Dinajpur 360

Dinajpur 360 দিনাজপুরের সুন্দর সুন্দর ছবি, ভিডিও এবং নিউজ দেখতে আমাদের সাথে থাকুন ।
(350)

অনেকেই আমাদেরকে ইনবক্স করে জানতে চান কে এই পেজটি চালায় বা কিভাবে পরিচালিত হয়?তো চলুন পরিচিত হই পরিচালনা টিমের সাথে:এই পেজটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক আমাদের দিনাজপুরের খানসামা উপজেলার শাহাদাত হোসেন বাবলু চেয়ারম্যানের (প্রাক্তন) ছেলে আমেরিকা প্রবাসী ফাহিম ফিরোজ (সোহাগ)। উনি সুদুর নিউইয়র্ক থেকে শত ব্যস্ততার মাঝেও নিয়মিতভাবে সময় ও অর্থ দিয়ে পেজটি তদারকি করেন।বাংলাদেশে আপাতত ছোট একটি টিম দি

য়ে পেজটি পরিচালিত হয়। বাংলাদেশ টিমের হেড ও পরিচালক শাহাদাত হোসেন বাবলু চেয়ারম্যানের (প্রাক্তন) বড় ছেলে ও ৬ নং গোয়ালডিহি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। যেকোনো দরকারে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন।আর যিনি আপনাদের জন্য সারা এলাকা ঘুরে সুন্দর সুন্দর ছবি তুলেন, ভিডিও করেন আর মজার মজার স্ট্যাটাস দেন তিনিও দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের ছেলে এম.এ. মোমেন খান। নতুন এডিটরবৃন্দ সেতাবগঞ্জের "তারেক হাসান" দিনাজপুর সদরের "" Ujjal chandra roy "' খানসামার "তাইফ খান", কাহারোলের "মোঃ মেহেরুল ইসলাম,বীরগঞ্জের “ তন্ময় রায় রিপন” বিভিন্ন জায়গা ঘুরে সুন্দর সুন্দর ছবি তুলেন ও পেজে পোস্ট করেন।এছাড়া গ্রাফিক্স ও ভিডিও আমাদের ঢাকা অফিস (নিউইয়র্ক ড্রিমস প্রোডাক্টশন) থেকে শামস সোহাগ (চীফ ভিডিও এডিটর) ও হারুন হায়দার( ভিডিও এডিটর) তদারকি করেন।বর্তমানে আমাদের তিনটি অফিস। দিনাজপুর অফিস খানসামা উপজেলার ৬নং ইউনিয়নের ভুল্লার হাটে; ঢাকা অফিস মিরপুর ১ নম্বরে এবং হেড অফিস আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।খুব তাড়াতাড়ি আমরা প্রতি উপজেলায় এডমিন নিয়োগ দিয়ে দিনাজপুরের প্রতি প্রান্তের খবর আপনাদের সকলের মাঝে পৌছিয়ে দিব।

Address

5019 46 Street
New York, NY
11377

Alerts

Be the first to know and let us send you an email when Dinajpur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dinajpur 360:

Share