07/10/2024
📓গল্প : ফিরে দেখা
✒️লেখা : রাইয়ান হক
1️⃣পর্ব : ১
———————————————————————
দীর্ঘ দেড় মাস পর আবার ক্লাসে ফিরলাম। বার্ষিক পরীক্ষার সে লম্বা ছুটির পর আবারও সেই চিরচেনা দালা নে ফিরলাম।আজ আজ বছরের প্রথম ক্লাস, নতুন বছর, নতুন কারিকুলাম,নতুন বই। ক্লাসে ঢুকে দেখলাম পোলাপাইন চিল্লাচ্ছে, লাফাচ্ছে,নাচতেছে ইভেন অনেকে মোবাইল টিপতেছে। এই সময় স্যারের পায়ের আওয়াজ পাওয়া গেল, অ্যান্ড গেস হোয়াট, ক্লাস পুরাই চুপ! তো এই হেনতেন করে পুরা দিন কাটলো। টিফিন টাইমে ফাইনালি এই নরক থেকে বাইর হতে পারলাম। উফফফফ!!! সেই বিরক্তি নিয়ে ক্লাস করতেসিলাম।
বাইর হয়েই বন্ধু লাবিবের সাথে দেখা, আমার "জিগরি দোস্ত"। দূরভাগ্যবশত, ও এবার আগে ভর্তি হইসে তাই ও বি সেকশনে, বাট আমি ক'ট খেয়ে সি সেকশনে, আর এ সেকশন তো অলওয়েজ ফিলড আপ। বহুদিন পর বাস্তবে আবার দেখা...
: আরেএএএএ দোস্ত!!! তুই?? কি অবস্থা?
: আরে ভালোই। তুই?
: চিল মুডে আসি, দেখতেই তো পারতেসোস।
: ভালই তাইলে না? তোর দল প্রিমিয়ার লিগের টপে আসে, আর কি লাগে মামা??
: দূরররর!!! শুধু খেলা নাকি অন্য কোনো কারণও তো থাকতে পারে তাইনা?
: হুম, বুঝসি। চল ক্যাফেটেরিয়ায়, খালি মুখে কথা জমে নাহ।
ক্যাফেটেরিয়ায় গিয়েই শালা তিনটা সিঙ্গারা মেরে দিলো, কিন্তু বিল আমাকেই দিতে হলো।
: যাই বলিস, ওদের সিঙ্গারাগুলা বেশ ম...
তার চেহারার দিকে তাকিয়ে দেখি সে খাইতেও ভুলে গেছে। স্তব্ধ হয়ে মুখে সিঙ্গারা নিয়ে কিছু একটা দেখছে।ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে আমিও হা না করে পারলাম না।
(চলবে)
#ফিরেদেখা
#গল্প
#রাইয়ানলিখে