Raida & Raheel vlogs

Raida & Raheel vlogs Hello everyone ,I’m a Bangladeshi woman Living in USA I am YouTuber,Video vlogger , content creator,videographer

As Salamualaikum everyone, save the date for your eid shopping. The Beautiful Ladies of USA & Al-Aqsa arranged Eid-Ul-Fi...
01/22/2025

As Salamualaikum everyone, save the date for your eid shopping. The Beautiful Ladies of USA & Al-Aqsa arranged Eid-Ul-Fitr mela named “Queens EID Bazaar 2025”. Join us with your friends and family.
✅ All your eid shopping under one roof.
ℹ️ Bangladeshi, Pakistani, Indian, vendors will bring their products direct from their countries.

🎟️ Free Entry, open to public
March 15-16, & 22-23, 2024
Saturdays-Sundays
12pm to midnight

Renown Designer Dresses, Summer Collections for Men/Womens/Kids, Elegant Jewelry and Accessories, Hijabs, Bengals, Amazing Deals, and many more!

📣NB: please note stalls are all booked.

একবারও কি ভেবে দেখেছেন , অভিনেতা এবং অভিনেত্রীরা কিভাবে আমেরিকাতে খুব সহজে সেটেল হতে পারে ? খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশের...
12/02/2024

একবারও কি ভেবে দেখেছেন , অভিনেতা এবং অভিনেত্রীরা কিভাবে আমেরিকাতে খুব সহজে সেটেল হতে পারে ?
খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশের অনেক মডেল নায়ক নায়িকারা আমেরিকাতে খুব সহজেই সেটেল হয়েছে ।

বিখ্যাত কন্ঠশিল্পী বিপ্লব, মোনালিসা, আহমেদ শরীফ, অভিনয়শিল্পী শ্রাবন্তী, টনি এবং প্রিয়া ডাইস আরো অনেকেই ।

সাম্প্রতিক শাকিব খান, আনোয়ার ( আমার কাছের খুব ছোট ভাই সব), সহ অনেকেই আমেরিকান গ্রীন কার্ড পেয়ে গেছে ।

এখন অনেকেই প্রশ্ন করবেন, শুধুমাত্র যারা সিনেমা নাটকে অভিনয় করে তারাই কি এই ক্যাটাগরিতে পড়বেন ?
না । সিনেমার নাটক ছাড়াও, সোশ্যাল মিডিয়ায় যারা ভাল করছেন তারাও এই ক্যাটাগরিতে পড়তে পারেন, ফেসবুকার বাই ইউটিউবাররাও এমনকি ট্রাভেলার চেষ্টা করতে পারেন ।

যারা অভিনয়শিল্পে রয়েছেন, তাদের জন্য আমেরিকার স্পেশাল একটা ক্যাটাগরি রয়েছে ।
সময় পেলে একদিন বিস্তারিত আলোচনা করব । কি বলেন আপনারা ? 😊

Pic for attention

 March 15 &16 March 22 &23
11/26/2024


March 15 &16
March 22 &23

 #জুম্মামোবারক আমিন 🤲🏻🤲🏻
11/22/2024

#জুম্মামোবারক
আমিন 🤲🏻🤲🏻

11/20/2024

রাগ হলে নাকি কম কথা বলতে হয় যতটুকু সম্ভব চুপ থাকতে হয়..কারন রাগ জেদ টা এক সময় চলে যায় কথা গুলো মনে গেথে থাকে.. আর এই কথাই যথেষ্ট একটা মানুষকে কাছের করার জন্য আবার এই কথাই যথেষ্ট একটা মানুষ নিজের থেকে দূরে করার জন্য..

কিন্তু আমার মনে হয় রাগ করে বলা কথা গুলোই সত্যি কারন ওই মানুষটা যদি আপনার সম্মন্ধে এই ধারনা না রাখে তাহলে ত এই কথা তার মনে বা মুখে আসার কথাই না..

তাই নয় কি ?

11/15/2024
10/29/2024

এই পৃথিবীতে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখের কথা শুনতে হয়- আর ধার দেওয়া সেই টাকা চাইতে নিজের দুঃখের কথা বলতে হয়।

10/25/2024

🕋যদি মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, তবে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতিবছর , তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়, জুম্মা🕌 মোবারক

 #শাড়ির  শাড়ি একটা ভ'য়ংকর পোষাক সাদামাটা একটা মেয়েকেও শাড়িতে অপূর্ব লাগে শাড়ি আর কিছুই নাএক কথায় বলা যায় যে,শাড়ি মেয়েদে...
10/18/2024

#শাড়ির
শাড়ি একটা ভ'য়ংকর পোষাক
সাদামাটা একটা মেয়েকেও শাড়িতে অপূর্ব লাগে
শাড়ি আর কিছুই না
এক কথায় বলা যায় যে,শাড়ি মেয়েদের সুন্দর্যের লাবণ্য 🫶🫶
একটা simple শাড়িও কত পরিবর্তন করে দেয় নারীকে
আমার মত কেউ কি আছো শাড়ি lover ?
দের দেখতে চাই 🤓🤓

বাস্তবতা খুব কঠিন আজ নতুন করে একটা বাস্তব সত্যি কথার মুখামুখি হলাম।😌😌সত্যি কথা বলতে যেমন সাহস লাগে তেমনি সত্যি কথা শুনতে...
10/17/2024

বাস্তবতা খুব কঠিন
আজ নতুন করে একটা বাস্তব সত্যি কথার মুখামুখি হলাম।😌😌
সত্যি কথা বলতে যেমন সাহস লাগে তেমনি সত্যি কথা শুনতে সাহস লাগে ।😌😌
এর থেকে বেশী সাহস লাগে এই সত্যি কথা হজম করতে।।😌😌
যে যা Deserve করে সে সেটাই পায় ।🥰🥰
এর থেকে বেশীও না কমও না ।
আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ ❤️❤️
আমি সব সময় বিশ্বাস করি আল্লাহ যা করে আমার ভাল জন্য করে ।।এই বিশ্বাস থাকলে সুখি থাকা যায় ।।
আলহামদুলিল্লাহ

একঘেয়ে  জীবন থেকে  সবার বের হয়ে আসা উচিত ॥ভালোবাসার মাপ কাঠি ভালোবাসা হোক ।আজকাল সম্পর্কের  বাধনগুলো বড্ড বেশি হালকা। সব...
10/16/2024

একঘেয়ে জীবন থেকে সবার বের হয়ে আসা উচিত ॥
ভালোবাসার মাপ কাঠি ভালোবাসা হোক ।
আজকাল সম্পর্কের বাধনগুলো বড্ড বেশি হালকা। সবাই কেমন যান্ত্রিক হয়ে পরছে ॥
বিনোদনের অর্থই বদলে দিয়েছে মানুষ ।
প্রেম, ভালোবাসা,ঘর,সংসার এগুলো খুব ঠুনকো হয়ে যাচ্ছে দিনকে দিন।ফেসবুকময় জীবন যে যত বেশী সোআফ করতে পারবে
মানুষ তত বেশী মূল্যে দিবে , ভালবাসা দিবে😉😉
তাই তো দুদিনেই ভেঙ্গে যাচ্ছে সম্পর্কগুলো
বন্ধুত্ব মতো একটা মহৎ সম্পর্কে হাস্যরসে পরিনত করে ফেলেছে একবারও কি মানুষগুলো ভেবে দেখছে এই নতুন নতুন বন্ধুত্ব করার লোভে নিজেকে হাস্যকর করে ফেলছে ।কে কাকে পায়ের নিচে ফেলে উপরে উঠবে , কে কত বেশী মানুষের সাথে মিশবে ।
এই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত ছোট বড় কোন বেদাবেদ নাই,
সম্পর্ককে যত্ন করতে হয়।
জীবন জুয়া খেলতে খেলতে এক শ্রেনী মানুষ ,কোনদিন বুঝতেই পারে না সত্যিকারের সম্পর্ক কি , এই জুয়া খেলতে খেলতে একসময় পিছন ফিরে দেখে সব ভুল ছিলো!
তাপরও এই মজার লোক দেখানো জীবনই সুন্দর লাগে

( যা যা আমাদের চারপাশে ঘটছে, যা যা দেখছি তাই লিখলাম🫶❤️ নিজ দায়িত্বে বুঝে নেন )

খুঁজিনি কারো মন, তোমার মন পাববলে। ধরিনি কারো হাত, তোমার হাতধরবো বলে। হাঁটিনি কারো সাথে,তোমার সাথে হাঁটবো বলে। কাউকেবাসিন...
10/15/2024

খুঁজিনি কারো মন, তোমার মন পাব
বলে। ধরিনি কারো হাত, তোমার হাত
ধরবো বলে। হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে। কাউকে
বাসিনি ভালো, তোমাকে ভালবাসি
বলে।

 #জুম্মা_মোবারকসবাই ভাল আছো নিশ্চয়ই।সুস্থভাবে বেঁচে থাকা আল্লাহর  নেয়ামত। কোন কিছু নিয়ে হতাশ না হয়ে আল্লাহ যা করেন মংগলে...
10/11/2024

#জুম্মা_মোবারক
সবাই ভাল আছো নিশ্চয়ই।সুস্থভাবে বেঁচে থাকা আল্লাহর নেয়ামত। কোন কিছু নিয়ে হতাশ না হয়ে আল্লাহ যা করেন মংগলের জন্য করেন,এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া উচিত।
সবাই বলো
আলহামদুলিল্লাহ 💞

Address

New York, NY
11370

Telephone

+6468979660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raida & Raheel vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raida & Raheel vlogs:

Videos

Share

Category