এডবভান্স কোচিং হোম
তেতুলিয়া, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রিফাত হাসান (বি.এ অনার্স)
যোগাযোগ 01981-383604 // 01540-078836
"বাংলাদেশে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম মেনে নেওয়া হবেনা "
রংপুরের সমাবেশে সন্ত্রাসী ইস্কন নেতা চিন্ময়।
@followers @highlight
আজকে সকালে বানিজ্যমেলার মাঠে গিয়েছিলাম। এভাবেই সাদ পন্থীরা বিভিন্ন অঞ্চল থেকে বাস রিজার্ভ করে জমায়েত হচ্ছে।
একজন হুজুর অনুসারীর সাথে কিছু সময় কথা বললাম। বললাম এখানে কিসের জমায়েত?
বলল, এখানে ২ বিভাগ,রংপুর রাজশাহীর লোক আসছে। ৮ টার সময় কাকরাইল যাবে সবাই।
তাকে প্রথমেই জিগ্যেস করলাম সাদ সাব ইন্ডিয়াতে কোনো ইজতেমা করে কি না? বলল,করে। বললাম, তাহলে তো আপনারা চাইলে সেখানে গিয়েই ইজতিমা করতে পারেন। এদেশে উলামায়ে কেরাম যতদিন আছেন, উনাকে আপনারা কখনোই আনতে পারবেন না।
উনি বলে সাদ সাহেবের লক্ষ্য লক্ষ্য অনুসারী আছে, সেটা তো আপনারা দেখবেন না। ছোট জায়গায় থাকেন তো এগুলো আপনাদের চোখে পড়বে না।
বললাম, যদি উনি মারা যান তাহলে আপনাদের তাবলীগের কী হবে?
উনি বলল,নিজামুদ্দিনের তরয অনুযায়ী নাকি তারা চলবে।
চিন্তার বিষয় হলো এরা বর্তমানে যেই হালতে আছে, তার থেকে তারা কখনোই সরবে না। ব
নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক কমিটি কে শুভেচছা জানিয়ে গফরগাঁও উপজেলা যুবদলের আনন্দ মিছিল শেষে।
ভার*তে নবীকে (সা.) অবমাননার প্রতিবাদে গফরগাঁওয়ে সমমনা উলামা উলামা ঐক্য জোটের বিক্ষোভ মিছিল।
দেশের সংকটকালীন সময়ে শান্তিপূর্ণ সমাজ বিনির্মানে বিশেষ অবদান রাখায় "দেশ সেবা লিডারশীপ এওয়ার্ড-২০২৪" অর্জন করেছে গফরগাঁও হেল্পলাইন Gafargaon Helpline । তারই ধারাবাহিকতায়, উক্ত সংগঠনকে সংবর্ধনা সরূপ সম্মাননা প্রদান করেছে তরুণদের সিরাত ভাবনা ও নাতে রাসুল সাঃ ক্যাম্পিইন শেষে
তারুণ্য সমাবেশ
। আমরা তাদের উত্তরোত্তর সাফলতা কামনা
Akram Hossain Tahosin
ফ্যাসিষ্ট সরকার এর ফ্যাসিষ্ট
সাবেক এম পি বাবেল এর বাড়ি যখন
ভুমিকম্পে ধসে যায়।
ইমাম বাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসায়
আজ সারাদিন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি অঞ্চল ট্রাক ও নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখলাম মানুষ কত কষ্টে আছে।
বাড়ির চারি দিকে বন্যার পানি থইথই করছে৷ একবেলা রান্না করে খাওয়ার মতো জায়গা নাই। নিদারুণ কষ্টের মাঝে আমাদেরকে তাদের পাশে দাড়িয়েছি এটা দেখে তারা আবেগ আপ্লুত৷ তারা প্রাণ খোলে দোয়া করেছে স্বেচ্ছাসেবীদের জন্য।
আর আমাদের গফরগাঁও হেল্পলাইনের ভলান্টিয়াররা সত্যি তারা অসাধারণ কাজ করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা, এই ছেলেগুলো ট্রাকে ১২ ঘন্টা জার্নি করার পরেও ক্লান্ত না হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে আপনাদের দেওয়া আমানত।
এবং বোনদের প্রতি কৃতজ্ঞতা তারাও এতোগুলা জিনিসপত্র প্যাকিং করা সহ আমাদের সহযোগিতা করেছে।
একটি প্যাকেটে যে জিনিস গুলো আছে:-
1/ চাল ৩ কেজি
২/ ডাল ৫০০ গ্রাম
৩/ তেল সয়াবিন ৫০০ গ্রাম
৪/ লবন ৫০০ গ্রাম
৫/ পিয়াজ ৫০০ গ্রাম
৬/ আলু ১ কেজি
৭ হু
বন্যার্তদের মাঝে দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণের প্যাকেজিং এর কাজ চলছে Gafargaon Helpline এর ভলান্টিয়ার ভাইদের! আজ রাতেই রওনা হবে বন্যাকবলিত অঞ্চলে। দোয়া প্রত্যাশী সকলের।
ভিডিও: নূর মুহাম্মদ আজাদী
এই মূহুর্তে ৩০ হাজার + ছাত্র জনতা সচিবালয়ের দিকে।টিএসসি টু সচিবালয় শুধু জনতার ঢল ✊
ফেনী একটি মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে, সবাই সবাইকে ক্ষমা করে দেওয়ার জন্য।
হে আল্লাহ! তুমি রহম করো!