MCTV US

MCTV US We work for community development
(1)

01/26/2025

Restream helps you multistream & reach your audience, wherever they are.

যুক্তরাষ্ট্রের মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস পরিচালিত মসজিদ নামিরাহ্-এ গত ২৪ জানুয়ারি ২০২৫, বাদ মাগরিব, একটি বিশেষ আলোচন...
01/26/2025

যুক্তরাষ্ট্রের মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস পরিচালিত মসজিদ নামিরাহ্-এ গত ২৪ জানুয়ারি ২০২৫, বাদ মাগরিব, একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘মেরাজের তাৎপর্য ও শিক্ষা’। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টারের খতিব এবং সিনিয়র শিক্ষক, কুরআন একাডেমি ফর ইয়ং স্কলার, আবু সামিহাহ সিরাজুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের ইমাম ও খতিব, মুহাম্মদ অলিউর রহমান সিরাজী।

প্রধান আলোচক আবু সামিহাহ সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে মেরাজের তাৎপর্য তুলে ধরে বলেন, “মেরাজ আমাদের জন্য আল্লাহর অনুগ্রহের এক নিদর্শন। এই রাতের বিশেষ বার্তা হলো—ইবাদত, তাকওয়া ও সৃষ্টিকর্তার প্রতি গভীর আস্থা স্থাপন। মেরাজের মাধ্যমে নামাজের বিধান প্রবর্তিত হয়, যা মুসলিম জীবনের অন্যতম স্তম্ভ। নামাজ কেবল ইবাদত নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি বিশেষ মাধ্যম।” বিশেষ বক্তা মুহাম্মদ অলিউর রহমান সিরাজী বলেন, “মেরাজ কেবল অলৌকিক ঘটনা নয়; এটি আমাদের জন্য অনেক শিক্ষার উৎস। রাসুল (সা.)-এর এই সফর আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সংকীর্ণ গণ্ডি পেরিয়ে আধ্যাত্মিক উন্নতি অর্জনই হলো মানবজীবনের লক্ষ্য।”

01/22/2025
01/21/2025

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার অভিষেক ভাষণে বলেছেন, ‘দেশে এক স্বর্ণযুগ শুরু হত...
01/21/2025

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার অভিষেক ভাষণে বলেছেন, ‘দেশে এক স্বর্ণযুগ শুরু হতে যাচ্ছে। এখনই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজকে থেকে আমাদের দেশ বিকশিত হবে এবং সারা বিশ্বে আবার সম্মানিত হবে।

অপেরা গায়ক ক্রিস্টোফার ম্যাকিও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ পরিবেশন করেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প পুরো সময় স্যালুট প্রদর্শন করেন। এরপর প্রেসিডেন্ট ক্যাপিটল রোটান্ডা ত্যাগ করেন, যার মাধ্যমে স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে তার শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয়।

এর আগে শপথ নেওয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের আসন্ন মেয়াদে আশীর্বাদ কামনা করে প্রার্থনা করা হয়।

I got 16 reactions and 1 reply on my recent top post! Thank you all for your continued support. I could not have done it...
01/14/2025

I got 16 reactions and 1 reply on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

01/10/2025

আকবর হায়দার কিরন একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি দীর্ঘ সময় কাজ করেছেন ভয়েস অব আমেরিকায়। তাঁর গ্রন্থনায় ও উপস্থাপনায় জীবনের গল্প।
আজকের অতিথি
কাজী শামসুল হক
সম্পাদক এখন সময়
এবং
এমসি টিভি ইউএসএ এর কর্ণধার।

12/30/2024

ইউরোপীয় ইউনিয়নের ভাণ্ডার থেকে ৫০ টন স্বাস্থ্য সামগ্রী পৌঁছেছে তুরস্কে; এখান থেকে সিরিয়াতে পাঠানো হবে। এই ত্রাণ সামগ্রী ট্রাকে করে পরিবহন করা হবে এবং পার্শ্ববর্তী হাতায় প্রদেশে তুরস্কের সীমান্ত ক্রসিং হয়ে এগুলি সিরিয়াতে পৌঁছবে।

সামগ্রীগুলির মধ্যে রয়েছে মূলত যন্ত্রণা ও অস্ত্রোপচারের সরঞ্জাম; দীর্ঘ ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার নিপীড়িতদের চিকিৎসা করতে এগুলি সক্ষম করে তুলবে চিকিৎসকদের।

12/30/2024

পেরুর আন্দেজ প্রদেশে আদিবাসী সম্প্রদায় বার্ষিক তাকানাকু উৎসবে মুষ্টিযুদ্ধে মেতে উঠেছে। এই উৎসব দুই দিন ধরে চলে এবং এটি ক্রিসমাসের দিন শুরু হয়। বুধবার, ২৫ ডিসেম্বর। প্রতি বছর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মুষ্টিযুদ্ধের মাধ্যমে পারস্পরিক বিবাদ ও অভিযোগ মিটিয়ে নেওয়া হয়। নতুন বছরের ঠিক আগেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর নারী ও শিশুসহ জনগোষ্ঠীর লোকেরা একজনের বিপরীতে আরেকজন কিক-বক্সিং-এর কায়দায় ঘুষি ছুড়েছেন। স্থানীয় কেচুয়া ভাষায় ‘তাকানাকু’ শব্দের অর্থ হল, “একে অপরকে আঘাত করা।” পারস্পরিক দ্বন্দ্ব ও বিবাদ মেটাতে ও সম্পর্ক মজবুত করতে তাকানাকু উৎসব উদযাপন করা হয়।

12/30/2024

সলিমুল্লাহ খান বলেন, ‘ঐক্যে ফাটল না হলেও আঁচড় লাগছে। সংস্কারের প্রশ্নে সম্ভবত এখনো ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। সংস্কার নিয়ে সবাই যে একমত হবেন, এমন কোনো কর্মসূচিও নেই। তাই আমরা বলি, কমপক্ষে কতটুকু সংস্কার না হলে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন। দুটো বিষয়ে আমাদের একমত হওয়া দরকার। সংস্কারের ক্ষেত্রটা দোতলা একটা ঘর হিসেবে দেখি, ওপরের তলায় দুটো কক্ষ আছে—রাষ্ট্র ও জাতীয় সমাজ। যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি, নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে। তাঁরা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরোনো সংবিধান পরিবর্তন করবেন। সেটা আমাদের ঐকমত্যের সাপেক্ষে হবে।’ তিনি বলেন, দ্বিতীয়টা হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে...স্কুল–কলেজ, জাতীয় ধর্মীয় সংস্থা, ট্রেড ইউনিয়ন, ব্যবসায়ী সমিতিসহ সব রকমের প্রতিষ্ঠানকে বলা যায় দ্বিতীয় কক্ষ।

12/30/2024

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য শুরু হয়েছে শনিবার; দিল্লির রাস্তা দিয়ে অন্ত্যেষ্টিযাত্রা করা হয়েছে। শনিবার, ২৮ ডিসেম্বর।

সিং-কে শ্রদ্ধা জানাতে ভারতের প্রশাসন সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির স্থপতি হিসেবে তিনি বহুল সমাদৃত। ভারতে দীর্ঘতম সময়কাল ধরে যে সকল প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন সিং তাদের অন্যতম। তিনি ১০ বছর সে দেশের প্রধানমন্ত্রী এবং সংসদের উচ্চকক্ষে কংগ্রেস দলের নেতা ছিলেন।

Address

7226 Roosevelt Avenue , Suite #201
New York, NY
11372

Telephone

+15168207118

Alerts

Be the first to know and let us send you an email when MCTV US posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCTV US:

Videos

Share