Ark’s Family Story

Ark’s Family Story This channel is about food recipes cooking , travel vlogs, and Shopping vlogs. Nothing

নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। কাউকে কিছু বলতে পারে না। কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!কোথা...
12/15/2024

নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়ে। কাউকে কিছু বলতে পারে না। কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই!

কোথায় যাবেন? কাকে বলবেন? কার বিরুদ্ধে অভিযোগ করবেন?
সব ছেড়ে নিজের কাছে ফিরে এসে দেখলেন আপনি নিজেই আপনার মন মতো না। নিজে নিজের মন খারাপের কারণ হয়ে উঠলে মানুষের জন্য কোন সমাধান থাকে না। নিজে নিজেকে বুঝতে না পারাটা সবচেয়ে বড় অসহায়ত্ব!

12/15/2024

আমেরিকায় শুরু হয়েছে আলোর উৎসব, এই সারা মাস জুড়ে থাকবে উৎসবের আমেজ

12/14/2024

গরম কালে মনে হয় আমি Winter lover, শীত কালে মনে হয় আমি Summer lover.
আমি কি loyal নাকি দয়াল।

অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয...
12/13/2024

অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন। তারপর... তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন। তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়। মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়। চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।

12/13/2024

সহজ একটা মজাদার বিকালের খাবার

মানুষের সুখী হওয়ার  জন্য  কমপক্ষে  এক মুঠো  ভালোবাসার দরকার। নারীদের পাশে   একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে এ...
12/12/2024

মানুষের সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী।

জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয়। শুধু ভালোবাসা হয় না! ভালোবাসা টাকা- পয়সায় থাকে না! ভালোবাসা থাকে হৃদয়ে।মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা,বিশ্বস্ততা,যত্নশীলতা আর মায়াবী চাহনিতে।

একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায়। তার ভেতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে। মন খুশিতে নাচতে থাকে। তার সবকিছু ভালো হতে থাকে।

একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে তার ভরণপোষণের খরচ যোগায়।দায়িত্ব নিয়ে আগলে রাখে। তাঁর ভালো মন্দ সবকিছু নিজের করে নেয়। তখন তার মনেও সুখ সুখ ভাব হয়।

ভোগবিলাসতাকে সুখ বলে না! সুখ হলো সেটা, যেটা হৃদয়ে প্রশান্তি দেয় । হৃদয়কে তাজা রাখে। মনকে বসন্তের কোকিলের মতো উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে । যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে। ✨

রেস্টুরেন্ট যাওয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না
12/12/2024

রেস্টুরেন্ট যাওয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না

এই শীতে আমাদের বাইরে পিকনিক🤣🤣🙈Mitu Das Adhikary
12/11/2024

এই শীতে আমাদের বাইরে পিকনিক🤣🤣🙈
Mitu Das Adhikary

সবার কথা শুনবেন কিন্তু সব কথাকে মনের মাঝে রাজত্ব করতে দিবেন না। শুনবেন কান দিয়ে,ফিল্টার করবেন ব্রেন দিয়ে, কাজ করবেন বিবে...
12/11/2024

সবার কথা শুনবেন কিন্তু সব কথাকে মনের মাঝে রাজত্ব করতে দিবেন না। শুনবেন কান দিয়ে,ফিল্টার করবেন ব্রেন দিয়ে, কাজ করবেন বিবেক দিয়ে l

#

Good morning ☀️🌞
12/10/2024

Good morning ☀️🌞

12/09/2024

মোবাইলে কথা বলার সময় 'পুরোটা' শেষ না করেই ঠাস করে লাইনটা কেটে দেয়া মানুষ টা আপনার কি হয়.!🙂

Love is like the wind, you can't see it but you can feel it
12/09/2024

Love is like the wind, you can't see it but you can feel it

Someone : তুমি কোন দিক দিয়ে পারফেক্ট.?Me : ঘুমাইতে,,খাইতে🙈
12/08/2024

Someone : তুমি কোন দিক দিয়ে পারফেক্ট.?

Me : ঘুমাইতে,,খাইতে🙈

12/07/2024

রাতের খাবারের ফাঁকিবাজি রেসিপি, খুব সহজে আর অল্প সময়ে

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম!জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে,তা...
12/06/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম!

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে,তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায়।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো,যে নিজের জন্য আলো হতে পারে না,পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

এই যে জয়া আন্টি ছোট থেকে দেখতে দেখতে বড় হইছি। আমি বুড়ি হয়ে যাইতেছি আর ওনি 🙄🙄. যাইহোক উনি জামদানি শাড়ি টা এমন করে না...
12/06/2024

এই যে জয়া আন্টি ছোট থেকে দেখতে দেখতে বড় হইছি। আমি বুড়ি হয়ে যাইতেছি আর ওনি 🙄🙄. যাইহোক উনি জামদানি শাড়ি টা এমন করে না পরলেও পারতো। জামদানি শাড়ির যে আলাদা একটা ভালোবাসা আর অনুভূতি আছে, এইরকম স্টাইল করতে গিয়ে সব শেষ করে ফেলেছে!😂

বয়স বাড়ার সাথে সাথে আজকাল বুদ্ধি ও ছোট হয়ে যাই🙈🙄
12/06/2024

বয়স বাড়ার সাথে সাথে আজকাল বুদ্ধি ও ছোট হয়ে যাই🙈🙄

12/05/2024

একটা বিষয়ে খেয়াল করেছেন কি? 🤔 ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে কিন্তু টাকা লাগেনা 🤒🤔

Address

New York, NY
11456

Alerts

Be the first to know and let us send you an email when Ark’s Family Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies