Umme Jannat Ratna

Umme Jannat Ratna সত্য তুলে ধরাই মূল লক্ষ,,,

01/11/2025
আল্লাহ ছাড় দেয় ,কিন্ত ছেড়ে দেয় না!ভাবা যায়! ক‍্যালিফোর্নিয়াতে ১ মিলিয়ন ডলারের  নিচে কোন বাড়ি পাওয়াই দুষ্কর  ,অথচ এখন সে...
01/10/2025

আল্লাহ ছাড় দেয় ,কিন্ত ছেড়ে দেয় না!

ভাবা যায়! ক‍্যালিফোর্নিয়াতে ১ মিলিয়ন ডলারের নিচে কোন বাড়ি পাওয়াই দুষ্কর ,
অথচ এখন সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে দাবানলে।
এই দাবানলে শুধু বাড়িই পুড়ছে না পুড়ছে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন ,মায়া,ভালবাসা ,ও অমলিন স্মৃতি।

শুধু তাই নয় ,
দাবানলের ধোয়া এত তীব্র যে অনেক মাইল পর্যন্ত নিঃশ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস পর্যন্ত থাকে না, তাই একটু নিঃশ্বাস নেওয়ার ও বেচে থাকার আশায় তাদের রাজপ্রাসাদ ফেলে রেখে চলে যাচ্ছে।

লক্ষ লক্ষ মানুষ আজ হোমলেস যারা দুই দিন আগে ও মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ির মালিক ছিল ,অথচ আল্লাহ চাইলে কি না করতে পারেন বলেন?
তবুও আমাদের শিক্ষা হয় না ,তবু ও আমরা আমাদের ছোট্ট জীবনের সামান্য ভোগ বিলাসিতার জন্য পাগলের মতো দৌড়াতে থাকি ,আমরা ক্লান্ত হয় না ,কিন্ত যে রব চাইলে সব দিতে পারেন আবার সব নিতেও পারেন সেই রবকে পাওয়ার জন্য আমরা দৌড়ায় না ,
আমরা চিন্তা করি ,
কি হবে এত ভেবে? দুইদিনের দুনিয়া একটু আমোদ ফূর্তি করে নেই কিন্তু আমরা ভুলে যায় ---
আল্লাহ ছাড় দেয় কিন্ত ছেড়ে দেয় না।

# plz pray for California.

উম্মে জান্নাত।


01/07/2025

পরনিন্দা বা পরচর্চাকারি ব্যাক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না

এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল।টমাস এডিসন।
01/05/2025

এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল।

টমাস এডিসন।

ফেসবুকে ঢুকলেই মনে হচ্ছে আমি আমি আমার ফেইসবুক আইডি চালাচ্ছি না tahsan এর আইডি চালাচ্ছি , যাইহোক Tahsan & Roza Ahmed Cong...
01/05/2025

ফেসবুকে ঢুকলেই মনে হচ্ছে আমি আমি আমার ফেইসবুক আইডি চালাচ্ছি না tahsan এর আইডি চালাচ্ছি , যাইহোক

Tahsan & Roza Ahmed Congratulations For New Journey, best wishes ❤️
নতুন বছরে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

অফ সিজনে আমমাখা।
01/04/2025

অফ সিজনে আমমাখা।

আমেরিকার আকাশে কত শত বছর পরে তাহার দেখা পেলাম।
12/31/2024

আমেরিকার আকাশে কত শত বছর পরে তাহার দেখা পেলাম।


ভালোবাসা হল সুস্থ থাকার উপায়। ভালোবাসা হলো শক্তি। ভালোবাসা হল সবকিছু বদলে দেওয়ার জাদু। ভালোবাসা হল স্বর্গীয় সুখ দেখার...
12/30/2024

ভালোবাসা হল সুস্থ থাকার উপায়। ভালোবাসা হলো শক্তি। ভালোবাসা হল সবকিছু বদলে দেওয়ার জাদু। ভালোবাসা হল স্বর্গীয় সুখ দেখার আয়না।।। এসো আবারো ভালোবাসায় নিমগ্ন হই এসো ,ভালোবাসায় এই পৃথিবীর সমস্ত ধূলিকণাকে চকচকে সোনায় রূপান্তর করি।

মাওলানা রুমি

আমরা কেউই আসলে কারও মতো না। আমাদের আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে , তাই এমনটা ভাবা একদমই উচিত নই সে কেন আমার মত নই, সে কেনো ...
12/28/2024

আমরা কেউই আসলে কারও মতো না। আমাদের আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে , তাই এমনটা ভাবা একদমই উচিত নই সে কেন আমার মত নই, সে কেনো আমার মতো ভাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটা মানুষের ভালোলাগা- খারাপলাগা ,এবং প্রত্যেকেরই চিন্তা ভাবনা, জীবনবোধ স্বতন্ত্র। তবুও আমরা চাই কেউ আমাদেরকে আমাদের মতোই করে বুঝক, তাদের কাছে আমরা সহজ হতে চাই, নিজেকে তাদের জন্য কমফোর্ট জোন হিসাবে গড়ে তুলতে চাই। তার ব্যক্তিসত্তাকে আগলে রাখতে চাই, নিশ্চয়ই সেটা একনায়কতন্ত্র আধিপত্য প্রতিস্থাপন করে নয়। সেটা সাচ্ছন্দ্যে, শৌখিনতায়, গুরুত্বে, যত্নে।

ঢাকার ৩০০ ফিটের চাপটি যখন আমেরিকায় আমার রান্না ঘরে।দেশের স্বাদ বিদেশে।
12/26/2024

ঢাকার ৩০০ ফিটের চাপটি যখন আমেরিকায় আমার রান্না ঘরে।
দেশের স্বাদ বিদেশে।

আপনি যখন মহান আল্লাহর উপর ভরসা রাখবেন ,তখন অনেক অসম্ভব বিষয়কে ও তিনি সহজ করে দেন।
12/24/2024

আপনি যখন মহান আল্লাহর উপর ভরসা রাখবেন ,তখন অনেক অসম্ভব বিষয়কে ও তিনি সহজ করে দেন।

শুভ সকাল সবাইকে
12/21/2024

শুভ সকাল সবাইকে

সাইকোলজি বলে,১। যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখাতে পারেনা। সে আসলে সবই ...
12/20/2024

সাইকোলজি বলে,
১। যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখাতে পারেনা। সে আসলে সবই খুবই একা ফিল করে।
২। যদি কোন মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখি একজন।
৩। যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে।
৪। যদি কোন মানুষ কাদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে দুর্বল।
৫। যদি কোন মানুষ খাওয়ার সময় সভ্য ভাবে না খায় তবে সে খুব চিন্তিত।
৬। যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ।
৭। যদি কোন মানুষ সমান্যা ব্যাপারেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন।
*** মানুষকে বুঝতে চেষ্টা করো***

অনুবাদ : Shuvro Jaman

চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ,মনের গভীরের বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প যা আমরা প্রকাশ করে বোঝাতে ব্যর্থ ।
12/19/2024

চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ,মনের গভীরের বেদনা কিংবা অজস্র অপ্রকাশিত গল্প যা আমরা প্রকাশ করে বোঝাতে ব্যর্থ ।

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
12/17/2024

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

🍁🍁🍁
12/15/2024

🍁🍁🍁

colourful
12/08/2024

colourful

আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল কারিম,আমার মেয়ের প্রথম মসজিদে যাওয়া,দোয়া করবেন সবাই,
12/07/2024

আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহিল কারিম,
আমার মেয়ের প্রথম মসজিদে যাওয়া,দোয়া করবেন সবাই,

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Jannat Ratna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share