Mymensingh to America

Mymensingh to America Religion,traveling,song,food etc
(3)

01/29/2025

রক্তের সম্পর্কের মানুষ গুলো,
যেমন এই ধরেন- নিজের সন্তান, বাবা-মা আর ভাই-বোন ছাড়া বাকি যারা আছে তারা সবাই শো-পিস!
এই ধরেন তারা - শোকেসে যেমন আমরা শো-পিস হিসাবে রাখি ঠিক তেমন!
অস্তিত্ব আছে কিন্তু কোন ভুমিকা নেই!
শো-পিস হিসাবে আছে চোখের সামনে শুধু এইটুকুই!

আর রক্তের মানুষরা হলো শোকেসে রাখা থালাবাসন আর হাড়িপাতিল! তাদের ভুমিকা অনেক। ঝনঝন শব্দও হয়! ভেংগেও যায় আবার ব্যবহারও হচ্ছে মুটামুটি! ভালো-মন্দ সব ভুমিকাই আছে!

01/17/2025

বায়তুল্লাহকে মানে কাবাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়া ছগীড়া গুনাহ কিন্তু কোনো মুসলমানকে খারাপ ভাবে গালি দেয়া কবীরা গুনাহ অথচ আমরা অনেকেই এই কাজটা করি।আল্লাহর কাছে একজন মুসলিম পুরো পৃথিবীর থেকেও দামী।

01/16/2025

“আলহামদুলিল্লাহ” এই কথাটার থেকে বড় দোয়া আর কিছু হতে পারে না কারন আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরো দেবো।আল্লাহর অবারিত নেয়ামত পেতে চাইলে মন থেকে বার বার বলুন আল্হামদুলিল্লাহ ইয়া রাব্বি।

ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান ঈবরাহীমহে আগুন তুমি ইবরাহীমের উপর শীতল,শান্ত ও নিরাপদ হয়ে যাওহে আল্লাহ তুমি আগুনকে আজকে...
01/10/2025

ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান ঈবরাহীম
হে আগুন তুমি ইবরাহীমের উপর শীতল,শান্ত ও নিরাপদ হয়ে যাও
হে আল্লাহ তুমি আগুনকে আজকে ক্যালিফোর্নিয়ার উপর শীতল করে দাও।

01/03/2025

🍂Assalamu alaikum 🍂🍃আজকে বছরের প্রথম জুম্মা,💝আলহামদুলিল্লাহ 💞
সবাইকে জুম্মা মোবারক🤲🕋🕌 2025

12/31/2024

Happy new year everyone

12/29/2024

“ফলবতী বৃক্ষ নত হয়,নত হয় গুনীজন,নত হয়না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা।”

12/27/2024

ভালো মানুষের সবসময় কঠিন অতীত থাকে!!পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী।হোক সেটা তীব্র প্রেম কিংবা ঘৃণা;অথবা অপেক্ষা যা কিছুই হোক না কেন মানুষ একদিন ঠিকই মানিয়ে নিবে, নয় মেনে নিবে।জীবন থেমে থাকবে না;কখনোই না, কারো জন্যই না।

12/25/2024
12/15/2024

যখন দুনিয়া নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে মিশি, তখন এই দুনিয়ার ক্ষমতা, টাকা, যোগ্যতা, ক্যারিয়ার ইত্যাদির অভাব বুঝি।
আর যখন আখিরাত নিয়ে মগ্ন থাকা মানুষদের সাথে যখন মিশি, তখন ঈমান, আমল, ইলম, তাকওয়ার অভাব বুঝি!
কত আজব! একই দুনিয়ায় কত জগৎ! আহ... আল্লাহ আমাদেরকে 'সিরাতাল মুস্তাকিম' এর পথের পথিক করে দিন। আ-মিন ইয়া রব্বুল আ'লামিন।
"আর দুনিয়ার জীবন তো ধোঁকায় সামগ্রী ছাড়া কিছুই নয়!" [সুরা হাদীদ, আয়াত ২০]

পরিচিত অথবা জানা শোনা কারো আকষ্মিক মৃত্যুতে আমরা শুধু কয়দিন হা হুতাশ করি, মনে কষ্ট পাই কিন্তু এই একই ঘটনা যে কোন সময় আমার সাথে হতে পারে এটা আমরা কয়জন মনে করে নিজেকে শুধরানোর চেষ্ঠা করি।মৃত্যুর পর নিজের আমল , দান সদকা আর নেক সন্তানের দুয়া ছাড়া দুনিয়ার কোন কিছুই যাবে না সাথে , কিছুই না। দুইদিন পরেই আমরা সব ভুলে আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব।আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান, হেদায়েত দিন এবং ঈমান আমল নিয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন মরতে পারি।আমিন॥

12/13/2024

'বলে দাও, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে, তাদের পরিণাম কী হয়েছিল?’

— (সুরা : আনআম, আয়াত : ১১)

ছবিটি দেখতে দিন বা সন্ধাবেলা মনে হলেও এখন রাত ১০:৩০ টা বাজে।বাচ্চার অসুস্থতা নিয়ে ভয়ংকর দিন পার করছি।সবার কাছে দোয়া চাই।...
12/11/2024

ছবিটি দেখতে দিন বা সন্ধাবেলা মনে হলেও এখন রাত ১০:৩০ টা বাজে।বাচ্চার অসুস্থতা নিয়ে ভয়ংকর দিন পার করছি।সবার কাছে দোয়া চাই।আমেরিকায় বাচ্চাদের অনেক বড় ইনফেকশন- কোথাও কেটে গেলে বা নরমাল সর্দি,কাশি,জ্বর হলেও কোন রকম ঔষধ দেয়না ,এন্টিবায়োটিক দিবে দূরের কথা।ডক্টরা শুধু খেয়াল রাখতে বলে বাচ্চা যেন ডিহায়ড্র‍েট না হয়।যার কারনে বাচ্চার সাথে মা-বাবাদেরও লম্বা সময় সাফার করতে হয়।

-আল্লাহর দুনিয়ায় এরকম অনেকেই আছেন, টিটকারি বা তিরস্কারের কোন প্রতিউত্তর তারা দিতে পারেন না। খোঁচার জবাবে খোঁচা দিতে পারল...
12/09/2024

-আল্লাহর দুনিয়ায় এরকম অনেকেই আছেন, টিটকারি বা তিরস্কারের কোন প্রতিউত্তর তারা দিতে পারেন না। খোঁচার জবাবে খোঁচা দিতে পারলে, মানসিক ভাবে একটা শান্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে উচিত জবাব দেয়ার যোগ্যতাই দেন নি। এ মানুষগুলো নীরবেই চোখের পানি ফেলে, অপমানের কষ্ট চাপা দিতে দিতে অসুস্থ হয়ে যায়।

কুরআনের এই দুই আয়াত হতে পারে তাদের জন্য একই সাথে সান্তনা এবং সমাধান। আল্লাহর রাসুলকে উদ্দেশ্য করে নাযিল হয়েছিল এই আয়াতগুলো -

"আমি জানি, মানুষ যা বলে তা শুনে আপনার অন্তরটা দুমড়ে মুচড়ে যায়। আপনি আপনার রবের তাসবিহ পড়তে থাকুন, সিজদাকারিদের অন্তর্ভুক্ত হয়ে যান।"- আয়াত ৯৭,৯৮ সুরা হিজর

তিনি আল্লাহ যখন জানেন, আপনার সাথে কী হচ্ছে, তাহলে আর কিসের ভয়। তিনি যখন বলছেন, সব কিছু সম্পর্কেই তিনি অবগত, আপনার আর কিসের দুঃখ। তার সামনে সেজদায়ে পড়ে থাকা - আপনাকে এনে দিবে এক অনাবিল প্রশান্তি। জালিমদের বিচারের দায়ভার তার উপরই ছেড়ে দিন।

প্রতিশোধ আপনি নিলে, আর কতটুকুই বা নিবেন। তিনি যদি শাস্তি দেন, নিশ্চয়ই তার আযাব অত্যন্ত কঠোর।

12/09/2024

Syria is free! Allahu Akbar. 🇸🇾

ফেসবুক মিলেমিশে থাকার যায়গা, সবাই একটা করে কমেন্ট করে যায়-আশা করি সবাই আরো সপোর্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ। 🎉 Just co...
12/06/2024

ফেসবুক মিলেমিশে থাকার যায়গা, সবাই একটা করে কমেন্ট করে যায়-আশা করি সবাই আরো সপোর্ট করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ। 🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হক রয়েছে। এর মধ্যে একটি হলো- কোনো...
12/05/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ৬টি হক রয়েছে। এর মধ্যে একটি হলো- কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন তার সেবা করা।' (মুসলিম)
আবার রোগীর সেবা ও রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত, সওয়াব ও বিশেষ মর্যাদা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি। তা হলো-
১. হজরত ছাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, তখন সে ফিরে আসা (যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ) পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে।’ (মুসলিম, মিশকাত)
অন্য বর্ণনায় এসেছে, ‘খুরফাতুল জান্নাত’ কী? তিনি বললেন, ‘এটা হচ্ছে জান্নাতের কুড়ানো ফল।’ (মুসলিম)
২. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় অথবা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যায় তখন একজন ফেরেশতা উচ্চস্বরে আকাশ থেকে ঘোষণা করে বলেন- তুমি ভালো থাক, তোমার চলাফেরা ভালো ছিল, তুমি বেহেশতে ঠিকানা করে নিয়েছ।' (তিরমিজি)
৩. অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া প্রিয় নবির নির্দেশ ও আদর্শ। তিনি নিজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন এবং দেখতে যাওয়ার জন্য বলতেন। কারণ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সে প্রশান্তি পায়, দুশ্চিন্তামুক্ত হয়। মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করে। হাদিসে এসেছে-
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন- ‘তোমরা অসুস্থদের দেখতে যাও এবং আবার কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করো; কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেবে।’ (মুসনাদে আহমদ)
৪. কোনো রোগীকে দেখতে গেলে গুনাহ মাফ হয়। রোগীকে দেখতে গেলে বা সেবাযত্ন করলে ফেরেশতার তার জন্য দোয়া করতে থাকেন। হাদিসে এসেছে-
হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শোনেছি, যে ব্যক্তি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তার জন্য ৭০ হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর যে সন্ধ্যায় রোগী দেখতে যায়, তার জন্য সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা দোয়া করতে থাকে। আর জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি হয়।’ (তিরমিজি)
সুতরাং মুমিন মুসলমানের উচিত, কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুযায়ী রোগীর সেবা করা। রোগীকে দেখতে যাওয়া। রোগীকে দেখে নিজের পরকালের মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া। হাদিসে ঘোষিত ফজিলত, সওয়াব ও মর্যাদা অর্জনের চেষ্টা করা।

মানুষ মানুষকে হার্ট করে। আপন মানুষ,  অল্প পরিচিত মানুষ, জেলাসি থেকে অকারণে দূর থেকে চেনা মানুষ। অথচ সবার লাইফ এক রকম। হা...
12/03/2024

মানুষ মানুষকে হার্ট করে। আপন মানুষ, অল্প পরিচিত মানুষ, জেলাসি থেকে অকারণে দূর থেকে চেনা মানুষ। অথচ সবার লাইফ এক রকম। হাসি কান্নার কারণগুলো একই। একটু ছাড় দিলেই হয়, নিজে।উদার হলেই হয়। আমি দোয়া করি, শুধু মানুষ না, দুনিয়ার কোনো প্রাণ যার বোধশক্তি আছে তার কোনো দুঃখ না থাক৷ আমার মাধ্যমে তো অবশ্যই না!

Address

Jamaica, Hillside
New York, NY
11432

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh to America posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh to America:

Videos

Share