MCTV US

MCTV US We work for community development
(2)

07/23/2024

সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শহিদুল ইসলাম অভিযোগ করেন, “আমাদের ঐক্যকে ক্ষুন্ন করা হচ্ছে। "ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা সমস্যার কারণে, আমরা একসাথে বসতে পারছিনা.. যোগাযোগ করতে পারছিনা... সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে।" নাহিদ ইসলাম আরও বলেন, গত বুধবার ঘোষিত ‘টোটাল শাটডাউন’ কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। রোববার চোখ বেঁধে নাহিদ ইসলামকে পাওয়া যায়। যোগাযোগ করা হলে তিনি বলেন যে তাকে গত রাতে রাষ্ট্রীয় বাহিনী আটক করেছে। “আমাকে অপহরণের পর আমার হাত ও পায়ে আঘাত করা হয়েছিল। এখনও রক্ত ​​জমাট বেঁধে আছে,” তিনি বলেন। এখন তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।





#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









07/23/2024

“হাসিনার পতনের আন্দোলনে সর্বশক্তি দিয়ে চূড়ান্তভাবে মাঠে নামুন। আজ থেকে। এখন থেকে।”

07/23/2024

✨Invitation from MUNA Convention 2024 Convener Br. Arman Chowdhury.
25% Discount is still on at munaconvention.com
Get your tickets 🎫 now !

07/23/2024
ঢাকায় চলমান গণআন্দোলন এবং শত শত ছাত্র হত্যা বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের কাছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর...
07/22/2024

ঢাকায় চলমান গণআন্দোলন এবং শত শত ছাত্র হত্যা বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের কাছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের জরুরী আবেদন।

" বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত যা দিন দিন খারাপ হচ্ছে। ছাত্ররা, এবং তাদের সাথে প্রতিবাদকারী অন্যান্যরা, দেশের পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, এবং বাংলাদেশ ছাত্রলীগ দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, যার ফলে কমপক্ষে আনুমানিক ২’শ মৃত্যু এবং ৭০০ জন আহত হয়েছে, যাদের মধ্যে কিছু গুরুতর। হতাহতদের মধ্যে হাই স্কুলের শিক্ষার্থীরাও রয়েছে।

প্রতিবাদকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ এবং তাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য আমি বিশ্ব নেতাদের এবং জাতিসংঘকে তাদের ক্ষমতার মধ্যে সবকিছু করার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার তদন্ত হওয়া উচিত।
বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এটা আমি সহ আমার নাগরিকরা দ্রুত এই আবেদনটি শুনতে পারবে কি না বা বিশ্ব নেতাদের কাছে পাঠাতে পারবে কি না, আসি সন্হিান। এই অপ্রয়োজনীয় হত্যাযজ্ঞের অবসান ঘটাতে বিশ্বনেতাদের এবং জাতিসংঘের প্রতি আমার আহ্বানে তাদের কণ্ঠস্বর যোগ করার জন্য আমি সারা বিশ্বের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে আমরা সবাই স্বপ্নের স্বনির্ভর, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে পারি।






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









বাংলাদেশে ইটালিয়ান রাষ্ট্রদুত হাসিনার শাসনকে স্বৈরাচারী শাসন বলে অভিহিত করেছেন।        #কোটাসংস্কারচাই #বাংলাদেশকোটাআন্দ...
07/22/2024

বাংলাদেশে ইটালিয়ান রাষ্ট্রদুত হাসিনার শাসনকে স্বৈরাচারী শাসন বলে অভিহিত করেছেন।






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









07/22/2024
বাংলাদেশে কোটা আন্দোলনের নামে দেশব্যাপী জামাত- বিএনপি 'র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নিইয়র্কের  জ্যাকসন হাইটসে ...
07/22/2024

বাংলাদেশে কোটা আন্দোলনের নামে দেশব্যাপী জামাত- বিএনপি 'র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নিইয়র্কের জ্যাকসন হাইটসে রবিবার বিকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা -কর্মী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিবর্গ অংশ নেন। সমাবেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বলেন, ছাত্রদের পক্ষে কোটা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে রায় হলেও বিএনপি- জামাতে কোটা আন্দোলনের নামে এখনো ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে । তারা এ ধ্বংসযজ্ঞের নিন্দা করেন এবং জনস্বার্থে তা কঠোর হস্তে দমন করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

President, Joe Biden drops out from 2024 presidential race.
07/21/2024

President, Joe Biden drops out from 2024 presidential race.


বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে নিউইয়র্কের বিভিন্ন ছাত্র সংগঠন টাইমস স্কয়ারে বিক্ষোভ করছে।       #কোটাসংস্কারচাই #বা...
07/21/2024

বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে নিউইয়র্কের বিভিন্ন ছাত্র সংগঠন টাইমস স্কয়ারে বিক্ষোভ করছে।






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









বিবিসি বাংলার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎকার :'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়...
07/21/2024

বিবিসি বাংলার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎকার :

'চোখ বেঁধে, হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়'- নাহিদ ইসলাম

চলমান কোটা সংস্কার আন্দোলের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে তুলে নিয়ে গিয়ে ও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।

সেখান থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, "ডিবি পরিচয়ে রাষ্ট্রীয় একটি বাহিনী আমাকে তুলে নিয়ে যায়। পরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এখনো আমার দুই কাঁধ ও বাম পায়ের রক্ত জমাট বেধে আছে"।

তিনি বলেন, আমার ধারণা রাষ্ট্রীয় কোন বাহিনী আমাকে তুলে নিয়েছিল। তুলে নেয়ার পর একটি প্রাইভেট কার বা মাইক্রোতে ওঠানো হয়। তিন থেকে চার স্তরের কাপড় দিয়ে তার চোখ বাঁধা হয় এবং হ্যান্ডকাফ পরানো হয়"।

“কিছু সময় পর গাড়ি থেকে নামিয়ে একটি বাড়ির রুমে নেওয়া হয়। আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে আমার উপর মানসিক ও শারীরিক টর্চার শুরু করা হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কোন স্মৃতি নাই।”

রোববার ভোর চারটা থেকে পাঁচটার দিকে ঢাকার পূর্বাচল এলাকায় তার জ্ঞান ফেরে বলে বিবিসি বাংলাকে জানান তিনি।

মি. ইসলাম বলেন, "এই আন্দোলনে আমি যাতে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি এমন কোন বিষয় থেকে হয়তো আমাকে তুলে নেয়া হয়েছিল। হয়তো নানামূখী চাপের কারণে আমাকে ছেড়ে দেয়া হয়েছে”।

আটক অবস্থা থেকে মুক্ত হওয়ার পর নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ইন্টারনেট বন্ধ হওয়ার আগে আমরা আমাদের দাবিগুলো পেশ করছিলাম। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা ফরমুলেশন করতে পারি নাই। অনেকে আবার নিরাপত্তাজনিত কারণে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকছে”।
তিনি জানান, যোগাযোগ করতে সমস্যা হওয়ার কারণে সমন্বিতভাকে কোন দাবি চুড়ান্ত করা যায় নি। যে কারণে বিভিন্ন সমন্বয়ক পরিস্থিতির প্রেক্ষাপট অনুযায়ী সেই কাছাকাছি দাবিগুলো বিছিন্ন বা বিক্ষিপ্তভাবে মিডিয়ায় বলেছেন।
নাহিদ ইসলাম বলেন, “এই মুহুর্তে আমাদের চাওয়াটা আইনশৃঙখলা বাহিনী প্রত্যাহার করে আমাদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেয়া এবং সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে সমন্বয়করা সবাই একসাথে বসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা করে চূড়ান্ত দাবি পেশ করতে পারবো”।

কারফিউর মধ্যে কর্মসূচী থাকবে কী না সেটি এখনো সিদ্ধান্ত হয়নি বলেও বিবিসি বাংলাকে জানান তিনি।






#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪









সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে: আপিল বিভাগরোববার: ২১ জুলাই ২০২৪ ইং।কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ ব...
07/21/2024

সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে: আপিল বিভাগ
রোববার: ২১ জুলাই ২০২৪ ইং।

কোটা পুর্নবহালের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলেছে, এখন থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে।
বাকি ৭শতাংশের মধ্যে ৫শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর ১ শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম-বেশি করতে পারবে।
অনতিবিলম্বে সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট।

07/21/2024

বাংলাদেশে ইন্টারনেট ও টেলিযোগযোগ বন্ধ করে বহির্বিশ্বের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্য রেখে সরকার কর্তৃক ছাত্র হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার লিডার অব দি হাউস এবং কর্মসংস্থানমন্ত্রী টনি বার্ক ভিডিও বার্তা প্রদান করেছেন।





07/21/2024





07/21/2024

স্বাধিকার আন্দোলন, গণহত্যার বিচার, সরকারের পদত্যাগ এবং ৬ দফা দাবি পেশ। ২য় সমাবেশের আয়োজন করেছে হামবুর্গে বসবাসরত বাংলাদেশিরা।



07/21/2024





07/21/2024

বাংলাদেশে কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কের ব্রঙ্কসে প্রবাসী নাগরিক সমাজ ইউএসএ’র মানব বন্ধন।
২০ জুলাই ২০২৪।
স্টারলিং-বাংলাবাজার-ইউনিয়নপোর্ট রোড,
ব্রঙ্কস,
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

কোটা আন্দোলনের অন্যতম নেতা নাহিদ এবং গণঅধিকার পরিষেদের সভাপতি নুরুল হক নুর সহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (বাংলাদেশ...
07/21/2024

কোটা আন্দোলনের অন্যতম নেতা নাহিদ এবং গণঅধিকার পরিষেদের সভাপতি নুরুল হক নুর সহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (বাংলাদেশ সময় গতকাল রাতে)। বিশেষ সুত্রে বলা হচ্ছে, তাদেরকে এখনও গ্রেফতার দেখানো হয়নি। তবে নাহিদের আরেক সহকর্মী জানান, ডিবি কার্যালয়ে তাদের আটক করা হয়েছে বিশেষ ব্যবস্থায়। তবে নাহিদের মা ও বাবা ডিবি কার্যালয়ে এলে তাদের বলা হয়, ডিবি নাহিদের বিষয়ে কিছুই জানে না।




07/21/2024







July 20 2024

আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অসলো পার্লামেন্টের সামনে সমবেত বাংলাদেশি কম্যুনিটি ।
07/21/2024

আন্দোলনের সাথে সংহতি জানিয়ে অসলো পার্লামেন্টের সামনে সমবেত বাংলাদেশি কম্যুনিটি ।

07/21/2024

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশে "ছাত্র হত্যা" নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

We work for community development

07/21/2024

"আমি গণতন্ত্রের জন্য একটি বুলেট নিয়েছি,"- ডোনাল্ড ট্রাম্প। আত্ততায়ীর হাত থেকে জীবন রক্ষা পাবার পর গত সপ্তাহে মিশিগানে তার প্রথম প্রচার সমাবেশে দর্শকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

07/20/2024

Imams & community Dinner.
১৯ই জুলাই ,২০২৪( শুক্রবার)
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা।((মুনা)
মসজিদ আর রায়ান।
মুনা সেন্টার অফ জ্যামাইকা।

Imams & community Dinner. ১৯ই জুলাই ,২০২৪( শুক্রবার) মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা।((মুনা) মসজিদ আর রায়ান।মুনা সেন্টার অ...
07/20/2024

Imams & community Dinner.
১৯ই জুলাই ,২০২৪( শুক্রবার)
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা।((মুনা)
মসজিদ আর রায়ান।
মুনা সেন্টার অফ জ্যামাইকা।

07/19/2024











দেশের তরুণ প্রাণদের নির্দ্ধিধায় হত্যা করে জনগণকে সরকার যে বার্তা পাঠাচ্ছে তা হলো ক্ষমতায় টিকে থাকা ছাড়া তারা আর কোনো কিছ...
07/19/2024

দেশের তরুণ প্রাণদের নির্দ্ধিধায় হত্যা করে জনগণকে সরকার যে বার্তা পাঠাচ্ছে তা হলো ক্ষমতায় টিকে থাকা ছাড়া তারা আর কোনো কিছুই পরোয়া করেনা....


#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন

   #বাংলাদেশকোটাআন্দোলন
07/19/2024

#বাংলাদেশকোটাআন্দোলন

Address

7226 Roosevelt Avenue , Suite #201
New York, NY
11372

Telephone

+15168207118

Alerts

Be the first to know and let us send you an email when MCTV US posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCTV US:

Videos

Share


Other New York media companies

Show All