Ark’s Family Story

Ark’s Family Story This channel is about food recipes cooking , travel vlogs, and Shopping vlogs. Nothing

01/12/2025

আমেরিকার নিউইয়র্কে কোথাই গেলে পাবেন গরম গরম ভাপা পিঠা সাথে আরও বিভিন্ন ধরনের পিঠা

01/11/2025

মানুষ, মানুষের প্রয়োজনে প্রিয়জন ! প্রয়োজন
ফুরালে তাড়ানোর আয়োজন !!!

মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই, আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা বু...
01/11/2025

মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই, আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন। যেদিন থেকে এটা বুঝতে পেরেছি, সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজ ছেড়ে দিয়েছি।

অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করুন।স্হান পাওয়া তো দুরের কথা উল্টা আঘাতে, অপবাদে জর্জরিত হবেন। নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন, অন্যের উপর অধিকার দেখানো বন্ধ করুন।

কেউ কটু কথা বললে চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপর ছেড়ে দিন। মনে রাখবেন সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব দিয়ে দিবে।

মানুষ যদি একবার বুঝে যায় সে আপনার নিকট গুরুত্বপূর্ণ,চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আপনি কতোটা গুরুত্বহীন! নিজের মনের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তখন কোন মানুষ আর স্বাভাবিক থাকেনা।

সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো বলে মনস্থির করি,সে-ই একসময় গল্প হয়ে যায়। তার গল্পই শুধু শোনা হয় কিন্তু নিজের গল্প আর বলা হয় না। গল্পের কাছে তো আর গল্প বলা যায় না।

মাঝে মাঝে কেউ মিথ্যা বললে ,তুমি তা বুঝতে পারো কিন্তু তা রিয়েক্ট না করে তুমি নিশ্চুপ থাকো। তার অর্থ হলো জীবন তোমাকে ম্যাচিউর করে তোলার শিক্ষাটা ভালো ভাবে দিয়ে দিয়েছে।

নীতিবাক্য বলা সহজ,নীতিবান হওয়া কঠিন। উপদেশ দেওয়া যতটা সহজ উপদেশ মানা ততটাই কঠিন। নিজে কতটুকু মানেন সেটা বিবেচনায় রেখে অন‍্যকে উপদেশ দিন এটাই উত্তম।

কিছু মানুষের নিজের দোষ অন্যের উপর চাপানোর অভ্যাস এতোটাই বিশ্রীভাবে প্রকট যে তারা আজীবন অন্যকে ব্লেইমের পর ব্লেইম দিয়েই যায়। হয়তোবা আপনি তাদের কাছে বিরক্তিকর! তাই কারো জীবনে বিরক্তির কারণ না হয়ে দূরে সরে আসুন।

অন্যের মনের মত হওয়ার জন্য নিজের সাথে অবিচার করবেন না, জীবন একটাই, নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে করেন। কারন খারাপ ফিল করানোর মানুষের পৃথিবীতে অভাব নাই। Take Care of Yourself! Be Happy, you Deserve it!

কিছু মানুষ আছে যারা আঘাত পেলে পিন ড্রপ সাইলেন্সে চলে যায়। তাদের নিজেদের কষ্টের না আছে কোনো আক্ষরিক রুপ আর না আছে শব্দ। যারা বোঝতে দেয়না, কেউ জানতেও পারে না। এমনকি পাশে খুব কাছের কেউ বসে থাকলেও সে টেরও পাবেনা!


Foodie Ami 🙈🙈
01/10/2025

Foodie Ami 🙈🙈

আপনি বাস্তবতা মেনে নিয়ে তা থেকে শিক্ষা নিন! পৃথিবীতে মেনে নেয়ার থেকে বড় প্রতিশোধ আর কিছু নেই। জানেন তো আপনি মেনে নিলে...
01/10/2025

আপনি বাস্তবতা মেনে নিয়ে তা থেকে শিক্ষা নিন! পৃথিবীতে মেনে নেয়ার থেকে বড় প্রতিশোধ আর কিছু নেই। জানেন তো আপনি মেনে নিলে আপনাকে কেউ হারাতে পারবে না। কেউ চাইলেও ঠকাতে পারবে না,কষ্ট দিতে পারবে না। মেনে নেয়ার থেকে বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না, কিছু না।

01/09/2025

বছরের শেষ দিন আমি যেভাবে কাটিয়েছি

01/09/2025

আবির নামের এই টি!ক!ট!কার একটা শো তে বলতেছে সে নাকি অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়া পড়তেছে৷ উপস্থাপিকা যখন প্রশ্ন করে সায়েন্সের কোন সাবজেক্ট নিয়া পড়ো? ভদ্র লোক তখন বলে "আমি আসলে কলেজে কম যাই খালি এক্সাম দিয়ে আসি তাই সাবজেক্ট কি জানিনা"🙄🙄🙄

01/09/2025

Praying for LA, California 🙏🙏

আমাদের মাঝে এমন বন্ধুর অভাব নেই। মানুষের প্রয়োজনে মানুষ আমাদের ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে সম্পর্ক শেষ হতে দুই মিনিটও ল...
01/08/2025

আমাদের মাঝে এমন বন্ধুর অভাব নেই। মানুষের প্রয়োজনে মানুষ আমাদের ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে সম্পর্ক শেষ হতে দুই মিনিটও লাগে না। এটাই বাস্তব সত্য।

01/08/2025

01/07/2025

সবার সাথে মিশি না! যাদের সাথে মিশি কেউ মে-ন্টাল, কেউ সেমি মেন্টাল, কেউ তারছিরা, কারো মাথায় স্ক্রু ঢি'লা আর কেউ বাচাল 🙂🙈🙄🤪

01/07/2025

কিছু মানুষ জীবনে ল্যাম্পপোস্টের মতো হয়, যারা শুধু পথ দেখায়

01/06/2025

Winter Wonderland ❄️🌨️☃️☃️

01/06/2025

ওইভাবে রান্না করলে আর কিছু লাগবে না

01/06/2025

মিথিলা বিয়ে করলেও মিথিলা গালি খায়,তাহসান বিয়ে করলেও মিথিলাই গালি খায়!

Indeed 🙈 Roza’s bridal makeover  আপু আর Tahsan ভাইয়া দুইজনই আমার খুব প্রিয় Congratulations on your new life! Wishing you...
01/04/2025

Indeed 🙈 Roza’s bridal makeover আপু আর Tahsan ভাইয়া দুইজনই আমার খুব প্রিয়
Congratulations on your new life! Wishing you joy, love, and endless happiness in this exciting new chapter. Roza’s bridal makeover

নিজের মতো করে বাঁচো, সুখে কিংবা অসুখে, দুঃখে কিংবা ফুর্তিতে। ব্যক্তি নির্ভর কোন মন্তব্য যেন তোমার চলার উপর এফেক্ট না করে...
01/03/2025

নিজের মতো করে বাঁচো, সুখে কিংবা অসুখে, দুঃখে কিংবা ফুর্তিতে। ব্যক্তি নির্ভর কোন মন্তব্য যেন তোমার চলার উপর এফেক্ট না করে। মানুষ প্রকৃত পক্ষে একা ও অসহায়।

সুতরাং, কারো সহযোগিতা বা সাহসিকতার আশায় ছুটে নিজেকে পরনির্ভর করাটা নিতান্তই বোকামি।
তোমার নামের অংশীদার অন্যকেউ হবেনা যেমন তুমিও কারো অংশীদার নও।

হয়তো একা লক্ষ্যস্থলে পৌঁছানো খুবই কঠিন ও অসহনীয় পরীক্ষার সম্মুখীন হওয়া, তবুও এটাতেই লেগে থাকা উচিত, উপায় সংগ্রহ করা প্রয়োজন।
জীবন নিয়ে যতোই পরিকল্পনা করা হয়, চলার পথটা ততটা সহজ হয়।

"সহজ হোক আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, সহজ হোক আমাদের পথ চলা।"

01/03/2025

আমেরিকায় বড়দিনের ছুটিতে আবার সবাই একসাথে

Address

New York, NY
11456

Alerts

Be the first to know and let us send you an email when Ark’s Family Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share