আছে খাদিজা তুমি কি বলতেছো। সুস্থ মানুষের হঠাৎ ক্যান্সার হলো।

'২মাস ধরে অসুস্থ ছিলাম। কালকে ডাক্তারের কাছে এসে জানতে পারলাম আমি নাকি আর এক মাস বেছে থাকবো।

'আমি বিশ্বাস করিনা। আচ্ছা তুমি এখন কোথায় আছো হ্যাঁ।

'ময়মনসিংহ হাসপাতালে। ৫ম তালার ১২নাম্বার রুমে।

'ঠিক আছে আমি আসতেছি তোমাকে কাছে। সত্যি বলছো না মিথ্যা বলতেছো সব প্রমান হবে।

'আসো আমি অপেক্ষায় আছি।

'এর পরে আশিক নিজের মটরসাইকেলটি নিয়ে সোজা ময়মনসিংহ হাসপাতালে চলে আসে। এর পরে ৫ম তালার ১২নাম্বার রুমে গিয়ে দেখতে পায়
খাদিজা সেলাইন দেয়া অবস্থায় শুয়ে আছে।

'খাদিজা।

'মুহূর্তে খাদিজা পিছনে ঘুরে আশিককে দেখতে পায়। তুমি এসেছো এই দেখো আমার বতর্মান অবস্থা?

'আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পাচ্ছিনা। আমি কি এটা স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে দেখতেছি।

'বাস্তবে দেখতেছো জান। এই দেখোনা আমার মাথায় আর চুল নেই। ডাক্তার সব ফেলাই দিছে।

'খাদিজার এমন অবস্থা দেখে আশিক কান্না করতে শুরু করলো। যেই মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটার এই অবস্থা।

'এই পাগল কান্না করিওনা। তোমার কান্না দেখলে আমার কষ্টো হয়। প্লিজজ আশিক কান্না থামাও।

'খাদিজা তোমার কিছু হলে আমার কি হবে। কে আমাকে ভালোবাসবে। কে আমাকে শাসন করবেআমি রাগ করলে কে আমাকে বুঝাবে। আমি বাচবো না তোমাকে ছাড়া খাদিজা।

'পাগল এমন কথা বলিওনা। এই জন্মে এক হতে পারলাম না তাতে কি পরবর্তীতে জন্মে নাহয় এক হবো। তখন আবার দুজন দুজনকে ভালোবাসবো।

'খাদিজা। love you

'I love you to

আচ্ছা আশিক আমার একটা কথা রাখবা তুমি।

'অবশ্যই রাখবো। বলো কি কথা।

'আমার মৃত্যুর আগ পযর্ন্ত আমার সঙ্গে থাকবে। প্লিজজজজজজজজ। প্লিজজজজ।

'শুধুমাত্র মৃত্যুর আগ পযর্ন্ত না জান।

আমি মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকতে চাই।

'আর একটি কথা।

'বলো।।আমার মৃত্যুর পরে আমার পাশে যেনো কাউকে কবর দেওয়া না হয়।

'কেনো।

'কারন তোমার যখন মৃত্যু হবে তখন যেনো আমার পাশে তোমার কবরটি দেয়া হয়।

'কারনটি জানতে পারি।

'খুব ইচ্ছে ছিলো বিয়ের পরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো সেই ইচ্ছে টি-তো পূর্ণ হলোনা। তাই মৃত্যুর পরে না হয় পাশা-পাশি ঘুমিয়ে থাকবো।

'ঠিক আছে তুমি এখন ঘুমাও। তোমার শরীর তেমন ভালো নেই জান।

'ঘুমতো আসেনা।

'তুমি আমার কোলে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখবা ঘুম আসবে।

'ঠিক আছে।

'এর পরে খাদিজা আশিকের কোলে মাথা রাখে এবং আশিক আলতো করতে মাথাটি বুলিয়ে
দিতে থাকে।

'সত্যি ভালোবাসা এমন হওয়া দরকার। যে মৃত্যুর আগ পযর্ন্ত ভালোবেসে যাবে?

অনুগল্প: #ভালোবাসি অনেক ভালোবাসি,,,,!

06/26/2024

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, আজকে আপনারা দেখবেন, সিঙ্গাপুরের কিছু গ্রাম্য এলাকার দৃশ্য।

06/17/2024

Masjid maarof Singapore

06/14/2024

this amazing video 🇧🇩🇧🇩

06/09/2024

Road repair video

05/26/2024

Singapore New Road making video

05/07/2024

this amazing video

05/04/2024

By the grace of Allah, it is raining a lot in Singapore today🤲🤲🤲

12/16/2023

I have reached 800 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
08/05/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

The Woodlands, TX

Alerts

Be the first to know and let us send you an email when Hiyul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hiyul islam:

Videos

Share

Category