![বেশ কয়েকদিন হয়ে গেলো লেখালেখি থেকে দূরে ছিলাম, আজ আবার বসলাম লিখতে,বিয়ের মৌসুম শুরু হয়েছে সাথে সাথে বাড়ছে বিয়ে কেন্দ্রিক...](https://img4.medioq.com/798/869/581888497988695.jpg)
01/13/2025
বেশ কয়েকদিন হয়ে গেলো লেখালেখি থেকে দূরে ছিলাম, আজ আবার বসলাম লিখতে,
বিয়ের মৌসুম শুরু হয়েছে সাথে সাথে বাড়ছে বিয়ে কেন্দ্রিক ব্যাস্ততা। আমরা প্রায় প্রত্যেকেই বিয়ের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছি, কেউ আয়োজক তো কেউ আমন্ত্রিত। আমিও তার ভিন্ন নই, আমার একমাত্র বড়ভাই ছিলো বিয়ে বিদ্বেষী, নানান চড়াই উতরাই পার করে তাকে বিয়ের জন্য রাজি করানো হলো। সুপাত্রী ভাবীও তার স্বপ্নের রাজকুমার পেলো (!!!) কিন্তু ঘটনা সেখানেই যদি থেমে থাকতো, বিয়ের কথা পাকাপাকির পর আসলো কাবিনের দিন; কাবিনের কেনাকাটা, ডালা সাজানো, কাবিনের হলুদের প্রস্তুতি এক হুলু স্থুল কারবার! আমার পরিবারের সদস্য সংখ্যা কম হওয়াতে চাপ আমার উপর যারপরনাই বেশি! অনুষ্ঠান গুলো শুরু হবার অর্ধ মাস আগ থেকে শেষ হবার নূন্যতম ৫ দিন পর পর্যন্ত কি পরিমান কায়িক এবং মানসিক শ্রম গিয়েছে সেটা যে পোহায় সেই জানে! তারপরও কিছু না কিছু কমতি থেকেই যায়; এত কষ্টের জমানো অর্থ, দিনরাত এক করে খাটা খাটুনি, প্রত্যেকটা জিনিস বাছাই করে নিজ হাতে কেনা, সবার আদর আপ্যায়ণের খবরাখবর রেখেও সন্তুষ্টির দেখা মেলেনা! খুব অবাক লাগে এই ভেবে যে একজন পিতা, একজন পুত্র সন্তান, একজন ভাই তার আয়ের উৎসের একটা বড় খাত ব্যয় করে ফেলে এই বিয়ের উছিলায়! যে বিয়ের অনুষ্ঠানে লাভের খাতায় সেই বাবা, পুত্র সন্তান বা ভাইয়ের কিছুই নেই বরং নিজের জীবনের রোজগারের একটা বড় অংশ দিয়ে কুড়ায় সমালচনা, অসন্তুষ্টি, অভিমান। আরো অবাক করা বিষয় এই যে মানুষগুলোকে সুখ দুখে খুজেও পাওয়া যায় না তাদের কে দেখা যায় রেজালার মসলা-তেল নিয়ে কটুক্তি করতে! যাদের শপিং থেকে শুরু করে পুরো আয়োজনে আর্থিক অংশগ্রহণ তো দুরের কথা একটা মানসিক সাপোর্ট ও দেখায় না তাদেরকে দেখা যায় বর-বউ এর শাড়ি-কাপড়, গয়না নিয়ে অসংগতিপূর্ণ মন্তব্য করতে। অথচ এই সকল সো কল্ড শুভানুধ্যায়ীদের জন্য একজন বাবা, একজন ভাই, একজন সুপুত্র তার সহায় সম্বল-পুজি কে তোয়াক্কা না করে এক বিশাল জনসমাবেশের আয়োজন করে! কয়েকজনকে তো সারাবছর খুজে না পাওয়া গেলেও কাচ্চির আলু খোজার সময় খাবার টেবিলে ঠিকই উপস্থিত পাবেন!
আর এই যুগের তো ট্রেন্ডের অভাব নাই, যাদের টাকা রাখবার যায়গা হয়না তারা তো ব্রাইডাল শাওয়ার,মেহেদী, সাংগিত, হালদি নাইট, নিকাহ, রুখসাতি, ওয়ালিমা..... নামে বিভিন্ন অনুষ্ঠান দাড় করিয়ে দেয় "খুশিতে, ঠেলায়, ঘোরতে... ঘোরতে"। আর মেয়েরা তো ছেলেবেলা থেকেই কল্পনা প্রবণ, এইসকল বাড়াবাড়ি দেখে সাধ্যের বাইরে গিয়ে অনেকে ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়ে আবার সেই সকল সো কল্ড শুভানুধ্যায়ীদেরকে আমন্ত্রণ জানিয়ে সমালোচনা করার জন্য উন্মুক্ত মঞ্চ তৈরি করে দেন। লাভের খাতায় আমার মতন ছবিপ্রেমির জোটে শেয়ার দেয়ার মতন সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ছবি (তাও লাখ টাকার বিনিময়ে), একদিনের রানীর মতন সাজ শয্যা (২০-৩০ হাজার টাকার বিনিময়ে) আর সো কল্ড শুভানুধ্যায়ীদের অফুরন্ত অসুন্তষ্টি আর সমালোচনা!
বিয়ে হউক ছিমছাম; বিয়ে বাড়িতে হউক আসল শুভাকাঙ্ক্ষীদের আনাগোনা; বিয়ে হউক শ্রদ্ধার, বিয়ে হউক ভালবাসাপূর্ণ 💖
Zeba’s Journal
ছবিতে আমি আর আমার বর, আমাদের বিয়ে হয় ২০১৭ তে!