Aroma & Afsanah

Aroma & Afsanah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aroma & Afsanah, Video Creator, New York, NY.
(1)

12/15/2024

কেমন আছেন সবাই?🥰

এই শীতে আপনার কি প্রয়োজন❓
12/14/2024

এই শীতে আপনার কি প্রয়োজন❓

12/13/2024

আপনার গ্রামের বাড়ি কোথায়❓

12/13/2024

শীত কেমন পড়ছে?

 #শশুড়বাড়িতে বউদের উপর অত্যা**চার কখনো কি কমবে না? আমরা এমন আইন চাই শশুড় বাড়িতে কোন মেয়ে যেন নির্যা***তনে**র শিকার না ...
10/01/2024

#শশুড়বাড়িতে বউদের উপর অত্যা**চার কখনো কি কমবে না? আমরা এমন আইন চাই শশুড় বাড়িতে কোন মেয়ে যেন নির্যা***তনে**র শিকার না হয় ২০২৪ সালে এসেও শ্বশুরবাড়িতে মেয়েরা নির্যা***তিত
লেখিকাঃ সাদিয়া আফরিন।
©Aroma & Afsanah

ছেলের বউ মানেই খারাপ। আমি অসুস্থ হলে আমার শাশুড়ী বলে ঢং আদিক্ষেতা। কিন্তু আমার ননদ পরের বাড়ির বউ অসুস্থ হয়ে বাড়ি এসেছে ত...
10/01/2024

ছেলের বউ মানেই খারাপ।
আমি অসুস্থ হলে আমার শাশুড়ী বলে ঢং আদিক্ষেতা। কিন্তু আমার ননদ পরের বাড়ির বউ অসুস্থ হয়ে বাড়ি এসেছে তার কত যত্ন করছে আমার শাশুড়ী। বলে তোর শাশুড়ী একটা জালিম এতো জ্বরেও ডাক্তার দেখায়নি 😅 অথচ আমারো ৭ দিন ধরে 103 জ্বর কাশি অথচ আমাকে ১৫ টাকার ১ টা নাপা কিনতে দেয়নি কিন্তু প্রতি মাসে আমার সামী বিদেশ থেকে ৩৫ হাজার টাকা দেশে পাঠায় আমার শাশুড়ীর কাছে। সারাদিন কাজ করি কারো কথার জবাব দিনা এরপরও না পায় ভালো খাবার না পায় ভালো কাপড়। বিয়ের ১ বছর হল এমন ভাবেই চলছে। বিয়ে করেই সামী বিদেশ চলে গেছে। তার কাছে বলেও লাভ নাই সে বলে আমিই খারাপ । আমি যদি তার মায়ের বিরুদ্ধে কিছু বলি তাহলে নাকি উনি আরেকটা বিয়ে করবে😭 আমি এখন কি করবো😭

জীবনের সত্য কাহীনি #সারমিন সুলতানা যুথি।
©Aroma & Afsanah

09/29/2024

Sanah Khan কে একটি ফানি ভিডিও দেখাচ্ছিলাম ,বউ ভিডিওতে নজর না দিয়ে বলে উনারতো সিরিয়াস স্কিন প্রব্লেম🤣 😭

09/28/2024

যেসব ছেলেরা নিজের বউকে ডাল ভাত আর অন্যে মেয়েকে পোলাও ভাবছে, তারা জানেনা তাদের বউকেও অন্যে ছেলেরা বিরিয়ানি ভাবছে 🤣

বিয়ের পর জানতে পারলাম শাশুড়ী তার ছেলেকে অনেক কষ্টে পাইছে 😭 আরআমাদের বউদের কি? আমাদের বউদের  মায়েরা তো আমাদের অনলাইনে অর্...
09/25/2024

বিয়ের পর জানতে পারলাম শাশুড়ী তার ছেলেকে অনেক কষ্টে পাইছে 😭 আর
আমাদের বউদের কি? আমাদের বউদের মায়েরা তো আমাদের অনলাইনে অর্ডার করে পেয়েছে। কথা কন ঠিক কি না?
শশুড়বাড়িতে বউদের কি কোনো দাম নেই? সারাদিন কাজ করি, সারাদিন সবার সব কথা মেনে চলি এরপরও নাকি সারাদিন কোনো কাজই করিনা😭

লেখিকাঃ ইভানা
©Aroma & Afsanah

09/23/2024

সুখের খবর আসার সাথে সাথে একটা দুঃখের খবর চলে আসে🥱

09/22/2024

মেকাপ লাগিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোমট করার মানে কি?🤔

09/22/2024

ছোট চুল মানে মেয়ে বড় লোক😎

মায়ের সামনে বউকে হাত খরচ দিচ্ছিলাম মা রেগে আমার বউয়ের হাত থেকে টাকা কেড়ে নিলো। মা বললো আদিক্ষেতা বউদের লাই দিয়া মাথায় তু...
09/21/2024

মায়ের সামনে বউকে হাত খরচ দিচ্ছিলাম মা রেগে আমার বউয়ের হাত থেকে টাকা কেড়ে নিলো। মা বললো আদিক্ষেতা বউদের লাই দিয়া মাথায় তুলছোস বউয়ের হাতে কিসের টাকা দেস? খাওয়াইতেছিস পড়ায়তেছিস আবার হাতে টাকাও দেতিসিস 😡 এই বউ দুইদিন পর তোর টাকা নিয়ে অন্য বেডার লগে যখন ভাগবো তখন বুঝবি বউদের লায় দেয়ার পরিনতি কি। আমি উল্টে মাকে প্রশ্ন করলামঃ মা ছোট বেলা থেকে তো তোমাকে দেখছি বাবার সব টাকা তুমি তোমার কাছে রাখো, দাদীতো বাবার টাকা রাখেনা। বাবা তোমাকে এতো সম্মান করে মূল্য দেয় তুমিকি বাবার টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগেছো? মা রেগে আমার দিকে তাকিয়ে থাকলো আর চিৎকার করতে করতে বলতে লাগলো বুঝবি বুঝবি একদিন বুঝবি বউ আপন নাকি মা৷

বউকে কেন কিছু টাকা হাত খরচ দিচ্ছিলাম জানেন? আমার বউ প্রেগন্যান্ট, আমি বাইরে যব করি সপ্তাহে ১ দিন বাড়ি আসি, সংসার চালানোর সব টাকা মা নিয়ে নেয়, বারতি টাকাও মা নিয়ে আমার বোনের সংসারে পাঠায় বোনের জামাই সরকারি চাকরি করে এরপরও মা বলে আমার মেয়েটার হাতে জামাই টাকা দেয়না, তুই কিছু টাকা দিস। মা তার মেয়ের হাতে টাকা দেয় ঠিকি কিন্তু আমার বউয়ের প্রেগ্ন্যাসির অবস্থায় কিছু খেতে মন চাইলে তা খেতে দেয়না। আমার সামনে আমার মা বলে আদিক্ষেতা এতো খেতে হবে কেন? আমরা বাচ্চা জন্মদি নাই? অথচ আমার বোন প্রেগন্যান্ট থাকা অবস্থায় ব্যাগ ভরে ফল এনে খাইয়েছে মা আমার টাকায় 😢
বউয়ের হাতে ১ হাজার টাকা এ জন্যই দিচ্ছিলাম যেন বউয়ের কিছু খেতে মন চাইলে খেতে পারে। আমার আরো বিবাহিত ২ ভাই আছেন ২ভাই ই আলাদা হয়ে গেছেন বাধ্যে হয়ে। কিন্তু সবাই মাকে টাকা দেয়, বাকি দায়িত্ব পালন করে কিন্তু এক পরিবারে থাকেনা৷ আমার ১ ভাবির বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিলো মায়ের এতো কাজ করানোর জন্য। (ডাক্তার বলেছিলেন এই সময় ভারি কাজ করায় বাবু নষ্ট হয়েছে) কিন্তু আমি পরিবারের ছোটো ছেলে বুঝতে পারছিনা কি করবো, আবার ভয়ও হচ্ছে যদি আমাদের বাচ্চাও নষ্ট হয়ে যায়।
বউকে বাবার বাড়ি পাঠাতে চাইলে মা ঝামেলা করে, মরে যাওয়ার কথা বলে।

বিয়ের পর থেকে আমার মা আমার বউকে অকারণে বাজে কথা বলে কখনো ভালো কথা বলতে শুনিনি, জানিনা কিসের শত্রুতা। আমরা পুরুষেরা ভীষণ অসহায় । জানি নিজের মা ভুল এরপরও নিরুপায়।
কি বলবো? কিভাবে প্রতিবাদ করবো? ৬মাস চলছে বউয়ের তবুও মা তাকে দিয়ে কাজ করায়, আমি বারণ করতে গেলেই ঝামেলা হয়😢 আর পারছিনা আমি। আমার বউ কোনো উওর দেয়না চুপ থাকে। আমি জানি দোষী আমার মা তবে আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, তাই মায়ের থেকে দূরে গিয়ে আলাদা বাঁচতে পারবোনা।
কি করবো আমি? পরামর্শ দিন দয়া করে

জীবনের সত্য ঘটনাঃ নিলয় আয়মান।
©Aroma & Afsanah

একজন মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা এবং অবহেলা দুটোই গুরুত্বপূর্ণ। সে যেমন তার স্বামীর ভালোবাসা পেলে সারা পৃথিবীর মানুষ...
09/20/2024

একজন মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা এবং অবহেলা দুটোই গুরুত্বপূর্ণ। সে যেমন তার স্বামীর ভালোবাসা পেলে সারা পৃথিবীর মানুষকে ভুলে থাকতে পারে,ঠিক তেমনি স্বামীর অবহেলার কারণে সে কঠিন পাথরেও পরিণত হতে পারে। আসলে নারী এমনই, নারীকে ভালোবেসে আগলে রাখলে সে যেমন জলের মতো সরল হয়ে যায়, তেমন প্রচন্ড আঘাত পেলে সে কঠিন পাথরে পরিণত হয়ে যায়।।
লেখিকাঃ পমি
©Aroma & Afsanah

স্বামীকে যতই আপন করে নাওনা কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয়না৷ সে কখনোই তার পরিবারের চেয়ে ...
09/17/2024

স্বামীকে যতই আপন করে নাওনা কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয়না৷ সে কখনোই তার পরিবারের চেয়ে তোমাকে বেশী ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী? আজীবন নিঃস্বার্থ ভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে! অথচ একজন স্বামী? তার স্ত্রী সঠিক হলেও স্ত্রীকে সঠিক বলতে পারেনা। কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান আর কেউ হতে পারেনা। তার পরিবার যতই ভুল হোক আর স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক,ঘুরে ফিরে স্ত্রীই খারাপ হবে। বাস্তবতা
#লেখিকাঃ সিনথিয়া রেহমান প্রিয়া।
আমার জীবনের আরো ঘটনা এই পেজে লিখা পাবেন।

09/17/2024

সবচেয়ে অসুখী পুরুষ তারা- যারা সবার সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে নিজের স্ত্রীর সাথেই সম্পর্ক নষ্ট করে ফেলে।

ভালোবাসার মানুষটির হাতে মার খাওয়ার চেয়ে ভয়ংকর বিষয় দুনিয়ায় আর ২য়টা হতে পারেনা৷ সেটাও ৩য় ব্যক্তির জন্য। যে মানুষটাকে আপনি...
09/17/2024

ভালোবাসার মানুষটির হাতে মার খাওয়ার চেয়ে ভয়ংকর বিষয় দুনিয়ায় আর ২য়টা হতে পারেনা৷ সেটাও ৩য় ব্যক্তির জন্য। যে মানুষটাকে আপনি পাগলের মত ভালোবাসলেন, জীবনে সাপোর্ট দিয়ে পাশে থেকে তার সপ্ন পূর্ণ করতে সহয়তা করলেন, যে মানুষটাকে ছাড়া আপনি কিছু বোঝেননা সে মানুষটা যখন আপনার গায়ে হাত তুলবে একবার নয় শতবার বছরের পর বছর তখন হঠাৎই আপনি নিরব হয়ে যাবেন। ঘুমহীন হয়ে যাবেন, একা হয়ে যাবেন, কোনো কথা বলতে ইচ্ছে করবেনা, কারো সাথেনা৷ সেই ভালোবাসার মানুষটির সাথেওনা। মার খেতে খেতে আপনার মনে এমন একটি ভয় তৈরী হবে যা আপনাকে মানষিক রোগী বানিয়ে দেবে। ভালোবাসার মানুষটির ভালোবাসার ছোঁয়াও যেন আপনার কাছে আঘাত লাগবে। আপনি প্রতিনিয়ত যেন একাএকা চুপচাপ চোখের পানি ঝড়িয়ে নিজের মৃত্যু কামনা করতে ব্যস্ত থাকবেন।

লেখিকাঃ সিনথিয়া রেহমান প্রিয়া।
©Aroma & Afsanah

ঘুমের মধ্যেও শান্তি পায়না😢মাঝে মাঝে মনে হয় যদি আমি আমার হাজবেন্ডকে দুনিয়ায় একা রেখে মরে যেতে পারতাম কতইনা ভালো হতো 😢 এরপ...
09/15/2024

ঘুমের মধ্যেও শান্তি পায়না😢মাঝে মাঝে মনে হয় যদি আমি আমার হাজবেন্ডকে দুনিয়ায় একা রেখে মরে যেতে পারতাম কতইনা ভালো হতো 😢 এরপর আবার ভাবি আমি মরলে তার কি হবে? কয়েকমাসেই হয়তো সব ভুলে নিজেকে গুছিয়ে নেবে🙂কারো জন্য তো কারো জীবন থেমে থাকেনা। আমি তোমায় ছেড়েতো মুভ অন করতে পারবোনা, বাঁচতেও পারবোনা তাই মৃত্যুর কথায় মনে হয়। বিয়ের ৩ বছরে আমার স্বামী আমাকে কোনো কারণে কখনো মারেনি কিন্তু সত্য কথা বলায় সে আমাকে অমানুষের মত মারে, পুরো শরীর ব্যাথা হয়ে যায়, মুখ চেপে ধরে মারার জন্য মুখের ভেতরে কেটে র**ক্তে ভরে যায়। আমার সত্য কথা যেন না শুনতে হয় তাই সে আমার থুটনি আর গাল জোরে চেপে ধরে মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে জিহবা পর্যন্ত সে তার আঙুল নিয়ে যায় যেন আমি সত্য কথা গুলো না বলি। আমাকে মারার সময় তার মাথা ঠিক থাকেনা কিন্তু মারার পর সব ভুলে যায় যে- সে কত নির্মম ভাবে আমাকে মারে। একবার না ৩ বছরে বহুবার মার খেয়েছি শুধু সত্য কথা বলার অপরাধে 😢 কেন মারে শুনবেন? আমার স্বামী
চিটাগং যব করে আমিও তার সাথেই থাকি বিয়ের পর থেকে। ভালোবাসার বিয়ে আমাদের। বিয়ের পর থেকে আমার শাশুড়ী সহ শশুড়বাড়ির সবার মনে হয় যে আমি নাকি তার ছেলেকে তাদের থেকে আলাদা করেছি বদলে দিয়েছি। কিন্তু এমনটা কিছুইনা। তাদের ছেলে কাজের চাপ আর সংসারের দায়িত্বে বদলে গেছে। যা বিয়ের পর প্রতিটি পুরুষ মহিলা হয়। তাদের ছেলে তার সামর্থ্য অনুযায়ী সবসময় তাদের টাকা দেয় তারা এতেও সন্তুষ্ট না। সে তার সামর্থ্য অনুযায়ী টাকা দেয় আমি বারণ করিনি,
এটা তার দায়িত্ব করুক এতে আমার যায় আসেনা। তবে তার পরিবার মনে করে আমি টাকা দিতে দেয়না। যা সম্পূর্ণ মিথ্যা কারণ আমার হাজবেন্ডের ইনকাম মাসে ১৫ হাজার যা বাড়িভাড়া, সব খরচেই হিমসিম খেতে হয়।
আমাদের বিয়ে তারা কেউ মেনে নেয়নি কারণ তারা নিজের মুখে বলেছে তাদের আশা ছিলো মেয়ের বাবার বাড়ি গাড়ি। যা আমার বাবার নেই।

কিন্তু বিশ্বাস করুন আল্লাহ সাক্ষী, দূরে থাকার জন্য কখনো তেমন শাশুড়ীর সাথে কথাও হয়না। ভালো আছি, ভালো আছেন এটুকুই শেষ। আমার শাশুড়ী এবং শশুড় বাড়ির লোক যখনই আমার সাথে ফোনে কথা বলে তখনই তারা আমাকে বিভিন্ন ভাবে খোঁচা দেয় এবং সামনা সামনি হলে বাইরের ঘর ভর্তি মানুষের সামনে আমাকে নানান কথা বলে অপমান করে। আমি প্রতিবাদ করিনি। তার মনে যদি কোনো কথা থাকে তবে সে একা রুমে বা তার ছেলের সামনেও আমাকে বলতে পারে কিন্তু সে তা না করে বাইরের লোকের সামনেই আমাকে অপমান করবে খোঁচাবে। কিন্তু আমার হাজবেন্ডের সামনে বেশির ভাগ শাশুড়ী এমন আচরণ করে যেন আমি মধু।

আমার স্বামী আমার অপমান, খোঁচানো কথা নিজ কানে শোনে, তার আড়ালে তার মা আমাকে কোনো খোঁচানো খারাপ কথা বললে আমি তার মাকে কোনো জবাব না দিয়ে ১% মিথ্যা বানিয়ে না বলে তার মা + পরিবার আমাকে যা যা বলেছে তা আমি আমার স্বামীকে বললে স্বামী আমাকে বলে দোষ আমার! আমার মনে বিষ, তার মা পরিবার -গ্রামের মানুষ তারা সিরিয়াস হয়ে কিছু বলেনা, তারা বোঝেনা, তারা খুব সরল মনের, তারা যা বলে আমাকে এগুলো কিছু মনে করে বলেনা কথার কথা বলে🙂
আমার শাশুড়ীর সাথে আমি যখনই ফোনে কথা বলবো উনি কোনোনা কোনো খোচা দিবেই। কিন্তু আমার স্বামীর কাছে এগুলো নর্মাল কথা, ইয়ার্কি, কথার কথা। এগুলো কষ্টে যখনই আমি আমার স্বামীকে বলি যে তুমি আমার সত্যি কথার জন্য আমাকে মারো তখন সে আমায় মারের পরিমাণ আরো বাড়িয়ে দেয়।
তার কথা অনুযায়ী তার মা তার পরিবারের কেউ মন থেকে খারাপ কথা বলেনা ইচ্ছে করে বলেনা এগুলো তাদের গ্রামের মজা এবং কথার কথা আমি নাকি ভুল বুঝি🙂
আমার শাশুড়ী বুড়ো খুনখুনে না। যথেষ্ট ইয়াং। নিজের মেয়ের বাড়িতে এখনো নিজে মাতব্বরি করে কিন্তু ছেলের বউদের বেলায় উনি বয়স্ক 🙂
আমিতো তার হাঁটুর বয়সের চেয়েও কম বয়সী আমি কোথাও কোনো কথা বললে বুঝে বলি কিন্তু সে বোঝেনা। আমার ননদ, ভাসুর, দেবর, শশুর সবাই অবুঝ কেউ বুঝে বলেনা। সত্য কথা বলে বহু মার খেয়েছি জীবনে। তাই ডিসিশন নিয়েছি তার পরিবারের কারো সাথে আর কথা বলবোনা ১ সেকেন্ডের জন্যওনা। কারণ দূরে থাকার পরও তারা যখনই কথা বলবে খোঁচা আমাকে মারবেই। আর অপরাধ না করে কারো খোঁচা শোনা যায় বলুনতো? কখনো তাদের কোনো খোঁচার উওর দিনাই। কিন্তু আমিকি আমার ভালোবাসার মানুষটিকেও শেয়ার করবোনা আমার কষ্ট টা? তার মা যতই হোক বিনা দোষে কেন সে খোঁচা দেবে?

জীবনে অনেক মার খেয়েছি যা বলার মতনা।
শুধু তার মা, তার পরিবার আমাকে কি কি বলেছে সব সত্য কথা বলার অপরাধে।
মার খেতে খেতে আমি অজ্ঞান হয়ে যায় কতক্ষণ পর জ্ঞান ফেরে। আমার স্বামী সব দিক দিয়ে ভালো, আমিতো সবসময় বলি সে আমার ফেরেস্তা কিন্তু তার মা পরিবার কি কি খারাপ কথা বলে আমায় সেগুলো তার সাথে শেয়ার করলেই অমানুষের মত মারে।

আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসি, তাই তাকে ডিভোর্স দিয়ে আমি বাঁচতে পারবোনা।
সে তার মা এবং পরিবারের বিষয় ছাড়া সবদিকে ভালো তাই যেহেতু সমস্যা হল আমার শশুড় বাড়ির লোকদের সাথে কথা বললেই তারা নানা ভাবে আমায় খোঁচায় অপমান করে তাই তাদের সাথে আর কখনো কথা না বলায় আমার জন্য এবং আমাদের সম্পর্কের জন্য ভালো হবে।
এরপর আমার স্বামীর যা ইচ্ছে ডিসিশন নিক আমার যায় আসেনা। কারণ তাকে ছাড়া আমার বাঁচা সম্ভবনা। আমি আল্লাহর রহমতে শিক্ষিত সুন্দরী, নিজের কর্ম আছে ইনকাম করি, সব রকম সাকসেস অর্জন করার ক্ষমতা আমার আছে কিন্তু এরপরও আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবোনা কেন জানেন? কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি। যা আল্লাহ ছাড়া কেউ জানেনা।
জীবন কাহিনীঃ সিনথিয়া রেহমান প্রিয়া।
©Aroma & Afsanah

Address

New York, NY
10016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aroma & Afsanah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aroma & Afsanah:

Videos

Share

Category