Desh 2 Bidesh দেশ 2 বিদেশ

Desh 2 Bidesh দেশ 2 বিদেশ JA
(30)

07/25/2024

আজকের পর থেকে বাংলাদেশে আর কোন টাকা পয়সা পাঠাবো না সবকিছু বন্ধ করে দিলম🙃

ডি ভিলিয়ার্স ছিলেন, ছিলেন হাশিম আমলা-ফাফ ডু প্লেসিসও। ডেল স্টেইন-মরনে মরকেলদের নিয়ে গড়া সাউথ আফ্রিকার ওই দলটা তো আরো ভয়...
06/29/2024

ডি ভিলিয়ার্স ছিলেন, ছিলেন হাশিম আমলা-ফাফ ডু প্লেসিসও। ডেল স্টেইন-মরনে মরকেলদের নিয়ে গড়া সাউথ আফ্রিকার ওই দলটা তো আরো ভয়ঙ্কর ছিলো। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, গ্যারি কার্টসেন, ল্যান্স ক্লুজনার, হ্যান্সি ক্রুঞ্জ, মার্ক বাউচার, শন পলক, অ্যানাল ডোনাল্ড, জন্টি রুডসরাও কখনও বিশ্বকাপের ফাইনাল খেলতে পারেননি।

ক্যাপ্টেন মার্করামের হাত ধরে অবশেষে সেমি ফাইনালের দুর্ভাগ্য কাটালো প্রোটিয়ারা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উঠলো ফাইনালে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে এসেছে দলটি। বিশ্বকাপ ট্রফিটার যোগ্য দাবিদার তারাই। আশা করি এবারের বিশ্বকাপটা তারাই নিবে। অনেক অনেক শুভকামনা। This Time For Africa 🇿🇦💚
Wish you good luck South Africa

2015 বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর এবি ডি ভিলিয়ার্স কেঁদেছিলেন, 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর মার্করাম...
06/27/2024

2015 বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর এবি ডি ভিলিয়ার্স কেঁদেছিলেন, 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর মার্করামের কান্না থামেনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আজ পর্যন্ত এই দলটি কোনো ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। 1992 সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা আফ্রিকান দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানানো উচিত।

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর এক দশক পূর্তি এবং বার্ষিক বনভোজনে সবাই আন্তরিকভাবে আমন্ত্রিত। আনন্দঘন পরিবেশের ...
06/07/2024

বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন এর এক দশক পূর্তি এবং বার্ষিক বনভোজনে সবাই আন্তরিকভাবে আমন্ত্রিত। আনন্দঘন পরিবেশের এই মিলন সমাবেশে আগতদের জন্যে রয়েছে র‍্যাফেড ড্রতে অংশ নিয়ে বিভিন্ন মুল্যবান পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ।।

05/31/2024

বিশ্ব আসরকে ঘিরে যুক্তরাষ্ট্রে নেই বাড়তি কোনো সাজসজ্জা, বাড়তি কোনো উন্মাদনা। প্রথমবার নিজ দেশ বিশ্বকাপ খেললেও বিশ্বকাপ ঘিরে উত্তেজনা নেই স্থানীয়দের মধ্যে। তারপরও এমন দেশে কেন বিশ্বকাপ আয়োজনের অনুমতি দিলো আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা?

একনজরে দেখেনিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্নাঙ্গ সময়সূচি; শেয়ার করে রেখেদিন নিজের টাইমলাইনে
05/31/2024

একনজরে দেখেনিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্নাঙ্গ সময়সূচি; শেয়ার করে রেখেদিন নিজের টাইমলাইনে

ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল
05/21/2024

ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল

05/12/2024

Happy mother’s day

04/16/2024

পবিত্র মক্কা শরীফ ফজরের নামাজের আজান
এবং তাহাজ্জুদের সময়
দেশ ২ বিদেশ😊😊

04/15/2024

Downtown nyc

ব্রেকিং নিউজ Mash Allha আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয় ,,৩০ দেশ কে পি...
04/11/2024

ব্রেকিং নিউজ Mash Allha

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ
আফ্রিকার সেনেগালের ভূমিতে
লাল সবুজের বিশ্বজয় ,,

৩০ দেশ কে পিছনে ফেলে ক্বারী আবু রায়হানের বিশ্বজয়।
সে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার হাতে গড়া ছাত্র।
আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা

পুরষ্কার হিসাবে পেয়েছে ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার।
যা বাংলা টাকায় ১৯ লক্ষ হয়।

04/02/2024

Happy 23 rd Ramadan

04/01/2024

মাশাল্লাহ খুব সুন্দর কন্ঠ শুনলেই প্রাণ জুড়ে যায়

03/13/2024

Congratulations Bangladesh cricket team
Won by 6 wickets

Goodbye Bangladesh ❤️❤️❤️Miss you 😘 all— love ❤️ u🇧🇩🇧🇩
02/28/2024

Goodbye Bangladesh ❤️❤️❤️
Miss you 😘 all— love ❤️ u🇧🇩🇧🇩

অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি।কষ্টের টাকায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরা আজ ভুলে যায় পিতা-মাতাকে। রেখে আসে আশ্...
11/08/2023

অমানুষের তালিকায় উচ্চ শিক্ষিতরাই বেশি।
কষ্টের টাকায় তিলে তিলে বড় করে তোলা সন্তানরা আজ ভুলে যায় পিতা-মাতাকে। রেখে আসে আশ্রমে। জীবনের শেষ বেলায় মা-বাবা যখন একটু সন্তানদের সান্নিধ্য চান, তখন বড্ড ব্যস্ত হয়ে পড়েন সন্তানগুলো। মা-বাবারাও সন্তানদের বড় বানাতে বানাতে এতোই বড় বানিয়ে ফেলেন যে তাঁদের আর নাগাল পান না। উচ্চশিক্ষিত হওয়ার পরও অনেকেই উঁচু মনের মানুষ হতে পারছেন না। ভুলে যাচ্ছেন নিজেদের আপন কর্তব্যটুকুও।

যেমন বলা যেতে পারে অভিনেতা আনোয়ার হোসেনের কথা। যিনি বাংলার নবাব সিরাজউদ্দৌলা খ্যাত। অভিনয় জীবনের সকল উপার্জন, ব্যয় করেছেন সন্তানদের পেঁছনে। বড় ছেলে সুইডেন, বাকী ৩ ছেলে ও ১ মেয়ে আমেরিকায়।

অভিনয় জগতের সফল এই মানষুটি একা বাসায় ধুঁকে ধুঁকে মরলেন। অনেক উঁচুতে থাকা সন্তানগুলোর একজনও আসেননি বাবাকে দেখতে। জীবনের শেষ বেলাতেও অভিনয় করতে হয়েছে পেটের তাগিদে চাকর-বাকরের চরিত্রে।

আরেকজন ২ সন্তানের পিতা ও দেশের সাহসী কবি আল মাহমুদ। বনানীর বাড়ী বিক্রি করে সন্তানদের বিদেশে পাঠান তিনি। কিন্তু আর দেশে ফিরে আসেননি তাঁর আদরের দুলালেরা। কবি যখন নিজ গ্রামের বাড়ীতে বিছানায় শায়িত ছিলেন তখনও তাঁর দেখার কেউ ছিল না। এরপর হুট করেই একদিন চলে যান না ফেরার দেশে।

সন্তান মেধাবী হলে বাবা মা তাঁদের পেঁছনে পয়সা খরচ করতে কৃপনতা করে না। বাড়ী, গাড়ী, সোনা, গহনা সবই বিক্রী করে দেয় তবুও মা-বাবার আনন্দের সীমা থাকে না- অথচ এই সন্তানগুলোই বড় হয়ে ভাল পজিশনে পৌঁছে মা-বাবাকে কষ্ট দেয়- ভীষণ কষ্ট দেয়।

আর গত ফেব্রুয়ারিতে বড্ড একাকী জীবন সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন ব্যবসায়ী মুহসীন। কিন্তু এনার আরেকটা পরিচয় তিনি বাংলা সিনেমার অন্যতম সফল নায়ক রিয়াজের শ্বশুর।

আবু মহসীন খান মৃত্যুর আগে লাইভে বলেছিলেন, ‌‘৩০ জানুয়ারি আমার খালা মারা যান। খালার একমাত্র ছেলে আমেরিকা থাকে। মার মৃত্যুতে সে আসেনি। আজ (বুধবার) আরেক খালা মারা গেল। তার ৩ ছেলে ইঞ্জিনিয়ার, আরেক ছেলে আমেরিকায়। এক ছেলে আসতে পারেনি তবে বাকি ৩ জন দাফন কাজ করেছে।

‘আমার একমাত্র ছেলে। সে অস্ট্রেলিয়া থাকে। আমি আমার বাসায় সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর থেকে আমার ভেতরে খুব ভয় করছে। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি আমার মনে হয় না এক সপ্তাহেও কেউ জানতে পারবে যে আমি মারা গেছি। আমরা সবকিছুই করি ছেলে-মেয়ে স্ত্রী-পরিবারের জন্য। গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কি কষ্ট, যারা একা থাকে তাঁরাই এই কষ্ট বুঝে। আমার জীবনে আমি যাদের জন্য বেশি করেছি, তাঁদের দ্বারাই বেশি প্রতারিত হয়েছি।

এভাবেই সমাজে দেখা গেছে যারা বেশি বা উচ্চশিক্ষিত তাঁরাই পিতা-মাতার ঋণ ভুলে যায়। ভুলে যায় নিজেদের দায়িত্ব-কর্তব্যের কথা। তাই তো বলা হচ্ছে, অমানুষদের তালিকায় উচ্চশিক্ষিতরাই বেশি।

তবে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ একটা অতি মূলবান কথা বলেছেন, "তুমি যতই শিক্ষিত হও যদি ইসলামের জ্ঞান না থাকে, তাহলে তুমি মূর্খ শিক্ষিত!"

সুতরাং তথাকথিত শিক্ষায় সন্তানকে উচ্চশিক্ষিত করার পাশাপাশি ইসলামি শিক্ষা দেওয়া জরুরী।

ছবিঃ আনোয়ার হোসেন, আবু মহসীন খান ও কবি আল মাহমুদ।
সংগৃহীত পোস্টঃ

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desh 2 Bidesh দেশ 2 বিদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desh 2 Bidesh দেশ 2 বিদেশ:

Videos

Share

Category

Nearby media companies


Other Media in New York

Show All