Backpacker Papiya

Backpacker Papiya Let’s explore the world 🌎 with me. YouTube: https://youtube.com/?si=J22ju3C2snGtiReG

02/01/2025

Fiji to Hongkong
Hongkong to Beijing

Fiji তে হালাল ফুড পাইতে সমস্যা হয় নি। দেখি এইবার কি হয় !
02/01/2025

Fiji তে হালাল ফুড পাইতে সমস্যা হয় নি। দেখি এইবার কি হয় !

01/31/2025

ফিজি থেকে আজ চলে যাচ্ছি। ভিডিওটি প্রথমদিন করেছিলাম।
#৩৮দিনেরসলোট্রিপ


ট‍্যুর আপডেট: ৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৯তম দিন। ফিজির আরো একটি সুন্দর দ্বীপে সুন্দর আরেকটি দিন কাটালাম। এই ভ‍্যাকেশনের ত...
01/31/2025

ট‍্যুর আপডেট:
৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৯তম দিন। ফিজির আরো একটি সুন্দর দ্বীপে সুন্দর আরেকটি দিন কাটালাম। এই ভ‍্যাকেশনের তৃতীয় পর্ব শেষ হল। পাশাপাশি সামার সিজনে ঘোরাঘুরি ও শেষ হল। কাল থেকে আবার শীতকালে ফিরে আসবো। ট‍্যুরের লাস্ট পর্ব টা শুরু হবে কাল থেকে।
#৩৮দিনেরসলোট্রিপ



01/31/2025

মালামালা বিচ থেকে
ফ্রী থাকলে আসেন আড্ডা দেয় ।

Infinite pool
01/31/2025

Infinite pool

প্রিয় ফুল, প্রিয় সকাল
01/30/2025

প্রিয় ফুল, প্রিয় সকাল

ট‍্যুর আপডেট: ৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৮তম দিন । আর মাত্র ১০ দিন।  আজ ফিজির টিভুয়া আইল্যান্ডে দিন কাটালাম । ফিজিয়ানরা খু...
01/30/2025

ট‍্যুর আপডেট:
৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৮তম দিন । আর মাত্র ১০ দিন। আজ ফিজির টিভুয়া আইল্যান্ডে দিন কাটালাম । ফিজিয়ানরা খুব ই ভাল ট‍্যুরের প্রত‍্যেকটা মিনিটে তারা টেককেয়ার করেছে। পানি এখানে এত পরিস্কার যে গলা পানিতে নামলে ও পায়ের নখ পরিস্কার দেখা যায় । অনেক রিলাক্সিং একটা দিন কাটলো।

01/29/2025
01/29/2025

কৃষ্ণচূড়া আমার প্রিয় ফুল গুলোর মধ্যে একটা ।
ফিজি থেকে লাইভে আছি। আপনি কোথা থেকে দেখছেন?

ট‍্যুর আপডেট: ৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৭ তম দিন। নিউজিল্যান্ড থেকে ফিজি তে আসলাম। তবে ডিরেক্ট ফ্লাইট না, নিউজিল্যান্ডের ...
01/29/2025

ট‍্যুর আপডেট:
৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৭ তম দিন।
নিউজিল্যান্ড থেকে ফিজি তে আসলাম।
তবে ডিরেক্ট ফ্লাইট না, নিউজিল্যান্ডের কুইন্সটাউন থেকে Wellington, তারপর Wellington থেকে ফিজি।
২ টা ফ্লাইট পরপর । নরমালি কানেক্টিং ফ্লাইটে ফাইনাল ডেস্টিনেশনে চেক ইন ব‍্যাগ যায়। বাট সস্তার তিন অবস্থা, সস্তায় টিকিট কাটছিলাম তাই আজ এই বেহাল দশা!
কুইন্সটাউন থেকে চেক ইন ব‍্যাগ ফিজি তে নয় আমাকে ওয়েলিংটনে পিক করে আবার চেক ইন করতে হবে পরের ফ্লাইটের জন‍্য এটাই কমদামি এয়ারলাইন্স জেটস্টারের পলিসি ।
কি আর করা পলিসি তো আর আমার জন‍্য চেন্জ হবে না। চেক ইন এ ৩০ কেজি পাবো। ২ টা ব‍্যাগে মোট ৩০ কেজি দিলাম।
একটা সময় ছিল যখন রাতে জার্নি করলে এক বিন্দু ও ঘুম হত না। আমেরিকার ৫০ স্টেট ঘোরার সময় ডোমেস্টিক রাতের ফ্লাইটে ঘুমাতে শুরু করলাম। অন‍্য প‍্যাসেন্জারের বাচ্চার কান্না না থাকলেই ঘুম।
এরপর ইন্টারন‍্যশনাল ট্রাভেলিং শুরু করার পর দিন রাত নাই , লং ফ্লাইটে বাচ্চার কান্না না থাকলেই ঘুম।
এবার এই ৩৮ দিনের সলো ট্রিপে এসে দেখছি অবাক কান্ড ! প্লেনে উঠে বসার পর প্লেনের ডোর ক্লোজ হওয়ার আগেই আমার চোখ ক্লজড। আর পাশের সিটে বাচ্চা কানলে ও সেটা আমার কাছে মনে হচ্ছে “ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো”। তো আজকের প্রথম ফ্লাইট নিউজিল্যান্ডের কুইন্সটাউন থেকে ওয়েলিংটন ওঠে ঘুমিয়ে পরলাম। হঠাৎ যাত্রীদের চেঁচামেচিতে ঘুম ভাংলো । ঘুম ভেঙে কিছু বুঝে ওঠার আগেই দেখি প্লেন অনেক বেশি শেক করতেছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি সুন্দর মাউন্টেইন ভিউ ! বুঝলাম প্লেন মাত্র উড়তে শুরু করেছে! জানালা দিয়ে মাউন্টেইন ভিউ দেখা গেলে ও ভিডিও করা যাচ্ছে না এত বেশি শেক করতেছে । হঠাৎ মনে হল কয়েক শ মিটার নিচে ধুপ করে নেমে গেল, এবার সব যাত্রীদের সাথে আমিও ভয়ে চেঁচিয়ে উঠলাম ! আমার স্মরনকালে সবচেয়ে রাফ ফ্লাইট ছিল আজকের জেটস্টার ফ্লাইট ২৭৮ এ। মনে মনে দোয়া দূরূদ যা জানি পড়তে শুরু করলাম।
পুরো জার্নিটাই রাফ ছিল। সবার ই মনে হচ্ছিল আজ ই বুঝি শেষ। যদিও ক‍্যাপ্টেন বার বার বলতেছিল ইট জাস্ট টার্বুলেন্স!
প্লেন ল‍্যান্ড করার ১ সেকেন্ড আগ পর্জন্ত সবাই আতঙ্কিত ছিলাম। আমার সামনের সিটে এক দম্পতি ২ টা ছোট বাচ্চা নিয়ে, একটা বাচ্চা কোলে! বাচ্চার মা কান্না করতেছিল।
আল্লাহর অশেষ রহমতে সেফলি ল‍্যান্ড করলাম ওয়েলিংটন এয়ারপোর্টে। সিট বেল্ট সাইন অফ হওয়ার পর নরমালি হুরাহুরি লেগে যায় কে আগে নামবে প্লেন থেকে ! ট্রাস্ট মি আজ পুরা অন‍্য চিত্র । কয়েকজন দেখলাম পানি খাচ্ছে , সবাই শক্ড ছিল!
অন‍্য দিকে আমার চেক ইন ব‍্যাগ লাগেজ ক্লেইম থেকে পিক করে নতুন করে চেক ইন করা লাগবে ফিজির প্লেন ধরতে , হাতে ২ ঘন্টা ও সময় নাই। যাক আজকের মত বাচিয়ে নেওয়ার জন‍্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ছুটলাম লাগেজ ক্লেইমে। ব‍্যাগ পিক করে চেক ইন করতে যেয়ে নতুন সমস্যা! ফিজি এয়ারলাইন্স ও চেক ইন ও ৩০ কেজি দিবে কিন্তু ব‍্যাগ হতে হবে একটা ! কি বিপদ এবার ! এদিকে চেক ইন ক্লোজ করার ৫ মিনিট আছে , লাগেজ দুটা খুলে যতটুকু পারলাম লাথি গুতা দিয়ে চেন আটকিয়ে দেখি ২০ কেজির ব‍্যাগ ২৫ কেজি হয়েছে। এখনো ৫ কেজি ফাঁকা অথচ ঐ পাঁচ কেজি আমাকে ক‍্যারিওনে দেবে না ! যাক লাস্টমিনিটে ব‍্যাগে ২৭ কেজি করে , বাকিটা ক‍্যারিওনে নিয়ে ছুটলাম সিকিউরিটি চেক ইন। সেখানে ভাগ‍্যিস ভীর কম ছিল। দৌড়াতে দৌড়াতে গেইটে যেয়ে দেখি মাত্র বোর্ডিং শুরু হইছে। যাক প্লেন মিস হয় নাই।
এবং খুশির বিষয় পুরা রো তে আমি একা , কিন্তু এবার আর ভয়ে ঘুম আসছে না , আগের ফ্লাইটের ট্রমা রয়ে গেছে। যাক কিছুক্ষণ স্মুধ চলার পর হালকা ঘুম দিলাম। কিন্তু ফিজি এয়ারলাইন্সের আতিথেয়তায় ঘুমাতে পারলাম না । সাড়ে তিন ঘন্টার ফ্লাইটে লান্চ দিল , স্নাক্স দিল, চা /কফি , জুস ও দিল । একটু পর পর এক একটা নিয়ে আসে । ব‍্যাগ চেক ইন এর কষ্টা টা সার্ভিস দিয়ে পুষিয়ে দিছে। অবশেষে আমি এখন ফিজিতে। সুস্থ সুন্দর আছি, জানালা দিয়ে সমুদ্র দেখতে দেখতে লম্বা পোস্ট লিখে ফেললাম।
জানুয়ারি ২৯, ২০২৫
ফিজি

#৩৮দিনেরসলোট্রিপ


01/28/2025

ট‍্যুর আপডেট :
৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৭ তম দিন। নিউজিল‍্যান্ড থেকে নতুন গন্তব‍্যের দিকে যাচ্ছি। ভীষণ ক্লান্ত আমি। তবে সামনের দিন গুলো খুবই রিলাক্সিং হবে। মানে দৌড় ঝাঁপ কম হবে। আসেন এখন নিউজিল্যান্ড ট্যুর নিয়ে আড্ডা দেয়। ফ্রী হলে জয়েন করেন।

01/28/2025

৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৬ তম দিন । আজকের দিনে ৪ টা এক্টিভিটি ছিল। নিজের উপর ওভার কনফিডেন্স ছিল তাই একদিনে এরকম স্কাজুয়াল করছি। আদতে আমি যে একটা ভীতুর ডিম তা আজ বুঝলাম ।
যাই হোক ৪ টার মধ্যে ৩ টা শেষ করছি সুস্থ ভাবে।
১। ক‍্যানিয়ন সুইং ✅
২। জেট বোট রাইড ✅
৩। জিপ লাইনিং ✅
৪। বান্জি জাম্পিং ❌
জানিনা বয়সের জন‍্য নাকি ট‍্যুরের ক্লান্তি বান্জি জাম্প টা দিতে পারি নি😐। এতদিন জমানো স্বপ্নের এত কাছে এসে ও পুরন করতে পারলাম না। হঠাৎ আচমকা এত ভয় মনে কিভাবে জায়গা করে নিল জানিনা । মনে হয়ে পর পর তিনটা এক্টিভিটি করে একটু বেশি টায়ার্ড ছিলাম। সে যার দোষ ই দি, লাফ টা দিতে পারিনি এটাই বড় কথা।
আজ নিউজিল‍্যান্ডে শেষ দিন , কাল যাত্রা করবো নতুন দেশের উদ্দেশ্যে ।
সবাইকে ধন্যবাদ যারা নিয়মিত খোঁজ নিচ্ছেন। ট‍্যুর আপডেট চাচ্ছেন।
তবে রোলার কোস্টারের মত করা আইটেনেনারি শেষ। পরের দিন গুলো রিলাক্সিং ট‍্যুর। এর আগে কখনো ই ১৫ দিনের বেশি ট‍্যুর করি নাই। শরীরের উপর দিয়ে ধক্কল টা একটু বেশি ই যাচ্ছে।

#৩৮দিনেরসলোট্রিপ


01/28/2025

বান্জিজাম্পিং না করে চলে আসলাম

01/28/2025

Day 26

01/27/2025

ট‍্যুর আপডেট:
৩৮ দিনের সলো ট্রিপের আজ ২৫ তম দিন। নিউজিল্যান্ডের Fiordland National Park এ দিন কাটালাম। রেইনফরেস্ট গুলোতে দিনের বেলা ও যেন মনে হয় রাত হয়ে গেছে।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
01/27/2025

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Backpacker Papiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Backpacker Papiya:

Videos

Share