বাংলা চ্যানেল ১৯

বাংলা চ্যানেল ১৯ channel 19
সব সময় সবার সাথে

আজ সাংবাদিক হাসানুর জামান বাবু'র জন্মদিন----------------------অনলাইন ডেস্কআজ চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি,বিশিষ্...
01/13/2025

আজ সাংবাদিক হাসানুর জামান বাবু'র জন্মদিন
----------------------
অনলাইন ডেস্ক
আজ চট্টগ্রাম সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি,বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সমাজসেবক শিক্ষানুুরাগী সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু'র শুভ জন্মদিন। এই উপলক্ষে মোঃহাসানুর জামান বাবুকে আজ সোশ্যাল মিডিয়া,অনলাইন,ও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন গুণীজ্ঞানী ব্যক্তিবর্গ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাঁকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে দেখা গেছে।মোঃহাসানুর জামান বাবু'র ছাত্র জীবন থেকে লেখালেখি অভ্যাস ছিলো,তার বিভিন্ন সমসাময়িক বিষয়ে লেখা,কবিতা, ছড়া চট্টগ্রাম দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশ হতে দেখা যায় প্রায়। সম্প্রতি তিনি জুলাই-আগস্ট-২৪ এর ঘটনা নিয়ে "ষোট বছরের দুঃশাসন ও অবশেষে পলায়ন"নামের একটি বই প্রকাশের অপেক্ষায়,প্রকাশনা সাথে চুক্তি বন্ধ হয়েছে।
আমরা এই গুণীজন মোঃহাসানুর জামান বাবু'কে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং উনার সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করছি।
মোঃহাসানুর জামান বাবু ১৯৭২ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন
গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।ছয় ভাই বোনের মধ্যে মোঃহাসানুর জামান বাবু ছোট ভাই।তাঁর বাবা সুবেদার আহমদ নবী ছিলেন তৎকালিক সেনা কর্মকর্তা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। মা হোসেনে আরা বেগম ছিলেন একজন খুবই ধর্মীক গৃহিণী।

ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা, ভাঙচুর কিছুই হয়নি: হানিফ সংকেত
01/13/2025

ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা, ভাঙচুর কিছুই হয়নি: হানিফ সংকেত

হানিফ সংকেত। ছবি: সংগৃহীত কয়েকযুগ ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং হয় দেশের ঐতিহ্যবাহী বি.....

ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা, ভাঙচুর কিছুই হয়নি: হানিফ সংকেতবিনোদন ডেস্কপ্রকাশিত : ২০:০৯, ১০ জানুয়ারি ২০২৫হানিফ সংকেত। ছ...
01/13/2025

ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা, ভাঙচুর কিছুই হয়নি: হানিফ সংকেত
বিনোদন ডেস্ক

প্রকাশিত : ২০:০৯, ১০ জানুয়ারি ২০২৫

হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

কয়েকযুগ ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং হয় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে।সেই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের টংকনাথ জমিদারবাড়ি। কিন্তু শুটিং শুরুর কিছুক্ষণ পর ঘটে বিপত্তি। শুটিং শুরুর কিছু সময় পর চেয়ার ছোড়াছুড়ির ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানাজন নানা কথা বলেন। ঘটনার সত্যতা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিকল্পক, নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

বিষয়টি নিয়ে হানিফ সংকেত বলেন, ঠাকুরগাঁয়ে ইত্যাদির শুটিংয়ে কোনো হামলা, ভাঙচুর কিছুই হয়নি। তবে হয়েছে হুলস্থুল, হুড়াহুড়ি ও বিশৃঙ্খলা। ‘ইত্যাদি’র প্রতি মানুষের অগাধ ভালোবাসার কারণেই এমনটি হয়েছে। ঠাকুরগাঁয়ের মানুষজন অসম্ভব ভালো। সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানকার স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগিতা পেয়েছি। স্বেচ্ছাসেবক হিসেবেও অনেকে কাজ করেছেন।

তিনি স্থান নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, প্রায় সবাই জানে কোনো বৈশিষ্ট্যপূর্ণ জায়গা ছাড়া ইত্যাদির দৃশ্যধারণ করি না। সে হিসেবে এবার বেছে নিয়েছি ঠাকুরগাঁওকে। ওই জায়গাটি ছিল প্রত্নতত্ত্ব নিদর্শনের জন্য ভালো। টংকনাথ জমিদারবাড়িটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আমরা ভেবেছিলাম, বেশি গাদাগাদি করে বসলেও অনুষ্ঠানে ৭-৮ হাজার মানুষের জায়গা দিতে পারব। তারপরেও লোকে টইটম্বুর হয়ে গেছে। বাইরে যে আরও লাখো মানুষ অপেক্ষা করছে, এটি জানতাম না।

হানিফ সংকেত ঘটনার সূত্রপাত নিয়ে বলেন, অনুষ্ঠান যখন শুরু হয় তখন সবাই এক সঙ্গে ঢুকতে চেয়েছে। ফলে বাঁশের যে ব্যারিকেড দেয়া হয়েছিল, তা ভেঙে লোকজন অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। ভেতরে যারা ছিলেন, খুব বিরক্তিবোধ করছিলেন। কেউ কেউ ভেতরে থাকা মানুষের গায়ের ওপরও হুমড়ি খেয়ে পড়েছেন। এরপরেই বিশৃঙ্খলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি শান্ত করেছেন। আমরা অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। ঘোষণা দিয়ে অনুষ্ঠান সাময়িক বন্ধের কথা জানালাম। কিছু দর্শক ঠান্ডার কারণে অনুষ্ঠান থেকে বের হয়েছিলেন। অবশিষ্ট যারা ছিলেন তাদের উপস্থিতিতেই অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করি। যখন শুটিং শুরু করেছি, সেখানে থাকা সবাই বেশ স্বতঃস্ফূর্ত ছিল। তখনও হাজার হাজার মানুষ ছিল আয়োজনে।

তিনি আরও বলেন, শুটিং শেষে পরদিন গণমাধ্যমে খবর দেখে আমি অবাক বনে গেলাম। অনুষ্ঠানে নাকি হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে। এসব চটকদার সব নিউজ। কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। না জেনে, না শুনে এসব করা হয়েছে। কিছু চেয়ার ছোড়াছুড়ি হয়েছে এটা সত্য। কোনো বড় অনুষ্ঠানে এটি তো কমন বিষয়। আমি ভিউ বিড়ম্বনার শিকার হয়েছি। মানুষের বিভিন্ন বিড়ম্বনা থাকে। এগুলো হচ্ছে আসল ভিউ বিড়ম্বনা।

শুটিং শেষে পরদিন গণমাধ্যমে খবর দেখে আমি অবাক বনে গেলাম। অনুষ্ঠানে নাকি হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে।
শুটিং শেষে পরদিন গণমাধ্যমে খবর দেখে আমি অবাক বনে গেলাম। অনুষ্ঠানে নাকি হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে।

ইত্যাদির প্রতি সবার ভালোবাসার বহির্প্রকাশ জানিয়ে তিনি আরও বলেন, ‘ইত্যাদি’র প্রতি সবার যে ভালোবাসা রয়েছে, তার প্রমাণ বারবার মিলছে। দর্শক ইত্যাদির প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হুড়াহুড়িতে মেতে ছিল। এটি দুঃখজনক ঘটনা বলব না। তারা অনুষ্ঠানে আসতে চেয়েছে। দেখতে চেয়েছে। হামলা ও ভাঙচুর করতে আসেনি। এটি হলো মানুষের উচ্ছ্বাস। তারা ঢুকবেই। অনুষ্ঠান দেখা তাদের চা-ই চাই। কে সামনে আছেন, কে পেছনে আছেন তোয়াক্কা করেন না।

ইত্যাদির দৃশ্যধারণ করতে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হয়েছেন হানিফ সংকেত। কিন্তু কখনও শুটিং বন্ধ রাখতে হয়নি উল্লেখ করে এ নন্দিত উপস্থাপক বলেন, ‘শুটিংয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেই থাকে। যখন তেঁতুলিয়ায় স্কুল মাঠের অনুষ্ঠান করেছি তখন চাল ভেঙে পড়েছে। ত্রিশালে হাজার হাজার ও মিঠামইনে আড়াই লাখ লোক হয়েছে। তবে ওসব জায়গায় জায়গা ছিল বেশি। ওখানে লোক ঢুকলে দাঁড়ানোর জায়গা ছিল; ঠাকুরগাঁয়ে তা ছিল না। নানা সীমাবদ্ধতার পরও ইত্যাদির দৃশ্যধারণ মাঝপথে কখনও বন্ধ রাখতে হয়নি। সামান্য হট্টগোল হয়েছে, শুটিং চালিয়ে গেছি। বৃহস্পতিবারের অনুষ্ঠানে অনেক নারী ও শিশুরা এসেছিলেন। তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় ছিল বলেই অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিলাম।

01/13/2025

কালারস মাল্টিমিডিয়া এর পরিচালক নাজমুল খান বাংলা চ্যানেল ১৯ এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমরা সবসময়ই মেধাবী শিল্পী দের মুল্যায়ন করে থাকি।

01/13/2025

কালারস মাল্টিমিডিয়া পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত। গত ১১ জানুয়ারী শনিবার বিকেল ৫ টায় রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবে কালারস মাল্টিমিডিয়া পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠান টি সভাপতিত্বে র আসনে ছিলেন বরেণ্য সংগীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ রাজেক, ভাইস চেয়ারম্যান অফিসার্স ক্লাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল খালেক কোষাধ্যক্ষ অফিসার্স ক্লাব ঢাকা। অনুষ্ঠান টি সার্বিক পরিচালনা করেন কালারস মাল্টিমিডিয়া এর পরিচালক নাজমুল খান। পবিত্র কুরআন তিলয়াতের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান কে আজীবন সন্মাননা প্রদান করা হয়। দিলারা জামান বলেন তার বয়স এখন ৮২ বছর আল্লাহ সুস্থ রাখলে মানুষের কল্যানে কাজ করতে চান। এছাড়াও শিল্প ও বানিজ্যে মহিউদ্দিন আহমেদ, সমাজ সেবায় আব্দুল মান্নান, শিক্ষা অনুরাগী প্রিন্সিপাল ড,মাহবুবর রহমান কে বিশেষ সন্মাননা প্রদান করা হয় অভিনয়ে আখি চৌধুরী, সংগীতে নীরজনা নদী, সংবাদ পাঠে সিনথিয়া রহমান, উপস্থাপনায় রুবাইয়া এশা কে বিশেষ সন্মাননা প্রদান করেন। অনুষ্ঠান শেষে অনুষ্ঠান টির সভাপতি ফেরদৌস ওয়াহিদ খালি গলায় দু লাইন সংগীত পরিবেশ করেন। মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ বাংলা চ্যানেল ১৯ ঢাকা।

শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনসৌরভ দত্ত, কলকাতা: শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর বৃন্দাবন...
01/12/2025

শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন

সৌরভ দত্ত, কলকাতা: শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর বৃন্দাবনের ষড়গোস্বামীর অন্যতম শ্রীল জীব গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত শ্রী বিশ্ব বৈষ্ণব রাজসভার অনুসরণে মায়াপুর শ্রীচৈতন্য মঠের দক্ষিণ কলকাতার অন্যতম শাখা মঠ শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হল ১২ জানুয়ারি তপন থিয়েটারে। শ্রী চৈতন্য মঠের শ্রীল ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ -এর তত্ত্বাবধানে মহামন্ত্র, মহাজন পদাবলী, সংকীর্তন এবং বৈষ্ণব ধর্ম সম্বন্ধে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে । উপস্থিত ছিলেন শ্রীল ভক্তিভূষণ তূর্য্যাস্বামী মহারাজ, শ্রীল ভক্তিকুমুদ পুরী মহারাজ সহ কলকাতা হাইকোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিগণ এই ধর্ম সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংকীর্তন এর আয়োজন করা হয় শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে। মহারাজগণ, সকল বিশিষ্ট ব্যক্তি ও আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অবদান গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার ও প্রসারের কথা উল্লেখ করেন। গৌড়ীয় বৈষ্ণব সম্মেলনে শ্রী চৈতন্যমঠ এবং শাখা মোট সমূহ কিভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ধারাকে পরম্পরা গত ভাবে এগিয়ে নিয়ে চলেছে সেই বিষয়ে আলোকপাত করা হয় অনুষ্ঠানে। প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন।
ছবি সৌরভ দত্ত।

01/12/2025

জল্পনার অবসান শেষে বিপিএ টিআরসি’র সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিতওবায়দুল ইসলাম রবি, রাজশাহীআ’লীগ সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন সরকারী দপ্তরের বৈষম্য নিয়ে না না জল্পনা ও কল্পনা সৃষ্টি হয়। একইভাবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ও প্রশিক্ষণরত এসপি প্রবি, প্রশিক্ষণরত এসআই ও টিআরসিদের নিয়োগ নিয়ে ও বেশ জটিলাতার আলোচানর ঝড় বয়ে চলেছে। কিন্ত সবকিছুর অবসান শেষে টিআরসি সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা রাজশাহীতে ১৬৭তম টিআরসি ২০২৪ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিপিএ’র প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মোঃ মাসুদুর রহমানভূঞা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রবিবার সকালে বিপিএ’র আয়োজনে ৩৩৪ জন টিআরসির সমাপনী কুচকাওয়াজে অংশ গ্রহন করেন। মৌলিক প্রশিক্ষণ শেষ করে তারা দেশের বিভিন্ন জেলায় জনগনের সেবায় নিয়োজিত হবে। এদেশ বিনার্মাণে নবীন পুলিশ সদস্য তাদের পেশাগত দায়িত্ব নিষ্টার সাথে পালন করার পরামর্শ দেন প্রধান অতিথি বিপিএ প্রিন্সিপাল। তিনি বলেন, বর্তমান পুলিশ জনগনের সেবায় উত্তর উত্তর প্রযুক্তিগত ব্যবহারে ঘরে বসেয় তার সুফল পাচ্ছে। পূর্বের চেয়ে উন্নত সেবা প্রদানে কাজ করছে পুলিশ বাহিনী। পুলিশ সদস্যরা মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। আগামীতে আরো প্রশিক্ষণসহ অধ্যায়ন করতে হবে। দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে সর্বদা প্রস্তুত থাকারও পরামর্শ দেন বিপিএ প্রিন্সিপাল। পরে প্রধান অতিথি কুচকাওয়াজে অভিবাদন গ্রহন, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রশিক্ষণে ৩৩৪ জনের মধ্যে মোঃ সাজেদুল ইসলাম বেস্ট টিআরসি হিসাবে নির্বাচিত হয়। এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে বেস্ট একাডেমি হিসাবে মোঃ সুমন আলী, বেস্ট এন ফিল্ড এক্টিভিটিজ এবং বেস্ট শ্যুটার হিসাবে নির্বাচিত হয় পৌরব চন্দ্র রায়। ওই সময় প্রধান অতিথি তাদের বেস্ট ট্রফি ও সনদ বিতরণ করেন। ゚viralvideo # ゚

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল।
01/11/2025

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে নানা জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা ...

লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত, পরে শরৎ ও শীতকালের শুষ্ক পরিস্থিতিতে ফিরে ...
01/11/2025

লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত, পরে শরৎ ও শীতকালের শুষ্ক পরিস্থিতিতে ফিরে আসা সবই আগুনের জ্বালানি হিসেবে কাজ করেছে।

লস অ্যাঞ্জেলেসে গত কয়েক দশক ধরে খরা, এরপর সাম্প্রতিক বছরগুলো ভারী বৃষ্টিপাত, পরে শরৎ ও শীতকালের শুষ্ক পরিস্থিতি.....

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা
01/11/2025

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ....

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল
01/11/2025

নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আম.....

প্রবাসে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
01/11/2025

প্রবাসে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দেশের বৈশ্বিক ব্র্যান্ডিং ও প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশিদ...

পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু
01/11/2025

পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল শুরু

শহিদুল ইসলাম, সিলেট প্রতিবেদক। দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও স্.....

ম্যাকলারেনের গোলে ডার্বি জয় মোহনবাগানের
01/11/2025

ম্যাকলারেনের গোলে ডার্বি জয় মোহনবাগানের

সৌরভ দত্ত, গুয়াহাটি: ফিরতি ডার্বিতে ফল বদলালো না। মোহনবাগানের জয় আর ইস্টবেঙ্গলের হার। অতীতে ডার্বি মানে ছিল সমা.....

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ১৯৯২ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠানের কমিটি গঠন। -------------------------------...
01/11/2025

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ১৯৯২ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠানের কমিটি গঠন।
---------------------------------
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
চট্টগ্রাম পটিয়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ১৯৯২ব্যাচের পূর্ণমিলণী অনুষ্ঠান করার লক্ষে এক জরুরী প্রস্তুতি মূলক সভা আজ বিকালে ১৯৯২ ব্যাচের ছাত্র আয়কর আইনজীবী অরবিন্দ চৌধুরীর হাবিলাসদ্বীপ গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্র যথাক্রমে একে এম শাহজাহান,মোঃ নজরুল ইসলাম, বিশ্বজিত বিশ্বাস, মোঃ শওকত আলী,অরবিন্দ চৌধুরী, উজ্জ্বল কুমার নাথ,অরুপ ধর,মুহাম্মদ সেলিম,টুলু মজুমদার, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ ইদ্রিস খান কপিল,শামীম হোসেন,মুহাম্মদ ইউনুছ,উজ্জ্বল সেন,তিমির ধর,বিধান চৌধুরী,মোঃ ইলিয়াস,রিটন বিশ্বাস,মোঃ মাহাবুল আলম সওদাগর,কামাল উদ্দীন,সাবেক ছাত্রদল নেতা মোঃ বেলাল হোসেন,মোহাম্মদ ইউচুপ,শেখ আহমদ, আবদুর রশীদ, আবুল কালাম,মোঃ কামাল উদ্দীন,উত্তম বসু, সুমন কান্তি ঘোষ প্রমূখ।
প্রস্তুতি সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আয়কর আইনজীবী অরবিন্দ চৌধুরীকে পূর্ণমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক,শেখ আহমদ, শ্রী তিমির ধর,মোঃ বেলাল হোসেন,মুহাম্মদ কামাল উদ্দীন, এই চারজনকে যুগ্ম আহ্বায়ক, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সেলিম'কে সদস্য সচিব ও ডাঃ আলম মুহাম্মদ শরীফ,মোঃ শওকত আলী,কে এম শাহজাহান'কে নির্বাহী সদস্য করে, একটি ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উদযাপন কমিটি গঠন করা হয়।

ম্যাকলারেনের গোলে ডার্বি জয় মোহনবাগানেরসৌরভ দত্ত, গুয়াহাটি:  ফিরতি ডার্বিতে ফল বদলালো না। মোহনবাগানের জয় আর ইস্টবেঙ্গলে...
01/11/2025

ম্যাকলারেনের গোলে ডার্বি জয় মোহনবাগানের

সৌরভ দত্ত, গুয়াহাটি: ফিরতি ডার্বিতে ফল বদলালো না। মোহনবাগানের জয় আর ইস্টবেঙ্গলের হার। অতীতে ডার্বি মানে ছিল সমানে সমানে লড়াই আর বর্তমানে ডার্বি হয়ে গিয়েছে, মোহনবাগানের এগিয়ে থেকে নামা আর জিতে ফেরা। এখন ইস্টবেঙ্গল ডার্বি জিতলে সেটাকে অঘটন বলেন অনেকে। এবার চলতি বছর আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বিতে দেখা গেল সেই একই ছবি। ১-০ গোলে জিতল মোহনবাগান সুপার জায়ান্ট।
শনিবার ম্যাচটা স্বপ্নের শুরু করেছিল মোহনবাগান। মাত্র ২ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এই গোলের পিছনে যতটা না ম্যাকলারেনের কৃতিত্ব ছিল, তার থেকেও বেশি ব্যর্থতা ছিল ইস্টবেঙ্গল রক্ষণের। ম্যাচের ২ মিনিটের একটু আগে আশিস রাইয়ের একটি নির্বিষ পাস থেকে বল পেয়ে গোল করেন জেমি ম্যাকলারেন। ইস্টবেঙ্গল ডিফেন্সের প্লেয়াররা কেউ জায়গায় ছিলেন না। ফলে জেমি ম্যাকলারেনের পক্ষে গোল করাটা সহজ ছিল। বল পাওয়ার পর তাঁর সামনে ছিলেন শুধুমাত্র গোলকিপার প্রভসুখন সিং গিল। তাঁকে টপকে গোল করতে কোনও সমস্যাই হয়নি ম্যাকলারেনের। এই গোলটা করে তিনি আইএসএল ডার্বির ইতিহাসে দ্রুততম গোল করলেন।
এই গোলের পর ৪ মিনিটে একটি গোলের সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। কিন্তু হিজাজি মাহের আটকে দেন। গোল খেয়েও মোহনবাগান তাদের গতি কমায়নি ম্যাচে। অন্যদিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের আক্রমণ সামলানোর জন্য ডিফেন্সে যতটা শক্তি দরকার ছিল সেটা দিতে পারেনি। তবে ইস্টবেঙ্গল কিছুটা আক্রমণের চেষ্টা করেছিল।
৬ মিনিটে পিভি বিষ্ণুর পাস থেকে বল পান ক্লেইটন সিলভা। তিনি গোল লক্ষ্য করে শটও নেন, কিন্তু টম আলড্রেড আটকে দেন। ২০ মিনিটে মোহনবাগান দুর্দান্ত সুযোগ পায়। তবে এই নিশ্চিত গোল আটকে দেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন সিং গিল। কামিন্সের থেকে থ্রু বল পান মনবীর সিং, তাঁকে আটকাতে ছিলেন না কোনও ডিফেন্ডার। মনবীর গোল লক্ষ্য করে শট নেন, সেটা আটকে দেন গিল।
৩৬ মিনিটে ইস্টবেঙ্গলের জিকশন সিং আক্রমণে ওঠেন। তিনি বক্সের ভিতরে ডেভিডকে বল বাড়ান। কিন্তু টম আলড্রেড ও বিশাল কাইথের জুটি গোল আটকে দেয়। এটা গোল হতে পারত যদি ডেভিড আরও একটু সাপোর্ট পেতেন। কিন্তু টম আলড্রেড গতিতে পরাস্ত করেন ডেভিডকে। ৪৬ মিনিটে গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। বিষ্ণুর থেকে বল পান ক্লেইটন, কিন্তু বাইরে মারেন।
এরপর আরও একটি সুযোগ পেয়েছিল লাল হলুদ। পিভি বিষ্ণু গোল লক্ষ্য করে শট নিলে সেটা আশিস রাইয়ের হাতে লাগে, লাল হলুদ পেনাল্টি চাইলেও দেননি রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুটা মোহনবাগান করে একই গতিতে। দলে পরিবর্তন করে তারা দিমিত্রি পেত্রাতোসকে নামায়। ম্যাচের ৬৩ মিনিটে প্রতি আক্রমণে ওঠে মোহনবাগান। কার্যত ফাঁকা ডিফেন্স পেয়ে লিস্টন কোলাসো আক্রমণে ওঠেন। বক্সের বাইরে তাঁকে ফাউল করে শৌভিক চক্রবর্তী। রেফারি হলুদ কার্ড দেখান, জোড়া হলুদ কার্ড দেখে তিনি মাঠ ছাড়েন। এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও কার্যকর হয়নি।
ম্যাচটা মোহনবাগান জিতলেও, ডার্বিতে যেই পারফরম্যান্স দুই দলের থেকে আশা করা হয়েছিল সেটা হয়নি। অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে। দুই দল আক্রমণের চেষ্টা করলেও মাঝেমধ্যে ইতিউতি আক্রমণ ছাড়া বলার মতো কিছু হয়নি।
এই ম্যাচটা জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল মোহনবাগান। অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি হারার ফলে তাদের থেকে পয়েন্টের ব্যবধান আরও বাড়াল সবুজ মেরুন।

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত। এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্...
01/11/2025

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত।

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩ জানুয়ারী পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছয়টি দলের নাম যথাক্রমে- দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ, সেনহাটি ইউনিয়ন ফুটবল একাদশ, বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশ, গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ, আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশ।

আজ ১১ জানুয়ারি ২০২৫ সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। খেলা শুরুর পূর্বেই ফুটবল প্রেমী দর্শক, টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিযোগী ছয়টি দল ছাড়াও এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী জনগণের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত।

খেলা পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চারজন দক্ষ রেফারি উপস্থিত ছিলেন। আজ মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা দুটিতে খেলোয়াড়বৃন্দ যেমন তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন কেড়েছেন তেমনি রেফারিগন তাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনা করতে সমর্থ হয়েছেন। প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১ গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়। খেলা শুরুর পূর্ব থেকে শেষ অবধি সুমিষ্ট কন্ঠে ধারাভাষ্যের মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দান করেছেন ধারাভাষ্যকার মাস্টার মেহেদী হাসান।

খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের, রেফারিদের, দর্শকদের এবং উপস্থিত সকলকে সুন্দরভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে
01/10/2025

সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলত...

Address

167 11 Hillside Avenue
New York, NY
11432

Telephone

+1 347-612-6951

Website

https://tv19.online/

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা চ্যানেল ১৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলা চ্যানেল ১৯:

Videos

Share

SAMTV

South Asian News

( প্রবাসে আমরা) is a Bengali language IP television community channel based in usa . It started operation in 2018. It is one of the most popular Bengali IP TV channels in the Europe and North America as well as globally. The channel broadcasts coverage of news, film, drama , music program ,educational, religious , politics and community related event .