Backpacker Papiya

Backpacker Papiya Let’s explore the world 🌎 with me. YouTube: https://youtube.com/?si=J22ju3C2snGtiReG

12/09/2024

আমি কতটা অগোছালো তা এই গাড়ি দেখলেই বোঝা যায়! তারপর ও জীবন বয়ে যাচ্ছে অগছালো গতিতে অগোছালো গন্তব্যে । গ্রীনল‍্যান্ড থেকে আইসল্যান্ডে ফিরে ২৪ ঘন্টা ডে লাইট দেখার শুরুর ভিডিও এটা । লোকাল টাইম রাত ১০ টা। হোটেল নিয়েছি পরের দিন রাত ৮ টায়! ২২ ঘন্টা টানা ঘুরেছি , ড্রাইভ করেছি, সে এক অদ্ভুত অনুভূতি ।

12/09/2024

Iceland to Greenland

12/08/2024

গতকাল সত‍্যিই ভয় পেয়ে গেছিলাম

যে দেশেই যাই চেষ্টা করি ন‍্যাশনাল পার্ক গুলো ঘুরে দেখার
12/08/2024

যে দেশেই যাই চেষ্টা করি ন‍্যাশনাল পার্ক গুলো ঘুরে দেখার

Nā Pali Coast State Wilderness ParkKauaiHawaii
12/07/2024

Nā Pali Coast State Wilderness Park

Kauai
Hawaii

VestrahornIceland
12/06/2024

Vestrahorn
Iceland

I am working on 2 things right now:My  peace.&My next trip.
12/06/2024

I am working on 2 things right now:
My peace.
&
My next trip.

Vacations may seem like a luxury, but in reality they are a vital component of self care.
12/05/2024

Vacations may seem like a luxury, but in reality they are a vital component of self care.

Sweet home Alabama
12/05/2024

Sweet home Alabama

আইসল্যান্ডের সবচেয়ে মেমোরেবল হল আমার প্রথম রাতের থাকার জায়গা টা । সম্পুর্ন লেখাটা পড়লে বুঝতে পারবেন কেন ! লন্ডনের লং লে...
12/04/2024

আইসল্যান্ডের সবচেয়ে মেমোরেবল হল আমার প্রথম রাতের থাকার জায়গা টা ।
সম্পুর্ন লেখাটা পড়লে বুঝতে পারবেন কেন !

লন্ডনের লং লেওভার সহ দীর্ঘ ৩০ ঘন্টা জার্নির পর আইসল্যান্ডে পৌঁছালাম জুনের ২ তারিখ সকাল ১০ টায় । এয়ারপোর্টে পৌঁছেই দেখি বাইরে বৃষ্টি । বৃষ্টির জন্য আমি রেডিই ছিলাম । রেইনকোট ও রেইনবুট সাথেই ছিল। রেন্টাল কার থেকে গাড়ি পিক করেই চললাম স্কাই লাগুনে। লম্বা জার্নির ক্লান্তি কাটাতে একটা হটশাওয়ার দরকার ছিল। স্কাই লাগুন দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডের একটি জিওথার্মাল স্পা। এটি Kársnes Harbour, Kópavogur-এ অবস্থিত, যা রিকাভিক শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণে। কিন্তু কেফ্লাভিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ৪৮ কিলোমিটার দুরে। এক্সাইটমেন্টের সাথে ক্লান্তি তখন ও পাল্লাতে পিছিয়ে । স্কাইলাগুনটা সম্পুর্ন নতুন একটা জিওথারমাল স্পা। ২০২১ সালে উদ্ভোদন হয়। এবং বর্তমানে খুব ই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট । ব্লুলাগুনের পর ই এখন স্কাইলাগুনের অবস্থান। স্কাইলাগুনে হঁট শাওয়ার নিয়ে চললাম পরবর্তী গন্তব্য Thingvellir National Park এ। এই ন্যাশনাল পার্কটা স্কাইলাগুন থেকে মাত্র ৫২ কিলোমিটার দুরে । যেতে পথে পানি , কিছু ফল ও স্নাক্স কিনে নিলাম। Þingvellir (Thingvellir) হল আইসল্যান্ডের একটি ঐতিহাসিক স্থান এবং জাতীয় উদ্যান, এটি Alþing (Althing) এর জন্য পরিচিত। পার্কটি ২ টি টেকটোনিক প্লেটের বিচ্ছিন্নতার কারণে সৃষ্ট একটি ফাটল উপত্যকায় অবস্থিত, যেখানে বিশাল আলমান্নাগজা ফল্টের মতো পাথুরে ক্লিফ এবং ফাটল রয়েছে। ন্যাশনাল পার্ক ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি ঘড়িতে সন্ধ্যা সাড়ে ছয় টা , কিন্তু সুর্য্যের তেজ দেখে বোঝার উপায় নেই , মনে হচ্ছিল ৩ টা বাজে । এবার রওনা হলাম আমার হোস্টেলের দিকে । পার্ক থেকে হোস্টেলের দুরত্ব ২১৯ কিলোমিটার । ঐ লোকেশনে হোস্টেল নেওয়ার কারন পরের দিন ঐ এলাকা (পশ্চিম আইসল্যান্ড ) টা ঘুরে দেখবো । আমি সাধারনত হোটেল বা এয়ার বি এন বিতে থাকি কিন্তু এই ট্যুরে হোস্টেল বুক করেছিলাম টাকা বাঁচানোর জন্য । দুরাতের জন্য হোস্টেলেই পে করেছি ৮৪ ডলার্স। তাহলে বুঝেন হোটেল নিতে গেলে কত ডলার গুনতে হত!
যাইহোক দুই-তিন ধাপে যাত্রা বিরতী নিয়ে ২১৯ কিলোমিটার ড্রাইভ করে হোস্টেলে যখন পৌঁছালাম তখন লোকল সময় রাত সাড়ে ১১ টা । সময় ১১:৩০ পি এম হলেও দেখতে মনে হচ্ছিল সন্ধা ছয়টা। লং ড্রাইভ করতে করতে ২৪ ঘন্টার দিনের আলো ও দেখা হয়ে গেল।
গাড়ি টা পার্ক করে হোস্টেলের ভেতরে ঢুকতেই দেখি লবিতে ৪ টা যুবক ছেলে বসে আড্ডা দিচ্ছে। রিসিপশনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি ঐ ছেলেদের কাছে জানতে চাইলাম ওরা এখানে কাজ করে কিনা , ওরা বললো ওরা আমার মত গেস্ট। ওরা আরো জানালো রিসিপশনে যে ছেলেটা কাজ করে ও সন্ধা ৭ টায় চলে গেছে এবং আগামীকাল সকাল ৭ টায় আসবে ।
কি এক্টা বিপদে পরলাম ! এখন আমি কোন রুম বা কোন বেডে ঘুমাবো ?
অবশেষে রিসিপশনে আমার নামে লেখা একটা চিঠি পেলাম । চিঠিতে ডিটেইল্স লেখা আছে আমি কোন রুমে থাকবো। এরপর রুম খুঁজে বের করলাম। রুমে ঢুকতেই মাথাই আকাশ ভেংগে পড়লো। ছোট্ট একটা রুমে ২ ডা বাংক বেড । মোট চারজন ঘুমানোর জায়গা , কিন্তু সমস্যা হল রুমে ঢুকেই দেখি রুমে একজন মধ্যবয়স্ক পুরুষ আগে থেকেই একটা বিছানায় শুয়ে আছে। আমি একটু নার্ভাস হয়ে জিগেস করলাম এটাতো মেয়েদের রুম তুমি এখানে কি করছো ? উত্তরে সে বললো এখানে মেয়ে ছেলে আলাদা কোন রুম নাই । ছেলেমেয়ে একসাথেই । ওটাই নাকি এখানের কালচার ! আমি যখন হোস্টেল বুক করেছিলাম ভেবেছিলাম হয়তো ছেলেদের / মেয়েদের পার্ট আলাদা হবে ।হোস্টেল কতৃপক্ষের কেউ থাকলে রুম চেন্জ করে দিতে বলতাম। কিন্তু আগামীকাল সকালের আগে তো কেউ আসবে না। আমি ২ মিনিট দাড়িয়ে থেকে গাড়িতে চলে আসলাম । কি করবো বুঝতে পারছিলাম না , তবে এই হোস্টেলে যে আমার পক্ষে থাকা সম্ভব না এটা পরিস্কার । প্রথমে সার্চ করলাম আশেপাশে হোটেল পাই কিনা , দেখি সব সোল্ড আউট । এমনিতেই সব সোল্ড আউট হয়ে যায় আরো সেদিন ফ্রাইডেনাইট । আমি তখন নিজেকে নিজে গালাগাল করছি কেন যে হোস্টেল বুক করতে গেলাম! যাই হোক একটা হোটেল পেলাম যেখানে লেখা কল ফর availability ! খুব আশা নিয়ে কল করলাম, লোকটা সুন্দর করে জানালো কোন রুম ফাঁকা নাই। আমার তখন চোখ দিয়ে টপটপ করে পানি পরছে ।ক্লান্তি তখন চরম পর্যায়ে ! নিজেকে এতটা অসহায় আগে কখনো মনে হয়নি। আমি তাকে আমার সিচুয়েশন টা খুলে বললাম ফোনে। তখন সে তার একটা বন্ধুর ফোন নাম্বার দিল , যার এয়ার বি এন বি আছে । তার বন্ধুকে ফোন দিলে সে জানালো তার কাছে রুম আছে কিন্তু ২৬০ ইউরো পে করতে হবে। একবার রিকুয়েস্ট করলাম দাম কম রাখার, কাজ হল না , এদিকে ঘড়িতে তখন ১১টা ৫০ বাজে। আমার ক্লান্তির যেন সীমা নেই । ২৬০ ইউরোতে রাজি হয়ে ওভার দ্যা ফোনে পে করে দিলাম । হোস্টেল থেকে এয়ার বি এন বি ১০ কিলোমিটার। পে করার পর ডিটেইল্স চাবি কোথায় থাকবে , সবকিছু আমাকে টেক্স্ট করে দিল সে।
যদিও ২৬০ ইউরো গেল, তারপর ও হোস্টেলের ঐরকম একটা আনসেফ জায়গা থেকে চলে আসাটাই ঐ মুহুর্তে ভাল ডিসিশন ছিল । রাত ১২ টা ১০ মিনিটের দিকে এয়ারবিএনবিতে পৌঁছালাম। একপাশে মাউন্টেইন ভিউ , আরেকপাশে বীচ ভিউ , যদিও সময় তখন মধ্যরাত, বাইরে তখনো খুব বেশি অন্ধকার না। আশেপাশে যতই সুন্দর ভিউ থাকুক , আমার যেন তাকানোর ও শক্তি নাই , আমার তখন ঘুমাতে হবে।
হোস্ট কে শুধু জানিয়ে রাখলাম লেট চেক আউট করবো। আইসল্যান্ডে চেকআউট দেখলাম সকাল ১০৩০ এ। আমার আইটেনেনারি অনুযায়ী পরের দিন সকাল ৮ টায় দিন শুরু করার কথা । কিন্তু যে ধক্কল গেছে তাতে পরের দিন ১২ টা পর্যন্ত ঘুমাতে হবে । এয়ারবিএনবির বাসায় ঢুকে আরো একবার অবাক হলাম! এ তো পুরা একা এপার্টমেন্ট। ৪ টা বেড রুম , ডাইনিং , ড্রয়িং, কিচেন । মানে এই বাসায় ১০/১২ জন থাকার মত ব্যাবস্থা। ২৬০ ইউরো দাম হিসেবে ঠিক ই আছে , কিন্তু আমার একার জন্য এটা না । কি আর করার এই বড় এপার্টমেন্টে ই আইসল্যান্ডের প্রথম রাত কাটালাম। টাকা বাঁচাতে যেয়ে উল্টা কয়েক গুন বেশি খরচ গেল , হোস্টেলের ২ রাতের পেমেন্ট টা নন রিফান্ডেবল ছিল । এদিকে একরাতেই ২৬০ ইউরো গেল ! পরের রাতে কি করলাম সেটা পরের লেখায় আসবে।
ক্লান্তিহর জন্য হোস্টেলের ছবি তোলা হয় নি ! তবে এয়ার বি এন বি বাসাটার ভিডিও আছে , খুব তাড়াতাড়ি আপলোড দিবো।

বলেন তো আমার হাতে এইটা কি ?
12/04/2024

বলেন তো আমার হাতে এইটা কি ?

Somewhere in
12/03/2024

Somewhere in

অনেক প্রিয় একটা জায়গা ।
12/03/2024

অনেক প্রিয় একটা জায়গা ।

12/03/2024

টিকটক ভিডিও বানানোর জন‍্য ডাক দিছিলাম! রাজি হয়ে গেল সে 🤪আইসল্যান্ডের ঘোড়া গুলো এত কিউট❤️😍

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Backpacker Papiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Backpacker Papiya:

Videos

Share