Cm’Tv USA

Cm’Tv USA CM’Tv prime time Live talk show

12/02/2024

এডবভান্স কোচিং হোম
তেতুলিয়া, গফরগাঁও, ময়মনসিংহ।
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রিফাত হাসান (বি.এ অনার্স)
যোগাযোগ 01981-383604 // 01540-078836

11/26/2024




11/24/2024

"বাংলাদেশে রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলাম মেনে নেওয়া হবেনা "

রংপুরের সমাবেশে সন্ত্রাসী ইস্কন নেতা চিন্ময়।

আহলে হাদিস এর মাহফিল বন্ধের দাবী তে পাচপাই বাজারে ওলামায়ে কেরাম ও জন সাধারণ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়,,  আহলে হাদিস তথা ...
11/16/2024

আহলে হাদিস এর মাহফিল বন্ধের দাবী তে পাচপাই বাজারে ওলামায়ে কেরাম ও জন সাধারণ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়,, আহলে হাদিস তথা কথিত (লা মাযহাবী দের) মাহফিল করতে দেওয়া হবে না

11/15/2024

আজকে সকালে বানিজ্যমেলার মাঠে গিয়েছিলাম। এভাবেই সাদ পন্থীরা বিভিন্ন অঞ্চল থেকে বাস রিজার্ভ করে জমায়েত হচ্ছে।
একজন হুজুর অনুসারীর সাথে কিছু সময় কথা বললাম। বললাম এখানে কিসের জমায়েত?
বলল, এখানে ২ বিভাগ,রংপুর রাজশাহীর লোক আসছে। ৮ টার সময় কাকরাইল যাবে সবাই।
তাকে প্রথমেই জিগ্যেস করলাম সাদ সাব ইন্ডিয়াতে কোনো ইজতেমা করে কি না? বলল,করে। বললাম, তাহলে তো আপনারা চাইলে সেখানে গিয়েই ইজতিমা করতে পারেন। এদেশে উলামায়ে কেরাম যতদিন আছেন, উনাকে আপনারা কখনোই আনতে পারবেন না।
উনি বলে সাদ সাহেবের লক্ষ্য লক্ষ্য অনুসারী আছে, সেটা তো আপনারা দেখবেন না। ছোট জায়গায় থাকেন তো এগুলো আপনাদের চোখে পড়বে না।
বললাম, যদি উনি মারা যান তাহলে আপনাদের তাবলীগের কী হবে?
উনি বলল,নিজামুদ্দিনের তরয অনুযায়ী নাকি তারা চলবে।
চিন্তার বিষয় হলো এরা বর্তমানে যেই হালতে আছে, তার থেকে তারা কখনোই সরবে না। বরং উল্টো আরও সরলমনা মানুষের মাঝে তারা তাদের দাওয়াতের কাজ সর্বোচ্চ বেগবান রাখছে।

সুতরাং আমাদের এখনি এই কাজকে সর্বোচ্চ আমলে নিতে হবে। না হয় এই কাজ আর আমাদের কাজ থাকবে না।

মোতাসিম বিল্লাহ নোমান
শুক্রবার সকাল- ৭:৪৫

11/06/2024

নবগঠিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বি এন পির আহবায়ক কমিটি কে শুভেচছা জানিয়ে গফরগাঁও উপজেলা যুবদলের আনন্দ মিছিল শেষে।

09/30/2024

ভার*তে নবীকে (সা.) অবমাননার প্রতিবাদে গফরগাঁওয়ে সমমনা উলামা উলামা ঐক্য জোটের বিক্ষোভ মিছিল।

09/14/2024

দেশের সংকটকালীন সময়ে শান্তিপূর্ণ সমাজ বিনির্মানে বিশেষ অবদান রাখায় "দেশ সেবা লিডারশীপ এওয়ার্ড-২০২৪" অর্জন করেছে গফরগাঁও হেল্পলাইন Gafargaon Helpline । তারই ধারাবাহিকতায়, উক্ত সংগঠনকে সংবর্ধনা সরূপ সম্মাননা প্রদান করেছে তরুণদের সিরাত ভাবনা ও নাতে রাসুল সাঃ ক্যাম্পিইন শেষে
তারুণ্য সমাবেশ
। আমরা তাদের উত্তরোত্তর সাফলতা কামনা
Akram Hossain Tahosin

গফরগাঁও থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শিবিরুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ আন্তরিক শুভেচ্ছা ও ...
09/09/2024

গফরগাঁও থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ শিবিরুল ইসলাম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ আন্তরিক শুভেচ্ছা ও মত বিনিময় Gafargaon Helpline

09/07/2024

ফ্যাসিষ্ট সরকার এর ফ্যাসিষ্ট
সাবেক এম পি বাবেল এর বাড়ি যখন
ভুমিকম্পে ধসে যায়।

09/06/2024

ইমাম বাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসায়

08/31/2024

আজ সারাদিন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি অঞ্চল ট্রাক ও নৌকা দিয়ে ঘুরে ঘুরে দেখলাম মানুষ কত কষ্টে আছে।

বাড়ির চারি দিকে বন্যার পানি থইথই করছে৷ একবেলা রান্না করে খাওয়ার মতো জায়গা নাই। নিদারুণ কষ্টের মাঝে আমাদেরকে তাদের পাশে দাড়িয়েছি এটা দেখে তারা আবেগ আপ্লুত৷ তারা প্রাণ খোলে দোয়া করেছে স্বেচ্ছাসেবীদের জন্য।

আর আমাদের গফরগাঁও হেল্পলাইনের ভলান্টিয়াররা সত্যি তারা অসাধারণ কাজ করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা, এই ছেলেগুলো ট্রাকে ১২ ঘন্টা জার্নি করার পরেও ক্লান্ত না হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে আপনাদের দেওয়া আমানত।

এবং বোনদের প্রতি কৃতজ্ঞতা তারাও এতোগুলা জিনিসপত্র প্যাকিং করা সহ আমাদের সহযোগিতা করেছে।

একটি প্যাকেটে যে জিনিস গুলো আছে:-

1/ চাল ৩ কেজি
২/ ডাল ৫০০ গ্রাম
৩/ তেল সয়াবিন ৫০০ গ্রাম
৪/ লবন ৫০০ গ্রাম
৫/ পিয়াজ ৫০০ গ্রাম
৬/ আলু ১ কেজি
৭ হুইল পাউডার ৫০০ গ্রাম
৮/ খেজুর ৩০০ গ্রাম
৯/ বিস্কুট ৫০০ গ্রাম
১০/ সাবান ১ টি
১১/ ইগল কয়েল ১ প্যাকেট
১২/ নাপা ১০ পিস
১৩/ ওরস্যালাইন ৫ পিস
১৪/ মেট্রোনিডাজল ৫ পিস
১৫/ ওমিপ্রাজল ৫ পিস
১৬/ সুজি ৫০০ গ্রাম
১৭/ মোম বাতি ১ প্যাকেট
১৮/ লাইট ম্যাচ ১টা
১৯/ বায়োমিল দুধ (শিশুদের)
২০/ নাপা সিরাপ (বেবীদের)
২১/ চিড়া
২২/ মুড়ি
২৩/ স্যানেটারী ন্যাপকিন
২৪/ পুরাতন কাপড়
২৫/ তেল সরিষা ২৫০ গ্রাম

সবাইকে গফরগাঁও হেল্পলাইনের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

08/30/2024

বন্যার্তদের মাঝে দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণের প্যাকেজিং এর কাজ চলছে Gafargaon Helpline এর ভলান্টিয়ার ভাইদের! আজ রাতেই রওনা হবে বন্যাকবলিত অঞ্চলে। দোয়া প্রত্যাশী সকলের।

ভিডিও: নূর মুহাম্মদ আজাদী

>>>ব্রেকিং
08/27/2024

>>>ব্রেকিং

ছাত্র সমাজের কাছে অনুরোধ ভারতীয় এজেন্ট , ওকে  খুজে বের করুন। একজন বিধর্মি ইসলামের যতটা ক্ষতি করে নি এই কু,লা,ঙ্গা'র তার...
08/27/2024

ছাত্র সমাজের কাছে অনুরোধ ভারতীয় এজেন্ট , ওকে খুজে বের করুন। একজন বিধর্মি ইসলামের যতটা ক্ষতি করে নি
এই কু,লা,ঙ্গা'র তার চেয়ে বেশি ক্ষতি করছে।
ওরে জয় বাংলা করা ঈমানি দ্বায়িত্ব আপনাদের।
শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছায়া দিন

08/25/2024

এই মূহুর্তে ৩০ হাজার + ছাত্র জনতা সচিবালয়ের দিকে।টিএসসি টু সচিবালয় শুধু জনতার ঢল ✊

ফেনিতে ত্রাণ এসেছে অনেক কিন্তু যায়গা মতো পৌছানো হচ্ছেনা সবাই শুধু মেইন রোডে দিয়ে যাচ্ছে, ভিতরের দিকে কেউ যাচ্ছেনা,যার কা...
08/24/2024

ফেনিতে ত্রাণ এসেছে অনেক কিন্তু যায়গা মতো পৌছানো হচ্ছেনা সবাই শুধু মেইন রোডে দিয়ে যাচ্ছে, ভিতরের দিকে কেউ যাচ্ছেনা,যার কারণে রাস্তার পাশের মানুষ একাধিক পাচ্ছে কিন্তু ভিতরের দিকে মানুষ না খেয়ে রয়েছে🥲

আমরা প্রায় ১০ কি.মি রাস্তা গলা পর্যন্ত পানিতে হেটে হেটে ত্রাণ দিয়ে আসলাম এখানে নৌকার কোন ব্যাবস্থা নেই।

যারাই ত্রাণ নিয়ে আসবেন দয়া করে ভিতরের দিকে দেয়ার চেষ্টা করবেন প্লিজ।
মুস্তাকিম জুয়েল নারায়ণগঞ্জ প্রতিনিধি

Address

Stonecrest, GA

Telephone

+14049179955

Website

https://t.me/cmtvusa/190

Alerts

Be the first to know and let us send you an email when Cm’Tv USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cm’Tv USA:

Videos

Share

Category