Md Iqbal Hasan Labib

Md Iqbal Hasan Labib I am a professional Digital marketer expert.I have been working successfully for 2 years.

আমার শ্রদ্ধেয় পিতা, মাওলানা আবুল হাশেম রহ: (বারহাট্টা-নেত্রকোণা) এর প্রতিষ্ঠিত ও পরিচালিত আলীনগর দারুল উলুম মাদরাসা, আল...
01/20/2024

আমার শ্রদ্ধেয় পিতা, মাওলানা আবুল হাশেম রহ: (বারহাট্টা-নেত্রকোণা) এর প্রতিষ্ঠিত ও পরিচালিত আলীনগর দারুল উলুম মাদরাসা, আলীবাড়ী (কালিবাড়ী) মুক্তাগাছা, মোমেনশাহী।
আগামী ৩০ জানুয়ারী ২০২৪ রোজ : মঙ্গলবার এই মাদরাসায় খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষ্যে এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

01/19/2024

দিলের সন্তুষ্টির নাম দোয়া
আর দিলের অস্তুষ্টির নাম বদদোয়া

মুসলিহে উম্মাহ শাইখ সন্ধীপী রহ.

01/18/2024

কোনো মৃত ব্যক্তির একাধিক বার জানাযার নামাজ আয়োজন করা জায়েয নেই।
ফাতাওয়ায়ে শামী ৩/১৪৫ ইমদাদুল আহকাম ১/৮২৭

01/16/2024

পালক পুত্র ও উকিল বাপের সাথে মহিলাদের দেখা দেয়া জায়েয নাই।
তাফসীরে মাজহারী ৬/৪৯

01/10/2024

বৎস! পিতার চোখ থেকে যত ফোঁটা পানি ঝরাবে ঠিক তত ফোঁটা তোমার চোখ থেকে ঝরবে।
মাওলানা আবুল হাশেম রহ.

01/09/2024

ইসলাম জিতবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া, কিন্তু ইসলাম ছাড়া তুমি হারিয়ে যাবে এবং হেরে যাবে।
আহমাদ দীদাত রহ.

01/02/2024

بخلاف دفع الغنم و الدجاج و دود القز معاملة بنصف الزوايد لأنه لا اثر هناك للعمل في تحصيلها
الهداية جــ ٤
كتاب المزارعة صــ٤٢٥

12/26/2023

ছয় জিনিসের কোনো স্থায়িত্ব নেই

১. মেঘের ছায়া
২. খারাপ লোকের বন্ধুত্ব
৩. হারাম মাল
৪. নারীদের প্রেম-ভালোবাসা
৫. অত্যাচারী শাসক
৬. মিথ্যা প্রশংসা।

12/24/2023

তিনটি স্বভাব (গুণ) মানুষকে উচ্চ মর্যাদা পেতে বাধাদান করে।
১. অসাহসিকতা
২.কৌশলের স্বল্পতা
৩. সিদ্ধান্তের দূর্বলতা

12/23/2023
12/19/2023

কোনো বিষয়ে দ্রুত ফলাফল লাভের আমল

১. বেশি বেশি ইস্তেগফার করা। যথাসম্ভব সার্বক্ষণিক ইস্তেগফার করা। উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা।

২. বেশি বেশি দোয়া করা। দোয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন না যায়, এই বিষয়ে খেয়াল রাখা।
বি . দ্র: সূরা কাসাসের ২৪ নম্বর আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি।
رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
এই দোয়ায় বিয়ে, বিবি, বাচ্চা, চাকুরি, ঘর-বাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ।

12/12/2023

افضل الناس مَن كان بعيبه بصيرا و عن عيب غيره ضريرا
সর্বোত্তম ব্যক্তি সে,যে নিজের দোষ অধিক দেখে আর অন্যের দোষের ব্যাপারে অন্ধ থাকে

12/10/2023

العلماء في الارض كالنجوم في السماء
ভূমণ্ডলে আলেমগণ আকাশের তারকারাজি তুল্য।

12/09/2023

বীজের মৌসুমে বীজ রোপণ না করলে যথা সময়ে ফসল তোলা দায়।

12/07/2023

কওমী মাদরাসা কি?

কওম অর্থ জাতি। আর মাদরাসা অর্থ শিক্ষালয়, শিক্ষাপ্রতিষ্ঠান। অতএব কওমী মাদরাসা অর্থ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী আকিদা ও তাহযীব তামাদ্দুনের হেফাজত এবং এর প্রচার প্রসারের লক্ষ্যে মুসলিম জাতির স্বীয় উদ্যোগে এবং তাদেরই সহযোগিতায় পরিচালিত এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কওমী মাদরাসা।

12/05/2023

أدب المرء خير من ذهبٍ
মানুষের জন্য শিষ্টাচার স্বর্ণ অপেক্ষা উত্তম

12/03/2023

من كثر لغطه كثر غلطه

যার অনর্থক কাজ/কথা বেশি, তার ভুল বেশি।

12/02/2023

প্রশ্ন : আব্দুস সোবহান নাম রাখা যাবে কি?

উত্তর : আব্দুস সোবহান নাম রাখা সহীহ নয়। কেননা আবদ কে আল্লাহর নাম অথবা সিফাত ব্যতীত অন্য শব্দের সাথে সংযোগ করা জায়েয নেই। আর সোবহান আল্লাহর নামও না সিফাতও নয়। বরং মাসদার (মূল ধাতু)।
সুতরাং আব্দুস সোবহান নাম রাখা সঠিক নয়।
(সঠিক হল শুধু সোবহান বলা)
প্রমাণ:- সি'আয়াহ, ২: ১৬৪ # বাদায়িয়ুল কালাম: ৭ # ফাতাওয়ায়ে রাহমানিয়া-২ : ৪১০

💜❤️💜❤️আলহামদুলিল্লাহ!!! 💙💜💙💜  নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার অসাধারণ ধারাবাহিক সাফল্যহুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ...
11/25/2023

💜❤️💜❤️আলহামদুলিল্লাহ!!! 💙💜💙💜

নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার অসাধারণ ধারাবাহিক সাফল্য

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা - ২০২৪ ইং এর নেত্রকোনা জেলার পূর্বধলা ও নেত্রকোনা সদর জোন -১ এ ‌‌‌‌‌‌‍ ৩৫ জন ছাত্র অংশগ্রহণ করে ২৬ জন বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ!
এর মধ্যে
🌹 ৩০ পারা গ্রুপে -১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম |🌹
🌷 ৩০ পারা (ছিগারুল হুফফাজ) গ্রুপে- ২য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৯ম।🌹
🌹২০পারা গ্রুপে- ১ম, ২য়,৩য়,৪র্থ,৭ম,১০ম |🌹
🌹১০ পারা গ্রুপে- ৩য়,৪র্থ,৫ম,৭ ম |🌹
🌹 ৫ পারা গ্রুপে- ১ম, ২য়,৫ম,৬ষ্ঠ |🌹
স্থান অধিকার করেছে।

জামালুল কোরআন মাদ্রাসার দিন দিন উন্নতি ও সমৃদ্ধির জন্য
সকলের কাছে দোয়া চাই।

আজ সকালে (২৫/১১/২৩) কাছের এক ছোট ভাইয়ের আবদারে নিচের ডিজাইনটি করলাম।
11/25/2023

আজ সকালে (২৫/১১/২৩)
কাছের এক ছোট ভাইয়ের আবদারে
নিচের ডিজাইনটি করলাম।

11/22/2023

অলস কর্মবিমূখ মানুষের জন্য সাধনার এই পৃথিবীতে কোন স্থান নেই।
সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ:

আজকের ডিজাইন (২১/১১/২৩ ঈ.)
11/21/2023

আজকের ডিজাইন (২১/১১/২৩ ঈ.)

11/20/2023

মানি ইজ দ্যা সেকেন্ড গড বলা

" মানি ইজ দ্যা সেকেন্ড গড" এটা কুফুরী বাক্যসমূহের অন্তর্ভুক্ত। কেননা খোদা একজনই । তিনি সমস্ত গুণাবলীর অধিকারী এবং বান্দাকে রিযিক দান করেন। সুতরাং টাকা পয়সা কে দ্বিতীয় খোদা বলার কোন অবকাশ নেই। অতএব, কোন ব্যক্তি এই উক্তির সমর্থন করে বা সঠিক মনে করে বললে তা কুফরী হয়ে যাবে। এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য সতর্কতা হিসেবে ইস্তিগফার করে, নতুনভাবে কালেমা পড়ে, স্ত্রী থাকলে বিবাহ দোহরিয়ে নেয়া উচিত।

প্রমাণ : আযীযুল ফাতাওয়া-১:৭৩
আল বাহরুর রায়েক -২:৫২০
খাইরুল ফাতাওয়া -১:২০২
ফাতাওয়ায়ে রাহমানিয়া-১:৮৪

11/19/2023

সাগরের লাল কাঁকড়া

11/18/2023

হযরত সুফিয়ান ছাওরী রহ. বলেছেন অতীতকালে মালসম্পদকে অপছন্দ মনে করা হতো। কিন্তু আজকাল মাল সম্পদ হলো মুমিনের ঢাল স্বরূপ। তিনি আরো বলেন এ সমস্ত ধন-সম্পদ (মুসলমানের হাতে) যদি না থাকতো তাহলে রাজা-বাদশাহগণ আমাদের কে হাত মোছার রুমাল বানিয়ে ফেলত। (অর্থাৎ ঘৃণা ও তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত)

মেশকাত শরীফ (হাদীস নং ৫০৬১)

আজ ( ১৪/১১/২০২৩ইং) আলীনগর মাদরাসার জন্য এই প্রিন্টারটি ক্রয় করা হল।
11/14/2023

আজ ( ১৪/১১/২০২৩ইং) আলীনগর মাদরাসার জন্য এই প্রিন্টারটি ক্রয় করা হল।

ঐতিহ্যবাহী আলীনগর দারুল উলুম মাদরাসা ( কালিবাড়ী) গাবতলী, মুক্তাগাছা, ময়মনসিংহ এর দারুল হাদীসের ভিতরের দৃশ্য।
11/13/2023

ঐতিহ্যবাহী আলীনগর দারুল উলুম মাদরাসা ( কালিবাড়ী) গাবতলী, মুক্তাগাছা, ময়মনসিংহ এর দারুল হাদীসের ভিতরের দৃশ্য।

11/13/2023

একজন বাবুর্চি প্রয়োজন
লোকেশন: জুরাইন, ঢাকা
বেতন : ১১ হাজার+
যোগাযোগ : 01855554848

Address

Staten Island, NY

Telephone

+8801987305070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Iqbal Hasan Labib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Staten Island

Show All