Live with Restream
Restream helps you multistream & reach your audience, wherever they are.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ ডোনাল্ড ট্রাম্পের
#DonaldTrump #usa #Bangladesh
Live with Restream
Restream helps you multistream & reach your audience, wherever they are.
Live with Restream
Restream helps you multistream & reach your audience, wherever they are.
Live with Restream
Restream helps you multistream & reach your audience, wherever they are.
Live with Restream
Restream helps you multistream & reach your audience, wherever they are.
আলাপন।
আকবর হায়দার কিরন একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি দীর্ঘ সময় কাজ করেছেন ভয়েস অব আমেরিকায়। তাঁর গ্রন্থনায় ও উপস্থাপনায় জীবনের গল্প।
আজকের অতিথি
কাজী শামসুল হক
সম্পাদক এখন সময়
এবং
এমসি টিভি ইউএসএ এর কর্ণধার।
সিরিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৫০ টন মানবিক ত্রাণ পৌঁছেছে তুরস্কে
ইউরোপীয় ইউনিয়নের ভাণ্ডার থেকে ৫০ টন স্বাস্থ্য সামগ্রী পৌঁছেছে তুরস্কে; এখান থেকে সিরিয়াতে পাঠানো হবে। এই ত্রাণ সামগ্রী ট্রাকে করে পরিবহন করা হবে এবং পার্শ্ববর্তী হাতায় প্রদেশে তুরস্কের সীমান্ত ক্রসিং হয়ে এগুলি সিরিয়াতে পৌঁছবে।
সামগ্রীগুলির মধ্যে রয়েছে মূলত যন্ত্রণা ও অস্ত্রোপচারের সরঞ্জাম; দীর্ঘ ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার নিপীড়িতদের চিকিৎসা করতে এগুলি সক্ষম করে তুলবে চিকিৎসকদের।
পেরুর আদিবাসী গ্রামে নববর্ষের আগে সমস্যার নিষ্পত্তিতে মুষ্টিযুদ্ধ
পেরুর আন্দেজ প্রদেশে আদিবাসী সম্প্রদায় বার্ষিক তাকানাকু উৎসবে মুষ্টিযুদ্ধে মেতে উঠেছে। এই উৎসব দুই দিন ধরে চলে এবং এটি ক্রিসমাসের দিন শুরু হয়। বুধবার, ২৫ ডিসেম্বর। প্রতি বছর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মুষ্টিযুদ্ধের মাধ্যমে পারস্পরিক বিবাদ ও অভিযোগ মিটিয়ে নেওয়া হয়। নতুন বছরের ঠিক আগেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর নারী ও শিশুসহ জনগোষ্ঠীর লোকেরা একজনের বিপরীতে আরেকজন কিক-বক্সিং-এর কায়দায় ঘুষি ছুড়েছেন। স্থানীয় কেচুয়া ভাষায় ‘তাকানাকু’ শব্দের অর্থ হল, “একে অপরকে আঘাত করা।” পারস্পরিক দ্বন্দ্ব ও বিবাদ মেটাতে ও সম্পর্ক মজবুত করতে তাকানাকু উৎসব উদযাপন করা হয়।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে যা বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান
সলিমুল্লাহ খান বলেন, ‘ঐক্যে ফাটল না হলেও আঁচড় লাগছে। সংস্কারের প্রশ্নে সম্ভবত এখনো ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। সংস্কার নিয়ে সবাই যে একমত হবেন, এমন কোনো কর্মসূচিও নেই। তাই আমরা বলি, কমপক্ষে কতটুকু সংস্কার না হলে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন। দুটো বিষয়ে আমাদের একমত হওয়া দরকার। সংস্কারের ক্ষেত্রটা দোতলা একটা ঘর হিসেবে দেখি, ওপরের তলায় দুটো কক্ষ আছে—রাষ্ট্র ও জাতীয় সমাজ। যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি, নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে। তাঁরা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরোনো সংবিধান পরিবর্তন করবেন। সেটা আমাদের ঐকমত্যের সাপেক্ষে হবে।’ তিনি বলেন, দ্বিতীয়টা হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্য যে জনমত গড়ে উঠেছে...স্কুল–কলেজ, জাতীয় ধর্মীয়
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর কফিন নিয়ে অন্ত্যেষ্টিযাত্রা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য শুরু হয়েছে শনিবার; দিল্লির রাস্তা দিয়ে অন্ত্যেষ্টিযাত্রা করা হয়েছে। শনিবার, ২৮ ডিসেম্বর।
সিং-কে শ্রদ্ধা জানাতে ভারতের প্রশাসন সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির স্থপতি হিসেবে তিনি বহুল সমাদৃত। ভারতে দীর্ঘতম সময়কাল ধরে যে সকল প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন সিং তাদের অন্যতম। তিনি ১০ বছর সে দেশের প্রধানমন্ত্রী এবং সংসদের উচ্চকক্ষে কংগ্রেস দলের নেতা ছিলেন।#india