আব্দুল আলীর শখের নাগা মরিচের বাগান।
ফ্রাঙ্কলিন টাউনশিপ। নিউ জার্সি।
গাইছেন লায়লা। বাংলাদেশ মেলায়। আটলান্টিক সিটিতে।
সঙ্গীতানুষ্ঠান। বাংলাদেশ মেলায়। আটলান্টিক সিটিতে।
বাংলাদেশ ফেস্টিভ্যাল। বাংলাদেশ মেলা।
স্থান: স্যান্ডক্যাসল স্টেডিয়াম।
আটলান্টিক সিটি। আয়োজনে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, নিউ জার্সি।
দেশে ফিরতে চান না মামুন | কারণ তার প*ঙ্গুত্ব
প্রাণবন্ত একজন মানুষ মুহূর্তে প*ঙ্গু হয়ে গেলেন। নিউ ইয়র্কে বেড়াতে এসে এক উন্ম*ত্ত ব্যক্তির গাড়িচা*পায় হারা*লেন দুই পা। এখন কেমন আছেন হতভাগ্য মামুন?
মামুনকে নিয়ে প্রবাসী টিভির আগের ভিডিওগুলো।
মামুনের পা হা*রানোর বিস্তারিত https://shorturl.at/ZJP0P
কৃত্রিম পা মিলেছে, ক্ষতিপূরণ নয় https://shorturl.at/GWAik
রোবট পায়ে হাঁটতে শিখছেন মামুন https://shorturl.at/4qCNC
#mamun #prostheticleg #RoadMishap
এই মুহূর্তে নিউ ইয়র্কের ব্রুকলিন।
"কখনো আর ফেরা হবে না। চাই, দ্যাশটা ভালো থাকুক" | জর্জিয়ায় বাংলাদেশী | প্রবাসী টিভি
তানবির আহমদ পরিবার-ভিসায় দেশান্তরী হয়েছিলেন দশক দুই আগে। উচ্চতর পড়াশোনার স্বপ্নটা তাকে বিসর্জন দিতে হয়েছিলো নিজের পরিবারের প্রয়োজনে। রেস্টুরেন্টে কাজ করেছেন। ট্যাক্সি চালিয়েছেন। এখন, তিনটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রধান।
তানবির আহমেদের সঙ্গে দেখা তার ব্যবসা প্রতিষ্ঠান আল ফালাহ সুপারমার্কেট এন্ড রেস্টুরেন্টে। জর্জিয়া স্টেটের শেম্বলি সিটিতে।
##bangladeshi #probasitv #sohelmahmud #desispicega #Bangladeshisinusa #bangladeshi #chambleeGA #chamblee #tanbirahmed
নিউ ইয়র্ক উত্তপ্ত | কোটা আন্দোলনে সংহতি লিটল বাংলাদেশে
উত্তপ্ত নিউ ইয়র্ক সিটি।
বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি। নিউ ইয়র্ক সিটির লিটল বাংলাদেশে জমায়েত।
বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি। নিউ ইয়র্কের জ্যামাইকায় জমায়েত।
বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি। নিউ ইয়র্কের জ্যামাইকায় জমায়েত।
লম্বা শিঙের গরু আর কাউবয় সংস্কৃতির আঁতুড়ঘরে I ফোর্ট ওঅর্থ স্টকইয়ার্ডস
আপনি যতো লম্বাই হোন, দুই হাত প্রসারিত করে একটা গরুর দুইটা শিঙের দুই মাথার নাগাল পাবেন না। সরাসরি বিরল প্রজাতির এই গরু দেখলাম গেলো জুনের টেক্সাস ট্যুরে। আরো অনেক কিছু দেখেছি ফোর্ট ওঅর্থ স্টকইয়ার্ডসে। গরু, গবাদি অন্য পশু, খামার আর সম্পর্কিত অনেক পণ্যের বাজার হিসেবে একশো বছর আগে এই এলাকার বেশ প্রভাব ছিলো। এখন সেই সংস্কৃতিকে পর্যটনের মোড়কে বিক্রি চলছে।
আমার কাছে ভালো লেগেছে একটা শো, যেখানে কাউবয় পুলিশ আর চোরের মধ্যে কথোপকথন আর গো*লাগু*লি ছিলো উপজীব্য। প্রধান সড়কে লম্বা শিঙের গরুর পালের ঘরে ফেরার প্রতীকী দৃশ্য দেখে মন ভরেনি। এরপরও, একটা এলাকায় ঘুরতে গেলে এমন সংস্কৃতির সংগে পরিচিত হতে পারা একটা সৌভাগ্য বটে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে টি টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়েছিলাম ডালাস-ফোর্টওঅর্থে। এ ট্যুরে এখানে উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠান নানাভাব
খেলতে খেলতে সংগীত পরিচালক নাভেদ | আমেরিকায় বসে ঢালিউডে কাজ | প্রবাসী টিভি
নাভেদ পারভেজ। কৈশোরে আমেরিকায় অভিবাসী হন পরিবারের সঙ্গে। ক্রিকেটার হবার স্বপ্ন দেখেছিলেন শৈশবে। কৈশোরে নিউ ইয়র্কে হাতে তুলে নিয়েছিলেন কি বোর্ড। ইউটিউব দেখে অনুশীলন। এরপর ইতিহাস!
নাভেদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও জন্ম ঢাকায়। আর, সেই ঢাকাই ছবিতে এখন তার ব্যস্ততা। শখের কি বোর্ডে তিনি "তুফান" তুলেছেন।
প্রবাসী টিভির ভিডিওগুলোর কোনোটি একটি প্রতিবেদন বা প্রামাণ্যচিত্র নয়। একজন অভিবাসীর সঙ্গে হঠাৎ দেখা আর এবং এরপর তার সম্মতিতে আলাপকালে যেটুকু কথা হয়, সেটাই তুলে ধরা হয়। সীমাবদ্ধতা!
#তুফান #বাংলাসিনেমা #শাকিবখান #নাভেদপারভেজ #navedpervez #ShakibKhan_TOOFAN #ShakibKhanFan #ShakibKhan #dhalywood #music
বিদেশে পড়তে এজেন্সি জরুরি নয় | প্রয়োজন ইচ্ছাশক্তির | সুদীপ্ত | প্রবাসী টিভি
সুদীপ্ত চক্রবর্তী পড়েছেন চট্টগ্রামে, প্রকৌশল বিষয়ে। উচ্চশিক্ষা নিয়েছেন আমেরিকায়, টেনেসির একটি বিশ্ববিদ্যালয় থেকে। এখন জর্জিয়ায় থিতু, চাকরির সুবাদে।
সুদীপ্তের সঙ্গে আমার আটলান্টা ট্যুরে দেখা এক রেস্টুরেন্টে। সেখানেই আলাপ।
স্টোন মাউন্টেন পার্ক। স্টোন মাউন্টেন সিটি।
অস্টেলে একটা বাড়ি বিক্রি দেখতে এলাম। জর্জিয়া ট্যুর ২।
জর্জিয়া ট্যুর।
আটলান্টা থেকে অস্টেল। আতাহার হোসেনের সঙ্গে ঘোরাঘুরি।
যুক্তরাষ্ট্রে অভিনব আমিশ জনগোষ্ঠী | বিদুৎ, মোবাইল, গাড়ি ছাড়া জীবন
এই ভিডিওতে বিরক্তির কারণ আছে। এর বিপরীতে, আপনি উপভোগ করেছেন কী, কোনটা আপনার কাছে ভালো লেগেছে, জানাতে পারেন।
আমিশদের ক্যামেরায় কথা বলা বারণ। অনেক অনুরোধে পরিবারের বড়কর্তা হেনরির সম্মতি পেলাম, কথা বলবেন তিনি। তবে, সরাসরি ক্যামেরায় নয়। হেনরির ছেলেও হেনরি, নাতিও হেনরি।
আমিশরা খৃস্টান। গুগল করে যতদূর জেনেছি, ধর্মের কারণে ইউরোপ থেকে তাদের প্রথম দলটি আমেরিকায় আসে ১৭১৭ খৃস্টাব্দে। পেনসিলভানিয়া স্টেটে সবচেয়ে বেশি আমিশের বসবাস। আমি গিয়েছিলাম ওয়েস্টার্ন নিউ ইয়র্কের ক্যাটারোগাস কাউন্টিতে।
আধুনিকতাকে জীবনযাপন থেকে যতো দূরে রাখা সম্ভব, আমিশরা সেই অনুশীলন করে। সরকারী সুযোগ সুবিধা যতোটুকু না নেয়া যায়। থানা, পুলিশ, আদালতে যায় না তারা।
এই ভিডিওতেও কোনো গবেষণাকাজ নেই। আগেভাগে জেনে গিয়ে কাজ করা হয়না আমার। সবসময়ের মতো, কারো সঙ্গে কোথাও ঘুরতে যাই, তাৎক্ষণিক যা প
বাড়িটি বিক্রি হবে | বাফলোর সিটির সাসেক্স স্ট্রিটে
নিউ ইয়র্ক স্টেটের দ্বিতীয় জনবহুল সিটি বাফলোতে বাংলাদেশীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশাল এই জনগোষ্ঠীর বেশিরভাগই এ শহরে বাড়ি কিনে স্থানান্তরিত হচ্ছেন। এক পরিবারের জন্য উপযোগী বাড়ি কিনতে আগ্রহী যারা, তাদের জন্য এ ভিডিও। এ বাড়ির অবস্থান সাসেক্স স্ট্রিটে। সব ধরনের যোগাযোগ বাড়ি-বিক্রেতার সঙ্গে, ৩৪৭-৩৩৭-৬৭৬৪ নম্বরে।
#buffalorealestate #buffalo_bangladeshi #realestateinbuffalo #probasitv #buffalo #houseforsale #house #buffalovideo
গ্রামের পথে। ফ্রাঙ্কলিনভিল। ক্যাটারোগাস কাউন্টি। নিউ ইয়র্ক।
গ্রামের হাটে নিলাম দেখা | স্প্রিংভিল, নিউ ইয়র্ক
কাছে কিংবা দূরের কোনো এলাকা থেকে বিক্রেতা নিয়ে আসেন হাঁস, মুরগী, গরু, ছাগল, খরগোশসহ গৃহস্থালি নানা পণ্য। সেগুলো নিলামে তোলা হয়। ক্রেতারা দাম হাঁকেন। প্রতিযোগিতা করে কিনে নেন সেগুলো।
রেমন্ড জেন্টনার ছিলেন স্প্রিংভিলের বাসিন্দা। গ্রামটা এরি কাউন্টির কনকর্ড টাউনে। ওয়েস্টার্ন নিউ ইয়র্কের এ এলাকা বৈচিত্র আর স্বাভাবিকতায় সমৃদ্ধ। জেন্টনার ১৯৩৯ খৃস্টাব্দে নিজের নামে যে কমিশন মার্কেট প্রতিষ্ঠা করেছিলেন, তার তৃতীয় প্রজন্ম সেটিকে পুরনো রীতিতে চালু রেখেছেন।
বাংলাদেশীদের জন্য এ হাট হয়ে উঠেছে বড়ো একটা আকর্ষণ।
#gentnercommissionmarket #ruralmarketusa #villageinusa #villagelifestyle #villagelifestylevlog #sohelmahmud #villagevlog